শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক সেফটি; মেকানিক্যাল টেকনোলজি
126. ভেপার কম্পেশন রেফ্রিজারেশন সিস্টেমে সর্বনিম্ন তাপমাত্রা হয় -
- ক. কম্প্রেশনে
- খ. এক্সপানশনে
- গ. কনডেনশনে
- ঘ. ইভাপরেশনে
127. প্রতি একক ক্ষেত্রের উপর যে সব ক্রিয়া করে তাকে বলে -
- ক. তাপ
- খ. তীব্রচাপ
- গ. চাপ
- ঘ. নিম্নচাপ
128. কোনটি কাটিং টুলস মেটেরিয়ালস নয়?
- ক. ডায়মন্ড
- খ. সিলিকন কার্বাইড
- গ. সিমেন্টেড কার্বাইড
- ঘ. মাইল্ড স্টিল
129. কাজ করার সামর্থ্যকে বলে -
- ক. শক্তি
- খ. ক্ষমতা
- গ. কাজ
- ঘ. কর্মক্ষমতা
130. তামার সাথে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?
- ক. টিন
- খ. সীসা
- গ. দস্তা
- ঘ. রৌপ্য
131. গলিত ধাতুর অপদ্রব্য দ্বারা সৃষ্ট ক্রটিকে কী বলা হয়?
- ক. ব্লো-হোল
- খ. কোর-রো
- গ. সংকোচন
- ঘ. স্লাগ-হোল
132. মোমেন্ট অব ফোর্স এর সূত্র হলো -
- ক. বল + লম্ব দূরত্ব
- খ. বল * লম্ব দূরত্ব
- গ. বল * কৌণিক দূরত্ব
- ঘ. বল + কৌণিক দূরত্ব
133. স্টীম ইঞ্জিন একটি -
- ক. অন্তর্দহন ইঞ্জিন
- খ. বহির্দহন ইঞ্জিন
- গ. গ্যাস ইঞ্জিন
- ঘ. সব ইঞ্জিন
135. ইনটেক ও এগজস্ট ভাল্ব একই সময় খোলা থাকাকে বলা হয় -
- ক. ভাল্ব ওভারল্যাপিং
- খ. পাওয়ার ওভারল্যাপিং
- গ. কম্প্রেশন ওভারল্যাপিং
- ঘ. ইনটেক ও এগজস্ট স্ট্রোক ওভারল্যাপিং
136. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
- ক. বার্নোলির
- খ. প্যাসক্যালের
- গ. নিউটনের
- ঘ. কোনোটিই নয়
137. তাপমাত্রা বৃদ্ধিতে নিচের কোনটিতে আদ্র্রতা বাড়ে?
- ক. গ্যাস
- খ. পানি
- গ. তেল
- ঘ. ফ্লুইড
139. সাধারণত পরীক্ষাগারে ক্যালিব্রেশনের জন্য ব্যবহৃত হয় -
- ক. বার্ডন টিউব
- খ. ডেড ওয়েট প্রেসার, গেজ
- গ. ওয়েল গিজ
- ঘ. ডায়াফ্রেম গেজ
141. বিপজ্জনক সেকশনে বেল্ডিং মোমেন্টের মান -
- ক. সর্বনিম্ন
- খ. সর্বোচ্চ
- গ. পরিবর্তনশীল
- ঘ. অপরিবর্তনশীল
142. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
- ক. বিমান ইঞ্জিনে
- খ. রকেট ইঞ্জিনে
- গ. ডিজেল ইঞ্জিনে
- ঘ. পেট্রোল ইঞ্জিনে
143. পৃথিবীর প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
- ক. ইস্পাত
- খ. হীরা
- গ. পিতল
- ঘ. গ্রানাইট
144. স্পার্ক প্লাগ থাকে -
- ক. সিলিন্ডার হেডে
- খ. লাইনারে
- গ. ব্লকে
- ঘ. কোনোটিই নয়
145. এসআই এককে ওজনের একক কোনটি?
- ক. নিউটন
- খ. কেজি
- গ. পাইন্ড
- ঘ. প্যাসকেল
146. তাপমাত্রা বাড়লে ওয়েলের ভিসকোসিটি -
- ক. কমে
- খ. বাড়ে
- গ. ঠিক থাকে
- ঘ. যেকোনোটিই হতে পারে
- ক. আর্গ
- খ. জুল
- গ. নিউটন
- ঘ. কিলোগ্রাম-মিটার
148. কোন ইঞ্জিনের মধ্যে বাতাসকে সিলিন্ডারের মধ্যে কম্প্রেস করা হয়?
- ক. পেট্রোল
- খ. ডিজেল
- গ. স্টীম
- ঘ. গ্যাস
149. কোনো পরিমাপ যন্ত্র দিয়ে সর্বনম্নি যে সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায় তাকে কী বলে?
- ক. ভার্নিয়ার ধ্রুব
- খ. লিস্ট কাউন্ট
- গ. লিমিট
- ঘ. এলডিন্স
150. রড তৈরি করা হয় -
- ক. রোলিং
- খ. বেন্ডিং
- গ. পাঞ্চিং
- ঘ. ডায়িং