মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

51. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. নিশীথিনী
  • খ. নীশিথিনী
  • গ. নিশীথীনি
  • ঘ. নিশিথিনি

52. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. আরবি
  • খ. তুর্কী
  • গ. পর্তুগিজ
  • ঘ. ফারসি

53. 'গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী?

  • ক. গুরুচণ্ডালি
  • খ. যবনিকা
  • গ. ভূমিকা
  • ঘ. অনুশীলন

54. 'দেয়াল' রচনাটি কার?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. সেলিনা হোসেন
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. হুমায়ুন আহমেদ

55. মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?

  • ক. পত্রকাব্য
  • খ. মহাকাব্য
  • গ. গীতিকাব্য
  • ঘ. সনেট

56. সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

  • ক. ব্যঞ্জন ধ্বনি
  • খ. স্বরধ্বনি
  • গ. বিসর্গ সন্ধি
  • ঘ. নিপাতনে সিদ্ধ

57. সমাস ভাষাকে কি করে?

  • ক. অর্থপূর্ণ করে
  • খ. সংক্ষেপ করে
  • গ. বিস্তৃত করে
  • ঘ. অর্থের রূপান্তর ঘটায়

58. জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  • ক. কল্লোল
  • খ. তত্ত্ববোধিনী পত্রিকা
  • গ. ধূমকেতু
  • ঘ. কালি ও কলম

60. কোনটি কাব্যগ্রন্থ?

  • ক. শেষ প্ৰশ্ন
  • খ. শেষ লেখা
  • গ. শেষের কবিতা
  • ঘ. শেষের পরিচয়

61. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. চিলেকোঠার সেপাই
  • খ. আগুনের পরশমণি
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়

62. 'নদী ও নারী' কার রচনা?

  • ক. কাজী আব্দুল ওদুদ
  • খ. আবুল ফজল
  • গ. শামসুদ্দিন আবুল কালাম
  • ঘ. হুমায়ুন কবির

63. ‘লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-

  • ক. হিন্দি ভাষা থেকে
  • খ. ফারসি ভাষা থেকে
  • গ. আরবি ভাষা থেকে
  • ঘ. উর্দু ভাষা থেকে

64. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

  • ক. বাংলার প্রকৃতির কথা
  • খ. বাংলার মানুষের কথা
  • গ. বাংলার ইতিহাসের কথা
  • ঘ. বাংলার সংস্কৃতির কথা

65. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

  • ক. জগৎ মোহিনী
  • খ. বসন্ত কুমারী
  • গ. আয়না
  • ঘ. মোহনী প্রেমপাস

66. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জাতিসংঘে ভাষণ দেন-- 

  • ক. ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
  • খ. ২৪ সেপ্টেম্বর ১৯৭৪
  • গ. ২৬ সেপ্টেম্বর ১৯৭৪
  • ঘ. ২৩ সেপ্টেম্বর ১৯৭৪

67. সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?

  • ক. লালমনিরহাট
  • খ. দিনাজপুর
  • গ. পঞ্চগড়
  • ঘ. চাঁপাইনবাবগঞ্জ

68. ধলেশ্বরী নদীর শাখা কোনটি?

  • ক. শীতলক্ষ্যা
  • খ. বুড়িগঙ্গা
  • গ. বংশী
  • ঘ. ধরলা

69. বৈরাগীর ভিটা অবস্থিত-

  • ক. মহাস্থানগড়
  • খ. বগুড়া
  • গ. ময়নামতি
  • ঘ. আনন্দ বিহার

70. "ওয়াংগালা' উৎসব কাদের? 

  • ক. ঝুঁকিদের
  • খ. গারোদের
  • গ. চাকমাদের
  • ঘ. মারমাদের


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics