প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ খুলনা বিভাগ
- ক. রক্তের পরিমাণ কমে যাওয়া
- খ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
- গ. হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
- ঘ. অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
2. বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
- ক. নাইট্রোজেন
- খ. অক্সিজেন
- গ. ওজোন
- ঘ. হিলিয়াম
4. কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কী হয়?
- ক. বায়ুপ্রবাহ কমে যায়
- খ. বায়ুপ্রবাহ বেড়ে যায়
- গ. বায়ুপ্রবাহ থেমে যায়
- ঘ. বায়ুপ্রবাহ অপরিবর্তিত থাকে
- ক. ৩৩° সেলসিয়াস
- খ. ৩৫° সেলসিয়াস
- গ. ৩৯° সেলসিয়াস
- ঘ. ৪৩° সেলসিয়াস
6. উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-
- ক. প্রস্বেদন
- খ. বাষ্পীভবন
- গ. শ্বসন
- ঘ. ব্যাপন
7. কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় ?
- ক. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
- খ. চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
- গ. নমনীয়তা বেশি
- ঘ. ঘনত্ব কম
8. ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে কে চ্যাম্পিয়ন হয়?
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. ইতালি
- ঘ. আর্জেন্টিনা
9. রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
- ক. ৩০ বছর
- খ. ৩৫ বছর
- গ. ৩৮ বছর
- ঘ. ৪০ বছর
- ক. He copied the answer word by word.
- খ. He copied the answer word for word.
- গ. He copied the answer word with word.
- ঘ. He copied the answer word in word.
16. He is proud ... his position.' বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- ক. of
- খ. for
- গ. at
- ঘ. in
18. 'গাড়ি স্টেশন ছাড়ল' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে শূন্য
- খ. কর্মকারকে শূন্য
- গ. করণ কারকে শূন্য
- ঘ. অপাদান কারকে শূন্য
19. "আজ রবিবার' নাটকটি কে রচনা করেন।
- ক. মোজাম্মেল হক
- খ. হুমায়ূন আহমেদ
- গ. মাসুম রেজা
- ঘ. সেলিনা হোসেন
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোজাম্মেল হক
- ঘ. মোহিতলাল মজুমদার
22. বাংলাদেশে ২০০৫-০৬ মৌসুমের ক্রিকেটে বর্ষসেরা অলরাউন্ডারের পুরস্কার কে পেয়েছেন?
- ক. মাশরাফি বিন মর্তুজা
- খ. মোহাম্মদ রফিক
- গ. মোহাম্মদ আশরাফুল
- ঘ. অলক কাপালি
23. 'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?
- ক. সিলেট
- খ. ময়মনসিংহ
- গ. চট্টগ্রাম
- ঘ. কক্সবাজার
- ক. আওরঙ্গাবাদ দুর্গ
- খ. আজম দূর্গ
- গ. শায়েস্তা খান দুর্গ
- ঘ. পরীবিবির দুর্গ
25. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
- ক. ২৪ জন
- খ. ২৬ জন
- গ. ২৮ জন
- ঘ. ৩০ জন