বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যানরানারঅফিস সহায়ক

27. 'চাচা কাহিনী'- এর লেখক কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. শওকত ওসমান
  • ঘ. ফররুখ আহমদ

28. কারক কত প্রকার?

  • ক. চার
  • খ. ছয়
  • গ. পাঁচ
  • ঘ. তিন

29. 'কাজ' এর বিপরীতার্থক শব্দ কী?

  • ক. সেকাজ
  • খ. অকাজ
  • গ. কর্ম
  • ঘ. কার্য

30. 'গোল্লায় যাওয়া' বাগধারাটির অর্থ কী?

  • ক. অসৎ কাজ করা
  • খ. নষ্ট হওয়া
  • গ. খারাপ কাজে যাওয়া
  • ঘ. দোষের কাজ

31. 'গোড়ায় গলদ' বাগধারাটির অর্থ কী?

  • ক. বেশি ভুল
  • খ. শুরুতে ভুল
  • গ. ভুল জিনিস
  • ঘ. অল্প ভুল

32. বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?

  • ক. সুফিয়া কামাল
  • খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ. কুসুম কুমারী দেবী
  • ঘ. সুলতানা কামাল

33. 'চাষার চক্ষু' রচনাটি কোন গ্রন্থ থেকে সংকরিত?

  • ক. রোকেয়া রচনাবলী
  • খ. রবীন্দ্র রচনাবলী
  • গ. পদ্মাবর্তী
  • ঘ. সুলতানার গল্প

34. 'পদ্মরাগ' কোন ধরনের রচনা?

  • ক. গল্প
  • খ. প্রবন্ধ
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. উপন্যাস

35. 'চুল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. কেশ
  • খ. চিকুর
  • গ. কুন্তল
  • ঘ. লালিত

36. ছন্দের জাদুকর কে?

  • ক. জসীমউদ্দীন
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

37. ড. মুহাম্মদ শহিদুল্লাহ ছিলেন প্রধানত-

  • ক. সাহিত্যিক
  • খ. ইসলাম প্রচারক
  • গ. ভাষাতত্ত্ববিদ
  • ঘ. সমাজ সংস্কারক

43. ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

  • ক. ১০ কিলোগ্রাম
  • খ. ১০০ কিলোগ্রাম
  • গ. 1000 কিলোগ্রাম
  • ঘ. ১০,০০০ কিলোগ্রাম

44. কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ?

  • ক. রম্বস
  • খ. ট্রাপিজিয়াম
  • গ. বর্গক্ষেত্র
  • ঘ. সামন্তরিক

48. ২৫৩ ডিগ্রি কোণকে কী বলে?

  • ক. সূক্ষ্মকোণ
  • খ. স্থূলকোণ
  • গ. পূরক কোণ
  • ঘ. প্রবৃদ্ধ কোণ

49. ১ হেক্টোমিটার কত মিটার?

  • ক. ৫ মি.
  • খ. 10 মি.
  • গ. ১৫০ মি.
  • ঘ. ১০০ মি.


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics