বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ
বাংলাদেশে বন্যা হওয়ার কারণ কি?
- বড় বড় নদীগুলোর বার্ষিক সর্বোচ্চ প্রবাহ একই সময় হওয়া
- নদীসমূহের উজানে প্রবল বর্ষণ
- নদীর তলদেশে পলি পড়ে ভরে যাওয়া
- উপরের সব কয়টি
সঠিক উত্তরঃ উপরের সব কয়টি
বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়--
- জিয়াউর রহমানের আমলে
- শেখ মুজিবের আমলে
- ইয়াহিয়ার আমলে
- এরশাদের আমলে
সঠিক উত্তরঃ জিয়াউর রহমানের আমলে
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?
- ১৯৬৩ সালে
- ১৯৬২ সালে
- ১৯৬১ সালে
- ১৯৬০ সালে
সঠিক উত্তরঃ ১৯৬২ সালে
বাংলাদেশে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত?
- দিনাজপুর
- রাজশাহী
- কুড়িগ্রাম
- টাঙ্গাইল
সঠিক উত্তরঃ রাজশাহী
বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র অবস্থিত?
- চাঁপাই নবাবগঞ্জ
- দিনাজপুর
- লালমনিরহাট
- ঠাকুরগাঁও
সঠিক উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে?
- ৫০ বিঘা
- ২০ বিঘা
- ২৫ বিঘা
- ১৫ বিঘা
সঠিক উত্তরঃ ২৫ বিঘা
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের একটি?
- অগ্নিশ্বর
- আনন্দ
- দোয়েল
- হাইব্রিড
সঠিক উত্তরঃ অগ্নিশ্বর
- উন্নত জাতের তৈলবীজ
- উন্নত জাতের পশম
- উন্নত জাতের তুলা
- উন্নত জাতের চা
সঠিক উত্তরঃ উন্নত জাতের তুলা
বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়--
- বান্দরবান
- কুড়িগ্রাম
- দিনাজপুর
- পঞ্চগড়
সঠিক উত্তরঃ পঞ্চগড়
- কৃষি যন্ত্রের নাম
- উন্নত জাতের ভুট্টার নাম
- কৃষি সংস্থার নাম
- উন্নত জাতের ধানের নাম
সঠিক উত্তরঃ উন্নত জাতের ভুট্টার নাম
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?
- উজবেকিস্তান
- ব্রাজিল
- ভুটান
- নেপাল
সঠিক উত্তরঃ ব্রাজিল
কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের 'জেনোম' সূত্র আবিস্কার করেছেন?
- ড. মোজাম্মেল আলম
- ড. মোর্শেদ আলম
- ড. মাকসুদুল আলম
- ড. কামরুল আলম
সঠিক উত্তরঃ ড. মাকসুদুল আলম
মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস কার নিকটে হস্তান্তর করা হয়েছে?
- ডেসা
- ডিসিডি
- বিসিক
- বেজপা
সঠিক উত্তরঃ বেজপা
বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি কি?
- প্রাকৃতিক সম্পদ
- খনিজ সম্পদ
- পোশাক সম্পদ
- মৎস্য সম্পদ
সঠিক উত্তরঃ পোশাক সম্পদ
বর্তমানে (২০১৫) দেশে সবচেয়ে বড় সিমেন্ট কারখানা কোনটি?
- ছাতক সিমেন্ট
- হোলসিম সিমেন্ট
- শাহ সিমেন্ট
- হুন্দাই সিমেন্ট
সঠিক উত্তরঃ ছাতক সিমেন্ট
বাংলাদেশে সরকারি মিলগুলোতে বর্তমানে আনুমানিক কি পরিমাণ কাগজ উৎপাদিত হয়?
- ৩২ লক্ষ মে.টন
- ৩০ লক্ষ মে.টন
- ৪০ লক্ষ মে.টন
- ৩৫ লক্ষ মে.টন
সঠিক উত্তরঃ ৩২ লক্ষ মে.টন
অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ এর তথ্য মতে বাংলাদেশের মোট রপ্তানি আয়ে তৈরি পোশাকের অংশ কত?
- ৫০%
- ৪১.১%
- ৪৬%
- ৪৫%
সঠিক উত্তরঃ ৪১.১%
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জঙ্কারী প্রধান পণ্য/খাত/শিল্প কোনটি?
- তৈরি পোশাক
- হিমায়িত চিংড়ি
- চা
- পাট ও পাটজাত পণ্য
সঠিক উত্তরঃ তৈরি পোশাক
বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে?
- সুন্দরবন
- ভাওয়াল
- পার্বত্য চট্টগ্রাম
- সিলেট
সঠিক উত্তরঃ ভাওয়াল
'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত?
- ১৯৮৪ সালে
- ১৯৮০ সালে
- ১৯৮৩ সালে
- ১৯৯২ সালে
সঠিক উত্তরঃ ১৯৯২ সালে
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
- চিরহরিৎ বনভূমি
- সরলবর্গীয় বনভূমি
- ভূমধ্যসাগরীয় বনভূমি
- সুন্দরবন
সঠিক উত্তরঃ সুন্দরবন
বাংলাদেশের কোন বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?
- সিঙ্গরা বন
- সুন্দরবন
- হিমছড়ি বন
- মধুবুর বন
সঠিক উত্তরঃ সুন্দরবন
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয়--
- ৬ ডিসেম্বর ১৯৯৭
- ২৮ অক্টোবর ১৯৯৭
- ২ নভেম্বর ১৯৯৬
- ৭ জানুয়ারি ১৯৯৫
সঠিক উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭
কর্ণফুলী পেপার মিলে কাঁচামান হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- বাঁশ
- নলখাগড়া
- আঁখের ছোবড়া
- গেওয়া কাঠ
সঠিক উত্তরঃ বাঁশ
ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের---
- ১২ জুন
- ১২ আগস্ট
- ১২ অক্টোবর
- ১২ ডিসেম্বর
সঠিক উত্তরঃ ১২ ডিসেম্বর
ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ হলো--
- গর্জন ও জারুল
- সুন্দরী ও কেওড়া
- গর্জন ও সেগুন
- শাল বা গজারি
সঠিক উত্তরঃ শাল বা গজারি
ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায়--
- সিলেটের বনাঞ্চল
- চট্টগ্রামের বনভূমি
- মধুপুর ও ভাওয়াল গড়
- সুন্দরবন ও চকরিয়া
সঠিক উত্তরঃ সুন্দরবন ও চকরিয়া
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে?
- বান্দরবান
- রাঙামাটি
- বাগেরহাট
- সাতক্ষীরা
সঠিক উত্তরঃ বাগেরহাট
টেলিফোন ও বৈদ্যুতিক তারের খুঁটি তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়?
- গামারি
- মেহগনি
- শাল
- গর্জন
সঠিক উত্তরঃ শাল
তাপমাত্রার ভারসাম্য রক্ষা এবং বৃষ্টির গ্রহণযোগ্য উপায় কোনটি?
- প্রকৃতির উপর নির্ভর করা
- গাছে পানি সেচ দেওয়া
- ব্যাপকহারে বৃক্ষরোপণ করা
- ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়া
সঠিক উত্তরঃ ব্যাপকহারে বৃক্ষরোপণ করা
বাঁশের চারা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান?
- ফরেস্ট্রি বিভাগ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
- বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তরঃ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
বাংলাদেশের কোন বেসরকারি সংস্থা ব্যাপকহারে বৃক্ষরোপণের উদ্যোগ হিসেবে গাছের চারা বিতরণ করে থাকে?
- শাইনপুকুর নার্সারি প্রজেক্ট
- এনজিও ব্র্যাক, আশ ও প্রশিকা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সঠিক উত্তরঃ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি
- জারুল গাছের ছাল
- গেওয়া গাছের ছাল
- সুন্দরী গাছের ছাল
- গরান গাছের ছাল
সঠিক উত্তরঃ গরান গাছের ছাল
নিচের কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকর?
- ধৈঞ্চা
- ইপিল ইপিল
- নীল গুলমোহর
- ইউক্যালিপটাস
সঠিক উত্তরঃ ইউক্যালিপটাস
পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে--
- ১৪টি জেলায়
- ১৬টি জেলায়
- ৯টি জেলায়
- ৭টি জেলায়
সঠিক উত্তরঃ ৭টি জেলায়
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করা হয়?
- পানি
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস
- খনিজ তেল
সঠিক উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয় কোন খাতে?
- শিল্পখাতে
- সিএনজি
- গৃহস্থালি
- বিদ্যুৎ উৎপাদন
সঠিক উত্তরঃ শিল্পখাতে
কোন নদীর উপর বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে?
- যমুনা
- শীতলক্ষ্যা
- ব্রহ্মপুত্র
- মেঘনা
সঠিক উত্তরঃ ব্রহ্মপুত্র
কোন দেশের সহায়তায় বাংলাদেশে আণবিক খনিজ উত্তোলন শুরু হয়?
- অস্ট্রেলিয়া
- জাপান
- কানাডা
- যুক্তরাষ্ট্র
সঠিক উত্তরঃ অস্ট্রেলিয়া
তিতাস-ঢাকা গ্যাস পাইপ লাইনের দৈর্ঘ্য কত?
- ১০০ কিলোমিটার
- ৯০ কিলোমিটার
- ৮৫ কিলোমিটার
- ৭৫ কিলোমিটার
সঠিক উত্তরঃ ৯০ কিলোমিটার
- ছাতক গ্যাসক্ষেত্র থেকে
- হরিপুর গ্যাসক্ষেত্র থেকে
- তিতাস গ্যাসক্ষেত্র থেকে
- বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে
সঠিক উত্তরঃ তিতাস গ্যাসক্ষেত্র থেকে
দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কি উত্তোলন করার জন্য খনি প্রকল্পের কাজ চলছে?
- প্রকৃতিক গ্যাস
- কঠিন শিলা
- কয়লা
- চুনাপাথর
সঠিক উত্তরঃ কঠিন শিলা
বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন কবে শুরু হয়?
- ১৯৬৫ সালে
- ১৯৭৫ সালে
- ১৯৭৯ সালে
- ১৯৮৪ সালে
সঠিক উত্তরঃ ১৯৮৪ সালে
সিমেন্ট প্রস্তুত করতে কোন খনিজ ব্যবহার করা হয়?
- সিলিকা বালি
- কয়লা
- কঠিন শিলা
- চুনাপাথর
সঠিক উত্তরঃ চুনাপাথর
- বন্যা নিয়ন্ত্রণে
- রেলপথ ও সেতু নির্মাণে
- রাস্তাঘাট ও বাঁধ নির্মাণে
- উপরের সবকয়টি
সঠিক উত্তরঃ উপরের সবকয়টি
- গৃহস্থয়ালি ও শিল্প-কারখানায়
- ইটের ভাটায়
- রাস্তা নির্মাণে
- বিদ্যুৎ উৎপাদনে
সঠিক উত্তরঃ গৃহস্থয়ালি ও শিল্প-কারখানায়
কক্সবাজারের কোন কোন স্থানে কালো সোনা মজুদ রয়েছে?
- টেকনাফ ও উখিয়া
- বদর মোকাম ও টেকনাফ
- চকোরিয়া ও বদর মোকাম
- উখিয়া ও চকোরিয়া
সঠিক উত্তরঃ বদর মোকাম ও টেকনাফ
বাংলাদেশে সর্বশেষ যে গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে তার নাম কি?
- বিবিয়ানা
- বাখরাবাদ
- সাঙ্গু
- মৌলভীবাজার
সঠিক উত্তরঃ মৌলভীবাজার
দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় কোন গ্যাসফিল্ড থেকে?
- বাখরাবাদ
- হরিপুর
- তিতাস
- ফেঞ্চুগঞ্জ
সঠিক উত্তরঃ তিতাস
১৯৯৮ সালে সিলেটের কোথায় গ্যাসফিল্ড আবিষ্কৃত হয়?
- টেকেরহাট
- হরিপুর
- মাগুরছড়া
- বিবিয়ানা
সঠিক উত্তরঃ বিবিয়ানা
বাংলাদেশে কার্যরত বিদেশি সবচেয়ে বড় তেল-গ্যাস উৎপাদন ও বন্টন কোম্পানি কোনটি?
- ওয়ার্ল্ড ইয়াং, দক্ষিণ কোরিয়া
- ইউনোকল, মার্কিন যুক্তরাষ্ট্র
- ইয়ংওয়ান, দক্ষিণ কোরিয়া
- শেল, নেদারল্যান্ড
সঠিক উত্তরঃ ইউনোকল, মার্কিন যুক্তরাষ্ট্র
হরিপুর তেলক্ষেত্র হতে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয় কতে সালে?
- ১৯৮০ সালে
- ১৯৮৫ সালে
- ১৯৮৭ সালে
- ১৯৮১ সালে
সঠিক উত্তরঃ ১৯৮৭ সালে
বাংলাদেশের চুনাপাথরের অধিক ব্যবহার হচ্ছে--
- রং ও সার শিল্পে কাঁচামাল হিসেবে
- চুন প্রস্তুত শিল্পে কাঁচামাল হিসেবে
- কাগজের মণ্ড তৈরিতে কাচাঁমাল হিসেবে
- সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে
সঠিক উত্তরঃ সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে
বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকড়ি দেশের মোট জ্বালানির কত ভাগ পূরণ করে?
- শতকরা ৬০ ভাগ
- শতকরা ৫৫ ভাগ
- শতকরা ৬৫ ভাগ
- শতকরা ৭০ ভাগ
সঠিক উত্তরঃ শতকরা ৬০ ভাগ
- পহেলা কার্তিক
- পহেলা অগ্রহায়ণ
- পহেলা পৌষ
- পহেলা আষাঢ়
সঠিক উত্তরঃ পহেলা অগ্রহায়ণ