৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়

51. নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?

  • ক. তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
  • খ. তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
  • গ. তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
  • ঘ. তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে

52. কোনটি শুদ্ধ বাক্য ?

  • ক. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  • খ. তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
  • গ. মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
  • ঘ. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

53. পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?

  • ক. সমানাধিকরণ
  • খ. প্রত্যয়ান্ত
  • গ. ব্যাধিকরণ
  • ঘ. ব্যতিহার

54. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

  • ক. আবেদনপত্র
  • খ. চুক্তিপত্র
  • গ. মানপত্র
  • ঘ. স্মারকলিপি

55. কোনটি দেশী শব্দ ?

  • ক. গিন্নি
  • খ. কৃপণ
  • গ. টোপর
  • ঘ. মাথা

56. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

57. He tried all plans .(Negative)

  • ক. He tried no plan untried .
  • খ. He tried no plan .
  • গ. He untried all plans .
  • ঘ. He did not try all plans .

58. Priyom is only six .(Negative)

  • ক. Priyom is not six .
  • খ. Priyom is not more than six .
  • গ. Priyom is no more six .
  • ঘ. Priyom is no less six .

59. The baby is always full of smiling .

  • ক. শিশুটির মুখে হাসি লেগেই আছে ।
  • খ. শিশুটি সবসময় হাসছে ।
  • গ. শিশুটি সবসময় হাসে ।
  • ঘ. শিশুটির মুখ হাসিতে ভরা ।

60. The tree is in flowers .

  • ক. গাছটি ফুলে ফুলে ভরা ।
  • খ. গাছটিতে ফুল ধরেছে ।
  • গ. গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে ।
  • ঘ. গাছে ফুলের সমারোহ ।

61. Patience is bitter but its fruits is sweet .

  • ক. ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি ।
  • খ. মিষ্টি ফল টক হয় না ।
  • গ. ধৈর্য্য ধর , মিষ্টি ফল পাবে ।
  • ঘ. সবুরে মেওয়া ফলে ।

62. I cannot stand rich dishes .

  • ক. আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না ।
  • খ. গুরুপাক খাবার আমার সহ‍্য হয় না ।
  • গ. দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না ।
  • ঘ. গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই ।

63. I wonder where he may be now .

  • ক. সে এখন কোথায় আছে তাই ভাবছি ।
  • খ. আমি অবাক সে কোথায় আছে ।
  • গ. আমি জানি সে কোথায় আছে ।
  • ঘ. আমি জানি সে এখন কোথায় আছে ।

64. He asked me to do it .

  • ক. তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন ।
  • খ. তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন ।
  • গ. তিনি আমাকে এটা করতে বলেছিলেন ।
  • ঘ. তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন ।

65. আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম ।

  • ক. I wrote the letter by him .
  • খ. I had written the letter by him .
  • গ. I had the letter written by him .
  • ঘ. I got the letter being written by him .

66. আমি একটা পাখি দেখেছি ।

  • ক. I am seeing a bird .
  • খ. I see a bird .
  • গ. I seeing a bird .
  • ঘ. I have been seeing a bird .

67. দৃশ্যটি অতি মনোরম ।

  • ক. How nice the scenery is !
  • খ. What a charming scenery it is !
  • গ. The scenery is very charming .
  • ঘ. This is a great scenery .

68. এক টাকার ভাংতি দাও ।

  • ক. Give me one take change .
  • খ. Give me a change for take .
  • গ. Give me a taka change .
  • ঘ. Give me change for a taka .

69. ডাক্তার রোগীটির নাড়ী দেখলেন ।

  • ক. The doctor saw the pulse of the patient .
  • খ. The doctor felt the pulse of the patient .
  • গ. The doctor feels the pulse of the patient .
  • ঘ. The doctor has seen the pulse of the patient .

70. এই ঘরটি ভাড়া দেয়া হবে ।

  • ক. This house is to let .
  • খ. The house is for sale .
  • গ. This house will be sold .
  • ঘ. Rent the house .

71. ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

  • ক. ইতালি
  • খ. স্পেন
  • গ. তুরস্ক
  • ঘ. গ্রিস

72. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?

  • ক. খনিজ তৈল
  • খ. খরস্রোতা নদী
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. উপরের সবগুলো

73. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?

  • ক. হাতিয়া
  • খ. সন্দ্বীপ
  • গ. ভোলা
  • ঘ. সেন্টমার্টিন

74. বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৬ সালে

75. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?

  • ক. সিপিইউ (CPU)
  • খ. মনিটর
  • গ. কীবোর্ড
  • ঘ. মাউস


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics