প্রাথমিক চিকিৎসা ও ঔষধ

এন্টিবায়োটিকের কাজ---

  • ক. জীবাণু ধংস করা
  • খ. রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
  • গ. ভাইরাস ধংস করা
  • ঘ. দ্রুত রোগ নিরাময় করা

উত্তরঃ জীবাণু ধংস করা

বিস্তারিত

কোনটি ম্যালেরিয়ার ঔষধ নয়?

  • ক. ক্লোরোকুইন
  • খ. ক্লোক্সাসিলিন
  • গ. মেফলোকুইন
  • ঘ. পাইরামিথামিন + সালফাডক্সিন

উত্তরঃ পাইরামিথামিন + সালফাডক্সিন

বিস্তারিত

‘সিঙ্কোনা’ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

  • ক. আমাশয়
  • খ. ম্যালেরিয়া
  • গ. কালাজ্বর
  • ঘ. এইডস

উত্তরঃ ম্যালেরিয়া

বিস্তারিত

এন্টিবায়োটিক ওষুধ তৈরি হয়/পেনিসিলিন ওষুধ তৈরি হয়

  • ক. ফার্ণ দিয়ে
  • খ. শৈবাল দিয়ে
  • গ. ছত্রাক দিয়ে
  • ঘ. লাইকেন দিয়ে

উত্তরঃ ছত্রাক দিয়ে

বিস্তারিত

বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-

  • ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
  • খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
  • গ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
  • ঘ. ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে

উত্তরঃ পাশাপাশি দুটো দাঁতের দাগ

বিস্তারিত

দুর্ঘটনায় পতিত কোন ব্যক্তির ভাঙ্গা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন?

  • ক. ব্যথা নিবরাক মলম জাতীয় ঔষধ লাগানো
  • খ. মালিশ করা
  • গ. শুধু সান্ত্বনা দেয়া
  • ঘ. ভাঙ্গা স্থনা কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো

উত্তরঃ ভাঙ্গা স্থনা কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো

বিস্তারিত

রোদে পোড়া, ত্বকে র্যাস বের হওয়া, পোকা মাকড়ের কামড়ে দরকার-

  • ক. লবণাক্ত পানিতে গোছল করা
  • খ. স্যাভলনযুক্ত পানিতে গোছল করা
  • গ. সিরকাযুক্ত পানিতে গোছল করা
  • ঘ. বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত শরীর ভেজানো

উত্তরঃ বেকিং সোডাযুক্ত গরম পানিতে সমস্ত শরীর ভেজানো

বিস্তারিত

আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কোনটি?

  • ক. ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া
  • খ. ডেটল বা চুনে রপানি দেওয়া
  • গ. পানি দিয়ে ধুয়ে ফেলা
  • ঘ. এসপিরিন বড়ি খেতে দেওয়া

উত্তরঃ ঠাণ্ডা পানি ও বরফ দেওয়া

বিস্তারিত

শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত?

  • ক. ডিম ভেঙ্গে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
  • খ. বরফ বা পরিষ্কার ঠাণ্ডা পানি দেয়া
  • গ. লবণ পানি দেয়া
  • ঘ. নারিকেলের তৈল দেয়া

উত্তরঃ বরফ বা পরিষ্কার ঠাণ্ডা পানি দেয়া

বিস্তারিত

A normal solution contains 1 equivalent weight of solute in

  • ক. 1000ml
  • খ. 100ml
  • গ. 10ml
  • ঘ. 5ml

উত্তরঃ 1000ml

বিস্তারিত

নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইড এর-

  • ক. ০.৫% জলীয় দ্রবণ
  • খ. ১% জলীয় দ্রবণ
  • গ. ০.৯% জলীয় দ্রবণ
  • ঘ. ১৯% জলীয় দ্রবণ

উত্তরঃ ০.৯% জলীয় দ্রবণ

বিস্তারিত

কলেরা বা ডায়রিয়ার রোগী স্যালাইন খেতে দেওয়া হয় কেন?

  • ক. বমি বন্ধ হওয়ার জন্য
  • খ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য
  • গ. পায়খানা বন্ধ হওয়ার জন্য
  • ঘ. দেহ বর্ধনের জন্য

উত্তরঃ দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য

বিস্তারিত

বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়?

  • ক. ডায়রিয়া
  • খ. ডেঙ্গু
  • গ. জ্বর
  • ঘ. চুলকানি

উত্তরঃ ডায়রিয়া

বিস্তারিত

ভায়াগ্রা কি?

  • ক. একটি জলপ্রপাত
  • খ. নতুন একটি ঔষধ
  • গ. নতুন জাহাজের নাম
  • ঘ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম

উত্তরঃ নতুন একটি ঔষধ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects