বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্স

76. ডেঙ্গু জ্বর কোন মশা দ্বারা হয়?

  • ক. এডিস
  • খ. কিউলেক্স
  • গ. অ্যানোফিলিস
  • ঘ. সব ধরনের

77. ডেঙ্গু রোগে রক্তের কোন উপাদানটি দ্রুত কমে যায়?

  • ক. শ্বেত রক্ত কণিকা
  • খ. প্লাটিলেট রক্ত কণিকা
  • গ. লোহিত রক্ত কণিকা
  • ঘ. মনোসাইট

79. বাতাসের কোনটির উপস্থিতিতে শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হয়?

  • ক. কার্বন ডাইঅক্সাইড (CO2)
  • খ. ক্লোরিন (Cl2)
  • গ. নাইট্রিক অক্সাইড (NO)
  • ঘ. অক্সিজেন (O2)

80. ত্বকের গঠনকারী প্রোটিন কোনটি?

  • ক. কোলাজেন
  • খ. কেরোটিন
  • গ. কেসিন
  • ঘ. প্রোলামিন

81. স্বাভাবিক অবস্থায় রক্তের পিএইচ (Ph) -

  • ক. ৭.২৫-৭.৫৩
  • খ. 7.35-7.45
  • গ. ৭.১-৭-৮
  • ঘ. ৭.৪-৭.৮

82. কোনটি গ্রন্থি নয়?

  • ক. পিত্তথলি
  • খ. ডিম্বাশয়
  • গ. অগ্ন্যাশয়
  • ঘ. শুক্রাশয়

83. নিচের কোনটি মাতৃমৃত্যুর সাথে জড়িত নয়?

  • ক. আত্মীয় স্বজনদের সিদ্ধান্ত নিতে দেরী
  • খ. চিকিৎসা কেন্দ্রে যেতে দেরী
  • গ. সঠিক সিদ্ধান্ত নিতে দেরী
  • ঘ. চিকিৎসা সেবা পেতে দেরী

84. শিশু মারাত্মক নিমোনিয়ার চিহ্ন নয় কোনটি?

  • ক. বুকের নিচের অংশ ভিতরে ডেবে যাওয়া
  • খ. শিশুর শান্ত অবস্থায় স্ট্রাইডর
  • গ. পানির স্বল্পতা
  • ঘ. দ্রুত শ্বাস

85. অটোক্লেভিংয়ের জন্য ব্যবহৃত আদর্শ তাপমাত্রা এবং চাপ-

  • ক. ১২ ডিগ্রি চাপে ১১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
  • খ. ১৫ ডিগ্রি চাপে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
  • গ. ১৫ ডিগ্রি চাপে ১২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
  • ঘ. ১৬ ডিগ্রি চাপে ১২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

86. ডায়রিয়ার ক্ষেত্রে কোনটি চরম পানিশূন্যতা নয়?

  • ক. নেতিয়ে পড়ছে বা অজ্ঞান
  • খ. চোখ বসে গেছে
  • গ. অস্থির এবং খিটখিটে
  • ঘ. পান করতে পারে না

87. প্রসবকালীন কোনটি বিপদ চিহ্ন নয়?

  • ক. যোনীপথে রক্তস্রাব
  • খ. খিচুনী
  • গ. জ্বর
  • ঘ. ডায়রিয়া

89. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

  • ক. অগ্ন্যাশয়
  • খ. যকৃত
  • গ. বৃক্ক
  • ঘ. ডিম্বাশয়

90. কোনটি ডেঙ্গু জ্বরের লক্ষণ নয়?

  • ক. মাথাব্যথা
  • খ. লাল ফুসকুঁড়ি
  • গ. চোখের পিছনে ব্যথা
  • ঘ. দাঁত দিয়ে রক্তক্ষরণ

91. কোন রোগটি ভাইরাসজনিত নয়?

  • ক. রুবেলা
  • খ. এইডস
  • গ. যক্ষ্মা
  • ঘ. হাম

92. অলফ্যাকটরির কাজ-

  • ক. ঘ্রাণ গ্রহণ
  • খ. দর্শন
  • গ. চক্ষুগোলকের সঞ্চালন
  • ঘ. শ্রবণ

93. সন্দেহভাজন করোনা রোগীর ক্ষেত্রে উপসর্গ নয় কোনটি?

  • ক. জ্বর
  • খ. শুকনো কাশি
  • গ. গলা ব্যথা
  • ঘ. পেটে ব্যথা

94. নার্সিং সেবার অংশ নয় কোনটি?

  • ক. রোগীকে সম্মান করা
  • খ. রোগীর মতামতের গুরুত্ব দেওয়া
  • গ. রোগীকে আর্থিক সহযোগিতা করা
  • ঘ. রোগীর প্রয়োজনে সাড়া দেওয়া

95. ভাষার কোন্ রীতি তদ্ভব শব্দবহুল?

  • ক. সাধুরীতি
  • খ. কথ্যরীতি
  • গ. চলিতরীতি
  • ঘ. বানানরীতি

96. Which is the superlative degree of 'beautiful'?

  • ক. Beautifulest
  • খ. Beautifullest
  • গ. Beautiest
  • ঘ. most beautiful

97. বাংলাদেশ জাতীয় সংসদের ১নং (এক) আসনটি কোন জেলার?

  • ক. সুনামগঞ্জ
  • খ. পঞ্চগড়
  • গ. দিনাজপুর
  • ঘ. সিলেট

98. ফ্লোরেন্স নাইটএঙ্গেল (Florence Nightingale) এর জন্ম তারিখ-

  • ক. মে ১২, ১৮২০
  • খ. মে ১৬, ১৭২০
  • গ. মে ১২, ১৭২০
  • ঘ. মে ১৬, ১৮২০

100. কোনটি ভাইটাল সাইন নয়?

  • ক. শরীরের তাপমাত্রা
  • খ. পালস্
  • গ. রক্তচাপ
  • ঘ. কাশি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics