শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক সেফটি; মেকানিক্যাল টেকনোলজি
151. রেফ্রিজারেশন সিস্টেমের COP সবসময় একের চাইতে -
- ক. সমান
- খ. কম
- গ. বেশি
- ঘ. কোনোটিই নয়
152. ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান -
- ক. সর্বোচ্চ
- খ. সর্বনিম্ন
- গ. শূন্য
- ঘ. সবকয়টি
153. যে সিস্টেমে তাপ, কাজ, ভর ইত্যাদি সীমানা অতিক্রম করতে পারে তাকে কী বলে ?
- ক. আইসোলেটেড সিস্টেম
- খ. ওপেন সিস্টেম
- গ. ক্লোজ সিস্টেম
- ঘ. কোনোটিই নয়
154. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম কী?
- ক. টেকোমিটার
- খ. অ্যাভোমিটার
- গ. ব্যারোমিটার
- ঘ. ওহম মিটার
155. এমন কিছু ডিভাইস যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা হয় তাকে তী বলে?
- ক. বয়লার মাউন্টিংস
- খ. বয়লার এক্সেসরিজ
- গ. দুটিই একসাথে
- ঘ. কোনোটিই নয়
156. গতির বেগ বৃদ্ধি হলে, ঘর্ষণ বল -
- ক. বৃদ্ধি ায়
- খ. হ্রাস পায়
- গ. একই থাকে
- ঘ. কোনোটিই নয়
157. থার্মোডাইনামিক্স পেট্রোল ইঞ্জিন কোন সাইকেলে কার্য সম্পাদন করে?
- ক. জুল সাইকেল
- খ. অটো সাইকেল
- গ. রেংকিন সাইকেল
- ঘ. স্টারলিং সাইকেল
158. দীর্ঘ পাইপের প্রবাহের ক্ষেত্রে নিচের কোন বাধা সবচেয়ে বেশি?
- ক. ঘষর্ণজনিত
- খ. প্রবেশের কারণে
- গ. চাপজনিত
- ঘ. বেগজনিত
159. পেট্রোল ইঞ্জিনের জন্য কম্প্রেশন রেশিও -
- ক. ৩ থেকে ৬
- খ. ১৫ থেকে ২০
- গ. ৫ থেকে ৮
- ঘ. ২০ থেকে ৩০
160. কোন ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়?
- ক. স্টীম ইঞ্জিনে
- খ. পেট্রোল ইঞ্জিনে
- গ. ডিজেল ইঞ্জিনে
- ঘ. রেলওয়ে ইঞ্জিনে
- ক. ঢালাই লোহা
- খ. টুল স্টিল
- গ. স্টেইনলেস স্টিল
- ঘ. মাইল্ড স্টিল
162. ডিফারেনসিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায় -
- ক. উচ্চ চাপ
- খ. এক বিন্দুর চাপ
- গ. দুই বিন্দুর চাপ
- ঘ. কোনোটিই নয়
163. ডিজেল ইঞ্জিন একটি -
- ক. অন্তর্দহন ইঞ্জিন
- খ. বহির্দহন ইঞ্জিন
- গ. গ্যাস ইঞ্জিন
- ঘ. উভয় ইঞ্জিন
164. পারমাণবিক চুল্লীতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
- খ. পটাশিয়াম
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. জিংক
165. স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি কোন মোটরে?
- ক. শান্ট মোটরে
- খ. কম্পাউন্ড মোটরে
- গ. সিরিজ মোটরে
- ঘ. সিনক্রোনাস মোটরে
166. যে বিমের এক প্রান্ত আবদ্ধ এবং এক প্রান্ত মুক্ত তা -
- ক. ঝুলন্ত বীম
- খ. ক্যান্টিলিভার বীম
- গ. আবদ্ধ বীম
- ঘ. ধারাবাহিক বীম
167. শেপার মেশিন প্রধানত ব্যবহৃত হয় -
- ক. সমতল পৃষ্ঠ কাটার জন্য
- খ. ছিদ্র করার জন্য
- গ. ট্যাপিং করার জন্য
- ঘ. নালিং করার জন্য
168. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. একই হয়
- ঘ. খুব কম হয়
169. কোনো বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদরে লব্ধি হবে -
- ক. ১০ কেজি
- খ. ১৪ কেজি
- গ. ৪৮ কেজি
- ঘ. ২ কেজি
170. থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র কী আলোচনা করে?
- ক. তাপের রূপান্তর
- খ. ভরের রূপান্তর
- গ. বলের রূপান্তর
- ঘ. শক্তির রূপান্তর
172. সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানকে বলে -
- ক. সেনসিং এলিমেন্ট
- খ. থার্মিস্টর
- গ. স্প্যান
- ঘ. রেঞ্জ
173. স্টেইনলেস স্টিলে আয়রন ও কার্বন ছাড়া কী থাকে?
- ক. নিকেল
- খ. ক্রোমিয়াম
- গ. টিন
- ঘ. ক ও খ
174. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
- ক. সংকর
- খ. সীসা
- গ. টাংস্টেন
- ঘ. তামা
175. অক্সিজেন সিলিন্ডারে সাধারণত কোন রং দেয়া থাকে?
- ক. কালো
- খ. সাদা
- গ. খয়েরি
- ঘ. হলুদ