অনুপাত সমানুপাত
৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
- ক. ২,১০০
- খ. ২,২০০
- গ. ২,৫০০
- ঘ. ৩,৫০০
উত্তরঃ ২,১০০
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
- ক. ৯ : ৪
- খ. ২ : ৩
- গ. ৩ : ৪
- ঘ. ৪ : ৯
উত্তরঃ ৯ : ৪
- ক. ৫
- খ. ৬
- গ. ৮
- ঘ. ৯
উত্তরঃ ৬
হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
- ক. ৭:৫
- খ. ৫:৭
- গ. ৪:৩
- ঘ. ৩:৪
উত্তরঃ ৫:৭
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ক. ৬৫
- খ. ৭৫
- গ. ৪৫
- ঘ. ৫৫
উত্তরঃ ৭৫
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
- ক. ৫
- খ. ৬
- গ. ৮
- ঘ. ৯
উত্তরঃ ৬
- ক. ৫ : ২
- খ. ৪ : ৩
- গ. ৩ : ২
- ঘ. ৭ : ৩
উত্তরঃ ৩ : ২
- ক. ৪ : ৩
- খ. ২ : ৩
- গ. ৩ : ৪
- ঘ. ৪ : ৫
উত্তরঃ ৪ : ৩
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত?
- ক. ১ : ৩
- খ. ৩ : ১
- গ. ২ : ১
- ঘ. ১ : ২
উত্তরঃ ২ : ১
2A = 3B, 2B = 5C এবং 3C = 4D হলে A : B : C : D = কত?
- ক. 4 : 8 : 15 : 20
- খ. 6 : 10 : 15 : 20
- গ. 4 : 6 : 15 : 20
- ঘ. 4 : 8 : 10 : 20
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
- ক. ৩ : ৭
- খ. ৭ : ৮
- গ. ৪ : ৯
- ঘ. ৫ : ৬
উত্তরঃ ৪ : ৯
৪০ মিটার দীর্ঘ একটি রশিতে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
- ক. ১৪ মিটার
- খ. ২৪ মিটার
- গ. ২০ মিটার
- ঘ. ২২ মিটার
উত্তরঃ ২০ মিটার
- ক. 5 : 2
- খ. 7 : 3
- গ. 10 : 3
- ঘ. 11 : 7
উত্তরঃ 10 : 3
মেসি ও আনামের বয়সের অনুপাত ৭ : ৩। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমান আনামের বয়স কত?
- ক. ২৪
- খ. ৩৬
- গ. ২৮
- ঘ. ৩২
উত্তরঃ ২৪
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ক. ৪৫
- খ. ৭৫
- গ. ৯০
- ঘ. ১৮০
উত্তরঃ ৪৫
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
- ক. ৪২
- খ. ৩৯
- গ. ৩৬
- ঘ. ৩৭
উত্তরঃ ৩৯
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?
- ক. ৯ : ১৬
- খ. ১৬ : ৯
- গ. ১৬ : ২৫
- ঘ. ২৫ : ১৬
উত্তরঃ ২৫ : ১৬
- ক. ২ : ৩
- খ. ১ : ৪
- গ. ৪ : ১
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৪ : ১
- ক. ৪ : ৫
- খ. ৬ : ৭
- গ. ২ : ৩
- ঘ. ৮ : ৯
উত্তরঃ ৬ : ৭
- ক. 1500
- খ. 2000
- গ. 2600
- ঘ. 2700
উত্তরঃ 2000
- ক. 200
- খ. 350
- গ. 550
- ঘ. 700
উত্তরঃ 550
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ২৫%
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্ত দুটির আয়তনের অনুপাত কত হবে?
- ক. ২ : ৩
- খ. ৩:৪
- গ. ৪ : ৯
- ঘ. ৯ : ৪
উত্তরঃ ৪ : ৯
দু'টি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
- ক. ৫ : ৬
- খ. ৪ : ৬
- গ. ৫ : ৭
- ঘ. ৪ : ৯
উত্তরঃ ৪ : ৯
- ক. ১৪৫০ টাকা
- খ. ১৫৮০ টাকা
- গ. ১৩৮০ টাকা
- ঘ. ১২৫০ টাকা
উত্তরঃ ১৩৮০ টাকা
- ক. ২৬০ গ্রাম
- খ. ৩০০ গ্রাম
- গ. ২৪০ গ্রাম
- ঘ. ২৮০ গ্রাম
উত্তরঃ ৩০০ গ্রাম
- ক. ৮ : ৭
- খ. ৭ : ৩
- গ. ৭ : ৫
- ঘ. ৩ : ৬
উত্তরঃ ৭ : ৩
- ক. ২ : ৪ : ২
- খ. ৮ : ২ : ৪
- গ. ১ : ২ : ৪
- ঘ. ৮ : ৪ : ১
উত্তরঃ ৮ : ৪ : ১
- ক. ৩৫০ টাকা
- খ. ৪৪৪ টাকা
- গ. ৩২৫ টাকা
- ঘ. ৪২০ টাকা
উত্তরঃ ৪৪৪ টাকা
- ক. ১২ : ১০
- খ. ১৪ : ১২
- গ. ১৫ : ১৬
- ঘ. ১৬ : ১৪
উত্তরঃ ১৫ : ১৬
- ক. ১২০ টাকা
- খ. ১২৫ টাকা
- গ. ১২২ টাকা
- ঘ. ১২৮ টাকা
উত্তরঃ ১২৮ টাকা
- ক. ৯৮ টাকা
- খ. ৯৩ টাকা
- গ. ৮৯ টাকা
- ঘ. ৯৫ টাকা
উত্তরঃ ৯৫ টাকা
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭২ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ১। এখন তাদের বয়স--
- ক. ৫৯.৩ ও ১২.৭
- খ. ৫৫.২৫ ও ১৫.৫
- গ. ৫২.৫০ ও ১৫.২৫
- ঘ. ৫০ ও ১৪
উত্তরঃ ৫৯.৩ ও ১২.৭
- ক. ৫৬ বছর, ২৪ বছর
- খ. ৪৮ বছর, ১২ বছর
- গ. ৪৬ বছর, ১৮ বছর
- ঘ. ৫৬ বছর, ২৮ বছর
উত্তরঃ ৫৬ বছর, ২৪ বছর
- ক. পিতা ৪০ বছর ও পুত্র ১৫ বছর
- খ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৩ বছর
- গ. পিতা ৩৫ বছর ও পুত্র ১৫ বছর
- ঘ. পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর
উত্তরঃ পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর
- ক. ৩৩ : ১৫
- খ. ৩০ : ১৮
- গ. ৩১ : ১৬
- ঘ. ৩০ : ২০
উত্তরঃ ৩১ : ১৬
- ক. পিতা ৪৮ বছর ও পুত্র ১৬ বছর
- খ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
- গ. পিতা ৪৮ বছর ও পুত্র ১৫ বছর
- ঘ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৬ বছর
উত্তরঃ পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
৫, ৯, ১, ৪ অঙ্কগুলো দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে?
- ক. ১০টি
- খ. ১৪টি
- গ. ১২টি
- ঘ. ২০টি
উত্তরঃ ১২টি
- ক. ৫৮ বছর
- খ. ৫২ বছর
- গ. ৪৮ বছর
- ঘ. ৫০ বছর
উত্তরঃ ৫০ বছর
- ক. ৮ বছর
- খ. ১০ বছর
- গ. ২ বছর
- ঘ. ৬ বছর
উত্তরঃ ২ বছর
- ক. ২০, ৬৫
- খ. ৩০, ৮০
- গ. ৭৫, ২৫
- ঘ. ৪০, ৭৫
উত্তরঃ ৭৫, ২৫
ক ৩/২ ঘন্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?
- ক. ১২ : ১৫
- খ. ১০ : ৯
- গ. ৫ : ৭
- ঘ. ৭ : ৬
উত্তরঃ ১০ : ৯
- ক. ২ : ৫
- খ. ২ : ৩
- গ. ৩ : ৪
- ঘ. ৪ : ৫
উত্তরঃ ২ : ৩
দুটি সংখ্যার অনপাত ৪ : ৭। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি ৫ : ৮ হয়। সংখ্যা দুটি কি কি?
- ক. ১২ ও ২১
- খ. ১৬ ও ২০
- গ. ১৫ ও ১৮
- ঘ. ১২ ও ১৬
উত্তরঃ ১২ ও ২১
- ক. ৭৫০ টাকা
- খ. ৬৫০ টাকা
- গ. ৮৫০ টাকা
- ঘ. ৯০০ টাকা
উত্তরঃ ৭৫০ টাকা
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?
- ক. ২ : ৫
- খ. ৩ : ৫
- গ. ২ : ১
- ঘ. ২ : ৪
উত্তরঃ ২ : ১
- ক. ৪০ টাকা
- খ. ২০ টাকা
- গ. ১০০ টাকা
- ঘ. ৮০ টাকা
উত্তরঃ ৪০ টাকা
ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ২ : ৩ অনুপাতে যদি ক-এর ৮০০ টাকা থাকে তাহলে গ-এর টাকার পরিমাণ কত?
- ক. ১৮০০
- খ. ১৫০০
- গ. ১৩০০
- ঘ. ১৬০০
উত্তরঃ ১৫০০
৪৯৫ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
- ক. ১২০ টাকা
- খ. ১৩৫ টাকা
- গ. ১৫৫ টাকা
- ঘ. ১৪৫ টাকা
উত্তরঃ ১৩৫ টাকা
৪০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে?
- ক. ১৫
- খ. ১৪
- গ. ১৬
- ঘ. ২০
উত্তরঃ ২০
৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে?
- ক. ৬০০ টাকা
- খ. ১৫০০ টাকা
- গ. ২৪০০ টাকা
- ঘ. ২১০০ টাকা
উত্তরঃ ২১০০ টাকা
কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪ : ৫ : ৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?
- ক. ৯০
- খ. ৬০
- গ. ৪০
- ঘ. ১২০
উত্তরঃ ৪০
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
- ক. ৪০
- খ. ৬৪
- গ. ৯৬
- ঘ. ১০৪
উত্তরঃ ১০৪
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
- ক. ৬৪ বছর
- খ. ৪৮ বছর
- গ. ৪০ বছর
- ঘ. ৪৪ বছর
উত্তরঃ ৪৪ বছর
- ক. ৯ : ১৪
- খ. ৫ : ৬
- গ. ২ : ৩
- ঘ. ২ : ৪
উত্তরঃ ৯ : ১৪
একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ৩০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত?
- ক. ২ : ৫
- খ. ১ : ২
- গ. ৩ : ১
- ঘ. ২ : ৩
উত্তরঃ ৩ : ১
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত?
- ক. ৫ : ২
- খ. ৫ : ৪
- গ. ২ : ৩
- ঘ. ১ : ৫
উত্তরঃ ১ : ৫
একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
- ক. ৪ : ৫
- খ. ৩ : ৫
- গ. ৩ : ২
- ঘ. ১ : ৪
উত্তরঃ ১ : ৪
ক : খ = ১ : ২ এবং খ : গ = ৩ : ৪ হলে ক : খ : গ =?
- ক. ৩ : ৬ : ৮
- খ. ৩ : ৫ : ৬
- গ. ২ : ৩ : ৪
- ঘ. ১ : ৫ : ৮
উত্তরঃ ৩ : ৬ : ৮
সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে--
- ক. ক্রমিক রাশি
- খ. মিশ্র রাশি
- গ. প্রান্ত রাশি
- ঘ. মধ্য রাশি
উত্তরঃ মধ্য রাশি
A : B = 3 : 4 এবং B : C = 6 : 5 হলে, A : C = কত?
- ক. 3 : 5
- খ. 9 : 10
- গ. 10 : 9
- ঘ. 4 : 9
উত্তরঃ 9 : 10
একটি ক্রমিক সমানুপাতির প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে ৫ ও ১২৫। মধ্যসমানুপাতি কত?
- ক. ২০
- খ. ২৫
- গ. ৫০
- ঘ. ৭৫
উত্তরঃ ২৫
দুইটি সংখ্যার যোগফল ১৪৪ এবং তাদের অনুপাত ৬ : ২ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ৯৮, ৪৬
- খ. ১০০, ৪৪
- গ. ১০৪, ৪০
- ঘ. ১০৮, ৩৬
উত্তরঃ ১০৮, ৩৬
- ক. ১১০ লিটার
- খ. ১২০ লিটার
- গ. ৮০ লিটার
- ঘ. ১৩০ লিটার
উত্তরঃ ১২০ লিটার
- ক. বকুল : মুকুল = ১০ : ৯
- খ. বকুল : মুকুল = ১২ : ১১
- গ. বকুল : মুকুল = ১১ : ১০
- ঘ. বকুল : মুকুল = ১৩ : ১২
উত্তরঃ বকুল : মুকুল = ১৩ : ১২
- ক. পিতা ৩০ বছর এবং পুত্র ১২ বছর
- খ. পিতা ৩৫ বছর এবং পুত্র ১৪ বছর
- গ. পিতা ৪০ বছর এবং পুত্র ১৬ বছর
- ঘ. পিতা ৫০ বছর এবং পুত্র ২০ বছর
উত্তরঃ পিতা ৫০ বছর এবং পুত্র ২০ বছর
শশী সাইকেলে ৩ ঘন্টায় ৩৩/২ কি.মি. এবং টিটু ৯/২ ঘন্টায় ১৮৯/১০ কি.মি. যায়। তাদের বেগের অনুপাত কত?
- ক. ৫৫ : ৪২
- খ. ৪২ : ৫৫
- গ. ১৬৫ : ১৮৯
- ঘ. ২ : ৩
উত্তরঃ ৫৫ : ৪২
- ক. ২২৪ টাকা
- খ. ২১০ টাকা
- গ. ২৪০ টাকা
- ঘ. ২২৫ টাকা
উত্তরঃ ২৪০ টাকা
- ক. ১০ বছর
- খ. ১২ বছর
- গ. ১৫ বছর
- ঘ. ৮ বছর
উত্তরঃ ১০ বছর
- ক. ৩১৫
- খ. ৫৩০
- গ. ৬৩০
- ঘ. ৫২৫
উত্তরঃ ৬৩০
শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ১১ : ১০ এবং তার মাসিক সঞ্চয় ১০০০ টাকা হলে তার মাসিক আয় কত?
- ক. ১২০০০
- খ. ১১০০০
- গ. ১১৫০০
- ঘ. ১২২০০
উত্তরঃ ১১০০০
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
- ক. ৭ ও ১১
- খ. ১২ ও ১৮
- গ. ১০ ও ২৪
- ঘ. ১০ ও ১৬
উত্তরঃ ১০ ও ১৬
৫৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৫ঃ৬। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
- ক. ১৫ লিটার
- খ. ৩০ লিটার
- গ. ২৫ লিটার
- ঘ. ২৪ লিটার
উত্তরঃ ৩০ লিটার
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত নীচের কোনটি?
- ক. ২ঃ৩
- খ. ৩ঃ৪
- গ. ৫ঃ১
- ঘ. ৩ঃ৫
উত্তরঃ ৫ঃ১
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত?
- ক. ৪০
- খ. ৪৮
- গ. ৬০
- ঘ. ৮৪
উত্তরঃ ৪৮
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?
- ক. ৮ মি. ২২ মি. ৩০ মি.
- খ. ১০মি. ২০মি. ৩০ মি.
- গ. ৯মি. ২১ মি. ৩০ মি.
- ঘ. ১২ মি. ২০ মি. ২৮ মি.
উত্তরঃ ৯মি. ২১ মি. ৩০ মি.
- ক. ৩২, ৮
- খ. ৩৫, ১০
- গ. ৩৫, ১২
- ঘ. ৩৬, ১০
উত্তরঃ ৩৫, ১০
- ক. ২০০০০
- খ. ২৫০০০
- গ. ১৫০০০
- ঘ. ১০০০০
উত্তরঃ ১৫০০০
- ক. ৭০
- খ. ৮০
- গ. ৯০
- ঘ. ৯৮
উত্তরঃ ৮০
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২ঃ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ঃ২ হবে?
- ক. ৫০
- খ. ৬০
- গ. ৭০
- ঘ. ৪০
উত্তরঃ ৬০
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ঃ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ঃ ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
- ক. ৭৫ টাকা
- খ. ৭৮ টাকা
- গ. ৮০ টাকা
- ঘ. ৭২ টাকা
উত্তরঃ ৭২ টাকা
দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৭। উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ২ঃ১। ছোট সংখ্যাটি কত?
- ক. ৩৫
- খ. ১৫
- গ. ২১
- ঘ. ৩০
উত্তরঃ ৩০
একটি বাঁশের উপরি প্রস্থ ৬ মি. উচ্চতা ২ মি. এবং ঢাল ১ঃ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
- ক. ১৬ মিটার
- খ. ১০ মিটার
- গ. ১২ মিটার
- ঘ. ১৪ মিটার
উত্তরঃ ১৪ মিটার
ধানে চাল ও তুষের অনুপাত ৭ঃ৩ হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে?
- ক. ৮৫%
- খ. ৯৫%
- গ. ৬৫%
- ঘ. ৭০%
উত্তরঃ ৭০%
- ক. ৪৮ ও ১২
- খ. ৫৫ ও ১৫
- গ. ৪৫ ও ১০
- ঘ. ৩৫ ও ১০
উত্তরঃ ৩৫ ও ১০
- ক. 40
- খ. 60
- গ. 50
- ঘ. 70
উত্তরঃ 60
60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে 3 : 7 : 10 ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?
- ক. 9 মিটার : 21 মিটার : 30 মিটার
- খ. 12 মিটার : 20 মিটার : 28 মিটার
- গ. 8 মিটার : 22 মিটার : 30 মিটার
- ঘ. 10 মিটার : 20 মিটার : 30 মিটার
উত্তরঃ 9 মিটার : 21 মিটার : 30 মিটার
a : b = 4 : 7 এবং b : c = 5 হলে a : b : c এর মান কোনটি?
- ক. 4 : 7 : 5
- খ. 5 : 6 : 7
- গ. 20 : 35 : 42
- ঘ. 20 : 30 : 37
উত্তরঃ 20 : 35 : 42
a , b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?
- ক. ab = cd
- খ. ac = bd
- গ. ad = bc
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ad = bc
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল. সা. গু. ১২০, সংখ্যা দুটির গ. সা. গু. কত?
- ক. ৩
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৬
উত্তরঃ ৪
মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ১৬%
- খ. ১৭.৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
উত্তরঃ ২৫%
দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ. সা. গু. 8 হলে ল. সা. গু. কত?
- ক. 200
- খ. 224
- গ. 240
- ঘ. 248
উত্তরঃ 240
করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী । রহিমের বেতন কত?
- ক. ৯০০ টাকা
- খ. ১১০০ টাকা
- গ. ১০০০ টাকা
- ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা
- ক. ৩ঃ১
- খ. ৪ঃ১
- গ. ৫ঃ২
- ঘ. ৭ঃ২
উত্তরঃ ৩ঃ১
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
- ক. ২ লিটার
- খ. ৪ লিটার
- গ. ৬
- ঘ. ৮ লিটার
উত্তরঃ ২ লিটার
খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?
- ক. ১৫%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ২৫%
- ক. ৫
- খ. ৭
- গ. ১০
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৫
- ক. ৩ঃ২
- খ. ১৪ঃ৯
- গ. ২১ঃ১৬
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ২১ঃ১৬
যদি দুটি সংখ্যার অনুপাত ৪ঃ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না?
- ক. ১১২
- খ. ১৫৪
- গ. ১৭৮
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ১৭৮
- ক. ৩ঃ২
- খ. ২ঃ১
- গ. ১ঃ১.৫
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ ৩ঃ২
৫ঃ৭ এবং ৩ঃ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?
- ক. ১৫ঃ২১ঃ৯১
- খ. ২১ঃ১৫ঃ৯১
- গ. ২১ঃ১৫ঃ৬৫
- ঘ. ১৫ঃ২১ঃ৩৯
উত্তরঃ ১৫ঃ২১ঃ৯১
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
- ক. ১৯ঃ২৫
- খ. ২৪ঃ২৫
- গ. ২০ঃ২৫
- ঘ. ১৮ঃ২৫
উত্তরঃ ১৯ঃ২৫
একটি ক্রমিক সমানুপাতরে ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?
- ক. ১২
- খ. ৮
- গ. ১৪
- ঘ. ২০
উত্তরঃ ৮
৫% হারে ২০ বছরের সুদ ২৫০ টাকা হলে, আসল -
- ক. ২৫০ টাকা
- খ. ৩০০ টাকা
- গ. ৩৫০ টাকা
- ঘ. ৪০০ টাকা
উত্তরঃ ২৫০ টাকা
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ঃ ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ৩০%
উত্তরঃ ২৫%
a : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c =
- ক. 20 : 35 : 42
- খ. 24 : 30 : 35
- গ. 35 : 30 : 24
- ঘ. 42 : 35 : 20
উত্তরঃ 24 : 30 : 35
৬০ লিটার পানি ও চিনির অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রেণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
- ক. ৭০ লিটার
- খ. ৬০ লিটার
- গ. ৮০ লিটার
- ঘ. ৫০ লিটার
উত্তরঃ ৮০ লিটার
- ক. ১ : ৫
- খ. ৪ : ১
- গ. ৫ : ২
- ঘ. ৫ : ১
উত্তরঃ ৫ : ১
এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 : 6 হলে গুড়ের পরিমাণ কত?
- ক. 10%
- খ. 20%
- গ. 30%
- ঘ. 40%
উত্তরঃ 40%
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।
- ক. ৯
- খ. ১৫
- গ. ১০
- ঘ. ৬
উত্তরঃ ৬
দুটি সংখ্যার সমষ্টি ৪৫ এবং উহাদের মধ্য সমানুপাতিক ১৮। সংখ্যা দুটি কত?
- ক. ১৫ ও ২২
- খ. ৯ ও ৩৬
- গ. ২৫ ও ৩০
- ঘ. ১০ ও ৩০
উত্তরঃ ৯ ও ৩৬
- ক. 570
- খ. 680
- গ. 1020
- ঘ. 1200
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. 5 : 2
- খ. 5 : 3
- গ. 7 : 5
- ঘ. None
উত্তরঃ 5 : 2
৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ২ : ১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে?
- ক. ২০
- খ. ৩০
- গ. ৫০
- ঘ. ৬০
উত্তরঃ ৬০
- ক. ৪০ লিটার
- খ. ৩৫ লিটার
- গ. ৩০ লিটার
- ঘ. ২৫ লিটার
উত্তরঃ ৪০ লিটার
পায়েসে দুধ ও চিনির অনুপাত কত ৭ঃ৩। ঐ পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধের পরিমাণ কত?
- ক. ৮ কেজি
- খ. ১০ কেজি
- গ. ১২ কেজি
- ঘ. ১৪ কেজি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ১৩ঃ৬
- খ. ৬ঃ১৩
- গ. ১২ঃ৫
- ঘ. ৫ঃ১২
উত্তরঃ ১৩ঃ৬
- ক. ২৯০ঃ২০৭
- খ. ১৪৫ঃ১০৩
- গ. ৫০০ঃ৩৫০
- ঘ. ৭ঃ৫
উত্তরঃ ২৯০ঃ২০৭
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ঃ১ হবে?
- ক. ১০ গ্রাম
- খ. ১৫ গ্রাম
- গ. ৩৫ গ্রাম
- ঘ. ৪০ গ্রাম
উত্তরঃ ৩৫ গ্রাম
- ক. ৫০ ও ২০ বছর
- খ. ৪৭ ও ২০ বছর
- গ. ৫৪ ও ২১ বছর
- ঘ. ৩৬ ও ২৫ বছর
উত্তরঃ ৫০ ও ২০ বছর
৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?
- ক. ৮মি. ২২মি. ৩০ মি.
- খ. ১০ মি. ২০ মি. ৩০ মি.
- গ. ৯ মি. ২১ মি. ৩০ মি.
- ঘ. ১২ মি. ২০ মি. ২৮ মি.
উত্তরঃ ৯ মি. ২১ মি. ৩০ মি.
- ক. খ্রিস্টপূর্ব ৩২৮ - ৩০০ অব্দ
- খ. খ্রিস্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ
- গ. খ্রিস্টপূর্ব ২৭৬ - ২৩০ অব্দ
- ঘ. খ্রিস্টপূর্ব৩২০ - ৩৪০ অব্দ
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ
২৬১ টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩ঃ১/৫ঃ১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?
- ক. ৪৫
- খ. ৮১
- গ. ৯০
- ঘ. ১৩৫
উত্তরঃ ১৩৫
- ক. 36 টাকা
- খ. 12 টাকা
- গ. 72 টাকা
- ঘ. 84 টাকা
উত্তরঃ 72 টাকা
- ক. 3 : 2
- খ. 5 : 3
- গ. 7 : 4
- ঘ. 9 : 5
উত্তরঃ 5 : 3
- ক. 35
- খ. 34
- গ. 45
- ঘ. None
উত্তরঃ 35
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
- ক. ৭ এবং ১১
- খ. ১২ এবং ১৮
- গ. ১০ এবং ১৪
- ঘ. ১০ এবং ১৬
উত্তরঃ ১০ এবং ১৬
৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো গুলির আকার হবে-
- ক. ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
- খ. ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
- গ. ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
- ঘ. ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার
উত্তরঃ ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
- ক. ১২ টাকা
- খ. ১৫ টাকা
- গ. ১১ টাকা
- ঘ. ১০ টাকা
উত্তরঃ ১১ টাকা
- ক. ২৬
- খ. ২৮
- গ. ৪০
- ঘ. ৪৪
উত্তরঃ ৪০
- ক. ২৯০০ টাকা
- খ. ৬০০০ টাকা
- গ. ৬৯০০ টাকা
- ঘ. ৭২০০ টাকা
উত্তরঃ ৬৯০০ টাকা
একটি ত্রিভুজের তিনটি বাহুর কোণের অনুপাত ৫ঃ৬ঃ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত ডিগ্রী?
- ক. ৩০
- খ. ৫০
- গ. ৬০
- ঘ. ৭০
উত্তরঃ ৭০
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
- ক. ২৪০
- খ. ২৪৮
- গ. ২০০
- ঘ. ২২৪
উত্তরঃ ২৪০
পিয়াল ও পুনমের বয়সের অনুপাত ৭ঃ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫। বর্তমানে পুনমের বয়স কত?
- ক. ২৪ বছর
- খ. ১৬ বছর
- গ. ১২ বছর
- ঘ. ৮ বছর
উত্তরঃ ২৪ বছর
কঃখ = ৪ঃ৫, খঃগ = ২ঃ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?
- ক. ১০০০ টাকা
- খ. ১২০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ১৫০০ টাকা
দুটি সংখ্যার অনুপাত 4 : 7। প্রত্যেকটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় ৩:৫। ছোট সংখ্যাটি কত?
- ক. ৩২
- খ. ৫৬
- গ. ৩৬
- ঘ. ৬০
উত্তরঃ ৩২
ক : খ = ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে ক : খ : গ কত হবে?
- ক. ৪৯ : ৭০ : ৪০
- খ. ৪০ : ৭০ : ৪৯
- গ. ৭০ : ৪৯ : ৪০
- ঘ. ৪৯ : ৪০ : ৭০
উত্তরঃ ৪০ : ৭০ : ৪৯
a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : b : c = কত?
- ক. 2 : 6
- খ. 3 : 7
- গ. 2 : 7
- ঘ. 4 : 7
উত্তরঃ 4 : 7
- ক. ৩ গ্রাম
- খ. ৪ গ্রাম
- গ. ৬ গ্রাম
- ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ৪ গ্রাম