১৯তম বিসিএস প্রিলি
1. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. বিষের বাঁশি
- গ. দোলনচাঁপা
- ঘ. বাঁধনহারা
2. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারি ’ - গানের রচয়িতা কে?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. আলতাফ মাহমুদ
- গ. আবদুল লতিফ
- ঘ. আব্দুল আলীম
3. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
- ক. পরশুরাম
- খ. নীললোহিত
- গ. ভানুসিংহ ঠাকুর
- ঘ. গাজী মিয়া
4. “দ্য লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা-
- ক. রফিকুল ইসলাম
- খ. রশীদ করিম
- গ. মেজর জেনারেল খুসওয়ান্ত সিং
- ঘ. কর্নের সিদ্দিক মালিক
5. একাদশে বৃহস্পতি -এর অর্থ কী?
- ক. আশার কথা
- খ. সৌভাগ্যের বিষয়
- গ. মজা পাওয়া
- ঘ. আনন্দের বিষয়
6. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্য দায়ী কোন গ্যাস?
- ক. ক্লোরোফ্লোরো কার্বন
- খ. কার্বন-মনোঅক্সাইড
- গ. কার্বন ডাই-অক্সাইড
- ঘ. মিথেন
7. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির
- ক. ১৬ শতাংশ
- খ. ২০ শতাংশ
- গ. ২৫ শতাংশ
- ঘ. ৩০ শতাংশ
8. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ -
- ক. ১৪ ডিসেম্বর
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ২১ ডিসেম্বর
- ঘ. ২৩ ডিসেম্বর
9. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
- ক. ২০ জোড়া
- খ. ২২ জোড়া
- গ. ২৩ জোড়া
- ঘ. ২৫ জোড়া
10. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. নওগাঁ
- গ. বগুড়া
- ঘ. নাটোর
11. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
- ক. রোনাল্ডো
- খ. জিদান
- গ. সুকের
- ঘ. বেবেতা
12. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. জেনেভা
- খ. প্যারিস
- গ. লন্ডন
- ঘ. রোম
13. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. আলতাফ মাহমুদ
- গ. আবদুল লতিফ
- ঘ. আব্দুল আলীম
14. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
- ক. পরশুরাম
- খ. নীললোহিত
- গ. ভানুসিংহ ঠাকুর
- ঘ. গাজী মিয়া
15. “দ্য লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা-
- ক. রফিকুল ইসলাম
- খ. রশীদ করিম
- গ. মেজর জেনারেল খুসওয়ান্ত সিং
- ঘ. কর্নেল সিদ্দিক মালিক
16. বাগেরহাটে খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গুম্বুজবিশিষ্ট?
- ক. আশি
- খ. একাশি
- গ. ষাট
- ঘ. চৌষট্টি
17. স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশ কতকগুলো সেক্টরে বিভক্ত ছিল?
- ক. ১৯ টি
- খ. ৯ টি
- গ. ৮টি
- ঘ. ১১টি
- ক. ময়না
- খ. কাক
- গ. শালিক
- ঘ. দোয়েল
19. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-
- ক. পলল গঠিত সমভূমি
- খ. বরেন্দ্রভূমি
- গ. উত্তরবঙ্গ
- ঘ. মহাস্থানগড়
20. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
- ক. ১৯ শতাংশ
- খ. ১২ শতাংশ
- গ. ১৬ শতাংশ
- ঘ. ৯ শতাংশ
- ক. ৪.৮ কিলোমিটার
- খ. ৭.২ কিলোমিটার
- গ. ৬ কিলোমিটার
- ঘ. ৬.২ কিলোমিটার
22. বাংলাদেশের নৌ-বাহিনীর প্রতীক কী?
- ক. বলাকা
- খ. শাপলা
- গ. নৌকা
- ঘ. রণতরী
23. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় ?
- ক. ময়মনসিংহে
- খ. বগুড়ায়
- গ. সোনাওগাঁয়ে
- ঘ. রাঙ্গামাটিতে
- ক. আলবেনিয়ায়
- খ. সার্বিয়ার
- গ. রুমানিয়ায়
- ঘ. গ্রিসে
25. ‘গিল্ডার’ কোন মুদ্রার নাম?
- ক. নরওয়ে
- খ. নেদারল্যান্ডে
- গ. পোল্যান্ড
- ঘ. প্যারাগুয়ে