বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্স
52. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার?
- ক. ৪৬.৫ মিটার
- খ. ৪২.৫ মিটার
- গ. ৪৮.৫ মিটার
- ঘ. ৪৪.৫ মিটার
54. শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ কার্যকর হয় কোন তারিখ হতে?
- ক. ০১ সেপ্টেম্বর, ২০২১
- খ. ০২ সেপ্টেম্বর, ২০২১
- গ. ০৩ সেপ্টেম্বর, ২০২১
- ঘ. ০৪ সেপ্টেম্বর, ২০২১
55. "সাবাস বাংলাদেশ" ভাস্কর্যটির স্থপতি কে?
- ক. হামিদুজ্জামান
- খ. নিতুন কুন্ডু
- গ. মাইনুল হোসেন
- ঘ. রবিউল হুসাইন
56. ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব-প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে-
- ক. ৩০ অক্টোবর ২০১৬
- খ. ২৬ অক্টোবর ২০১৬
- গ. ৩০ অক্টোবর ২০১৭
- ঘ. ২৬ অক্টোবর ২০১৭
58. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন বছরকে নার্স ও মিউওয়াইফারী বছর হিসাবে ঘোষণা করেছে?
- ক. 2021
- খ. 2019
- গ. 2018
- ঘ. 2020
59. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
- ক. ২৬ মার্চ
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ১৪ ডিসেম্বর
- ঘ. ২১ ফেব্রুয়ারি
60. বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণ নয় কোনটি?
- ক. হেপাটাইটিস বি
- খ. রক্তক্ষরণ
- গ. একলাম্পশিয়া
- ঘ. অনিরাপদ গর্ভপাত
- ক. রক্তে আয়রনের অভাব
- খ. রক্তে আয়োডিনের অভাব
- গ. রক্তে ক্যালসিয়ামের অভাব
- ঘ. রক্ত কণিকা ভেঙে যায়
64. ১০৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সমান-
- ক. ৪৯ ডিগ্রি সেলসিয়াস
- খ. ৩৯ ডিগ্রি সেলসিয়াস
- গ. ৩৯-৪৪ ডিগ্রি সেলসিয়াস
- ঘ. ৪৯.৪৪ ডিগ্রি সেলসিয়াস
65. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্দেশ অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কতবার Antenatal check up করতে হয়?
- ক. 4 বার
- খ. ৫ বার
- গ. ৬ বার
- ঘ. 7 বার
66. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে?
- ক. ভিটামিন-সি
- খ. ভিটামিন-বি
- গ. ভিটামিন-ডি
- ঘ. ভিটামিন-কে
68. গর্ভাবস্থায় একজন নারী নিচের কোন ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়?
- ক. হেপাটাইটিস-B
- খ. হেপাটাইটিস-A
- গ. হেপাটাইটিস-E
- ঘ. হেপাটাইটিস-C
69. জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে নিচের কোন Screening টি সর্বাধিক প্রচলিত?
- ক. VIA
- খ. Pap's smear
- গ. ColposCopy
- ঘ. HPV DNA Test
- ক. অক্সিজেন সরবরাহ করা
- খ. হরমোন বিতরণ করা
- গ. জারক রস বিতরণ করা
- ঘ. কার্বন ডাইঅক্সাইড পরিবহন