বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা

২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কত?

  • ২ লাখ ২৫ হাজার ৩২৩ কোটি টাকা
  • ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
  • ২ লাখ ২৫ হাজার ৩২৫ কোটি টাকা
  • ২ লাখ ২৫ হাজার ৩২৬ কোটি টাকা

সঠিক উত্তরঃ ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা

বিস্তারিত

২০২১-২০২২ অর্থ বছরে বাজেট কত?

  • ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
  • ৬ লাখ ৪ হাজার ৬৮১ কোটি টাকা
  • ৬ লাখ ৫ হাজার ৬৮১ কোটি টাকা
  • ৬ লাখ ৬ হাজার ৬৮১ কোটি টাকা

সঠিক উত্তরঃ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন?

  • ২০ জন
  • ১৫ জন
  • ১৩ জন
  • ১০ জন

সঠিক উত্তরঃ ১০ জন

বিস্তারিত

নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ রাখে--

  • রৌপ্য
  • শেয়ার বন্ড
  • স্বর্ণ
  • বৈদেশিক মুদ্রা

সঠিক উত্তরঃ স্বর্ণ

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের বর্তমান (২০১৫) গভর্নর কে?

  • ড. আনিসুর রহমান
  • ড. ফখরুদ্দীন আহমেদ
  • ড. আতিউর রহমান
  • ড. ফরাসউদ্দীন

সঠিক উত্তরঃ ড. আতিউর রহমান

বিস্তারিত

কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি?

  • আমানত গ্রহণ
  • ঋণ প্রদান
  • মুদ্রার মান নিয়ন্ত্রণ
  • মুনাফা অর্জন

সঠিক উত্তরঃ মুদ্রার মান নিয়ন্ত্রণ

বিস্তারিত

কোনটি কৃষি ব্যাংকের কর্ম নয়?

  • গ্রুপ সংগঠনের মাধ্যমে সদস্যদের ঋণ প্রদান
  • ফসল উৎপাদনে অর্থ সংস্থান
  • সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
  • সেচ প্রকল্পে অর্থ সংস্থান

সঠিক উত্তরঃ গ্রুপ সংগঠনের মাধ্যমে সদস্যদের ঋণ প্রদান

বিস্তারিত

গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত?

  • দরিদ্র পরিবারদের শুধুমাত্র সঞ্চয় অভ্যাস গড়ে তোলার জন্য
  • কৃষকদের উৎপাদনে সাহায্য করার জন্য
  • দরিদ্র পরিবারকে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ দেয়ার জন্য
  • সেচ ও শিল্পে ঋণ দেয়ার জন্য

সঠিক উত্তরঃ দরিদ্র পরিবারকে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ দেয়ার জন্য

বিস্তারিত

সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ?

  • ৮০ ভাগের বেশি
  • ৮৫ ভাগের বেশি
  • ৯০ ভাগের বেশি
  • ৯৫ ভাগের বেশি

সঠিক উত্তরঃ ৯৫ ভাগের বেশি

বিস্তারিত

কোনটি মাইক্রো এন্টারপ্রাইজ নয়?

  • সমবায়ের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করা
  • মুরগির খামার
  • গরু মোটাতাজাকরণ
  • মুদির দোকান

সঠিক উত্তরঃ সমবায়ের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করা

বিস্তারিত

বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে জামানত অর্থায়ন করেছে কোন ব্যাংক?

  • সমবায় ব্যাংক
  • শিল্প ব্যাংক
  • ব্রাক ব্যাংক
  • গ্রামীণ ব্যাংক

সঠিক উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দান করে?

  • সোনালী ব্যাংক
  • গ্রামীণ ব্যাংক
  • শিল্প ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংক

সঠিক উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে?

  • মালয়েশিয়া
  • চীন
  • দক্ষিন আফ্রিকা
  • জাপান

সঠিক উত্তরঃ জাপান

বিস্তারিত

গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?

  • যুক্তরাষ্ট্র
  • ফিলিপাইন
  • ইন্দোনেশিয়া
  • মালায়েশিয়া

সঠিক উত্তরঃ মালায়েশিয়া

বিস্তারিত

প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে--

  • আমোদ কর
  • আয়কর
  • বিক্রয় কর
  • আবগারী শুল্ক

সঠিক উত্তরঃ আয়কর

বিস্তারিত

বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়?

  • দান কর
  • আয়কর
  • মূল্য সংযোজন কর
  • সম্পদ কর

সঠিক উত্তরঃ মূল্য সংযোজন কর

বিস্তারিত

বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারট উৎপাদনে ট্যাক্স বসায়--

  • ধূমপানে উৎসাহদান
  • ধূমপান নিরুৎসাহিতকরণ
  • রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ
  • রাজস্ব আয়

সঠিক উত্তরঃ রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ

বিস্তারিত

জাতীয় আয় কোনটি?

  • রপ্তানি দ্রব্যের অর্জিত আয়
  • উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
  • উৎপাদিত দ্রব্যের পরিমাণ
  • দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লদ্ধ অর্থ

সঠিক উত্তরঃ উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য

বিস্তারিত

আয়কর কোন ধরনের কর?

  • পরিপূরক কর
  • সম্পূরক কর
  • পরোক্ষ কর
  • প্রত্যক্ষ কর

সঠিক উত্তরঃ প্রত্যক্ষ কর

বিস্তারিত

বিক্রয় কর একটি--

  • মূল্য সংযোজন কর
  • আয় কর
  • পরোক্ষ কর
  • প্রত্যক্ষ কর

সঠিক উত্তরঃ পরোক্ষ কর

বিস্তারিত

বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সবচেয়ে বেশি বাজেট পেশ করেন?

  • তাজউদ্দীন আহমেদ
  • এম সাইফুর রহমান
  • শাহ এ এম এস কিবরিয়া
  • আবুল মাল আব্দুল মুহিত

সঠিক উত্তরঃ এম সাইফুর রহমান

বিস্তারিত

২০১৪-১৫ অর্থবছরে বাজেটে কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধীকার দেয়া হয়?

  • শিক্ষা ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • জনপ্রশাসন
  • কৃষি

সঠিক উত্তরঃ জনপ্রশাসন

বিস্তারিত

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ--

  • ৭২২৭৫ কোটি টাকা
  • ৮০৪০০ কোটি টাকা
  • ৮০৩১৫ কোটি টাকা
  • ৬০৩০০ কোটি টাকা

সঠিক উত্তরঃ ৮০৩১৫ কোটি টাকা

বিস্তারিত

বাংলাদেশে কাগজের নোটের সংখ্যা কত?

  • ৮টি
  • ১০টি
  • ৯টি
  • ৫টি

সঠিক উত্তরঃ ৯টি

বিস্তারিত

প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংকের নাম কি?

  • এক্সিম ব্যাংক
  • পূবালী ব্যাংক
  • আই এফ আই সি ব্যাংক
  • উত্তরা ব্যাংক

সঠিক উত্তরঃ পূবালী ব্যাংক

বিস্তারিত

SIBL -এর পূর্ণরূপ হলো--

  • সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি.
  • সোস্যাল ইসলামিক ব্যাংক লি.
  • সোস্যাল ইনডিপেন্ডেন্ট ব্যাংক
  • সোস্যাল ইসলামী ব্যাংক লি.

সঠিক উত্তরঃ সোস্যাল ইসলামী ব্যাংক লি.

বিস্তারিত

বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা কোনটি?

  • বাণিজ্য মন্ত্রণালয়
  • ঢাকা স্টক এক্সচেঞ্জ
  • সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
  • বাংলাদেশ ব্যাংক

সঠিক উত্তরঃ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিস্তারিত

কখন ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রথম লেনদেন শুরু করে?

  • ১৯৭২ সালে
  • ১৯৬২ সালে
  • ১৯৫৬ সালে
  • ১৯৫৪ সালে

সঠিক উত্তরঃ ১৯৫৬ সালে

বিস্তারিত

বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?

  • মোহাম্মদ কামারুজ্জামান
  • সৈয়দ নজরুল ইসলাম
  • তাজউদ্দিন আহমেদ
  • ক্যাপ্টেন মনসুর আলী

সঠিক উত্তরঃ ক্যাপ্টেন মনসুর আলী

বিস্তারিত

বাংলাদেশে কর সংগ্রহের জন্য কোন সরকারী সংস্থাটি দায়িত্ব প্রাপ্ত?

  • পরিকল্পনা কমিশন
  • বাংলাদেশ ব্যাংক
  • বাণিজ্যিক মন্ত্রণালয়
  • জাতীয় রাজস্ব বোর্ড

সঠিক উত্তরঃ জাতীয় রাজস্ব বোর্ড

বিস্তারিত

কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়?

  • সোনালী ব্যাংক
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • জনতা ব্যাংক
  • আমেরিকান এক্সপ্রেস

সঠিক উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক

বিস্তারিত

প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার?

  • ১০০০ টাকা
  • ৫০০ টাকা
  • ১০০ টাকা
  • ৫০ টাকা

সঠিক উত্তরঃ ১০০ টাকা

বিস্তারিত

বর্তমান প্রেক্ষাপটে নিচের কোনটির প্রভাব জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে?

  • স্যাঁতস্যাঁতে আবহাওয়া
  • অতিরিক্ত যানজট ও ছিনতাই
  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যানজট
  • সন্ত্রাসী কর্মকাণ্ড

সঠিক উত্তরঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যানজট

বিস্তারিত

অন্যান্য অবস্থা অপর্বর্তিত থাকলে, যদি সুদের হার বৃদ্ধি পায় তাবে বিনিয়োগ--

  • বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়
  • অপরিবর্তিত থাকে
  • হ্রাস পায়
  • বৃদ্ধি পায়

সঠিক উত্তরঃ হ্রাস পায়

বিস্তারিত

গ্রামের দরিদ্র পরিবারকে সংগঠিত করতে হলে প্রয়োজন--

  • ক্ষুদ্র ঋণ দেয়া
  • দরিদ্র পরিবারকে চিহ্নিত করা
  • দরিদ্র পরিবারকে চিহ্নিত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা
  • উপরের সব কয়টি

সঠিক উত্তরঃ উপরের সব কয়টি

বিস্তারিত

গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন?

  • ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
  • প্রশিক্ষণ দেয়া
  • ক্ষুদ্র ঋণ প্রদান
  • সঞ্চয় অভ্যাস গড়ে তোলা

সঠিক উত্তরঃ ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা

বিস্তারিত

গ্রামে অপ্রাতিষ্ঠানিক ঋণ প্রদান করে--

  • বন্ধু-বান্ধব
  • জমির মালিক
  • স্কুলের শিক্ষক
  • মহাজন

সঠিক উত্তরঃ মহাজন

বিস্তারিত

কোনটি সুদের হার বাড়ায়?

  • অর্থনৈতিক মন্দা
  • সরকারি বাজেটের উদ্বৃত্ত বৃদ্ধি
  • পণ্যের হার হ্রাস
  • বাজারে অর্থের যোগান বৃদ্ধি

সঠিক উত্তরঃ বাজারে অর্থের যোগান বৃদ্ধি

বিস্তারিত

কোনটি মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়?

  • আমদানি রপ্তানির অবাধ প্রবাহ
  • চাহিদা ও যোগানের অনিয়ন্ত্রিত হ্রাস-বৃদ্ধি
  • যে কোন উদ্যোক্তা কর্তৃক বাজারে মূলধন সরবরাহ
  • সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ

সঠিক উত্তরঃ সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রণ

বিস্তারিত

নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?

  • বাজেট ঘাটতি
  • মূল্যহ্রাস
  • মুদ্রাস্ফীতি
  • অর্থনৈতিক মন্দা

সঠিক উত্তরঃ অর্থনৈতিক মন্দা

বিস্তারিত

যখন কোন অর্থনীতিতে পণ্যসমূহের মূল্য সূচক বেড়ে যায়, তখন কি সৃষ্টি হয়?

  • স্থবিরাবস্থা
  • মুদ্রাস্ফীতি
  • বেকারত্ব
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি

সঠিক উত্তরঃ মুদ্রাস্ফীতি

বিস্তারিত

দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?

  • জুন ০৯ - জুন ১৩
  • জুন ০৯ - জুন ১১
  • জুন ১০ - জুন ১৪
  • জুন ১০ - জুন ১২

সঠিক উত্তরঃ জুন ০৯ - জুন ১১

বিস্তারিত

অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়?

  • একটি দ্রব্য, তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য
  • দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে দর কষাকষির স্থান
  • দ্রব্য বিক্রয়ের জন্য কোন এলাকা
  • জিনিসপত্র ক্রয় বিক্রয়ের স্থান

সঠিক উত্তরঃ একটি দ্রব্য, তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য

বিস্তারিত

স্থানীয় মূদ্রার অবমূল্যায়ন হলে--

  • রপ্তানি আয় বাড়ে
  • রপ্তানিকারকরা উপকৃত হয়
  • আমদানিকারকরা উপকৃত হয়
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ রপ্তানিকারকরা উপকৃত হয়

বিস্তারিত

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?

  • ডিসিসিআই
  • বিকেএমইএ
  • বিজিএমইএ
  • এফবিসিসিআই

সঠিক উত্তরঃ এফবিসিসিআই

বিস্তারিত

দারিদ্র্য বিমোচনে কোন কর্মসূচিটি এখনও পর্যন্ত সফল হিসেবে বিবেচিত হয়?

  • স্বাস্থ্য
  • সুশাসন
  • শিক্ষা
  • ক্ষুদ্রঋণ

সঠিক উত্তরঃ ক্ষুদ্রঋণ

বিস্তারিত

PRSP এর শেষ P হলো -

  • Poverty
  • Paper
  • Plan
  • Public

সঠিক উত্তরঃ Paper

বিস্তারিত

IPRSP এর অর্থ কি ?

  • Intertim Poverty Reduction Strategy Paper
  • International Poverty Reduction Strategy Paper
  • Internal Poverty Reduction Strategy Paper
  • Inter-poverty Reduction Strategy Paper

সঠিক উত্তরঃ Intertim Poverty Reduction Strategy Paper

বিস্তারিত

PRSP এর পূর্ণাঙ্গ রূপ কি ?(PRSP stands for -)

  • Poverty Reduction Study Project
  • Poverty Reduction Strategy Papers
  • Poverty Reduction Scheme Papers
  • None of the above

সঠিক উত্তরঃ Poverty Reduction Strategy Papers

বিস্তারিত

PRSP হচ্ছে -

  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
  • বাজেট বিশ্লেষণ
  • দরিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশলপত্র

সঠিক উত্তরঃ দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র

বিস্তারিত

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ?

  • অর্থ মন্ত্রী
  • প্রধানমন্ত্রী
  • পরিকল্পনা মন্ত্রী
  • রাষ্ট্রপতি

সঠিক উত্তরঃ অর্থ মন্ত্রী

বিস্তারিত

বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা?

  • অর্থ মন্ত্রণালয়
  • জাতীয় রাজস্ব বোর্ড
  • পরিকল্পনা কমিশন
  • মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়

সঠিক উত্তরঃ পরিকল্পনা কমিশন

বিস্তারিত

কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?

  • আয়কর
  • মূল্য সংযোজন কর
  • ভূমি রাজস্ব
  • আমদানী শুল্ক

সঠিক উত্তরঃ মূল্য সংযোজন কর

বিস্তারিত

নিম্নলিখিত কোন দেশ হতে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় ?

  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • জাপান
  • দক্ষিণ কোরিয়া
  • জার্মানি

সঠিক উত্তরঃ জাপান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects