পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব ইন্সপেক্টর

1. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এই পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. আবদুল গফফার চৌধুরী
  • খ. অতুল প্রসাদ
  • গ. শামসুর রাহমান
  • ঘ. হুমায়ন আহমেদ

3. ‘চাচা কাহিনীর’ লেখক কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. শওকত ওসমান
  • ঘ. আলতাফ মাহমুদ

4. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. শামসুর রাহমান

5. ‘অনীক’ শব্দের অর্থ কি?

  • ক. সূর্য
  • খ. যুদ্ধক্ষেত্র
  • গ. সমুদ্র
  • ঘ. সৈনিক

6. প্রচুর শব্দের বিশেষণ কোনটি?

  • ক. প্রবল
  • খ. প্রাচুর্য
  • গ. প্রাচ্য
  • ঘ. প্রাচী

7. ‘যিনি জজ তিনিই সাহেব’ = জজ সাহেব কোন সমাস?

  • ক. তৎপুরুষ সমাস
  • খ. বহুব্রীহি সমাস
  • গ. কর্মধারয় সমাস
  • ঘ. দ্বিগু সমাস

8. নিচের শুদ্ধ বানান কোনটি?

  • ক. বয়োপ্রাপ্ত
  • খ. বয়ঃপ্রাপ্ত
  • গ. বয়োঃপ্রাপ্ত
  • ঘ. বয়প্রাপ্ত

9. ‘রবীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. রবী + ইন্দ্র
  • খ. রবি + ঈন্দ্র
  • গ. রবি + ইন্দ্র
  • ঘ. রবী + ঈন্দ্র

10. টা, টি খানা কে কি বলে?

  • ক. প্রদাশ্রিত নির্দেশক
  • খ. বিভক্তি
  • গ. প্রকৃতি
  • ঘ. উপসর্গ

12. ‘শুভক্ষণে জম্ম যার’ - বাক্যটিকে এককথায় কি বলে?

  • ক. অগ্নিবীণা
  • খ. শুভজন্মা
  • গ. ক্ষণজম্মা
  • ঘ. সুভক্ষণা

13. বিভক্তিহীন মান শব্দকে কি বলে?

  • ক. প্রাতিপদিক
  • খ. পারিভাষিক
  • গ. প্রকৃতি
  • ঘ. প্রত্যয়

15. ‘কলকাঠি নাড়া’ বাগধারাটির অর্থ কি?

  • ক. গোপনে ‍সু-পরামর্শ দেয়া
  • খ. গোপনে কু-পরামর্শ দেয়া
  • গ. গুপ্তচরবৃত্তি
  • ঘ. সমস্যা সমাধান

17. সনেটের কয়টি অংশ?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

18. যে সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?

  • ক. নিপাতনে সন্ধি
  • খ. ব্যাসবাক্য
  • গ. বিসর্গসন্ধি
  • ঘ. স্বরসন্ধি

19. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. ক্রীতদাসের হাসি
  • খ. মাটি আর অশ্রু
  • গ. হাঙ্গর নদী গ্রেনেড
  • ঘ. সারেং বউ

20. বাক্যে প্রশ্নবোদক (?) থাকলে কতক্ষণ থামতে হয়?

  • ক. এক সেকেন্ড
  • খ. দুই সেকেন্ড
  • গ. তিন সেকেন্ড
  • ঘ. চার সেকেন্ড

21. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

  • ক. ইংরেজি
  • খ. ফারসি
  • গ. মাগবী প্রাকৃত
  • ঘ. আরবি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics