প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা বিভাগ

1. কোনটি শুদ্ধ বানান?

  • ক. নিশিথ
  • খ. নিশীথ
  • গ. নীশিথ
  • ঘ. নিশীথ

2. নিচের কোন শব্দটি তৎসম শব্দ ?

  • ক. জীবন
  • খ. গোয়ালা
  • গ. পেট
  • ঘ. ডিঙ্গি

3. 'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?

  • ক. কামিনী রায়
  • খ. আলী মনসুর
  • গ. জসীমউদ্দীন
  • ঘ. আনিস চৌধুরী

4. “গাহি তাহাদের গান-

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. কায়কোবাদ
  • গ. জসীম উদ্দীন
  • ঘ. ফররুখ আহম

6. 'অপয়া' শব্দটি কোন সমাস ?

  • ক. কর্মধারয় সমাস
  • খ. বহুব্রীহি সমাস
  • গ. তৎপুরুষ সমাস
  • ঘ. অব্যয়ীভাব সমাস

7. ‘ যাহা দিতে চাই তাই দেবতারে’ বাক্যে নিন্মরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. অধিকরণে সপ্তমী
  • খ. কর্মে সপ্তমী
  • গ. অপাদানে সপ্তমী
  • ঘ. সম্প্রদানে সপ্তমী

8. ‘পথের দাবি’ উপন্যাসটির রচয়িতা কে ?

  • ক. মানিক বন্ধ্যোপাধ্যায়
  • খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. সত্যেন সেন

9. বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে?

  • ক. ১৯৭৩ সালে
  • খ. ১৯৭৪ সালে
  • গ. ১৯৭৭ সালে
  • ঘ. ১৯৭৮ সালে

10. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ে যাই না -

  • ক. মহাকর্ষ বলের জন্য
  • খ. মাধ্যাকর্ষণ বলের জন্য
  • গ. আমরা স্থির থাকার জন্য
  • ঘ. পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

11. লোহার গ্যালভানাইজিং বলতে কী বোঝায়?

  • ক. লোহার উপর সীসার প্রলেপ দেওয়া
  • খ. লোহার ওপর কপারের প্রলেপ দেয়া
  • গ. ® লোহাকে ইস্পাতে পরিণত করে তার ওপর কালো রঙের প্রলেপ দেয়া
  • ঘ. লোহার ওপর দস্তার প্রলেপ দেয়া

16. ABCD সামন্তরিকের হলে কত ?

  • ক. ° 
  • খ. ° 
  • গ. ° 
  • ঘ. ° 

17. কোনটি শুদ্ধ বানান ?

  • ক. Comentry
  • খ. Commentry
  • গ. Commentery
  • ঘ. Commentary

18. ‘Let us write a letter’ বাক্যটির passive form হচ্ছে -

  • ক. Let a letter to write by us
  • খ. Let a letter be wrote by us
  • গ. Let a letter is written by us
  • ঘ. Let a letter be written by us

19. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  • ক. It has been raining two days
  • খ. He is senior than you
  • গ. Do you know who am I ?
  • ঘ. Airport is busy place.

25. হলে = কত ?

  • ক. 0
  • খ. 6
  • গ. 63
  • ঘ. 9


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics