৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন
- ক. অর্থদ্যোতকতা
- খ. ইশারা বা অঙ্গভঙ্গি
- গ. মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
- ঘ. জনসমাজে ব্যবহার যোগ্যতা
77. বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ---
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. অক্ষয়কুমার দত্ত
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রাজা রামমোহন রায়
78. প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---
- ক. তত্ত্ববোধিনী
- খ. সবুজপত্র
- গ. কল্লোল
- ঘ. ধূমকেতু
83. Slow and steady----the race.
- ক. win
- খ. won
- গ. has won
- ঘ. wins
84. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ----
- ক. তোফায়েল আহমেদ
- খ. আব্দুল গাফফার চৌধুরী
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. এম. আর. আখতার মুকুল
85. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
- ক. ক্যাপ্টেন এম. মনসুর আলী
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. খন্দকার মোশতাক আহমদ
- ঘ. এ. এইচ. এম. কামারুজ্জামান
86. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
- ক. চট্টগ্রাম
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. রাঙ্গামাটি
87. কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?
- ক. আইভরি কোস্ট
- খ. লাইবেরিয়া
- গ. সিয়েরা লিওন
- ঘ. মিশর
88. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৪ সালে
- গ. ১৯৮০ সালে
- ঘ. ১৯৮২ সালে
89. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
- ক. সাধারণ পরিষদ
- খ. নিরাপত্তা পরিষদ
- গ. সচিবালয়
- ঘ. অছি পরিষদ
90. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?
- ক. মূল মধ্যরেখা
- খ. আন্তর্জাতিক তারিখ রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. কর্কটক্রান্তি রেখা
91. ২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে ----
- ক. ৪০ জন
- খ. ৪৬ জন
- গ. ৪৯ জন
- ঘ. ৫১ জন
92. এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন ----
- ক. অধ্যাপক কবীর চৌধুরী
- খ. হুমায়ূন আহমেদ
- গ. সৈয়দা রিজওয়ানা হাসান
- ঘ. অধ্যাপক মোজাফ্ফর আহমদ
93. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ---
- ক. রিও ডি জেনিরোতে
- খ. টোকিওতে
- গ. মেক্সিকো সিটিতে
- ঘ. জাকার্তায়
- ক. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- খ. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
- গ. সমুদ্র তলদেশের ভূমিকম্প
- ঘ. ঘূর্ণিঝড়
95. নারিকা-১ কি?
- ক. খরা সহিষ্ণু গম
- খ. খরা সহিষ্ণু ধান
- গ. উন্নত জাতের কলা
- ঘ. উন্নত জাতের পেয়ারা
97. 'ডটার অব পাকিস্তান ' বলা হয় কাকে ?
- ক. বেনজীর ভূট্টো
- খ. শিরিন এবাদি
- গ. মালালা ইউসুফজাঈ
- ঘ. নূরজাহান