বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রধান কে?
- শিক্ষামন্ত্রী
- রাষ্ট্রপতি
- এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি
- প্রধানমন্ত্রী
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতি
বাংলা একাডেমির প্রথম পরিচলক কে ছিলেন--
- ড. এনামুল হক
- কাজী মোতাহার হোসেন
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- প্রফেসর আব্দুল হাই
সঠিক উত্তরঃ ড. এনামুল হক
- হামিদুজ্জামান
- নিতুন কুণ্ডু
- নির্মলেন্দু গুণ
- মৃণাল হক
সঠিক উত্তরঃ নির্মলেন্দু গুণ
মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি?
- স্বাধীনতা
- সাবাস বাংলাদেশ
- রক্তসোপান
- জাগ্রত চৌরঙ্গী
সঠিক উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী
চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার---
- মনিরুল ইসলাম
- এস. এম. সুলতান
- সত্যজিৎ রায়
- কনকচাঁপা চাকমা
সঠিক উত্তরঃ এস. এম. সুলতান
'স্ফুলিঙ্গ' ভাস্কর্যটির স্থপতি কে?
- গোপাল চন্দ্র পাল
- কনক কুমার পাঠক
- নিতুন কুণ্ড
- মৃণাল হক
সঠিক উত্তরঃ কনক কুমার পাঠক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি কে?
- লুই আই কান
- শামসুল ওয়ারেস
- বব বুই
- লারোস
সঠিক উত্তরঃ লারোস
বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ কোনটি?
- সোনা মসজিদ
- কদম মোবারক মসজিদ
- কুসুম্বা মসজিদ
- রণবিজয়পুর মসজিদ
সঠিক উত্তরঃ কুসুম্বা মসজিদ
বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি?
- শাহ মখদুম মসজিদ
- ষাট গম্বুজ মসজিদ
- বায়তুল মোকাররম
- তারা মসজিদ
সঠিক উত্তরঃ বায়তুল মোকাররম
গুরুদুয়ারা শিখ মন্দির কোথায় অবস্থিত?
- নবাবপুর
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- আরমানিটোলা
- শাখারী বাজার
সঠিক উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত?
- নওগাঁর কুসুম্বায়
- জয়পুরহাটের পাঁচবিবিতে
- রাজশাহীর পুঠিয়ায়
- ঢাকার নারিন্দায়
সঠিক উত্তরঃ ঢাকার নারিন্দায়
- রাজশাহী
- চাঁপাই নবাবগঞ্জ
- নওগাঁ
- নাটোর
সঠিক উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
- সীতাকোট বিহার
- সোমপুর বিহার
- আনন্দ বিহার
- শালবন বিহার
সঠিক উত্তরঃ শালবন বিহার
বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?
- আব্দুল জাব্বার খান
- জহির রায়হান
- সত্যজিৎ রায়
- হীরালাল সেন
সঠিক উত্তরঃ আব্দুল জাব্বার খান
লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
- গৌতম ঘোষ
- তানভীর মোকাম্মেল
- হুমায়ূন আহমেদ
- তারেক মাসুদ
সঠিক উত্তরঃ গৌতম ঘোষ
'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রের নির্মাতা কে?
- মুরাদ আহমেদ
- তানভীর মোকাম্মেল
- হুমায়ূন আহমেদ
- শেখ নিয়ামত আলী
সঠিক উত্তরঃ তানভীর মোকাম্মেল
সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নয় কোনটি?
- মহানগর
- গণশত্রু
- মেঘে ঢাকা তারা
- পথের পাঁচালী
সঠিক উত্তরঃ মেঘে ঢাকা তারা
'সূর্য সংগ্রাম' চলচ্চিত্রের নির্মাতা কে?
- আবদুস সামাদ
- আবু সায়ীদ
- খান আতাউর রহমান
- চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তরঃ আবদুস সামাদ
'পথের পাঁচালী' চলচ্চিত্রের নির্মাতা কে?
- ঋত্বিক ঘটক
- সত্যজিৎ রায়
- হুমায়ূন আহমেদ
- তারেক মাসুদ
সঠিক উত্তরঃ সত্যজিৎ রায়
যে চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম অভিনয় করেন--
- দেবদাস
- ধ্রুব
- আলালের ঘরের দুলাল
- নীল পদ্ম
সঠিক উত্তরঃ ধ্রুব
'মনপুরা-৭০' চিত্রকর্মটি এঁকেছেন--
- এস. এম. সুলতান
- যামিনী রায়
- কাইয়ুম চৌধুরী
- জয়নুল আবেদিন
সঠিক উত্তরঃ জয়নুল আবেদিন
'ঘেটুপুত্র কমলা' চলচ্চিত্রটির নির্মাতা কে?
- গিয়াস উদ্দীন সেলিম
- অমিতাভ রেজা
- হুমায়ূন আহমেদ
- রোকেয়া প্রাচী
সঠিক উত্তরঃ হুমায়ূন আহমেদ
তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র কোনটি?
- চাকা
- নন্দিত নরকে
- অন্তর্যাত্রা
- ২২শে শ্রাবণ
সঠিক উত্তরঃ অন্তর্যাত্রা
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবির নাম কি?
- আসিয়া
- সূর্য দীঘল বাড়ি
- মুক্তির গান
- সূর্যগ্রহণ
সঠিক উত্তরঃ সূর্য দীঘল বাড়ি
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি--
- মাটির ময়না
- দীপু নম্বর টু
- সূর্যদীঘল বাড়ি
- লালসালু
সঠিক উত্তরঃ মাটির ময়না
'বন্দে মায়া লাগাইছে' কোন বাউলের গীতি অংশ?
- বিজয় সরকার
- নুপুর লক্ষণ দাস
- দুদ্দুশাহ
- শাহ আবদুল করিম
সঠিক উত্তরঃ শাহ আবদুল করিম
- একটি ঘরানার নাম
- একজন ব্যাক্তির নাম
- একটি রাগের নাম
- একটি বাদ্যযন্ত্রের নাম
সঠিক উত্তরঃ একটি রাগের নাম
'ভাওয়াইয়া' গান কোন দুটি নদীর সাথে সম্পর্কিত?
- সুরমা-কুশিয়ারা
- তিস্তা-ধরলা
- আত্রাই-করতোয়া
- পদ্মা-মেঘনা
সঠিক উত্তরঃ তিস্তা-ধরলা
- পথিক বন্ধু এসো
- পথে যেতে যেতে
- আমি কোন পথে যে চলি
- পথ হারা পাখি
সঠিক উত্তরঃ পথ হারা পাখি
রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান?
- ছায়ানট
- রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসার কেন্দ্র
- শিল্পকলা একাডেমী
- বুলবুল ললিতকলা একাডেমী
সঠিক উত্তরঃ ছায়ানট
নেত্রকোনার হাওড় অঞ্চলের গানসমূহকে জনপ্রিয় করে তোলেন?
- এন্ড্রু কিশোর
- মমতাজ
- আনুশেহ্
- বারী সিদ্দিকী
সঠিক উত্তরঃ বারী সিদ্দিকী
'ওরে নীল দরিয়া' - গানটি কোন শিল্পীর গাওয়া?
- আবদুল জাব্বার
- আপেল মাহমুদ
- বশির আহমেদ
- সৈয়দ আব্দুল হাদী
সঠিক উত্তরঃ আবদুল জাব্বার
- বরেণ্য সঙ্গীত শিল্পী
- সুরকার
- নৃত্য শিল্পী
- সেতার বাদক
সঠিক উত্তরঃ বরেণ্য সঙ্গীত শিল্পী
'তানসেন' কোন রাজদরবারের সভা সঙ্গীতজ্ঞ ছিলেন?
- নবাব সিরাজউদ্দৌলা
- মানসিংহ
- সম্রাট আকবর
- আলাউদ্দিন খিলজী
সঠিক উত্তরঃ সম্রাট আকবর
রেজওয়ানা চৌধুরী বন্যা- কোন ধারার সঙ্গীত শিল্পী?
- রবীন্দ্র সঙ্গীত
- অতুলপ্রসাদী
- রাগসঙ্গীত
- লোকসঙ্গীত
সঠিক উত্তরঃ রবীন্দ্র সঙ্গীত
- সুরকার
- গীতিকার
- নৃত্যশিল্পী
- বাংলাদেশের বরেন্দ্র লোকসঙ্গীত শিল্পী
সঠিক উত্তরঃ বাংলাদেশের বরেন্দ্র লোকসঙ্গীত শিল্পী
রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন কোন ধারার সঙ্গীত শিল্পী?
- বাউল গান
- আধুনিক গান
- লোকসঙ্গীত
- উচ্চাঙ্গ সঙ্গীত
সঠিক উত্তরঃ আধুনিক গান
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি- গানটির গীতিকার কে?
- লালন ফকির
- কাজী নজরুল ইসলাম
- হিমাংশু দত্ত
- রজনীকান্ত সেন
সঠিক উত্তরঃ কাজী নজরুল ইসলাম
'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' - গানটি কোন সময়ের সৃষ্টি?
- প্রাচীনকালের
- বর্তমানকালের
- মুক্তিযুদ্ধকালীন
- ব্রিটিশবিরোধী সময়ের
সঠিক উত্তরঃ মুক্তিযুদ্ধকালীন
- নির্বাক অবস্থান
- সমবেত যন্ত্রসঙ্গীত
- সমবেত সঙ্গীত
- উচ্চস্বরে সংলাপ
সঠিক উত্তরঃ সমবেত সঙ্গীত
'ভাওয়াইয়া' গানের সাথে বিজড়িত নাম--
- আবদুল কুদ্দুস বয়াতী
- আব্বাসউদ্দীন
- শাহ আবদুল করিম
- আবদুল আলীম
সঠিক উত্তরঃ আব্বাসউদ্দীন
ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি?
- আলোর পথে
- আলোকিত পথ
- দিশারী
- আলোর সন্ধানে ভাষা-সাহিত্য-সংস্কৃতি
সঠিক উত্তরঃ দিশারী
হূমায়ুন আহমেদের 'দেয়াল' একটি--
- আত্মজীবনী
- রাজনৈতিক উপন্যাস
- সামাজিক উপন্যাস
- নাটক
সঠিক উত্তরঃ রাজনৈতিক উপন্যাস
সমকালের খ্যাতিমান কার্টুনিস্ট--
- শিশির ভট্টাচার্য
- শাইখ সিরাজ
- আহসান হাবীব
- কাইয়ুম চৌধুরী
সঠিক উত্তরঃ আহসান হাবীব
শেকড় সন্ধানী নাট্যকার হিসেবে খ্যাত--
- আবদুল্লাহ আল মামুন
- সেলিম আল দীন
- জিয়া হায়দার
- মামুনুর রশীদ
সঠিক উত্তরঃ সেলিম আল দীন
সংস্কৃতি বলতে নিচের কোনটি বোঝায়?
- কবিতা আবৃতি
- প্রতিটি মানুষের ব্যাক্তিগত আচরণ সমষ্টি
- নাচ ও গান
- সিনেমা
সঠিক উত্তরঃ প্রতিটি মানুষের ব্যাক্তিগত আচরণ সমষ্টি
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত?
- ঢাকা
- কুমিল্লা
- কুষ্টিয়া
- রাজশাহী
সঠিক উত্তরঃ কুষ্টিয়া
বাংলাদেশে দুটি 'Cemetery' রয়েছে। এ দুটির অবস্থান--
- ঢাকা ও বরিশাল
- কুমিল্লা ও সিলেট
- চট্টগ্রাম ও কুমিল্লা
- ঢাকা ও চট্টগ্রাম
সঠিক উত্তরঃ চট্টগ্রাম ও কুমিল্লা
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
- বড়কাটরা
- ষাট গম্বুজ মসজিদ
- ছোটকাটরা
- পরী বিবির মাজার
সঠিক উত্তরঃ পরী বিবির মাজার
- একটি স্থল বন্দর
- সোনার প্রস্তর পাওয়া যায়
- লোকশিল্প জাদুঘর
- শিল্প নগরী
সঠিক উত্তরঃ লোকশিল্প জাদুঘর
বাংলাদেশে কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গিয়েছে?
- নাটোর
- মহাস্থানগড়
- ময়নামতি
- লালমাই
সঠিক উত্তরঃ মহাস্থানগড়
'ভারতেশ্বরী হোমস্' এর প্রতিষ্ঠাতা কে?
- আর পি সাহা
- মাদার তেরেসা
- রবীন্দ্রনাথ ঠাকুর
- পি সি সরকার
সঠিক উত্তরঃ আর পি সাহা
- শায়েস্তা খান দুর্গ
- আওরঙ্গবাদ দূর্গ
- আজম দুর্গ
- পরীবিবির দুর্গ
সঠিক উত্তরঃ আওরঙ্গবাদ দূর্গ
প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ -এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম--
- মাটির ময়না
- রানওয়ে
- মুক্তির গান
- নরসুন্দর
সঠিক উত্তরঃ রানওয়ে
'স্বোপার্জিত স্বাধীনতা' স্থাপত্যটির স্থপতি কে?
- আবদুল্লাহ খালিদ
- হাশেম খান
- শামীম সিকদার
- আবু জাফর
সঠিক উত্তরঃ শামীম সিকদার
এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন--
- অধ্যাপক কবীর চৌধুরী
- হুমায়ূন আহমেদ
- সৈয়দা রিজওয়ানা হাসান
- অধ্যাপক মোজাফফর আহমেদ
সঠিক উত্তরঃ সৈয়দা রিজওয়ানা হাসান
লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি কবে নদীয়া (বাংলা) দখল করেন?
- ১৬১০ সালে
- ১২০৪ সালে
- ৭১২ সালে
- ১২০১ সালে
সঠিক উত্তরঃ ১২০৪ সালে
রামপালের জীবনী নিয়ে 'রামচরিত' কে লিখেছেন?
- মহীপাল
- বানভট্ট
- সন্ধ্যাকর নন্দী
- রামপাল নিজে
সঠিক উত্তরঃ সন্ধ্যাকর নন্দী
বাংলায় কখন পালবংশ প্রতিষ্ঠিত হয়?
- অষ্টম শতকের মাঝামাঝি সময়ে
- নবম শতকে
- সপ্তম শতকের শেষের দিকে
- সপ্তম শতকে
সঠিক উত্তরঃ অষ্টম শতকের মাঝামাঝি সময়ে
কোন রাজার মৃত্যুর পর বাংলায় 'মাৎস্যন্যায়" পরিস্থিতির সৃষ্টি হয়?
- গোপাল
- চন্দ্রগুপ্ত
- শশাঙ্ক
- অশোক
সঠিক উত্তরঃ শশাঙ্ক
বানভট্ট কাকে পঞ্চ ভারতের অধিপতি বলে অভিহিত করেন?
- রাজ্যশ্রী
- শশাঙ্ক
- হর্ষবর্ধন
- রাজবর্ধন
সঠিক উত্তরঃ হর্ষবর্ধন
মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
- আরব সাম্রাজ্য
- আর্য সাম্রাজ্য
- মুঘল সাম্রাজ্য
- গুপ্ত সাম্রাজ্য
সঠিক উত্তরঃ গুপ্ত সাম্রাজ্য
কোন সম্রাটের সময়কালে আলেকজান্ডার ভারতবর্ষে আসেন?
- সম্রাট আকবর
- সম্রাট শাহজাহান
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
গ্রিক লেখকদের বর্ণনায় বাংলায় এক পরাক্রম জাতির নাম পাওয়া যায়। এই জাতির নাম কি?
- গঙ্গারিডই
- মৌর্য
- অনার্য
- আর্য
সঠিক উত্তরঃ গঙ্গারিডই
গ্রিক বীর আলেকজান্ডার কবে ভারতবর্ষে আগমন করেন?
- ২৩৭ খ্রিস্টাব্দ
- খ্রিস্টপূর্ব ২৩৭ অব্দ
- ৩২৭ খ্রিস্টাব্দ
- খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দ
সঠিক উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দ
কোন লেখকদের বর্ণনায় বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস জানা যায়?
- গ্রিক
- আরব
- ফরাসি
- রোমান
সঠিক উত্তরঃ গ্রিক
কোন যুগ থেকে বাংলাদেশের ধারাবাহিক ইতিহাসের তথ্য পাওয়া যায়?
- মুঘল আমল
- মৌর্য যুগ
- সেন যুগ
- গুপ্ত যুগ
সঠিক উত্তরঃ গুপ্ত যুগ
বাংলাদেশের কোন সময়ের ইতিহাস প্রায় অন্ধকারাচ্ছন্ন?
- ৫-৬ খ্রিস্টাব্দ
- ৪-৬ খ্রিস্টাব্দ
- খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ থেকে তৃতীয় শতক
- ৩ থেকে ৪ খ্রিস্টাব্দ
সঠিক উত্তরঃ খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ থেকে তৃতীয় শতক
- লালমাই পাহাড়
- মহাস্থানগড়ে
- পশ্চিমবঙ্গের বাকুরা জেলায়
- পাহাড়পুরে
সঠিক উত্তরঃ পশ্চিমবঙ্গের বাকুরা জেলায়
- শেরপুর জেলায়
- নওগাঁর পাহাড়পুর
- বগুড়ার মহাস্থানগড়
- কুমিল্লার লালমাই
সঠিক উত্তরঃ কুমিল্লার লালমাই
কোন যুগ থেকে বাংলায় ছাঁচে ঢালা মুদ্রার ব্যবহার দেখা যায়?
- কৃষাণ পরবর্তী যুগ
- মুঘল
- গুপ্ত
- মৌর্য
সঠিক উত্তরঃ কৃষাণ পরবর্তী যুগ
বাংলা সম্পর্কে লিখিত প্রচীনতম তথ্য যে গ্রন্থে পাওয়া যায়--
- চর্যাপদে
- মহাভারতে
- রামায়ণে
- কৌটিল্যের অর্থশাস্ত্রে
সঠিক উত্তরঃ কৌটিল্যের অর্থশাস্ত্রে
- খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
- ২৮০-৩৬০ খ্রিস্টাব্দ
- খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
- ৩২২-৩৬০ খ্রিস্টাব্দ
সঠিক উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
- সম্রাট আকবরের রাষ্ট্রদূত
- কৌটিল্যের বাবা
- অশোকের পুত্র
- সেলিউকাসের দূত
সঠিক উত্তরঃ সেলিউকাসের দূত
সেলিউকাস কার সাথে যুদ্ধ করে হেরে যান?
- শশাঙ্ক
- রাজ্যবর্ধন
- হর্ষবর্ধন
- চন্দ্রগুপ্ত
সঠিক উত্তরঃ চন্দ্রগুপ্ত
কে প্রথম উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন?
- সম্রাট আকবর
- সম্রাট অশোক
- গৌড়ের রাজা শশাঙ্ক
- মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তরঃ মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য
চন্দ্রগুপ্ত প্রথম কোথাকার সিংহাসনে বসেন?
- কলকাতা
- উড়িষ্যা
- পাটলিপুত্র (পাটনা)
- মগধ
সঠিক উত্তরঃ পাটলিপুত্র (পাটনা)
- ৩-৪ খ্রিস্টাব্দ
- খ্রিস্টপূর্ব ৩-২ অব্দ
- ৩০০-৩২৪ খ্রিস্টাব্দ
- খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
সঠিক উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি?
- সুলতানি আমল
- মুঘল সাম্রাজ্য
- মৌর্য সাম্রাজ্য
- গুপ্ত সাম্রাজ্য
সঠিক উত্তরঃ মৌর্য সাম্রাজ্য
প্রাকৃত ভাষা থেকে নিম্নের যে দু'টি ভাষার জন্ম হয়--
- আরবি ও উর্দু
- পালি ও অপভ্রংশ
- ফারসি ও পালি
- বাংলা ও হিন্দি
সঠিক উত্তরঃ পালি ও অপভ্রংশ
- খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
- খ্রিস্টীয় দ্বিতীয় শতক
- খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
- খ্রিস্টীয় প্রথম শতক
সঠিক উত্তরঃ খ্রিস্টীয় প্রথম শতক
- ময়মনসিংহ এলাকায়
- গাঙ্গেয় উপত্যকায়
- পশ্চিমবঙ্গে
- বর্ধমান জেলার অজয় নদীর তীরে
সঠিক উত্তরঃ বর্ধমান জেলার অজয় নদীর তীরে