২৪তম বিসিএস প্রিলিবাতিল

51. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রনী ভূমিকা পালন করেন?

  • ক. সৈয়দ আমীর আলী
  • খ. নওয়াব আব্দুল লতিফ
  • গ. নওয়াব স্যার সলিমুল্লাহ
  • ঘ. স্যার সৈয়দ আহমেদ খান

52. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

  • ক. মাওলানা কেরামত আলী
  • খ. শাহ ওলিউল্লাহ
  • গ. হাজী শরীয়তউল্লাহ
  • ঘ. পীর মুহসীনুদ্দিন

56. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

  • ক. আলী মর্দান খলজী
  • খ. মুঘারিল খান
  • গ. সামছুদ্দিন ফিরোজ
  • ঘ. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী

59. স্বনের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. নাইট্রিক এসিড
  • গ. হাইড্রোক্লোরিক এসিড
  • ঘ. টারটারিক এসিড

61. IUCN - এর কাজ হলো বিশ্বব্যাপী-

  • ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  • খ. মানবাধিকার সংরক্ষণ করা
  • গ. পানি সম্পদ সংরক্ষণ করা
  • ঘ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা

62. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়। কারণ গাছ হতে-

  • ক. অধিক পরিমাণ অক্সিজেন নির্গত হয়
  • খ. অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়
  • গ. অধিক পরিমাণে কার্বন মনোঅক্সাইড নির্গত হয়
  • ঘ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়

64. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

  • ক. অ্যানোফিলিস
  • খ. এডিস
  • গ. কিউলেক্স
  • ঘ. সব ধরনের মশা

67. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

  • ক. বোর, ১৯৬৩
  • খ. রাদারফোর্ড, ১৯১৯
  • গ. হাইগ্যান, ১৯৬১
  • ঘ. মাইম্যান, ১৯৬০

73. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?

  • ক. ৩০ আগষ্ট, ২০০২
  • খ. ৭ সেপ্টেম্বর, ২০০২
  • গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
  • ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২

75. ‘নাগার্নো - কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?

  • ক. আজারবাইজান-আর্মেনিয়া
  • খ. আর্মেনিয়া - লাটভিয়া
  • গ. কাজাখস্তান-আজারবাইজান
  • ঘ. রাশিয়া-আর্মেনিয়া


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics