বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্স

51. বাংলাদেশের জাতীয় গাছ কোনটি?

  • ক. কাঁঠাল গাছ
  • খ. বকুল গাছ
  • গ. আম গাছ
  • ঘ. তাল গাছ

52. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার?

  • ক. ৪৬.৫ মিটার
  • খ. ৪২.৫ মিটার
  • গ. ৪৮.৫ মিটার
  • ঘ. ৪৪.৫ মিটার

53. কুমিল্লার ময়নামতি কেন বিখ্যাত?

  • ক. সমাধি ক্ষেত্র
  • খ. বৌদ্ধ বিহার
  • গ. মন্দির
  • ঘ. মসজিদ

54. শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ কার্যকর হয় কোন তারিখ হতে?

  • ক. ০১ সেপ্টেম্বর, ২০২১
  • খ. ০২ সেপ্টেম্বর, ২০২১
  • গ. ০৩ সেপ্টেম্বর, ২০২১
  • ঘ. ০৪ সেপ্টেম্বর, ২০২১

55. "সাবাস বাংলাদেশ" ভাস্কর্যটির স্থপতি কে?

  • ক. হামিদুজ্জামান
  • খ. নিতুন কুন্ডু
  • গ. মাইনুল হোসেন
  • ঘ. রবিউল হুসাইন

56. ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব-প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে-

  • ক. ৩০ অক্টোবর ২০১৬
  • খ. ২৬ অক্টোবর ২০১৬
  • গ. ৩০ অক্টোবর ২০১৭
  • ঘ. ২৬ অক্টোবর ২০১৭

57. "বাংলাদেশ সংবিধান" এর মোট অনুচ্ছেদ-

  • ক. ১৪৩ টি
  • খ. ১৫৩ টি
  • গ. ১৬৩ টি
  • ঘ. ১৪৫ টি

59. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-

  • ক. ২৬ মার্চ
  • খ. ১৬ ডিসেম্বর
  • গ. ১৪ ডিসেম্বর
  • ঘ. ২১ ফেব্রুয়ারি

60. বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণ নয় কোনটি?

  • ক. হেপাটাইটিস বি
  • খ. রক্তক্ষরণ
  • গ. একলাম্পশিয়া
  • ঘ. অনিরাপদ গর্ভপাত

62. ম্যালেরিয়া রোগের কারণ কী?

  • ক. রক্তে আয়রনের অভাব
  • খ. রক্তে আয়োডিনের অভাব
  • গ. রক্তে ক্যালসিয়ামের অভাব
  • ঘ. রক্ত কণিকা ভেঙে যায়

64. ১০৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সমান-

  • ক. ৪৯ ডিগ্রি সেলসিয়াস
  • খ. ৩৯ ডিগ্রি সেলসিয়াস
  • গ. ৩৯-৪৪ ডিগ্রি সেলসিয়াস
  • ঘ. ৪৯.৪৪ ডিগ্রি সেলসিয়াস

66. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে?

  • ক. ভিটামিন-সি
  • খ. ভিটামিন-বি
  • গ. ভিটামিন-ডি
  • ঘ. ভিটামিন-কে

67. চোখের সামনের সাদা অংশকে কী বলে?

  • ক. পিউলি
  • খ. স্ক্লেরা
  • গ. করোয়েড
  • ঘ. কনজবেটিজ

68. গর্ভাবস্থায় একজন নারী নিচের কোন ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়?

  • ক. হেপাটাইটিস-B
  • খ. হেপাটাইটিস-A
  • গ. হেপাটাইটিস-E
  • ঘ. হেপাটাইটিস-C

70. নিপাহ ভাইরাসের বাহক-

  • ক. বিড়াল
  • খ. মাছি
  • গ. মশা
  • ঘ. বাদুড়

71. বৃক্কের একক কী?

  • ক. নিউরন
  • খ. নেফ্রন
  • গ. হেপাটোসাইট
  • ঘ. মাইওসাইট

72. কোনটি রক্তের কাজ নয়?

  • ক. অক্সিজেন সরবরাহ করা
  • খ. হরমোন বিতরণ করা
  • গ. জারক রস বিতরণ করা
  • ঘ. কার্বন ডাইঅক্সাইড পরিবহন

73. কোনটি সংক্রামক ব্যাধি নয়?

  • ক. ম্যালেরিয়া
  • খ. হাম
  • গ. যক্ষ্মা
  • ঘ. অ্যাজমা

74. রক্তদানের বয়সসীমা কত?

  • ক. ১০-৩০ বছর
  • খ. ১৮-৪৫ বছর
  • গ. ১৮-৫০ বছর
  • ঘ. ১৮-৬০ বছর

75. নাড়ীর স্পন্দন মাপা হয়-

  • ক. ধমনীতে
  • খ. শিরায়
  • গ. স্নায়ুতে
  • ঘ. লসিকাতে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics