১৯তম বিসিএস প্রিলি
26. নেপালের পার্লামেন্টের নাম কী?
- ক. সিনেট
- খ. পঞ্চায়েত
- গ. কংগ্রেস
- ঘ. মজলিশ
27. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
- ক. গ্রিসে
- খ. ইতালিতে
- গ. তুরস্কে
- ঘ. স্পেনে
- ক. জার্মানি
- খ. রাশিয়া
- গ. ফ্রান্স্
- ঘ. যুক্তরাষ্ট্র
29. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
- ক. বাংলাদেশ
- খ. পাকিস্তান
- গ. সৌদি আরব
- ঘ. ইন্দোনেশিয়া
30. ভায়াগ্রা কী?
- ক. একটি জলপ্রপাত
- খ. নতুন একটি ঔষধ
- গ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
- ঘ. নতুন জাহাজের নাম
31. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
- ক. ব্যাংকক
- খ. সিঙ্গাপুর
- গ. টোকিও
- ঘ. ম্যানিলা
32. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনট্?
- ক. অলিভেটি
- খ. আইবিএম
- গ. এ্যাপেল ম্যাকিনটশ
- ঘ. মাইক্রোসফট
33. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
- ক. ১২ শতাংশ
- খ. ১০ শতাংশ
- গ. ১৩ শতাংশ
- ঘ. ১১ শতাংশ
34. বাংলাদেশের জিডিপিতে পশু সম্পদের অবদান কত?
- ক. ২%
- খ. ৫%
- গ. ৬.৫%
- ঘ. ১০%
35. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?
- ক. ৫০০ কোটি টাকা
- খ. ৪০০ কোটি টাকা
- গ. ৩০০ কোটি টাকা
- ঘ. ১২৫ কোটি টাকা
36. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. চট্রগ্রাম
- গ. সিলেট
- ঘ. সাভার, ঢাকা
37. বাংলাদেশের জাতীয় পশু কোনটি ?
- ক. গরু
- খ. ছাগল
- গ. গয়াল
- ঘ. রয়েল বেঙ্গল টাইগার
38. রপ্তানি আয়ে বর্তমানে পশুসম্পদের অবদান কত?
- ক. ৮ ভাগ
- খ. ১০ ভাগ
- গ. ১২ ভাগ
- ঘ. ১৩ ভাগ
39. দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
- ক. ১ম
- খ. ২য়
- গ. ৩য়
- ঘ. ৪র্থ
40. ক্লোনিং পদ্ধতিতে জম্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
- ক. নেলী
- খ. টমি
- গ. শেলী
- ঘ. ডলি
41. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
- ক. ইথেন
- খ. এমোনিয়া
- গ. মিথেন
- ঘ. বিউটেন
42. কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
- ক. ড.এস ডি চৌধুরী
- খ. ড.কাজী ফজলুর রহিম
- গ. ড.আব্দুল কাদের
- ঘ. ড.স্বামিনাথন
43. সাম্প্রতিক কালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
- ক. প্রফেসর ড.আব্দুস সালাম
- খ. প্রফেসর নরম্যান বোরলগ
- গ. ড.আব্দুল কাদের
- ঘ. ড.স্বামিনাথন
44. কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
- ক. ড. এস ডি চৌধুরী
- খ. ড. কাজী ফজলুল রহিম
- গ. ড. ওসমান গণি
- ঘ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
45. বাংলাদেশের কোন অঞ্চলে গো-চারনের জন্য বাথান আছে?
- ক. সিরাজগঞ্জ
- খ. দিনাজপুর
- গ. বরিশাল
- ঘ. ফরিদপুর
46. বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মাথাপিছু কত আয়?
- ক. ২০০ মার্কিন ডলার
- খ. ২২৫ মার্কিন ডলার
- গ. ২৪০ মার্কিন ডলার
- ঘ. ২৬০ মার্কিন ডলার
47. বাংলাশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-
- ক. ২রা ডিসেম্বর, ১৯৯৭
- খ. ৩রা ডিসেম্বর, ১৯৯৭
- গ. ২২ শে ডিসেম্বর, ১৯৯৭
- ঘ. ৩রা জানুয়ারি, ১৯৯৮
48. জাতিসংর্ঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. জেনেভা
- খ. নিউইয়র্ক
- গ. হেগ
- ঘ. প্যারিস
49. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
- ক. কয়লা
- খ. চুনাপাথর
- গ. সাদামাটি
- ঘ. গ্যাস
50. যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
- ক. জর্জ ওয়ালিংটন
- খ. আব্রাহাম লিংকন
- গ. রুজভেল্ট
- ঘ. কেনেডি