বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র

কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?

  • টাইম
  • নিউজ উইক্স
  • ইকোনোমিস্ট
  • ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্লি

সঠিক উত্তরঃ নিউজ উইক্স

বিস্তারিত

'ফোর্থ এস্টেট' বলতে কি বুঝায় ?

  • সম্পত্তি
  • ক্ষমতা
  • সংবাদপত্র
  • রাজনীতি

সঠিক উত্তরঃ সংবাদপত্র

বিস্তারিত

জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ১৯৫০ সালে
  • ১৯৫৪ সালে
  • ১৯৫৬ সালে
  • ১৯৫৮ সালে

সঠিক উত্তরঃ ১৯৫৪ সালে

বিস্তারিত

ENA কোন দেশের সংবাদ সংস্থা ?

  • জাপান
  • ভারত
  • বাংলাদেশ
  • সিঙ্গাপুর

সঠিক উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

বাংলাদেশের সংবাদ সংস্থা -

  • এপি
  • রয়টার
  • ইউএনবি
  • এএফপি

সঠিক উত্তরঃ ইউএনবি

বিস্তারিত

বাসস কি ? (What is BSS ?)

  • একটি সংঘ (a club)
  • একটি সংবাদ সংস্থা (a News Agency)
  • একটি ম্যাগাজিন (a Magazine)
  • একটি টিভি কেন্দ্র (a TV Station)

সঠিক উত্তরঃ একটি সংবাদ সংস্থা (a News Agency)

বিস্তারিত

'দি ডেইলি স্টার' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক -

  • মাহফুজ আনাম
  • কে এম এ মুনীম
  • এস এম আলী
  • আব্দুস সালাম

সঠিক উত্তরঃ মাহফুজ আনাম

বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি দৈনিক কোনটি ?

  • Daily Star
  • Bangladesh Observer
  • New Nation
  • Independent

সঠিক উত্তরঃ Bangladesh Observer

বিস্তারিত

ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম -

  • আনোয়ার হোসেন
  • মঈনুল হোসেন
  • তফাজ্জল হোসেন
  • সিরাজউদ্দিন হোসেন

সঠিক উত্তরঃ তফাজ্জল হোসেন

বিস্তারিত

'দেশবার্তা' নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয় ?

  • নিউইয়র্ক
  • আবুধাবি
  • মালয়েশিয়া
  • লন্ডন

সঠিক উত্তরঃ লন্ডন

বিস্তারিত

নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?

  • ডাঃ লুৎফর রহমান
  • বেগম শামসুন্নাহার মাহমুদ
  • কবি সুফিয়া কামাল
  • বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

সঠিক উত্তরঃ ডাঃ লুৎফর রহমান

বিস্তারিত

নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ?

  • নবারুণ
  • উন্মাদ
  • অগত্যা
  • ধান শালিকের দেশ

সঠিক উত্তরঃ ধান শালিকের দেশ

বিস্তারিত

বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা কোনটি ?

  • বাংলা জার্নাল
  • কিশোর জার্নাল
  • উত্তরাধিকার
  • ধান শালিকের দেশ

সঠিক উত্তরঃ ধান শালিকের দেশ

বিস্তারিত

কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত ?

  • লোকায়াত
  • উত্তরাধিকার
  • নতুন দিগন্ত
  • সুন্দরম

সঠিক উত্তরঃ উত্তরাধিকার

বিস্তারিত

'চতুরঙ্গ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  • হুমায়ন কবির
  • ফজল শাহাবুদ্দীন
  • আবুল হোসেন
  • মোজামেল হক

সঠিক উত্তরঃ হুমায়ন কবির

বিস্তারিত

বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি ?

  • বেগম শামসুন নাহার মাহমুদ
  • নূরজাহান বেগম
  • বেগম ফয়জুন্নেসা
  • বেগম সারা আহসান উল্লাহ

সঠিক উত্তরঃ নূরজাহান বেগম

বিস্তারিত

সাপ্তাহিক 'বেগম' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ?

  • ১৯৫২ সালে
  • ১৯৪৮ সালে
  • ১৯৪৭ সালে
  • ১৯৫৫ সালে

সঠিক উত্তরঃ ১৯৪৭ সালে

বিস্তারিত

'গ্রামবার্তা প্রকাশিকা' প্রকাশ করেছিলেন ?

  • রাজা রামমোহন রায়
  • দীনবন্ধু মিত্র
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাঙ্গাল হরিনাথ

সঠিক উত্তরঃ কাঙ্গাল হরিনাথ

বিস্তারিত

'সমকাল' পত্রিকাটি প্রকাশিত হয় -

  • করাচি থেকে
  • কলকাতা থেকে
  • ঢাকা থেকে
  • পাটনা থেকে

সঠিক উত্তরঃ ঢাকা থেকে

বিস্তারিত

কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল ?

  • দিলরুবা
  • উত্তরণ
  • পরিক্রম
  • সমকাল

সঠিক উত্তরঃ সমকাল

বিস্তারিত

সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি ?

  • সওগাত
  • সমকাল
  • উত্তরণ
  • শিখা

সঠিক উত্তরঃ সমকাল

বিস্তারিত

'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  • মোহাম্মদ আকরাম খাঁ
  • তফাজ্জল হোসেন
  • নাসিরুদ্দিন
  • সিকান্দার আবু জাফর

সঠিক উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয় ?

  • চতুরঙ্গ
  • লোকায়ত
  • পরিচয়
  • কল্লোল

সঠিক উত্তরঃ লোকায়ত

বিস্তারিত

ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?

  • অরণি
  • পরিচয়
  • নবশক্তি
  • ক্রান্তি

সঠিক উত্তরঃ ক্রান্তি

বিস্তারিত

কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা -

  • সওগাত
  • কল্লোল
  • মহাম্মাদী
  • লাঙ্গল

সঠিক উত্তরঃ লাঙ্গল

বিস্তারিত

'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক কে ?

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • মোজাম্মেল হক
  • মওলানা আকরাম খাঁ

সঠিক উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

'দৈনিক নবযুগ' এর ১৯২০ সালের প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন ?

  • কাজী নজরুল ইসলাম
  • মুজাফফর আহম্মদ
  • এ কে ফজলুল হক
  • কাজী ইমদাদুল হক

সঠিক উত্তরঃ মুজাফফর আহম্মদ

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ?

  • সবুজপত্র
  • শনিবারের চিঠি
  • ধুমকেতু
  • কল্লোল

সঠিক উত্তরঃ ধুমকেতু

বিস্তারিত

নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?

  • মাহে নও
  • সওগাত
  • ধুমকেতু
  • কালিকলম

সঠিক উত্তরঃ ধুমকেতু

বিস্তারিত

'ধুমকেতু' পত্রিকা সম্পাদনা করেছেন -

  • জীবনানন্দ দাশ
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাজী নজরুল ইসলাম
  • মওলানা আকরাম খান

সঠিক উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

কাজী নজরুল নামের সাথে জড়িত 'ধুমকেতু' কোন ধরনের প্রকাশনা ?

  • কবিতা
  • পত্রিকা
  • উপন্যাস
  • ছোটগল্প

সঠিক উত্তরঃ পত্রিকা

বিস্তারিত

মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশিত ?

  • ১৯২৬ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৮ সালে
  • ১৯২৯ সালে

সঠিক উত্তরঃ ১৯২৭ সালে

বিস্তারিত

কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?

  • কালি কলম
  • প্রগতি
  • কল্লোল
  • সবুজপত্র

সঠিক উত্তরঃ কল্লোল

বিস্তারিত

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম -

  • সংবাদ রত্নাবলী
  • সংবাদ পূর্ণ চন্দ্রোদয়
  • সাহিত্য
  • আঙুর

সঠিক উত্তরঃ আঙুর

বিস্তারিত

'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -

  • মীর মশাররফ হোসেন
  • মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
  • মোজাম্মেল হক
  • রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

সঠিক উত্তরঃ মোজাম্মেল হক

বিস্তারিত

মাসিক 'সওগাত' পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ?

  • ১৯১৫ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯৩০ সালে
  • ১৯৪৮ সালে

সঠিক উত্তরঃ ১৯১৮ সালে

বিস্তারিত

'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

  • মোহাম্মদ নাসির উদ্দিন
  • আবুল কালাম শামসুদ্দিন
  • কাজী আব্দুল ওদুদ
  • সিকান্দার আবু জাফর

সঠিক উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন

বিস্তারিত

বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি ?

  • কল্লোল
  • সবুজপত্র
  • কালিকলম
  • বঙ্গদর্শন

সঠিক উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

প্রমথ চৌধুরীর 'বীরবলী' রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে ?

  • সাহিত্য
  • কল্লোল
  • সবুজপত্র
  • কালিকলম

সঠিক উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

‘সবুজপত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত ?

  • একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
  • এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
  • বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
  • অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক

সঠিক উত্তরঃ বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

বিস্তারিত

‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয় -

  • ১৯০৯ সালে
  • ১৯১০ সালে
  • ১৯১৪ সালে
  • ১৯২১ সালে

সঠিক উত্তরঃ ১৯১৪ সালে

বিস্তারিত

সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন -

  • প্রমথ চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মোজাম্মেল হক
  • দক্ষিণারঞ্জন মিত্র

সঠিক উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

‘সবুজপত্র’ কি ?

  • উপন্যাস
  • নাটক
  • সাময়িকপত্র
  • গদ্য সংকলন

সঠিক উত্তরঃ সাময়িকপত্র

বিস্তারিত

শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় -

  • মিহির
  • হাফেজ
  • সুধাকর
  • কোহিনূর

সঠিক উত্তরঃ কোহিনূর

বিস্তারিত

সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে ?

  • মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
  • মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
  • শেখ আবদুর রহিম
  • ইসমাইল হোসেন সিরাজী

সঠিক উত্তরঃ শেখ আবদুর রহিম

বিস্তারিত

‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

  • প্যারীচাঁদ মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী

সঠিক উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ?

  • সংবাদ
  • ঢাকা প্রকাশ
  • আজকের কাগজ
  • ইত্তেফাক

সঠিক উত্তরঃ ঢাকা প্রকাশ

বিস্তারিত

বাংলাদেশ ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?

  • বরিশাল হিতৈষী
  • সমাচার দর্পণ
  • ঢাকা প্রকাশ
  • রংপুর বার্তাবহ

সঠিক উত্তরঃ রংপুর বার্তাবহ

বিস্তারিত

‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন ?

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • অক্ষয়কুমার দত্ত
  • প্যারিচাঁদ মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় -

  • ১৮৪১ সালে
  • ১৮৪২ সালে
  • ১৮৫০ সালে
  • ১৮৪৩ সালে

সঠিক উত্তরঃ ১৮৪৩ সালে

বিস্তারিত

কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয় ?

  • প্রমথ নাথ চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • প্যারীচাঁদ মিত্র
  • দীনবন্ধু মিত্র

সঠিক উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি ?

  • দিকদর্শন
  • সমাচার দর্পণ
  • সংবাদ প্রভাকর
  • তত্ত্ববোধিনী

সঠিক উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?

  • দিকদর্শন
  • সংবাদ প্রভাকর
  • তত্ত্ববোধিনী
  • বঙ্গদর্শন

সঠিক উত্তরঃ দিকদর্শন

বিস্তারিত

‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয় -

  • ১৮১৮ সালে
  • ১৮১৯ সালে
  • ১৮২০ সালে
  • ১৮২১ সালে

সঠিক উত্তরঃ ১৮১৮ সালে

বিস্তারিত

বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি ?

  • আজাদ
  • বঙ্গদর্শন
  • বেঙ্গল গেজেট
  • সমাচার দর্পণ

সঠিক উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

বাংলাদেশের প্রথম সংবাদপত্র -

  • আজাদ
  • বঙ্গদর্শন
  • সমাচার দর্পণ
  • বেঙ্গল গেজেট

সঠিক উত্তরঃ বেঙ্গল গেজেট

বিস্তারিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর পরিচালক নিচের কে?

  • জহির রায়হান
  • মোরশেদুল ইসলাম
  • তানভীর মোকাম্মেল
  • ওপরের তিনজনই

সঠিক উত্তরঃ মোরশেদুল ইসলাম

বিস্তারিত

আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম -

  • দ্যা কান্ট্রি মেড ফর ডিজাস্টার
  • রেইপ অফ বাংলাদেশ
  • লিগেসি অব ব্লাড
  • সেপ্টেম্বর অন যশোর রোড

সঠিক উত্তরঃ রেইপ অফ বাংলাদেশ

বিস্তারিত

'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্রের পরিচালক কে?

  • মানিক বন্দ্যোপাধ্যায়
  • মৃনাল সেন
  • গৌতম ঘোষ
  • সত্যজিৎ রায়

সঠিক উত্তরঃ গৌতম ঘোষ

বিস্তারিত

‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?

  • শেখ নিয়ামত শাকের
  • জহির রায়হান
  • খান আতা
  • সুভাষ দত্ত

সঠিক উত্তরঃ শেখ নিয়ামত শাকের

বিস্তারিত

নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র?

  • আগুনের পরশমনি
  • মুক্তির গান
  • একাত্তরের যীশু
  • পতাকা

সঠিক উত্তরঃ মুক্তির গান

বিস্তারিত

‘ধীরে বহে মেঘনা’ এর পরিচালক ?

  • শেখ নিয়ামত আলী
  • মৃনাল সেন
  • আলমগীর কবির
  • সুভাষ দত্ত

সঠিক উত্তরঃ আলমগীর কবির

বিস্তারিত

মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য ছবি ‘আগামী’ এর পরিচালক -

  • জহির রায়হান
  • মোরশেদুল ইসলাম
  • কাজী জহির
  • হুমায়ুন আহমেদ

সঠিক উত্তরঃ মোরশেদুল ইসলাম

বিস্তারিত

মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি ?

  • বাঘা
  • ওরা এগার জন
  • সংগ্রাম
  • হুলিয়া

সঠিক উত্তরঃ হুলিয়া

বিস্তারিত

নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি?

  • ধীরে বহে মেঘনা
  • কলমিলতা
  • হুলিয়া
  • চিৎকার

সঠিক উত্তরঃ হুলিয়া

বিস্তারিত

জয়যাত্রা চলচিত্রের পরিচালক কে ?

  • হুমায়ুন আহম্মেদ
  • সালাউদ্দিন লাভলু
  • কবীর আনোয়ার
  • তৌকির আহমেদ

সঠিক উত্তরঃ তৌকির আহমেদ

বিস্তারিত

‘ওরা এগারজন’ চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো -

  • সিপাহী বিদ্রোহ
  • ৫২ –এর ভাষা আন্দোলন
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

সঠিক উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

বাংলাদেশের প্রথম সিনেমা হল -

  • পিকচার হাউস
  • শাবিস্থান
  • রূপমহল
  • গুলিস্থান

সঠিক উত্তরঃ পিকচার হাউস

বিস্তারিত

‘মুখ ও মুখোশ’ -

  • একটি নাটকের নাম
  • একটি চলচ্চিত্রের নাম
  • একটি উপন্যাসের নাম
  • একটিও নয়

সঠিক উত্তরঃ একটি চলচ্চিত্রের নাম

বিস্তারিত

ঢাকায় নির্মিত প্রথম বাংলা ছায়াছবি কোনটি ?

  • মুখ ও মুখোশ
  • আনোয়ারা
  • জোয়ার এলো
  • আয়না ও অবশিষ্ট

সঠিক উত্তরঃ মুখ ও মুখোশ

বিস্তারিত

সর্বপ্রথম চলচ্চিত্র নির্মিত হয় কত সালে ?

  • ১৭৫০ সালে
  • ১৮৫০ সালে
  • ১৮৭৫ সালে
  • ১৮৯৫ সালে

সঠিক উত্তরঃ ১৮৯৫ সালে

বিস্তারিত

FM Radio তে FM –এর পূর্ণ অভিব্যক্তি কি ?

  • Frequency Mode
  • Free Mode
  • Favorite Model
  • Frequency Modulation

সঠিক উত্তরঃ Frequency Mode

বিস্তারিত

‘বাংলাদেশ সংলাপ’ কি ?

  • প্রচার অভিযান
  • বিবিসির অনুষ্ঠান
  • একটি এনজিও
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বিবিসির অনুষ্ঠান

বিস্তারিত

‘রেডিও ফুর্তি’ কি ?

  • এম এম ব্যান্ডের বেতারকেন্দ্র
  • টিভি চ্যানেল
  • আড্ডাখানা
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ এম এম ব্যান্ডের বেতারকেন্দ্র

বিস্তারিত

বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা -

  • ৭ টি
  • ৯টি
  • ১২টি
  • ১৫টি

সঠিক উত্তরঃ ১৫টি

বিস্তারিত

বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত ?

  • শ্যামলী
  • আগারগাঁও
  • মিরপুর
  • শাহবাগ

সঠিক উত্তরঃ আগারগাঁও

বিস্তারিত

‘বিটিভি ওয়াল্ড’ চালু হয় কখন ?

  • ১১ এপ্রিল, ২০০৪
  • ৯ মার্চ, ২০০৪
  • ৭ মার্চ, ২০০৪
  • ২৩ মার্চ, ২০০৪

সঠিক উত্তরঃ ১১ এপ্রিল, ২০০৪

বিস্তারিত

বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল কোনটি ?

  • বিটিভি
  • এনটিভি
  • চ্যানেল আই
  • আরটিভি

সঠিক উত্তরঃ এনটিভি

বিস্তারিত

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাম -

  • ইটিভি
  • এনটিভি
  • আরটিভি
  • এটিএন

সঠিক উত্তরঃ এটিএন

বিস্তারিত

বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি ?

  • চ্যানেল আই
  • এনটিভি
  • এটিএন
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ এটিএন

বিস্তারিত

ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি ?

  • একতলা দোতলা
  • জমিদার দর্পণ
  • কবর
  • কাবুলিওয়ালা

সঠিক উত্তরঃ একতলা দোতলা

বিস্তারিত

বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় -

  • ১ ডিসেম্বর ১৯৮০
  • ১ নভেম্বর ১৯৮০
  • ১ নভেম্বর ১৯৮১
  • ১ জানুয়ারি ১৯৭৯

সঠিক উত্তরঃ ১ ডিসেম্বর ১৯৮০

বিস্তারিত

ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় -

  • ১৯৭২ সালে
  • ১৯৭৩ সালে
  • ১৯৭৪ সালে
  • ১৯৭৫ সালে

সঠিক উত্তরঃ ১৯৭৫ সালে

বিস্তারিত

বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে ?

  • ১৯৪৭ খৃঃ
  • ১৯৫৮ খৃঃ
  • ১৯৬৪ খৃঃ
  • ১৯৬৫ খৃঃ

সঠিক উত্তরঃ ১৯৬৪ খৃঃ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects