২৪তম বিসিএস প্রিলিবাতিল
51. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রনী ভূমিকা পালন করেন?
- ক. সৈয়দ আমীর আলী
- খ. নওয়াব আব্দুল লতিফ
- গ. নওয়াব স্যার সলিমুল্লাহ
- ঘ. স্যার সৈয়দ আহমেদ খান
52. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
- ক. মাওলানা কেরামত আলী
- খ. শাহ ওলিউল্লাহ
- গ. হাজী শরীয়তউল্লাহ
- ঘ. পীর মুহসীনুদ্দিন
53. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
- ক. ১৬৯০
- খ. ১৭৬৫
- গ. ১৯৯৩
- ঘ. ১৮২৯
54. কোন মুঘল সুবাদার চট্রগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
- ক. ইসলাম খান
- খ. রাজা মানসিংহ
- গ. মীর জুমলা
- ঘ. শায়েস্তা খান
55. ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
- ক. ১৬১০
- খ. ১৫৭৬
- গ. ১৯০৫
- ঘ. ১৯৪৭
56. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
- ক. আলী মর্দান খলজী
- খ. মুঘারিল খান
- গ. সামছুদ্দিন ফিরোজ
- ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
57. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
- ক. সমতট
- খ. পুন্ড্র
- গ. বঙ্গ
- ঘ. হরিকেল
58. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
- ক. ইন্টারকম
- খ. ইন্টারনেট
- গ. ই-মেইল
- ঘ. ইন্টারসিভ
59. স্বনের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?
- ক. সাইট্রিক এসিড
- খ. নাইট্রিক এসিড
- গ. হাইড্রোক্লোরিক এসিড
- ঘ. টারটারিক এসিড
60. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
- ক. বেলে মাছ
- খ. পালং শাক
- গ. খাসির মাংস
- ঘ. মুরগির মাংস
61. IUCN - এর কাজ হলো বিশ্বব্যাপী-
- ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
- খ. মানবাধিকার সংরক্ষণ করা
- গ. পানি সম্পদ সংরক্ষণ করা
- ঘ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
62. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়। কারণ গাছ হতে-
- ক. অধিক পরিমাণ অক্সিজেন নির্গত হয়
- খ. অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়
- গ. অধিক পরিমাণে কার্বন মনোঅক্সাইড নির্গত হয়
- ঘ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
- ক. ইস্পাত
- খ. রাবার
- গ. কাচঁ
- ঘ. পানি
64. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
- ক. অ্যানোফিলিস
- খ. এডিস
- গ. কিউলেক্স
- ঘ. সব ধরনের মশা
65. প্রথম টেস্টটিউব বেবি কবে ভূমিষ্ঠ হয়?
- ক. ২৭ মে
- খ. ২৪ মে
- গ. ৩০ মে
- ঘ. ৩১ মে
66. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
- ক. ৩৯
- খ. ৩২
- গ. ৩৩
- ঘ. ৩৪
67. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
- ক. বোর, ১৯৬৩
- খ. রাদারফোর্ড, ১৯১৯
- গ. হাইগ্যান, ১৯৬১
- ঘ. মাইম্যান, ১৯৬০
68. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
- ক. কার্পাস
- খ. লোহা
- গ. কাগজ
- ঘ. বস্ত্র
69. নিউজিল্যান্ডের অধিবাসীদের কী বলা হয়?
- ক. কুর্দি
- খ. তাতারু
- গ. রেড ইন্ডিয়ান
- ঘ. মাউরী
70. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
- ক. কোপেনহেগেন
- খ. লন্ডন
- গ. রোম
- ঘ. ব্রাসেলস
71. কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্ভুক্ত?
- ক. নাউরু
- খ. কেনিয়া
- গ. কিউবা
- ঘ. গায়ানা
72. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
- ক. আফগানি
- খ. ফার্সি
- গ. পশতু
- ঘ. তুর্কি
73. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
- ক. ৩০ আগষ্ট, ২০০২
- খ. ৭ সেপ্টেম্বর, ২০০২
- গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
- ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
- ক. ১০ অক্টোবর, ২০০২
- খ. ১২ অক্টোবর, ২০০২
- গ. ১০ নভেম্বর, ২০০২
- ঘ. ১২ নভেম্বর, ২০০২
75. ‘নাগার্নো - কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
- ক. আজারবাইজান-আর্মেনিয়া
- খ. আর্মেনিয়া - লাটভিয়া
- গ. কাজাখস্তান-আজারবাইজান
- ঘ. রাশিয়া-আর্মেনিয়া