বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি

51. মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করা হয় কোন তারিখে?

  • ক. ৩ নভেম্বর, ২০০৪
  • খ. ৪ নভেম্বর, ২০০৪
  • গ. ৫ নভেম্বর, ২০০৪
  • ঘ. ৬ নভেম্বর, ২০০৪

উত্তরঃ ৪ নভেম্বর, ২০০৪

বিস্তারিত

53. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

  • ক. বুড়িমারী
  • খ. জাফলং
  • গ. সোনা মসজিদ
  • ঘ. বেনাপোল

উত্তরঃ বেনাপোল

বিস্তারিত

54. বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে কোনটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করা হয় ?

  • ক. হিলি (দিনাজপুর)
  • খ. বাংলাবান্ধা (পঞ্চগড়)
  • গ. বেনাপোল
  • ঘ. সোনা মসজিদ

উত্তরঃ বেনাপোল

বিস্তারিত

55. 'হিলি' স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত ?

  • ক. নোয়াখালী
  • খ. যশোর
  • গ. দিনাজপুর
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

56. 'সোনা মসজিদ' স্থলবন্দরটি কোথায় ?

  • ক. লালমনিরহাট
  • খ. দিনাজপুর
  • গ. পঞ্চগড়
  • ঘ. চাঁপাই নবাবগঞ্জ

উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ

বিস্তারিত

57. বুরিমারি স্থলবন্দর কোথায় ?

  • ক. লালমনিরহাট
  • খ. রংপুর
  • গ. পঞ্চগড়
  • ঘ. সুনামগঞ্জ

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

58. অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?

  • ক. চট্টগ্রাম
  • খ. ঢাকা
  • গ. মংলা
  • ঘ. খুলনা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

60. বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোনটি ?

  • ক. নারায়ণগঞ্জ
  • খ. মংলা
  • গ. চাঁদপুর
  • ঘ. চালনা

উত্তরঃ মংলা

বিস্তারিত

61. মংলা বন্দর কোন জেলায় অবস্থিত ?

  • ক. খুলনা
  • খ. বাগেরহাট
  • গ. সাতক্ষীরা
  • ঘ. বরগুনা

উত্তরঃ বাগেরহাট

বিস্তারিত

62. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. ভৈরব
  • খ. পশুর
  • গ. হাড়িয়াভাঙ্গা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পশুর

বিস্তারিত

63. চালনা বন্দরের কার্যক্রম শুরু হয় কত সাল থেকে ?

  • ক. ১৯৫০
  • খ. ১৯৫১
  • গ. ১৯৫২
  • ঘ. ১৯৫৩

উত্তরঃ ১৯৫০

বিস্তারিত

64. মেঘনা নদীর তীরে অবস্থিত নৌ-বন্দর কোনটি ?

  • ক. নারায়ণগঞ্জ
  • খ. ভৈরব
  • গ. সিরাজগঞ্জ
  • ঘ. চাঁদপুর

উত্তরঃ চাঁদপুর

বিস্তারিত

65. বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে ?

  • ক. কুতুবদিয়া
  • খ. হাতিলরদিয়া
  • গ. সোনাদিয়া
  • ঘ. মংলা

উত্তরঃ সোনাদিয়া

বিস্তারিত

66. সম্পূর্ণ বেসরকারী পর্যায়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায় ?

  • ক. মহেশখালি
  • খ. কুতুবদিয়া
  • গ. সেন্টমার্টিন
  • ঘ. সন্দ্বীপ

উত্তরঃ মহেশখালি

বিস্তারিত

67. জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-

  • ক. ১৯৭৮ সালে
  • খ. ১৯৮৩ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৮০ সালে

বিস্তারিত

68. এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে ?

  • ক. ৩০ টি
  • খ. ৩১ টি
  • গ. ৩২ টি
  • ঘ. ৩৩ টি

উত্তরঃ ৩২ টি

বিস্তারিত

69. বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যোগদান করে -

  • ক. নভেম্বর, ২০০৭
  • খ. জুলাই, ২০০৬
  • গ. অক্টোবর, ২০০৬
  • ঘ. মার্চ, ২০০৫

উত্তরঃ নভেম্বর, ২০০৭

বিস্তারিত

70. কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকেনা ?

  • ক. দক্ষিণ কোরিয়া
  • খ. যুক্তরাজ্য
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. অস্ট্রিয়া

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

71. ফিলাটেলি শব্দটি কোন বিষয়েরসাথে সম্পর্কিত ?

  • ক. ফিলাডেলফিয়া
  • খ. ডাক বিভাগ
  • গ. টেলিফোন সংলাপ
  • ঘ. ম্যানিলা

উত্তরঃ ডাক বিভাগ

বিস্তারিত

72. মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন?

  • ক. কামরুল হাসান
  • খ. জয়নুল আবেদীন
  • গ. বিমান মল্লিক
  • ঘ. হাশেম খান

উত্তরঃ বিমান মল্লিক

বিস্তারিত

73. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল ?

  • ক. জাতীয় স্মৃতিসৌধ
  • খ. লালবাগের কেল্লা
  • গ. সোনা মসজিদ
  • ঘ. শহীদ মিনার

উত্তরঃ শহীদ মিনার

বিস্তারিত

74. বাংলাদেশের পোস্টাল কোড চালু হয় -

  • ক. ১৯৮৬ সালে
  • খ. ১৯৮৫ সালে
  • গ. ১৯৭৫ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৮৬ সালে

বিস্তারিত

75. বাংলাদেশের একমাত্র ''পোস্টাল একাডেমী কোথায় অবস্থিত ?

  • ক. রাজশাহী
  • খ. ঢাকা
  • গ. চট্টগ্রাম
  • ঘ. খুলনা

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects