প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা বিভাগ

26. বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?

  • ক. ১৯৮০ সালে
  • খ. ১৯৮২ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৪ সালে

27. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার বিস্তার কত?

  • ক. ১৫০ নটিক্যাল মাইল
  • খ. ২০০ নটিক্যাল মাইল
  • গ. ২২৫ নটিক্যাল মাইল
  • ঘ. ২৫০ নটিক্যাল মাইল

28. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?

  • ক. ২ মার্চ
  • খ. ২৩ মার্চ
  • গ. ১৬ ডিসেম্বর
  • ঘ. ২৬ মার্চ

29. কে আইন প্রণয়ন করেন?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. বিচার বিভাগ
  • গ. আইনসভা
  • ঘ. শাসন বিভাগ

30. গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়?

  • ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণের ঘাটতি
  • খ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
  • গ. তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
  • ঘ. উপগ্রগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলোকন

31. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?

  • ক. কৈলাস
  • খ. বরাইল
  • গ. কাঞ্চনজঙ্গা
  • ঘ. গডউইন অস্টিন

32. বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হপ্য -

  • ক. ১৯৭৭ সালে
  • খ. ১৯৭৮ সালে
  • গ. ১৯৮০ সালে
  • ঘ. ১৯৭৯ সালে

33. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা -

  • ক. ৩১টি
  • খ. ৩২টি
  • গ. ৩৩টি
  • ঘ. ৩৪টি

34. বহুরূপী মৌল কোনটি?

  • ক. ক্যালসিয়াম
  • খ. সোডিয়াম
  • গ. কার্বন
  • ঘ. অ্যালুমিনিয়াম

35. কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?

  • ক. মুহাম্মদ আলী জিন্নাহ
  • খ. এ কে ফজলুল হক
  • গ. খাজা নাজিমউদ্দীন
  • ঘ. শহীদ সোহরাওয়ার্দী

37. কোনটি শুদ্ধ বানান?

  • ক. Commission
  • খ. Comision
  • গ. Comission
  • ঘ. Commision

38. People' শব্দটির adjective form হচ্ছে-

  • ক. Popularity
  • খ. Popular
  • গ. Popularise
  • ঘ. Populous

39. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. Sakib asked that how did he do.
  • খ. My son is ill all this week.
  • গ. The United States are a powerful country
  • ঘ. The game drew numerous spectators.


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics