অনুপাত সমানুপাত

১:৫ এবং ১৩:৫ এর মধ্য সমানুপাতটি কত?

  • ক. ২.৫
  • খ. ৩.২
  • গ. ৩.৬
  • ঘ. ৪.৫

উত্তরঃ ৪.৫

বিস্তারিত

ক এর ১৫% যদিখ ২০% এর সমান হয়,তবে ক : খ = কত?

  • ক. ৫ : ২
  • খ. ৫ : ৩
  • গ. ৪ : ৩
  • ঘ. ৩ : ৪

উত্তরঃ ৪ : ৩

বিস্তারিত

2A = 3B, 2B = 5C এবং 3C = 4D হলে A : B : C : D = কত?

  • ক. 4 : 8 : 15 : 20
  • খ. 6 : 10 : 15 : 20
  • গ. 4 : 6 : 15 : 20
  • ঘ. 4 : 8 : 10 : 20

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫। বর্তমানে কার বয়স কত?

  • ক. ৫৬ বছর, ২৪ বছর
  • খ. ৪৮ বছর, ১২ বছর
  • গ. ৪৬ বছর, ১৮ বছর
  • ঘ. ৫৬ বছর, ২৮ বছর

উত্তরঃ ৫৬ বছর, ২৪ বছর

বিস্তারিত

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। ২০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ হলে, তাদের বর্তমান বয়স কত?

  • ক. পিতা ৪০ বছর ও পুত্র ১৫ বছর
  • খ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৩ বছর
  • গ. পিতা ৩৫ বছর ও পুত্র ১৫ বছর
  • ঘ. পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর

উত্তরঃ পিতা ৩০ বছর ও পুত্র ১০ বছর

বিস্তারিত

পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। ২০ বছর পরে তাদের বয়সের অনুপাত ১৩ : ৭ হলে, তাদের বর্তমান বয়স কত?

  • ক. পিতা ৪৮ বছর ও পুত্র ১৬ বছর
  • খ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর
  • গ. পিতা ৪৮ বছর ও পুত্র ১৫ বছর
  • ঘ. পিতা ৪৫ বছর ও পুত্র ১৬ বছর

উত্তরঃ পিতা ৪৫ বছর ও পুত্র ১৫ বছর

বিস্তারিত

৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে?

  • ক. ৬০০ টাকা
  • খ. ১৫০০ টাকা
  • গ. ২৪০০ টাকা
  • ঘ. ২১০০ টাকা

উত্তরঃ ২১০০ টাকা

বিস্তারিত

৮ ও ৭২ এর মধ্যসমানুপাতী--

  • ক. ৩২
  • খ. ৩৬
  • গ. ২৪
  • ঘ. ৪২

উত্তরঃ ২৪

বিস্তারিত

৪ : ৫ = ১২ : x হলে, x-এর মান কত?

  • ক. ১৫
  • খ. ১০
  • গ. ৮
  • ঘ. ৬

উত্তরঃ ১৫

বিস্তারিত

ক : খ = ১ : ২ এবং খ : গ = ৩ : ৪ হলে ক : খ : গ =?

  • ক. ৩ : ৬ : ৮
  • খ. ৩ : ৫ : ৬
  • গ. ২ : ৩ : ৪
  • ঘ. ১ : ৫ : ৮

উত্তরঃ ৩ : ৬ : ৮

বিস্তারিত

সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে--

  • ক. ক্রমিক রাশি
  • খ. মিশ্র রাশি
  • গ. প্রান্ত রাশি
  • ঘ. মধ্য রাশি

উত্তরঃ মধ্য রাশি

বিস্তারিত

৪ : ৯ এর ব্যস্তানুপাত কত?

  • ক. ১৬ : ১৮
  • খ. ৯ : ৪
  • গ. ৮ : ১৮
  • ঘ. ২ : ৪

উত্তরঃ ৯ : ৪

বিস্তারিত

৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত?

  • ক. ৬
  • খ. ৯
  • গ. ১২
  • ঘ. ১৬

উত্তরঃ ১২

বিস্তারিত

A : B = 3 : 4 এবং B : C = 6 : 5 হলে, A : C = কত?

  • ক. 3 : 5
  • খ. 9 : 10
  • গ. 10 : 9
  • ঘ. 4 : 9

উত্তরঃ 9 : 10

বিস্তারিত

৫, ১০, ৮ এর চতুর্থ সমানুপাতি কত?

  • ক. ১২
  • খ. ৪
  • গ. ১৬
  • ঘ. ২০

উত্তরঃ ১৬

বিস্তারিত

১২০০০ : ৮ = x : ০.১২ হলে x = কত?

  • ক. ১০০
  • খ. ১২০
  • গ. ১২০০
  • ঘ. ১৮০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

পিতার ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২ এবং ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত ১৩ : ৭ হলে, তাদের বর্তমান বয়স কত?

  • ক. পিতা ৩০ বছর এবং পুত্র ১২ বছর
  • খ. পিতা ৩৫ বছর এবং পুত্র ১৪ বছর
  • গ. পিতা ৪০ বছর এবং পুত্র ১৬ বছর
  • ঘ. পিতা ৫০ বছর এবং পুত্র ২০ বছর

উত্তরঃ পিতা ৫০ বছর এবং পুত্র ২০ বছর

বিস্তারিত

৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

  • ক. ১১/৮০
  • খ. ১১/২০
  • গ. ৮
  • ঘ. ১২

উত্তরঃ ১২

বিস্তারিত

৫৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৫ঃ৬। দ্রবণে কত লিটার সিরাপ আছে?

  • ক. ১৫ লিটার
  • খ. ৩০ লিটার
  • গ. ২৫ লিটার
  • ঘ. ২৪ লিটার

উত্তরঃ ৩০ লিটার

বিস্তারিত

৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ঃ৭ঃ১০ ‍অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?

  • ক. ৮ মি. ২২ মি. ৩০ মি.
  • খ. ১০মি. ২০মি. ৩০ মি.
  • গ. ৯মি. ২১ মি. ৩০ মি.
  • ঘ. ১২ মি. ২০ মি. ২৮ মি.

উত্তরঃ ৯মি. ২১ মি. ৩০ মি.

বিস্তারিত

একটি বাঁশের উপরি প্রস্থ ৬ মি. উচ্চতা ২ মি. এবং ঢাল ১ঃ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?

  • ক. ১৬ মিটার
  • খ. ১০ মিটার
  • গ. ১২ মিটার
  • ঘ. ১৪ মিটার

উত্তরঃ ১৪ মিটার

বিস্তারিত

60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশ কে 3 : 7 : 10 ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?

  • ক. 9 মিটার : 21 মিটার : 30 মিটার
  • খ. 12 মিটার : 20 মিটার : 28 মিটার
  • গ. 8 মিটার : 22 মিটার : 30 মিটার
  • ঘ. 10 মিটার : 20 মিটার : 30 মিটার

উত্তরঃ 9 মিটার : 21 মিটার : 30 মিটার

বিস্তারিত

a : b = 4 : 7 এবং b : c = 5 হলে ‍a : b : c এর মান কোনটি?

  • ক. 4 : 7 : 5
  • খ. 5 : 6 : 7
  • গ. 20 : 35 : 42
  • ঘ. 20 : 30 : 37

উত্তরঃ 20 : 35 : 42

বিস্তারিত

a , b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?

  • ক. ab = cd
  • খ. ac = bd
  • গ. ad = bc
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ad = bc

বিস্তারিত

৪ : ৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

  • ক. ২ : ৩
  • খ. ৪ : ৯
  • গ. ৯ : ৪
  • ঘ. ১৬ : ৮১

উত্তরঃ ২ : ৩

বিস্তারিত

৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

  • ক. ৪
  • খ. ১৪
  • গ. ১৬
  • ঘ. ১২

উত্তরঃ ১২

বিস্তারিত

৫ঃ৭ এবং ৩ঃ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?

  • ক. ১৫ঃ২১ঃ৯১
  • খ. ২১ঃ১৫ঃ৯১
  • গ. ২১ঃ১৫ঃ৬৫
  • ঘ. ১৫ঃ২১ঃ৩৯

উত্তরঃ ১৫ঃ২১ঃ৯১

বিস্তারিত

৪, ৬, ৮ এর ৪র্থ সমানুপাতিক কোনটি?

  • ক. ১০
  • খ. ১২
  • গ. ২৪
  • ঘ. ৪৮

উত্তরঃ ১২

বিস্তারিত

৫% হারে ২০ বছরের সুদ ২৫০ টাকা হলে, আসল -

  • ক. ২৫০ টাকা
  • খ. ৩০০ টাকা
  • গ. ৩৫০ টাকা
  • ঘ. ৪০০ টাকা

উত্তরঃ ২৫০ টাকা

বিস্তারিত

a : b = 4 : 5 এবং b : c = 6 : 7 হলে, a : b : c =

  • ক. 20 : 35 : 42
  • খ. 24 : 30 : 35
  • গ. 35 : 30 : 24
  • ঘ. 42 : 35 : 20

উত্তরঃ 24 : 30 : 35

বিস্তারিত

৪, ৮ ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

  • ক. ১২
  • খ. ২০
  • গ. ৪০
  • ঘ. ৩২

উত্তরঃ ২০

বিস্তারিত

x : y = 3 : 4 হয়, তবে 3y - x : 2x + y =?

  • ক. 9 : 10
  • খ. 8 : 10
  • গ. 10 : 9
  • ঘ. 9 : 11

উত্তরঃ 9 : 10

বিস্তারিত

A completes a job in 6 days, B in 12 days, C in 20 days and D in 24 days. It Tk 8670 is to be divided among them, then B will get how much more than C?

  • ক. 570
  • খ. 680
  • গ. 1020
  • ঘ. 1200

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

  • ক. ১৬
  • খ. ১২
  • গ. ১৪
  • ঘ. ৪

উত্তরঃ ১২

বিস্তারিত

২ : ৩ এর ব্যস্তানুপাত -

  • ক. ৩ : ২
  • খ. ৪ : ৯
  • গ. ৪ : ৬
  • ঘ. ১৬ : ৮১

উত্তরঃ ৩ : ২

বিস্তারিত

২ : ৩ এর সমানুপাত -

  • ক. ৯ : ৪
  • খ. ৪ : ৯
  • গ. ৪ : ৬
  • ঘ. ১৬ : ৮১

উত্তরঃ ৪ : ৬

বিস্তারিত

পায়েসে দুধ ও চিনির অনুপাত কত ৭ঃ৩। ঐ পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধের পরিমাণ কত?

  • ক. ৮ কেজি
  • খ. ১০ কেজি
  • গ. ১২ কেজি
  • ঘ. ১৪ কেজি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

৪ : ১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

  • ক. ১ঃ৪
  • খ. ২ঃ৪
  • গ. ৪ঃ২
  • ঘ. ৪ঃ১

উত্তরঃ ২ঃ৪

বিস্তারিত

৪ঃ২৫ এর দ্বিগুণানুপাত কত?

  • ক. ৮ঃ৫০
  • খ. ২ঃ৫
  • গ. ১৬ঃ৬২৫
  • ঘ. ৮ঃ২৫

উত্তরঃ ১৬ঃ৬২৫

বিস্তারিত

৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?

  • ক. ৮মি. ২২মি. ৩০ মি.
  • খ. ১০ মি. ২০ মি. ৩০ মি.
  • গ. ৯ মি. ২১ মি. ৩০ মি.
  • ঘ. ১২ মি. ২০ মি. ২৮ মি.

উত্তরঃ ৯ মি. ২১ মি. ৩০ মি.

বিস্তারিত

সম্রাট অশোকের রাজত্বকাল ছিল -

  • ক. খ্রিস্টপূর্ব ৩২৮ - ৩০০ অব্দ
  • খ. খ্রিস্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ
  • গ. খ্রিস্টপূর্ব ২৭৬ - ২৩০ অব্দ
  • ঘ. খ্রিস্টপূর্ব৩২০ - ৩৪০ অব্দ

উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ

বিস্তারিত

৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো গুলির আকার হবে-

  • ক. ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
  • খ. ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
  • গ. ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  • ঘ. ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার

উত্তরঃ ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার

বিস্তারিত

x:y = 2:1 হলে 3x:2y এর মান কত?

  • ক. 3:1
  • খ. 4:1
  • গ. 3:2
  • ঘ. 4:2

উত্তরঃ 3:1

বিস্তারিত

কঃখ = ৪ঃ৫, খঃগ = ২ঃ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমাণ কত?

  • ক. ১০০০ টাকা
  • খ. ১২০০ টাকা
  • গ. ১৫০০ টাকা
  • ঘ. ২০০০ টাকা

উত্তরঃ ১৫০০ টাকা

বিস্তারিত

ক : খ = ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে ক : খ : গ কত হবে?

  • ক. ৪৯ : ৭০ : ৪০
  • খ. ৪০ : ৭০ : ৪৯
  • গ. ৭০ : ৪৯ : ৪০
  • ঘ. ৪৯ : ৪০ : ৭০

উত্তরঃ ৪০ : ৭০ : ৪৯

বিস্তারিত

a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : b : c = কত?

  • ক. 2 : 6
  • খ. 3 : 7
  • গ. 2 : 7
  • ঘ. 4 : 7

উত্তরঃ 4 : 7

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects