প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর
51. পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসি গোষ্ঠী কোনটি?
- ক. চাকমা
- খ. মারমা
- গ. তঞ্চঙ্গা
- ঘ. সাঁওতাল
53. নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. হাছন রাজা
- ঘ. লালন ফকির
54. কোন অঞ্চলে High Diversity Index থাকে?
- ক. পাহাড়ি ভূমি
- খ. সমতল ভূমি
- গ. জলাভূমি
- ঘ. কৃষিভূমি
- ক. ব্যক্তির জ্ঞান
- খ. ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান
- গ. প্রাকৃতিক জ্ঞান
- ঘ. কোনোটাই নয়
58. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?
- ক. ৫ জুন ২০১৫
- খ. ৬ জুন ২০১৫
- গ. ৭ জুন ২০১৫
- ঘ. ৮ জুন ২০১৫
59. ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
- ক. এশিয়া ও আফ্রিকা
- খ. ইউরোপ ও আফ্রিকা
- গ. এশিয়া ও ইউরোপ
- ঘ. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
62. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
- ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
- খ. উন্নয়নের গতিধারা
- গ. মাইক্রোক্রেডিট
- ঘ. বৈদেশিক সাহায্য
63. সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে?
- ক. ২০০৫
- খ. ২০০৭
- গ. 2008
- ঘ. 2006
64. Super-lunar region কি দিয়ে তৈরি?
- ক. মাটি, পানি
- খ. মাটি, পানি, আগুন
- গ. বাতাস, আগুন
- ঘ. ইথার
65. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
- ক. ৯৮.১ ডিগ্রি ফারেনহাইট
- খ. ৯৮.২ ডিগ্রি ফারেনহাইট
- গ. ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
- ঘ. ৯৭.৪ ডিগ্রি ফারেনহাইট
68. পেনিসিলিন কি?
- ক. এক ধরনের অ্যান্টিবায়োটিক
- খ. এক ধরনের জীবাণুনাশক
- গ. এক ধরনের ভাইরাস
- ঘ. এক ধরনের রঞ্জক পদার্থ
69. খাবার লবণের রাসায়নিক নাম কি?
- ক. সোডিয়াম আয়োডাইড
- খ. পটাসিয়াম ক্লোরাইড
- গ. পটাসিয়াম আয়োডাইড
- ঘ. সোডিয়াম ক্লোরাইড
70. তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি?
- ক. প্রোটনের প্রবাহ
- খ. নিউট্রনের প্রবাহ
- গ. লোহা ও ক্রোমিয়াম প্রবাহ
- ঘ. ইলেক্ট্রনের প্রবাহ
- ক. তামা ও জিংক
- খ. তামা ও লোহা
- গ. লোহা ও ক্রোমিয়াম
- ঘ. জিংক ও লোহা
72. একটি ছাতা ৩৬ টাকায় বিক্রয় করাতে যত ক্ষতি হয় ৭২ টাকা বিক্রয় করলে লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
- ক. ৪২ টাকা
- খ. ৫৪ টাকা
- গ. ৩৬ টাকা
- ঘ. ৪৮ টাকা
- ক. ১১৫৬ বর্গমিটার
- খ. ১১৬৫ বর্গমিটার
- গ. ১০৬৫ বর্গমিটার
- ঘ. ৭৩৬ বর্গমিটার
75. কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
- ক. ৫ জনকে
- খ. ২৫ জনকে
- গ. ১৫ জনকে
- ঘ. ১০ জনকে