বিশ্ব পরিচিতি
কোন তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয়?
- প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলী
- সক্রেটিস, প্লেটো, অ্যাস্টিন
- হবস, লক, রুশো
- সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
সঠিক উত্তরঃ সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
- অন্ধকার সাগর
- মৃত্যু সাগর
- সাইনাস আরাবিকাস
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ সাইনাস আরাবিকাস
খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
- আগ্রা, ভারত
- কাটমন্ডু, নেপাল
- মহাস্থানগড়, বাংলাদেশ
- ইস্তানবুল, তুরস্ক
সঠিক উত্তরঃ মহাস্থানগড়, বাংলাদেশ
- পর্তুগাল
- পোল্যান্ড
- পাপুয়া নিউগিনি
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ পোল্যান্ড
২০১৫ সালে কোন বাংলাদেশি সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন ?
- সেলিনা হোসেন
- তাহমিমা আনাম
- ড.মুহাম্মদ ইউনুস
- স্যার ফজলে হাসান আবেদ
সঠিক উত্তরঃ সেলিনা হোসেন
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
- উত্তর আমেরিকা
- দক্ষিণ আমেরিকা
- ইউরোপ
- আফ্রিকা
সঠিক উত্তরঃ দক্ষিণ আমেরিকা
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
- ১৯৮০ সাল
- ১৯৭০ সাল
- ১৯৫০ সাল
- ১৯৬০ সাল
সঠিক উত্তরঃ ১৯৬০ সাল
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধংস হয়?
- বস্ত্র শিল্প
- কুটির শিল্প
- কাগজ শিল্প
- পাট শিল্প
সঠিক উত্তরঃ কুটির শিল্প
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ফ্রান্স
- জার্মানি
- ইংল্যান্ড
সঠিক উত্তরঃ ইংল্যান্ড
বর্তমানে যুক্তরাজ্যে কোন দল সরকার গঠন করেছে?
- লেবার পার্টি
- কনজারভেটিভ পার্টি
- লিবারেল পার্টি
- ডেমোক্রাটিক পার্টি
সঠিক উত্তরঃ কনজারভেটিভ পার্টি
কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন?
- মার্গারেট থ্যাচার
- চন্দ্রিকা বন্দরনায়েক
- টনি ব্লেয়ার
- বেনজির ভুট্টো
সঠিক উত্তরঃ মার্গারেট থ্যাচার
যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি--
- চ্যান্সেলর অব এক্সচেকার
- লর্ড প্রিভি সিল
- সেক্রেটারি অব ট্রেজারি
- চিফ অব ফিন্যান্স
সঠিক উত্তরঃ চ্যান্সেলর অব এক্সচেকার
Chancellor of Ex-chequer বলা হয়--
- USA এর অর্থমন্ত্রীকে
- ব্রিটেনের অর্থমন্ত্রীকে
- রাশিয়ার অর্থমন্ত্রীকে
- ভারতের অর্থমন্ত্রীকে
সঠিক উত্তরঃ ব্রিটেনের অর্থমন্ত্রীকে
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
- রবার্ট ওয়ালপোল
- চার্চিল
- জন এডামস
- জন ওয়ালপোল
সঠিক উত্তরঃ রবার্ট ওয়ালপোল
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন কোনটি?
- হোয়াইট হাউস
- হোয়াইট হল
- ১০ নং ডাউনিং স্ট্রীট
- বাকিংহাম প্যালেস
সঠিক উত্তরঃ ১০ নং ডাউনিং স্ট্রীট
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন
- রানীর গ্রীষ্মকালীন নিবাস
- অর্থমন্ত্রীর অফিস ভবন
- কমনওয়েলথ মন্ত্রীদের সভা ভবন
সঠিক উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন
ওয়েস্ট মিনিস্টার কি জন্য বিখ্যাত?
- ব্রিটেনের ব্যবসা কেন্দ্র
- ব্রিটেনের পার্লামেন্ট ভবন
- আমেরিকার হোয়াইট হাউস
- নাসা ভবন
সঠিক উত্তরঃ ব্রিটেনের পার্লামেন্ট ভবন
প্রিন্সেস ডায়ানা কোন সুরঙ্গপথে দুর্ঘটনায় নিহিত হন?
- ইউরো টানেল
- আর্ল বার্গ
- রস্কো
- আলমা ডি টানেল
সঠিক উত্তরঃ আলমা ডি টানেল
ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান--
- পঞ্চম এডওয়ার্ড
- ষষ্ঠ এডওয়ার্ড
- সপ্তম এডওয়ার্ড
- অষ্টম এডওয়ার্ড
সঠিক উত্তরঃ অষ্টম এডওয়ার্ড
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়----
- ওয়েস্ট মিনিস্টার এ্যাবে
- হোয়াইট হল
- মার্বেল চার্চ
- বুশ হাউস
সঠিক উত্তরঃ হোয়াইট হল
- ব্রিটিশ প্রধানমন্ত্রী
- কানাডার প্রধানমন্ত্রী
- মার্কিন প্রেসিডেন্ট
- ব্রিটেনের রানী
সঠিক উত্তরঃ ব্রিটেনের রানী
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম---
- ভিক্টোরিয়া প্যালেস
- বাকিংহাম প্যালেস
- এলিজাবেথ প্যালেস
- এডওয়ার্ড প্যালেস
সঠিক উত্তরঃ বাকিংহাম প্যালেস
- বিখ্যাত কার্টুন সিরিয়াল
- বিখ্যাত দ্বীপ
- বিখ্যাত পার্ক
- বিখ্যাত সমুদ্র সৈকত
সঠিক উত্তরঃ বিখ্যাত পার্ক
লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?
- নিউইয়র্কে
- ওয়াশিংটন ডিসিতে
- ভার্জিনিয়াতে
- শিকাগোতে
সঠিক উত্তরঃ ওয়াশিংটন ডিসিতে
পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?
- British Musuem Library
- Lanin State Library
- National Library of Japan
- United State Library of Congress
সঠিক উত্তরঃ United State Library of Congress
- বিল গেটসের বাড়ির নাম
- পরিবেশবাদী সংস্থা
- একটি গ্রিন হাউসের নাম
- পরিবেশ মুক্ত রাখার কর্মসূচী
সঠিক উত্তরঃ বিল গেটসের বাড়ির নাম
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে Big One বলতে বোঝায়-
- চূড়ান্ত ভূমিকম্প
- স্টক বাজার পতন
- বাৎসরিক মটর চালনা উৎসব
- আণবিক যুদ্ধ
সঠিক উত্তরঃ চূড়ান্ত ভূমিকম্প
- একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
- এক প্রকার রোগ জীবাণু
- একটি ঔষধের নাম
- পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
সঠিক উত্তরঃ পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের--
- নৌ একাডেমি
- সামরিক একাডেমি
- বিমান বাহিনী একাডেমি
- মেরিন একাডেমি
সঠিক উত্তরঃ সামরিক একাডেমি
Wall Street in New York is famous for what?/নিউইর্কের ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
- World's largest financial center
- World's largest tourist center
- World's largest trade center
- World's largest stock market
সঠিক উত্তরঃ World's largest stock market
Where is Wall Street located?/ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
- লন্ডন(London)
- নিউইয়র্ক(New York)
- সিডনি(Sydney)
- ওয়াশিংটন ডি.সি (Washington D.C)
সঠিক উত্তরঃ নিউইয়র্ক(New York)
Where is the 'Pentagon' situated?/পেন্টাগন কোথায় অবস্থিত?
- New Work
- Arlington
- Washington DC
- New Jersey
সঠিক উত্তরঃ Arlington
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত--
- কেপ টাউনে
- কলম্বিয়ায়
- পেন্টাগনে
- নিউইয়র্কে
সঠিক উত্তরঃ পেন্টাগনে
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার?
- ন্যান্সি পেলোসি
- হিলারি ক্লিনটন
- কিথ এলিসন
- আরনল্ড শোয়ার্জনেগার
সঠিক উত্তরঃ ন্যান্সি পেলোসি
I have a dream শীর্ষক বিখ্যাত ভাষনটি প্রদান করেন--
- মার্টিন লুথার কিং
- নেলসন ম্যান্ডেলা
- মহাত্মা গান্ধী
- মোহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তরঃ মার্টিন লুথার কিং
কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
- ১৯৫৮ সালে
- ১৯৬৮ সালে
- ১৯৪৮ সালে
- ১৯৭৮ সালে
সঠিক উত্তরঃ ১৯৬৮ সালে
কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন--
- নেলসন ম্যান্ডেলা
- মার্টিন লুথার কিং
- এলিজা মোহাম্মদ
- ম্যালকম এক্স
সঠিক উত্তরঃ মার্টিন লুথার কিং
যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?
- হেনরি
- মার্টিন লুথার কিং
- দেসমন্ড টুটু
- কেনেথ কাউন্ডা
সঠিক উত্তরঃ মার্টিন লুথার কিং
সেক্রেটারী অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়া
- ফ্রান্স
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয়?
- Foreign Minister
- Secretary of the State
- Foreign Secretary
- International Minister
সঠিক উত্তরঃ Secretary of the State
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
- আল গোর
- কমলা হ্যারিস
- জর্জ বুশ
- ডিক চেনী
সঠিক উত্তরঃ কমলা হ্যারিস
মুসলিম বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দেন?
- আল আযহার
- কিং ফয়সাল
- কিং সৌদি
- কিং আবদুল্লাহ
সঠিক উত্তরঃ আল আযহার
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?
- ডেমোক্রেটিক পার্টি
- রিপাবলিকান পার্টি
- লেবার পার্টি
- কনজারভেটিভ পার্টি
সঠিক উত্তরঃ ডেমোক্রেটিক পার্টি
বারাক ওবামার পারিবারিক শিকড় আফ্রিকার কোন দেশে খুঁজে পাওয়া যায়?
- জাম্বিয়া
- জায়ার
- তাঞ্জানিয়া
- কেনিয়া
সঠিক উত্তরঃ কেনিয়া
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ন ভূখণ্ডটির নাম কি?
- গুয়ান্তানামো বে
- হ্যান্স আইল্যান্ড
- মাইয়োট
- গ্রানাডা
সঠিক উত্তরঃ গুয়ান্তানামো বে
যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে ব্যবহার করে--
- জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য
- সামরিক কয়েদখানা হিসাবে
- জাতীয় পার্ক হিসাবে
- পর্যটন স্থান হিসাবে
সঠিক উত্তরঃ সামরিক কয়েদখানা হিসাবে
গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
- যুক্তরাষ্ট্র(USA)
- ব্রিটেন(UK)
- ইরাক(Iraq)
- কিউবা(Cuba)
সঠিক উত্তরঃ কিউবা(Cuba)
মুসলিম কয়েদিরা ইরাকে যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম--
- Abu Obida
- Abu Gharib
- Abu chalib
- Al Qaeda
সঠিক উত্তরঃ Abu Gharib
৯/১১ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিভাগটি প্রতিষ্ঠা করে?
- ডিপার্টমেন্ট অব স্টেট
- ডিপার্টমেন্ট অব কমার্স
- ডিপার্টমেন্ট অব ডিফেন্স
- ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি
সঠিক উত্তরঃ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি
পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?
- অষ্টম
- নবম
- দ্বাদশ
- চতুর্দশ
সঠিক উত্তরঃ অষ্টম
- Tallest Building in New York
- Name of the Building built in the place of Twin Tower
- Name of a ship built with Salvaged Steel of the destroyed world trade center of USA
- US Defense in south Korea
সঠিক উত্তরঃ Name of a ship built with Salvaged Steel of the destroyed world trade center of USA
নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত?
- ডেড সিটি
- ফেয়ার ফিল্ড
- গ্রাউন্ড জিরো
- ডেড ভ্যালি
সঠিক উত্তরঃ গ্রাউন্ড জিরো
How tall was the American world trade center?/বিশ্ববাণিজ্য কেন্দ্র কত উচু ছিল?
- 100 stories
- 101 stories
- 110 stories
- 120 stories
সঠিক উত্তরঃ 110 stories
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটন কোন তারিখে বাংলাদেশ সফরে আসেন---
- ১লা মার্চ ২০০০
- ২০ মার্চ ২০০০
- ১লা জানুয়ারি ২০০১
- ১৭ এপ্রিল ২০০১
সঠিক উত্তরঃ ২০ মার্চ ২০০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
- রোনাল্ড রিগান
- জর্জ বুশ(জুনিয়র)
- জিমি কার্টার
- বিল ক্লিনটন
সঠিক উত্তরঃ বিল ক্লিনটন
Which of the following US presidents visited Dhaka?/কোন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন?
- জিমি কার্টার(Jimmy Carter)
- বিল ক্লিনটন(Bill Clinton)
- ঞ্জর্জ বুশ(GW Bush)
- রিচার্ড নিক্সন(Richard Nixon)
সঠিক উত্তরঃ বিল ক্লিনটন(Bill Clinton)
গ্রানাডাতে যুক্তরাষ্ট্র কত সালে সামরিক আগ্রাসন চালিয়েছিল?
- ১৯৭৯ সালে
- ১৯৮৩ সালে
- ১৯৮৫ সালে
- ১৯৮৭ সালে
সঠিক উত্তরঃ ১৯৮৩ সালে
যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে----
- ব্রিটেন
- ফ্রান্স
- যুক্তরাষ্ট্র
- সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্র যুদ্ধ প্রোগ্রাম শুরু হয়?
- রিচার্ড নিক্সন
- জিমি কার্টার
- রোনাল্ড রিগান
- জর্জ বুশ
সঠিক উত্তরঃ রোনাল্ড রিগান
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন?
- জেরাল্ড ফোর্ড
- রোনাল্ড রিগান
- জর্জ বুশ
- জন এফ কেনেডী
সঠিক উত্তরঃ রোনাল্ড রিগান
কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত?
- জিমি কার্টার
- জন এফ কেনেডী
- রোনাল্ড রিগান
- রিচার্ড নিক্সন
সঠিক উত্তরঃ রিচার্ড নিক্সন
- রিচার্ড নিক্সন
- জন এফ কেনেডী
- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- রোনাল্ড রিগান
সঠিক উত্তরঃ জন এফ কেনেডী
কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
- রিচার্ড এম নিক্সন
- জন এফ কেনেডী
- লিন্ডন বেইনস জনসন
- হ্যারি এস ট্রুম্যান
সঠিক উত্তরঃ জন এফ কেনেডী
আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
- ডেভিড আইসেন হাওয়ার
- লিন্ডন বেনিন জনসন
- জন এফ কেনেডি
- হ্যারি এস ট্রুম্যান
সঠিক উত্তরঃ জন এফ কেনেডি
পশ্চিম ইউরোপে ট্রুমান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
- ১৯৪৭ সালে
- ১৯৪৯ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫৩ সালে
সঠিক উত্তরঃ ১৯৪৭ সালে
আমেরিকার কোন প্রেসিডেন্ট তিন মেয়াদ ক্ষমতায় ছিলেন?
- ট্রুমান
- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- জেমস মেডিসন
- থিওডর রুজভেল্ট
সঠিক উত্তরঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
মহামন্দা মোকাবিলার জন্যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন--
- হুভার
- উইলসন
- নিক্সন
- ফ্রাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল?
- ১৯০৫
- ১৯২০
- ১৯২১
- ১৯৩০
সঠিক উত্তরঃ ১৯৩০
ইসরাইল প্যালেস্টাইন 'রোডম্যাপ' কর্মসূচীর উদ্দেশ্য কি?
- সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্টা করা
- দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা করা
- দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বিণিজ্য স্থাপন
- দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করণ
সঠিক উত্তরঃ সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্টা করা
কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?
- ১৯১৮ থেকে ১৯৩৩
- ১৯২৮ থেকে ১৯৩৩
- ১৯২৮ থেকে ১৯৪০
- ১৮২৮ থেকে ১৮৩৩
সঠিক উত্তরঃ ১৯২৮ থেকে ১৯৪০
আব্রাহাম লিংকন মৃত্যু বরণ করেন--
- ১০ এপ্রিল, ১৯৬৫
- ১৫ এপ্রিল, ১৯৬৫
- ১৫ এপ্রিল, ১৮৬৫
- ১০ এপ্রিল, ১৮৬৫
সঠিক উত্তরঃ ১৫ এপ্রিল, ১৮৬৫
- লাইবেরিয়া
- দক্ষিণ সুদান
- পূর্ব তিমুর
- তাইওয়ান
সঠিক উত্তরঃ দক্ষিণ সুদান
The ballot is stronger than bullet' Quoted by-/'বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী' উক্তিটি কার?
- লিংকন(Linclon)
- চার্চিল(W. Churchill)
- হিটলার(Hitler)
- মুসোলিনী(B. Mussolini)
সঠিক উত্তরঃ লিংকন(Linclon)
প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল?
- ১ ঘন্টা
- ৩০ মিনিট
- ২ মিনিট
- ৫ ঘন্টা
সঠিক উত্তরঃ ২ মিনিট
গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
- জর্জ ওয়াশিংটন
- ট্রুমান
- উড্রো উইলসন
- আব্রাহাম লিংকন
সঠিক উত্তরঃ আব্রাহাম লিংকন
- আইসেন হাওয়ার
- আব্রাহাম লিঙ্কন
- বিল ক্লিনটন
- কফি আনান
সঠিক উত্তরঃ আব্রাহাম লিঙ্কন
যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়--
- ১৮৬৩ সালে
- ১৮৯৩ সালে
- ১৯৪৫ সালে
- ১৯৬৪ সালে
সঠিক উত্তরঃ ১৮৬৩ সালে
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
- জর্জ ওয়াশিংটন
- আব্রাহাম লিঙ্কন
- রুজভেল্ট
- কেনেডী
সঠিক উত্তরঃ আব্রাহাম লিঙ্কন
আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের--
- ১৪ তম প্রেসিডেন্ট
- ১৫ তম প্রেসিডেন্ট
- ১৬ তম প্রেসিডেন্ট
- ১৭ তম প্রেসিডেন্ট
সঠিক উত্তরঃ ১৬ তম প্রেসিডেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে---
- জর্জ বুশ
- আব্রাহাম লিঙ্কন
- জর্জ ওয়াশিংটন
- থিওডর রুজভেল্ট
সঠিক উত্তরঃ জর্জ ওয়াশিংটন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয়?
- পেণ্টাগন বিল্ডিং
- ওভাল অফিস
- হোয়াইট হাউস
- হোয়াইট হল
সঠিক উত্তরঃ ওভাল অফিস
কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
- আব্রাহাম লিংকন
- বেঞ্জামিন হ্যারিসন
- জর্জ ওয়াশিংটন
- রুজভেল্ট
সঠিক উত্তরঃ জর্জ ওয়াশিংটন
কোন দেশেটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভূক্ত নয়?
- ডেনমার্ক
- লেবানন
- নেদারল্যান্ডস
- যুক্তরাষ্ট্র
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এর নাম--
- ক্রেমলিন
- হোয়াইট হাউস
- বুশ হাউস
- হোয়াইট হল
সঠিক উত্তরঃ হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশী?
- নিউইয়র্ক
- ক্যালিফোর্নিয়া
- টেক্সাস
- ফ্লোরিডা
সঠিক উত্তরঃ ক্যালিফোর্নিয়া
ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
- সোনিয়া গান্ধী
- মনমোহন সিং
- মমতা ব্যান্যার্জী
- রাহুল গান্ধী
সঠিক উত্তরঃ মনমোহন সিং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত নূন্যতম ইলেকটোরাল ভোটের প্রয়োজন?
- ২৭২
- ২৭১
- ২৭০
- ২৬৮
সঠিক উত্তরঃ ২৭০
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন---
- জনগণের সরাসরি ভোটে
- প্রতিনিধি পরিষদের ভোটে
- সিনেটের ভোটে
- ইলেকটোরাল কলেজের ভোটে
সঠিক উত্তরঃ ইলেকটোরাল কলেজের ভোটে
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ 'ক' বছর?
- দু'বছর
- তিন বছর
- চার বছর
- পাঁচ বছর
সঠিক উত্তরঃ চার বছর
Bradley effect কথাটি কোন দেশের নির্বাচনের সাথে জড়িত?
- ফ্রান্স
- জার্মানি
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
- লুইসিয়ানা
- উইসকনসিন
- ফ্লোরিডা
- নেবারাস্কা
সঠিক উত্তরঃ লুইসিয়ানা
Which is the largest State of USA?/যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
- New Work
- California
- Albania
- Alaska
সঠিক উত্তরঃ Alaska
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
- নিউইয়র্ক
- ফ্লোরিডা
- টেক্সাস
- ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তরঃ ক্যালিফোর্নিয়া
কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- ফ্রান্স
- সুইডেন
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রের
- কানাডার
- জাপানের
- ভারতের
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' নিম্নের কোন দেশ উপহার দেয়?
- বেলজিয়াম
- যুক্তরাজ্য
- ইতালি
- ফ্রান্স
সঠিক উত্তরঃ ফ্রান্স
- ৩২২২০০০ বর্গমাইল
- ৩৩২০০০০ বর্গমাইল
- ৩৫২২০০০ বর্গমাইল
- ৩৬২২০০০ বর্গমাইল
সঠিক উত্তরঃ ৩৬২২০০০ বর্গমাইল
আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি?
- কর্নওয়ালিস
- লর্ড নর্থ
- হ্যামিল্টন
- জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তরঃ কর্নওয়ালিস
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে?
- স্পেন
- রাশিয়া
- দক্ষিণ আমেরিকা
- ফ্রান্স
সঠিক উত্তরঃ ফ্রান্স
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
- আব্রাহাম লিংকন
- জর্জ ওয়াশিংটন
- জন এফ কেনেডি
- বিল ক্লিনটন
সঠিক উত্তরঃ জর্জ ওয়াশিংটন
আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে---
- ২ জুলাই, ১৫৫৬
- ৩ জুলাই, ১৬৭৬
- ৪ জুলাই, ১৭৭৬
- ৫ জুলাই, ১৮৭৬
সঠিক উত্তরঃ ৪ জুলাই, ১৭৭৬
ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল?
- ৯টি
- ১১টি
- ১৩টি
- ১৭টি
সঠিক উত্তরঃ ১৩টি
বর্তমান পৃথিবীর একক পরাশক্তি কে?
- জাপান
- মার্কিন যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
সঠিক উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
- যুক্তরাজ্য
- জার্মানি
- যুক্তরাষ্ট্র
- ফ্রান্স
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্র
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা কথন দেয়া হয়েছিল
- ১৯১৪
- ১৯১৭
- ১৯৩৯
- ১৯৪৮
সঠিক উত্তরঃ ১৯১৭
- মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
- আরব ও ইহুদিদের মধ্যে শাস্তি স্থাপনের ঘোষণা
- মধ্যপ্রোচ্যের আরব সংহতি রক্ষার ঘোষাণা
- আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
সঠিক উত্তরঃ মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?
- পাকিস্তান
- কাসোভো
- ইসরায়েল
- কিউবা
সঠিক উত্তরঃ ইসরায়েল
- নেপালে
- দার্জিলিংযে
- জেরুজালেমে
- কাশ্মীরে
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?
- অন্ধ্র
- বোম্বাই
- রাজস্থান
- উত্তর প্রদেশ
সঠিক উত্তরঃ উত্তর প্রদেশ
ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় সদস্য কে ছিলেন?
- দাদাভাই নওরোজী
- রমেশ চন্দ্র দত্ত
- মওলানা মোহাম্মদ আলী
- স্যার সৈয়দ আহমদ
সঠিক উত্তরঃ দাদাভাই নওরোজী
- মার্টিন লুথার কিং
- মাদার তেরেসা
- প্রিন্সেস ডায়ানা
- নেলসন ম্যান্ডেলা
সঠিক উত্তরঃ মাদার তেরেসা
Who used to be called a Living Saint?
- Pope John Paul
- Desmond Tutu
- Mother Teresa
- Florence Nightingale
সঠিক উত্তরঃ Mother Teresa
মাদার তেরেসা পরিচালিত দাতাব্য প্রতিষ্ঠানটির নাম কি?
- মাদার তেরেসা প্রতিষ্ঠান
- মিশনারিজ অব চ্যারিটি
- চ্যারিটিঅব মিশনারিজ
- চ্যারিটি অব মাদার তেরেসা
সঠিক উত্তরঃ মিশনারিজ অব চ্যারিটি
মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন?
- কলকাতা
- কাবুল
- বৈরুত
- বাগদাদ
সঠিক উত্তরঃ কলকাতা
নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কোন জন ভারতবর্ষে হিন্দুত্বাবাদী জঙ্গী শিবসেনা প্রধান?
- বাল থ্যাকার
- অটল বিহারী বাজপেয়ী
- শারদ পাওয়ার
- লালু প্রসাদ
সঠিক উত্তরঃ বাল থ্যাকার
- সিগিগুড়ি করিডোর
- কোলিলি করিডোর
- দুই জার্মানির সংযোগস্থাল
- তিনবিঘা করিডোর
সঠিক উত্তরঃ সিগিগুড়ি করিডোর
আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- মধ্য প্রদেশ
- উত্তর প্রদেশ
- পশ্চিমবঙ্গে
- রাজস্থান
সঠিক উত্তরঃ উত্তর প্রদেশ
ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত?
- গুজরাট
- মহারাষ্ট্র
- তামিলনাড়
- কর্ণাটক
সঠিক উত্তরঃ মহারাষ্ট্র
কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?
- ১৪ আগস্ট ১৯৯০
- ১৭ নভেম্বর ১৯৯১
- ৭ মার্চ ১৯৯২
- ৬ ডিসেম্বর ১৯৯২
সঠিক উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯২
কখনো ভারতেরবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না---
- দেবগৌড়া
- জৌতি বসু
- মোরারজী দেশাই
- লালবাহাদুর শাস্ত্রী
সঠিক উত্তরঃ জৌতি বসু
ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়?
- উত্তরাঞ্চল
- উত্তর-পশ্চিমাঞ্চল
- উত্তর-পূর্বাঞ্চল
- দক্ষিণাঞ্চল
সঠিক উত্তরঃ উত্তর-পূর্বাঞ্চল
ভারতের বর্তমান জোট সরকারের প্রতিষ্ঠানিক নাম-
- ভারতীয় জাতীয় কংগ্রেস
- ভারতীয় গণতান্ত্রিক
- জাতীয় জনতা পার্টি
- ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট
সঠিক উত্তরঃ ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট
Who is the current finance minister of India?/ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে?
- P Chidambaram
- Dr. Monmohon Singh
- Spmoa Gandhi
- Pranab Mukharjee
সঠিক উত্তরঃ Pranab Mukharjee
- Jyoti
- Jawaharalal Nehru
- Bajpayee
- Monmohon Singh
সঠিক উত্তরঃ Monmohon Singh
রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
- নলিনী
- নাথু
- থানু
- আনু
সঠিক উত্তরঃ থানু
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
- ১৯৬৪
- ১৯৬৫
- ১৯৬৬
- ১৯৬৭
সঠিক উত্তরঃ ১৯৬৬
ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি?
- ইন্দিরা গান্ধী
- মমতা বন্দ্যোপাধ্যায়
- সোনিয়া গান্ধী
- প্রতিভা পাতিল
সঠিক উত্তরঃ প্রতিভা পাতিল
ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অন্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
- রাজিব গান্ধী
- ইন্দিরা গান্ধী
- নরসীমা রাও
- বাজপেয়ী
সঠিক উত্তরঃ রাজিব গান্ধী
- Beant Singh and Satwant Singh
- Balbir Singh and Kehar Singh
- Kehar Singh and Satwant Singh
- Satwant Singh and Balbir Singh
সঠিক উত্তরঃ Beant Singh and Satwant Singh
ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন
- রাজেন্দ্র প্রাসাদ
- এস রাধাকৃষ্ণান
- সি রাজা গোপালচারিয়া
- ভিভিগিরি
সঠিক উত্তরঃ রাজেন্দ্র প্রাসাদ
The Story of My Experiments with Truth' বইয়ের লেখক
- মহাত্মা গান্ধী
- জওহরলাল নেহেরু
- ইন্ধিরা গান্ধী
- মতিলাল নেহেরু
সঠিক উত্তরঃ মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন?
- ইন্ডিয়ান অপিনিয়ন
- দি হেরাল্ড
- দি টাইমস
- দি ক্রনিকেল
সঠিক উত্তরঃ ইন্ডিয়ান অপিনিয়ন
জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- মোহাম্মদ আলী জিন্নাহ
- নেলসন ম্যান্ডেলা
- মহাত্মা গান্ধী
সঠিক উত্তরঃ মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে যে দেশে-
- বার্মা
- ব্রাজিল
- ভারত
- দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
১৯৪৭ সালে ব্রিটিশ বিতাড়নকালে কাশ্নীর ছিল-
- মুসলিম সংখ্যাগরিষ্ঠ
- হিন্দু রাজা শাসিত
- একটি করদ রাজ্য
- এর সবগুলোই সত্যা
সঠিক উত্তরঃ এর সবগুলোই সত্যা
- ১৯৪৭ সালের ১৫ আগস্ট
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট
- ১৯৪৮ সালের ১৫ আগস্ট
- ১৯৪৮ সালের ১৪ আগস্ট
সঠিক উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট
'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনী। ঐ ইউরোপীয় দেশটি কি?
- নেদারল্যান্ড
- স্পেন
- পর্তুগাল
- ইউ.কে
সঠিক উত্তরঃ পর্তুগাল
- চীনের একটি ধর্ম
- চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
- চীনের একটি উপজাতি
- চীনের একটি উপগ্রহ
সঠিক উত্তরঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
বিশ্বে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি-
- মালয়েশিয়া
- চীন
- যুক্তরাষ্ট্র
- সিংগাপুরে
সঠিক উত্তরঃ চীন
- ৬৪০০ কি.মি.
- ৬০০০ কি.মি.
- ৫০০০ কি.মি.
- ৪৮০০ কি.মি
সঠিক উত্তরঃ ৬৪০০ কি.মি.
What is the largest man made atructure on Earth?/ মানুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি
- Petronas Tower
- Phramid of Giza
- The Eiffel Tower
- The great wall of China
সঠিক উত্তরঃ The great wall of China
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
- হংকং
- শ্রীলংকা
- ম্যাকাউ
- বাংলাদেশ
সঠিক উত্তরঃ ম্যাকাউ
চীনের “দ্বৈত অর্থনীতির” ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
- বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
- মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
- হংকং এর অর্থনীতিকে সচল রাখা
- তাইওয়নকে চীনের অন্তর্ভূক্তি করণ
সঠিক উত্তরঃ হংকং এর অর্থনীতিকে সচল রাখা
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?
- লাওস
- ভিয়েতনাম
- মঙ্গোলিয়া
- গণচীন
সঠিক উত্তরঃ গণচীন
হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে?
- ১ জানুয়ারী, ১৯৯৭
- ১ মার্চ, ৯৯৯৭
- ১ জুলাই, ১৯৯৭
- ১ সেপ্টেম্বর, ১৯৯৭
সঠিক উত্তরঃ ১ জুলাই, ১৯৯৭
কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর নিজ গ্রহণ করে?
- ১৬৯৮
- ১৭৯৮
- ১৮৯৮
- ১৯৪৪
সঠিক উত্তরঃ ১৮৯৮
কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল?
- ১৮৩৯
- ১৮৪২
- ১৮৪৩
- ১৮৫৬
সঠিক উত্তরঃ ১৮৪২
- মাও সেতুং
- সান ইয়াৎ সেন
- চিয়াং কাইশেক
- লিও শাও চি
সঠিক উত্তরঃ মাও সেতুং
কোন দেশটি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) এর সদস্য রাষ্ট্র?
- পোল্যান্ড
- চীন
- বেলারুশ
- জার্মানি
সঠিক উত্তরঃ জার্মানি
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয়েছে-
- সাবেক ব্রিটিশ কালোনিসমূহ
- ল্যটিন আমেরিকার দেশগুলো নিয়ে
- এশিয়া ও আফ্রিকার জাতি-রাষ্ট্র এর সমন্বয়ে
- সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
সঠিক উত্তরঃ সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন কত সালে বিলুপ্ত করা হয়?
- ১৯৯০ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯৩ সালে
- ১৯৯৪ সালে
সঠিক উত্তরঃ ১৯৯১ সালে
কার নেতৃত্বে পেরেস্ত্রাইকা বাস্তবায়িত হয়?
- ভাদিমির পুতিন
- গর্বাচেভ
- স্টালিন
- ইয়ালৎসিন
সঠিক উত্তরঃ গর্বাচেভ
Perestroika ও Glasnnost এর উদ্যোক্তা কে?
- প্রেসিডেন্ট ক্লিনটন
- প্রেসিডেন্ট বুশ
- মিখাইল গার্বচেভ
- বরিস ইয়েলৎশিন
সঠিক উত্তরঃ মিখাইল গার্বচেভ
- সমাজতন্ত্রের সংগঠন
- সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
- খোলামেলা আলোচনা
- সমাজন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠান
সঠিক উত্তরঃ খোলামেলা আলোচনা
সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্ভাচেভ ক্ষমতাসীন হয়েছিলেন?
- ১৯৮৫ সালে
- ১৯৮৬ সালে
- ১৯৮৭ সালে
- ১৯৯০ সালে
সঠিক উত্তরঃ ১৯৮৫ সালে
পৃথিবীর প্রথম সমাজতন্ত্রিক দেশের নাম কী?
- ভিয়েতনাম
- সোভিয়েত রাশিয়া
- ফ্রান্স
- চীন
সঠিক উত্তরঃ সোভিয়েত রাশিয়া
১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
- সুরশুভ
- কোটলাস
- পেট্রোগ্রাড
- ভলগাদা
সঠিক উত্তরঃ পেট্রোগ্রাড
Which world famous leader's body is still preserved, not yet buried and displayed in public?
- Lelin
- Stalin
- Karl Marx
- Dally
সঠিক উত্তরঃ Lelin
- রাশিয়ার বলশেভিক বিপ্লব
- ভারতের স্বধীনতা লাভ
- জাতিসংঘের জন্ম
- দ্বিতীয় মহাযুদ্ধ
সঠিক উত্তরঃ রাশিয়ার বলশেভিক বিপ্লব
লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল
- ১৯১৫ সালে
- ১৯১৬ সালে
- ১৯১৭ সালে
- ১৯১৮ সালে
সঠিক উত্তরঃ ১৯১৭ সালে
রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
- ১৯১৫ খ্রিষ্টাব্দে
- ১৯১৭ খ্রিষ্টাব্দে
- ১৯২০ খ্রিষ্টাব্দে
- ১৯২৭ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তরঃ ১৯১৭ খ্রিষ্টাব্দে
The beginning of the Renaissance may be traced to the city of:
- Venice
- London
- Paris
- Florence
সঠিক উত্তরঃ Florence
European Renaissance refers to:
- Religious reforms in Europe
- European conquest of the Americas
- Regeneration of the aets and literature starting in Italy
- Unification of certain European states
সঠিক উত্তরঃ Regeneration of the aets and literature starting in Italy
- পঞ্চদশ শতাব্দীতে
- ষোড়শ শতাব্দীতে
- চতুর্দশ শতাব্দীতে
- সপ্তদশ শতাব্দীতে
সঠিক উত্তরঃ চতুর্দশ শতাব্দীতে
- An event of Russian revolution
- An event of France revolution
- A period of revival or rebirth of learning
- A war which took place between England and France
সঠিক উত্তরঃ A period of revival or rebirth of learning
East and west Germani were united in the year-/পূর্ব ও পশ্চিম জার্মানি কোন সালে একীভূত হয়?
- 1980
- 1970
- 1990
- 1960
সঠিক উত্তরঃ 1990
আনুষ্ঠানিক দুই জর্মানি একত্রিত হয়-
- ২ অক্টোবর, ১৯৯০
- ৩ অক্টোবর, ১৯৯০
- ৪ নভেম্বর, ১৯৯০
- ৫ ডিসেম্বর, ১৯৯০
সঠিক উত্তরঃ ৩ অক্টোবর, ১৯৯০
বার্লিন প্রাচীর তৈরী করেছিলেন--
- সাবেক পূর্ব জার্মানি
- সাবেক পশ্চিম জার্মানি
- দুই জর্মানি একত্রে
- রাশিয়া
সঠিক উত্তরঃ সাবেক পূর্ব জার্মানি
- উইনস্টোন চার্চিল
- কার্ল মার্কস
- এডলফ হিটলার
- আবুল কালাম
সঠিক উত্তরঃ এডলফ হিটলার
- জাতীয় সমাজতান্ত্রিক দল
- সমাজতান্ত্রিক দল
- জাতীয়তাবাদী দল
- জার্মান ফ্যাসীবাদী দল
সঠিক উত্তরঃ জার্মান ফ্যাসীবাদী দল
নিম্নের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
- প্রথম জর্জ
- দ্বিতীয় জর্জ
- তৃতীয় জর্জ
- কোনটিই না
সঠিক উত্তরঃ প্রথম জর্জ
জার্মানিনর বর্তমান চ্যান্সেলরের নাম কি?
- শ্রোয়েডার
- অ্যাঞ্জেলা মার্কেল
- হেলমুট স্মিথ
- হেলমুট কোল
সঠিক উত্তরঃ অ্যাঞ্জেলা মার্কেল
জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে?
- মাইকেল অ্যাঞ্জেলা
- অ্যাঞ্জেলা মার্কেল
- মাইকেল গ্রিফিন
- পল উলফোভিৎস
সঠিক উত্তরঃ অ্যাঞ্জেলা মার্কেল
- ফ্রান্সের প্রেসিডেন্ট
- জার্মানির চ্যান্সেলর
- ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
- অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
সঠিক উত্তরঃ জার্মানির চ্যান্সেলর
ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য-
- ২০ কিলোমিটার
- ২৫ কিলোমিটার
- ৪০ কিলোমিটার
- ৫০ কিলোমিটার
সঠিক উত্তরঃ ৫০ কিলোমিটার
- স্পেনের রানীর প্রাসাদ
- ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন
- ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
সঠিক উত্তরঃ ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
- মারদেকা প্রসাদ
- এলিসি প্রাসাদ
- বাকিংহাম প্রাসাদ
- মানালা প্রাসাদ
সঠিক উত্তরঃ এলিসি প্রাসাদ
ফ্রান্স এর সরকার পদ্ধতি কোন ধরনের?
- রাষ্ট্রপতি শাসিত
- আধা রাষ্ট্রপতি শাসিত
- সংসদীয়
- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
সঠিক উত্তরঃ আধা রাষ্ট্রপতি শাসিত
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
- নিকোলাস সার্কোজি
- জ্যাক শিরাক
- ফ্রঁসিয়ে মিতেরাঁ
- জেনারেল দ্য গল
সঠিক উত্তরঃ নিকোলাস সার্কোজি
ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধেও নেতৃত্ব দেন?
- চার্লস ডি গ্যালে
- নেলসন ম্যান্ডেলা
- জুমো কেনিয়াটা
- কিনেথ কাউন্ডা
সঠিক উত্তরঃ চার্লস ডি গ্যালে
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
- ওয়াটার লু নামক স্থানে
- দ্বীপ এনাবার্তে
- ভার্সাই নগরিতে
- সেন্ট হেলেনা দ্বীপে
সঠিক উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে
আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
- সেন্ট চার্লস
- সেন্ট হেলেনা
- সেন্ট জবন
- সেন্ট পল
সঠিক উত্তরঃ সেন্ট হেলেনা
- Battle of Waterloo
- Battle of Leipzig
- Battle of Trafalgar
- Battle of Jutland
সঠিক উত্তরঃ Battle of Jutland
কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচীত হয়?
- ত্রয়োদশ লুই
- চতুর্দশ লুই
- পঞ্চদশ লুই
- ষোড়শ লুই
সঠিক উত্তরঃ ষোড়শ লুই
- ১৪ জুলাই, ১৭৮৯
- ৭ জুন, ১৭৮৮
- ৫ অক্টোবর, ১৭৮৮
- ২৬ আগস্ট, ১৭৮৮
সঠিক উত্তরঃ ১৪ জুলাই, ১৭৮৯
কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
- ওয়াটার লুর যুদ্ধ
- ফরাসি বিপ্লব
- শিল্প বিপ্লব
সঠিক উত্তরঃ ফরাসি বিপ্লব
কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে? অথবা 'Fall of the Bastill' is associated with--
- আমেরিকার বিপ্লব
- ফরাসি বিপ্লব
- বলশেভিক বিপ্লব
- ইংলিশ বিপ্লব
সঠিক উত্তরঃ ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগানের প্রবক্তা কে ছিলেন?
- মোপাসো
- ভলতেয়ার
- বারট্রান্ড রাসেল
- রুশো
সঠিক উত্তরঃ রুশো
- প্লোটো ও রুশো
- রুশো ও ভলটেয়ার
- প্লোটো ও এরিস্টেটল
- শেক্সপিয়ার ও ভলটেয়ার
সঠিক উত্তরঃ রুশো ও ভলটেয়ার
French Revolution-এর slogan কি ছিল?
- Workers of the World unite
- Liberty, Equality and Fraternity
- Down with divine rights of kings
- Expansion of Traden and commerce
সঠিক উত্তরঃ Liberty, Equality and Fraternity
ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
- মুক্তি, একতা ও সমতা
- গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
- বিপ্লব, শিল্পায়ন ও উন্নয়ন
- ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
সঠিক উত্তরঃ ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
Addis Ababa is the capital city of--/ আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী?
- Romania
- Uruguay
- South Africa
- Ethiopia
সঠিক উত্তরঃ Ethiopia
- Salisbury
- Harare
- Rhone
- Zambia
সঠিক উত্তরঃ Harare
The capital city of Zimbabwe:/জিম্বাবুয়ের রাজধানী
- Addis Ababa
- Harare
- Dakar
- None of these
সঠিক উত্তরঃ Harare
- জাতিগোষ্ঠী নির্মূলকরণ
- পরিবেশ দূষণ
- ভৌগোলিক সীমানা
- বাজারে প্রবেশ
সঠিক উত্তরঃ জাতিগোষ্ঠী নির্মূলকরণ
দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায় অবস্থিত?
- কেপটাউন
- জোহান্সবার্গ
- প্রিটোরিয়া
- সোয়েটো
সঠিক উত্তরঃ প্রিটোরিয়া
- মিশরের অবকাশ কেন্দ্র
- আরব আমিরাতের সমুদ্রবন্দর
- ব্রিটেনের পর্যটন কেন্দ্র
- বিখ্যাত ভূ-উপগ্রহ কেন্দ্র
সঠিক উত্তরঃ মিশরের অবকাশ কেন্দ্র
- বসনিয়া-হারজেগোভিনা
- ক্রোয়েশিয়া
- যুগোস্লাভিয়া
- আলবেনিয়া
সঠিক উত্তরঃ বসনিয়া-হারজেগোভিনা
‘নাগার্নো-কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
- আজারবাইজান-আর্মেনিয়া
- আর্মেনিয়া-লাটভিয়া
- কাজাখস্তান-আজারবাইজান
- রাশিয়া-আর্মেনিয়া
সঠিক উত্তরঃ আজারবাইজান-আর্মেনিয়া
Nagorno Karabagh is the name of a city in Russia which became famous for its:
- ethnic riots between Armenians and Azerbaizanis
- recent earthquake
- holiday resort
- human rights movement
সঠিক উত্তরঃ ethnic riots between Armenians and Azerbaizanis
The name of the capital of Finland is :/ফিনল্যান্ডের রাজধানীর নাম কি?
- Copenhagen
- Berlin
- Helsinki
- Hague
সঠিক উত্তরঃ Helsinki
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকতার সম্পর্কের কারণ কি?
- রণকৌশলগত
- ধর্মীয় ঐহিত্য ও ঐতিহাসিক স্মৃতি
- মুসলিম বিদ্বেষের প্রবণতা
- আলবেনীয়দের ঔদ্ধত্য
সঠিক উত্তরঃ ধর্মীয় ঐহিত্য ও ঐতিহাসিক স্মৃতি
- দক্ষিণ ইউরোপ
- পূর্ব ইউরোপ
- দক্ষিণ পূর্ব ইউরোপ
- দক্ষিণ-পশ্চিম ইউরোপ
সঠিক উত্তরঃ দক্ষিণ পূর্ব ইউরোপ
The capital of United Arab Emirates is:/ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী--
- Dubai
- Abu Dhabi
- Sharjah
- Al Ain
সঠিক উত্তরঃ Abu Dhabi
- উজবেকিস্তান
- কিরগিজস্তান
- কাজাকিস্তান
- তাজিকিস্তান
সঠিক উত্তরঃ তাজিকিস্তান
Which is the capital of Tajikistan?/তাজিকিস্তান এর রাজধানীর নাম কি?
- Taskhand
- Doha
- Amla-Ata
- Ankara
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
The capital city of Kazakhstan is---/কাজাকিস্তান এর রাজধানরি নাম কি?
- Amla-Ata
- Dushanbe
- Bisbee
- Taskhand
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
Bandar Seri Bhagwan:/বন্দর সেরি বেগওয়ান-
- A Hidu God(একজন হিন্দু দেবতা)
- A holy mountain in the Himalays(হিমালয়ের একটি পবিত্র পর্বত)
- The capital of Brunei(ব্রুনাইয়ের রাজধানী)
- Famous garden in Indonesia(ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত বাগান)
সঠিক উত্তরঃ The capital of Brunei(ব্রুনাইয়ের রাজধানী)
ব্রুনেই এর আয়ের প্রধান উৎস কি?
- পর্যটন
- সোনার খনি
- পেট্রোলিয়াম উৎপাদন
- বনজ সম্পদ
সঠিক উত্তরঃ পেট্রোলিয়াম উৎপাদন
- জ্যামাইকার
- ক্যামেরুনের
- পূর্ব তিমুরের
- ভারতের
সঠিক উত্তরঃ পূর্ব তিমুরের
- মালির রাজধানী
- মালদ্বীপের রাজধানী
- মালাউইর রাজধানী
- মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
সঠিক উত্তরঃ মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ?
- পাপুয়া নিউগিনি
- অস্ট্রেলিয়া
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
সঠিক উত্তরঃ ইন্দোনেশিয়া
- মালয়েশিয়ার
- ইন্দোনেশিয়ার
- থাইল্যান্ডের
- মিয়ানমারের
সঠিক উত্তরঃ ইন্দোনেশিয়ার
মিয়ানমারের সামরিক জান্তা কি নামে পরিচিত?
- স্টেট মাইনরিটি এনাইহিলেশন কাউন্সিল
- স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল
- সেস্ট মিলিটারি কাউন্সিল
- স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টরেশন কাউন্সিল
সঠিক উত্তরঃ স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল
Nasaka' is the border force of/ নাসাকা’ কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
- Pakistan
- Myanmar
- Bhutan
- Nepal
সঠিক উত্তরঃ Myanmar
বার্মার নাম নিম্নের কোন সালে মায়ানমার করা হয়?
- ১৯৯০ সালে
- ১৯৮৯ সালে
- ১৯৮৮ সালে
- কোনটিই না
সঠিক উত্তরঃ ১৯৮৯ সালে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
- বুশ হাউজ
- ব্লু হাউজ
- ক্রোমলিন
- হোয়াইট লজ
সঠিক উত্তরঃ ব্লু হাউজ
- তাইওয়ানের রাজধানী
- আগামী শীতকালীন অলিম্পিকের ভেন্যু
- আসিয়ানের সদর দপ্তর
- দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম
সঠিক উত্তরঃ দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম
Which is the capital city of Kuwait: / কুয়েতের রাজধানী শহর কোনটি?
- Jeddah
- Amman
- Tehran
- Doah
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
The capital city of Bhutan is-/ভুটানের রাজধানী কী?
- থীম্পু
- কাঠমন্ডু
- গ্যাংটক
- কলম্বো
সঠিক উত্তরঃ থীম্পু
- রোডেসিয়া
- দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
- সোয়জিল্যান্ড
- দক্ষিণ-পূর্ব আফ্রিকা
সঠিক উত্তরঃ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল?
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- থাইল্যান্ড
- মায়ানমার
সঠিক উত্তরঃ থাইল্যান্ড
লেনিনগ্রেড শহরের বর্তমান নাম কি?
- সেন্ট পিটার্সবার্গ
- কিয়েভ
- ভ্লাদিভস্টক
- ভলগাগ্রাড
সঠিক উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ
‘হল্যান্ড’ কোন দেশের পুরাতন নাম?
- ইংল্যান্ড
- নেদারল্যান্ড
- সুইডেন
- নিউজিল্যান্ড
সঠিক উত্তরঃ নেদারল্যান্ড
জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
- দক্ষিণ রোডেশিয়া
- উত্তর রোডেশিয়া
- আপার ভোল্টা
- নিয়াসিল্যান্ড
সঠিক উত্তরঃ দক্ষিণ রোডেশিয়া
What is the former name of Srilanka?/শ্রীলঙ্কার প্রাক্তন নাম কি?
- Cylone
- Ceylon
- Shin Hall
- Sealons
সঠিক উত্তরঃ Shin Hall
'Nippon' is the old name of-/ ‘নিপ্পন’ কোন দেশের পুরাতন নাম?
- চীন(China)
- জাপান(Japan)
- ভারত(India)
- পাকিস্তান(Pakistan)
সঠিক উত্তরঃ জাপান(Japan)
What is the former name of Japan?/ জাপানের পুরাতন নাম---
- রেঙ্গুন(Rangoon)
- বোম্বে(Bombay)
- নিপ্পন(Nippon)
- কোনটিই নয়(None of these)
সঠিক উত্তরঃ নিপ্পন(Nippon)
‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- চীন
- তাইওয়ান
সঠিক উত্তরঃ তাইওয়ান
- Abode of Peace
- Desart City
- Green city
- Democratic City
সঠিক উত্তরঃ Abode of Peace
- শিকাগো শহরকে
- নিউইয়র্ক শহরকে
- সিডনি শহরকে
- বার্লিন শহরকে
সঠিক উত্তরঃ নিউইয়র্ক শহরকে
City of flowering treesবলা হয কোন শহরকে?/ Which city is called 'The City of Flowering Trees'?
- হারারে(Harare)
- সুইজারল্যান্ড(Switzerland)
- প্যারিস(Paris)
- ভেনিস(Venice)
সঠিক উত্তরঃ হারারে(Harare)
কোন দেশটিকে ‘সোভিয়েত ইউনিযনের শস্যভান্ডার’ বলা হতো?
- পুর্ব জামানি
- ইউক্রেন
- পোল্যান্ড
- লাটভিয়া
সঠিক উত্তরঃ ইউক্রেন
নিচের কোনটিকে ‘ইউরোপের রণক্ষেত্র’ বলা হয়?
- নেদারল্যান্ড
- বেলজিয়াম
- ফিনল্যান্ড
- সুইজারল্যান্ড
সঠিক উত্তরঃ বেলজিয়াম
‘ইউরোপের ক্রীড়াঙ্গন’ বলা হয় কোন দেশটিকে?
- বেলজিয়াম
- সুইডেন
- সুইজারল্যান্ড
- ইংল্যান্ড
সঠিক উত্তরঃ সুইজারল্যান্ড
- মেনাম নদী
- হোয়াংহো নদী
- ইয়াংসিকিয়াং নদী
- মেকং নদী
সঠিক উত্তরঃ হোয়াংহো নদী
Which city is known as pink city?/কোন শহরকে ‘গোলাপী শহর’ বলা হয়?
- টোকিও(Tokyo)
- জয়পুর (Joypur)
- দিল্লী(Delhi)
- বেইজিং(Beijing)
সঠিক উত্তরঃ জয়পুর (Joypur)
‘সমুদ্রের বধূ’-এই ভৌগোলিক উপনামটি কোন দেশের?
- কিউবা
- গ্রেট বৃটেন
- শ্রীলংকা
- জাপান
সঠিক উত্তরঃ গ্রেট বৃটেন
কোনটি ‘শ্বেতহস্তীর দেশ’ নামে পরিচিত?
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কাম্পুচিয়া
- ইন্দোনেশিয়া
সঠিক উত্তরঃ থাইল্যান্ড
কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?/ The country known as 'Land of the midnight sun' is:
- ইরাক(Iraq)
- সুইডেন(Sweden)
- ফ্রান্স(France)
- নরওয়ে(Norway)
সঠিক উত্তরঃ নরওয়ে(Norway)
সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?/ Land of Rising sun-
- চীন(China)
- জাপান(Japan)
- ইংল্যান্ড(England)
- সিঙ্গাপুর(Singapore)
সঠিক উত্তরঃ জাপান(Japan)
আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের মধ্যে আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে?
- গোল্ডেন ট্রায়াঙ্গল
- গোল্ডেন ওয়েজ
- গোল্ডেন ক্রিসেন্ট
- গোল্ডেন এরেনা
সঠিক উত্তরঃ গোল্ডেন ক্রিসেন্ট
মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেররিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?
- নিকারাগুয়া
- কলম্বিয়া
- মেক্সিকো
- হন্ডুরাস
সঠিক উত্তরঃ কলম্বিয়া
মাদক উৎপাদন এবং চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল কি?
- মায়ানমার , লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চল
- পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্ত অঞ্চল
- বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল
- উপরের কোনটিই নয়
সঠিক উত্তরঃ মায়ানমার , লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চল
পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোন্ডেন ট্রায়াঙ্গল, বলা হয়,
- মায়ানমার, থাইল্যান্ড
- মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
- মায়ানমার, থইল্যান্ড ও কম্বোডিয়া
- ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
সঠিক উত্তরঃ মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
ড্রাগন অর্থনীতিসমূহের নিম্নের কোন দেশগুলো অন্তুভূর্ক্ত?
- দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
- দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড
- দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও মালেশিয়া
- দক্ষিণ কোরিয়া, কোরিয়া,তাইওয়ান, হংকং ও চীন
সঠিক উত্তরঃ দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
নিচের কোন দেশ এশিয়ান টাইগার নয়?
- হংকং
- তাইওয়ান
- সিংগাপুর
- দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চল এর অন্তভূর্ভক্ত
- ইউরোপ
- গ্রিনল্যান্ড
- উত্তর আমেরিকা
- দক্ষিণ পূর্ব এশিয়া
সঠিক উত্তরঃ দক্ষিণ পূর্ব এশিয়া
স্নায়ু-যুদ্ধ পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশটি শান্তি পূর্ণভাবে বিভক্ত হয়েছে
- চেকোস্লোভাকিয়া
- ইউহোস্লোভিয়া
- হাঙ্গেরী
- পূর্ব জার্মানী
সঠিক উত্তরঃ চেকোস্লোভাকিয়া
সাম্প্রতিক অতীতে বিশ্বের মানচিত্রে থেকে কোন দেশটির বিলুপ্ত ঘটেছে-
- যুগোম্লাভিয়া
- ফিলিস্তিন
- বসনিয়া
- সার্বিয়া
সঠিক উত্তরঃ যুগোম্লাভিয়া
- ইংল্যান্ডে
- জার্মানিতে
- আমেরিকায়
- দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
- থাবো এমবেকি
- পালেমা মোতলান্থো
- নেলসন ম্যান্ডেলা
- জ্যাকেব জুমা
সঠিক উত্তরঃ জ্যাকেব জুমা
- এইডসবিরোধী প্রচারণা
- দুর্ভিক্ষ হ্রাসের জন্য জাতিসংঘের কর্মসূচী
- যুদ্ধবিরোধী প্রচারণা
- উপরের কোনোটিই নয়
সঠিক উত্তরঃ এইডসবিরোধী প্রচারণা
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANS কবে গঠিত হয়েছিল?
- ১৯১২ সালে
- ১৯১৩ সালে
- ১৯১৪ সালে
- ১৯১৭ সালে
সঠিক উত্তরঃ ১৯১২ সালে
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সে দেশের রানৈতিক দল
- ঘানা
- কঙ্গো
- দক্ষিণ আফ্রিকা
- কেনিয়া
সঠিক উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
- ইনকাথা ফ্রিডম পার্টি
- ন্যাশন্যালিস্ট পার্টি
- অফ্রিকান সোস্যালিস্ট পার্টি
- আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
সঠিক উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
Who is not a black leader?/কে কৃষ্ণাঙ্গ নেতা নন?
- Nelson Mandela
- Martin Luther King
- Robert Mugabe
- FWD Clerk
সঠিক উত্তরঃ FWD Clerk
দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন
- ড বোথা
- ইয়ান সলসবারি
- ইয়ান স্মিথ
- এফ. ডব্লিউ ক্লার্ক
সঠিক উত্তরঃ এফ. ডব্লিউ ক্লার্ক
Apartheid in south Africa was concerned with:
- Tribal conflict
- Separation of black & white races
- Trade sanctions
- Freedom movement
সঠিক উত্তরঃ Separation of black & white races
আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ-
- নাইজেরিয়া
- জিম্বাবুয়ে
- দক্ষিণ আফ্রিকা
- ব্তসোয়ানা
সঠিক উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
বর্ণবাদী নীতি, কোথায় প্রচলিত ছিল?
- দক্ষিণ আফ্রিকা
- রুয়ান্ডা
- জিম্বাবুয়ে
- পাপুয়া নিউনিগি
সঠিক উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
ইয়াসির আরাফাত কোন সনে PLO-র চেয়ারম্যান হন?
- ১৯৬৪ সালে
- ১৯৬৯ সালে
- ১৯৭০ সালে
- ১৯৭১ সালে
সঠিক উত্তরঃ ১৯৬৯ সালে
- Paris(প্যারিস)
- Cairo(কায়রো)
- Ramallah(রামাল্লা)
- Jerusalem(জেরুজালেম)
সঠিক উত্তরঃ Ramallah(রামাল্লা)
- প্যালেস্টাইন শান্তি বাহিনী
- প্যালেস্টাইন ইসরাইল চুক্তি
- প্যালেস্টাইনের জাগরণ
- প্যালেস্টাইন সামরিক ঘাঁটি
সঠিক উত্তরঃ প্যালেস্টাইনের জাগরণ
Current president of the Palestine Authority Mr. Mahmud Abbas is also known as:
- Abu Ala
- Abu Mazen
- Nabil Shath
- Hanan Ashrawi
সঠিক উত্তরঃ Abu Mazen
Who is the president of Palestine?
- Hamid Karzai
- Mahomud Ahmadinejad
- Mahmud Abbas
- Bashar Al-Assad
সঠিক উত্তরঃ Mahmud Abbas
স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
- সিরিয়া
- তিউনিসিয়া
- আলজেরিয়া
- নাইজেরিয়া
সঠিক উত্তরঃ আলজেরিয়া
Palestinian self-rule has been established in:/ প্যাসেস্টাইন স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়েছে
- Jordan
- West Bank and Gaza strrip
- Sinai Peninsula
- Jerusalem
সঠিক উত্তরঃ West Bank and Gaza strrip
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়?
- জেরুজালেম
- তেল আবিব
- গাজা সিটি
- সিনাই
সঠিক উত্তরঃ জেরুজালেম
- সিয়েরা লিওন
- বসনিয়া-হার্জেগোভিনা
- ফিলিস্তিন
- মৌরিতানিয়া
সঠিক উত্তরঃ ফিলিস্তিন
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
- বিট্রিশ লেবার পার্টি
- যুক্তরাষ্ট্রের ডেমোক্রটিক পার্টি
- ভারতীয় জাতীয় কংগ্রেস
সঠিক উত্তরঃ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা-
- লেভি এক্সল
- বেগিন
- নেতানিয়াহু
- এরিয়েল শ্যারন
সঠিক উত্তরঃ নেতানিয়াহু
বর্তমান ইসরাইলের প্রধানমন্ত্রী নাম-
- ইহুদ বারাক
- বেঞ্জামিন নেতানিয়াহু
- আইজ্যাক রবিন
- মিসেস গোল্ডামেয়ার
সঠিক উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রেসিডেন্টের নাম কি?
- এহুদ ওলমার্ট
- আইজ্যাক রবীন
- মোশে কাতসভ
- শিমন পেরেজে
সঠিক উত্তরঃ শিমন পেরেজে