বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া তৈরি করে কোন কমিশন?
- বার্ট্রান্ড কমিশন
- সাইমন কমিশন
- কুদরাত-ই-খুদা কমিশন
- এচিশান কমিশন
সঠিক উত্তরঃ সাইমন কমিশন
ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে?
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- শেরে বাংলা এ কে ফজলুল হক
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- চৌধুরী খালেকুজ্জামান
- ইস্কান্দার মীর্জা
- এ কে ফজলুল হক
সঠিক উত্তরঃ চৌধুরী খালেকুজ্জামান
স্যার সৈয়দ আহমদ কত তারিখে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল করফারেন্স প্রতিষ্ঠা করেন?
- ২৬ ডিসেম্বর ১৮৮৬
- ২৭ ডিসেম্বর ১৮৮৬
- ২৭ ডিসেম্বর ১৮৮৫
- ২৬ ডিসেম্বর ১৮৮৫
সঠিক উত্তরঃ ২৭ ডিসেম্বর ১৮৮৬
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে কার সম্পর্ক--
- রবীন্দ্রনাথ ও নাইট উপাধি
- শওকত ওসমান ও আদমজী পুরস্কার
- আজাদ হিন্দ ফৌজ ও সুভাস বসু
- গান্ধী ও অসহযোগ
সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ও নাইট উপাধি
বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন--
- সম্রাট পঞ্চম জর্জ
- লর্ড ক্যানিং
- লর্ড কার্জন
- লর্ড হার্ডিঞ্জ
সঠিক উত্তরঃ লর্ড কার্জন
- হাজী মুহম্মদ মহসীন
- সৈয়দ আমীর আলী
- নওয়াব সলিমুল্লাহ
- মাওলানা ভাসানী
সঠিক উত্তরঃ নওয়াব সলিমুল্লাহ
- লর্ড ক্যানিং
- লর্ড হার্ডিঞ্জ
- লর্ড ডালহৌসি
- লর্ড বেন্টিঙ্ক
সঠিক উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ
সিধু-কাহ্নু কোন বিদ্রোহের নেতা?
- মুণ্ডা বিদ্রোহ
- সাঁওতাল বিদ্রোহ
- চোঁয়াড় বিদ্রোহ
- কৈবর্ত্য বিদ্রোহ
সঠিক উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ
সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল?
- কলকাতার বেলগড়িয়া
- নাগপুরের জাবালকাহি
- হরিয়ানার সিলাম্পুর
- বঙ্গদেশের ব্যারাকপুর
সঠিক উত্তরঃ বঙ্গদেশের ব্যারাকপুর
ব্রিটিশ সরকার প্রদত্ত যে খেতাব মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকালে ফিরিয়ে দেনঃ
- ভারত ভূষণ
- রায় বাহাদুর
- কায়সার-ই-হিন্দ
- হিন্দ কেয়াসরি
সঠিক উত্তরঃ কায়সার-ই-হিন্দ
রাজা দেবী সিংহের অত্যাচারমূলক রাজস্ব নীতির প্রতিবাদে 'রংপুর বিদ্রোহ' কত সালে সংঘটিত হয়?
- ১৭৯৩ সালে
- ১৮৯৩ সালে
- ১৮৮৩ সালে
- ১৭৮৩ সালে
সঠিক উত্তরঃ ১৭৮৩ সালে
মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলন শুরু করেন যে শহরে--
- ডারবান
- ব্রিস্টল
- লন্ডন
- কেপটাউন
সঠিক উত্তরঃ ডারবান
তেভাগা আন্দোলনের নেতা হিসেবে সুপরিচিত--
- শেরে বাংলা এ কে ফজলুল হক
- হাজী মোহাম্মদ মহসীন
- হাজী মোহাম্মদ দানেশ
- হাজী শরীয়তুল্লাহ
সঠিক উত্তরঃ হাজী মোহাম্মদ দানেশ
সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ১৮৫৭ সালের কোন তারিখে?
- ২৯ মার্চ
- ২৬ মার্চ
- ১৯ মার্চ
- ১৫ মার্চ
সঠিক উত্তরঃ ২৯ মার্চ
প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?
- সিপাহী বিপ্লব
- আসহযোগ আন্দোলন
- জালিয়ানওয়ালাবাগের সংগ্রাম
- তিতুমীরের বাঁশের কেল্লা
সঠিক উত্তরঃ সিপাহী বিপ্লব
কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?
- ১৮৮৫ সালে
- ১৭৫৭ সালে
- ১৯২০ সালে
- ১৮৮৪ সালে
সঠিক উত্তরঃ ১৯২০ সালে
ব্রিটিশ আমলে বাংলাদেশ যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
- সৈয়দী আন্দোলন
- ফরায়েজী আন্দোলন
- কোরায়েশী আন্দোলন
- হাসেমী আন্দোলন
সঠিক উত্তরঃ ফরায়েজী আন্দোলন
'দ্বৈত শাসন' ব্যবস্থা রহিত করেন কে?
- লর্ড ভাইসরয়
- লর্ড বেন্টিক
- ওয়ারেন হেস্টিং
- লর্ড ওয়েলেসলি
সঠিক উত্তরঃ ওয়ারেন হেস্টিং
কোন আইনের দ্বারা ভারতের প্রদেশগুলোতে 'দ্বৈত শাসন ব্যবস্থা' প্রতিষ্ঠা করা হয়?
- ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন
- ১৯৩৫ সালের ভারত শাসন আইন
- ১৯১৯ সালের ভারত শাসন আইন
- ১৯০৯ সালের ভারত শাসন আইন
সঠিক উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন
কে মন্ত্রী মিশনের সদস্য ছিলেন না?
- লর্ড পেথিক লরেন্স
- এ. ভি. আলেকজান্ডার
- ক্লিমেট এটলী
- স্যার স্টাফোর্ড ক্রিপস
সঠিক উত্তরঃ ক্লিমেট এটলী
ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
- ক্যানিং
- উইলিয়াম বেন্টিংক
- ওয়ারেন হেস্টিং
- ক্লাইভ
সঠিক উত্তরঃ ওয়ারেন হেস্টিং
কোন কমিশনের রিপোর্টে বাংলার জমিদারী প্রথা বিলোপের সুপারিশ করা হয়?
- ফ্লাউড কমিশন
- হাটলি কমিশন
- উডহেড কমিশন
- ফজলুল হক কমিশন
সঠিক উত্তরঃ ফ্লাউড কমিশন
ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরী ভারত সফরে আসেন--
- ১৯১৮ সালে
- ১৯১৪ সালে
- ১৯১১ সালে
- ১৯০৫ সালে
সঠিক উত্তরঃ ১৯১১ সালে
- অসহযোগ আন্দোলনে
- শাসনতান্ত্রিক আন্দোলনে
- মহারানীর ঘোষণায়
- সিপাহী আন্দোলনে
সঠিক উত্তরঃ মহারানীর ঘোষণায়
পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল--
- চাটিগাঁ
- সমন্দর
- সোদকাওয়ান
- পোর্টো গ্রান্ডে
সঠিক উত্তরঃ পোর্টো গ্রান্ডে
বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন--
- আলীবর্দী খান
- সরফরাজ খান
- মুর্শিদকুলী খান
- ইসলাম খান
সঠিক উত্তরঃ আলীবর্দী খান
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ সংঘঠিত হয় কোন নদীর তীরে?
- দামোদর নদী
- ভাগিরথী নদী
- গঙ্গা নদী
- হুগলী নদী
সঠিক উত্তরঃ ভাগিরথী নদী
- কাজী
- কাজীউল কুজাতে
- মুসলিম ওলামা
- ফতুয়ায়ে আলমগিরি
সঠিক উত্তরঃ কাজীউল কুজাতে
দেশবাচক 'বাংলা' শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে?
- মহাভারত
- অর্থশাস্ত্র
- আইন-ই-আকবরী
- তাহরিখ-ই-হামিদিয়া
সঠিক উত্তরঃ আইন-ই-আকবরী
ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয়--
- ব্রিটিশ আমলে
- বৌদ্ধ আমলে
- মুঘল আমলে
- সুলতানি আমলে
সঠিক উত্তরঃ মুঘল আমলে
- ইউরোপীয় জাতিসমূহের প্রতি নমনীয় মনোভাব
- সেনাবাহিনীর নৈতিক অধঃপতন
- প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ
- উত্তরাধিকার নির্বাচনে প্রতিষ্ঠিত নীতির অভাব
সঠিক উত্তরঃ ইউরোপীয় জাতিসমূহের প্রতি নমনীয় মনোভাব
পানিপথের ২য় যুদ্ধ কার কার মধ্যে সংঘঠিত হয়?
- আকবর ও দাউদ খান
- আকবর ও হিমু
- হুমায়ন ও শেরশাহ
- বাবর ও ইব্রাহীম লোদী
সঠিক উত্তরঃ আকবর ও হিমু
কে বাংলাকে 'দোজখপুর নিয়ামত' বলে অভিহিত করেন?
- মা হুয়ান
- হিউয়েন সাং
- কলন্দর শাহ
- ইবনে বতুতা
সঠিক উত্তরঃ ইবনে বতুতা
সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন--
- আবদুর রহমান
- শাহবাজ খান
- টোডরমল
- আবদুল মজিদ
সঠিক উত্তরঃ টোডরমল
বাংলার স্বাধীন শাসনকর্তা খিজির খান ওরফে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ ছিলেন--
- মুঘল বংশের
- কররানী বংশের
- শূর বংশের
- সুলতান বংশের
সঠিক উত্তরঃ মুঘল বংশের
কোন মুঘল সম্রাট রেঙ্গুনে নির্বাসিত হন?
- দ্বিতীয় শাহ আলম
- দ্বিতীয় বাহাদুর শাহ
- জাহান্দার শাহ
- প্রথম বাহাদুর শাহ
সঠিক উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ
সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম--
- জাহানারা
- আরজুমান্দ বানু
- মেহের উন্নিসা
- হামিদা বানু
সঠিক উত্তরঃ মেহের উন্নিসা
বাংলাদেশে বার ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে--
- আকবরের সময়
- জাহাঙ্গীরের সময়
- আওরঙ্গজেবের সময়
- বাবরের সময়
সঠিক উত্তরঃ আকবরের সময়
কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
- সুলতানি
- মোঘল
- হুসেন শাহী
- ইলিয়াস শাহী
সঠিক উত্তরঃ হুসেন শাহী
'রক্তপাত ও কঠোর নীতি' কার শাসনের বৈশিষ্ট্য ছিল?
- আলাউদ্দিন খলজি
- গিয়াসুদ্দীন বলবান
- নাসিরুদ্দিন মাহমুদ
- সুলতানা রাজিয়া
সঠিক উত্তরঃ গিয়াসুদ্দীন বলবান
আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন?
- জাফর খান
- নসরত খান
- মালিক কাফুর
- উলুঘ খাঁ
সঠিক উত্তরঃ জাফর খান
বিখ্যাত চিত্রকর্ম 'তিন কণ্যা'এর চিত্রকর কে?
- জয়নুল আবেদীন
- কামরুল হাসান
- এস এম সুলতান
- রফিকুন্নবী
সঠিক উত্তরঃ কামরুল হাসান
পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
- আব্দুল মতিন
- ধীরেন্দ্রনাথ দত্ত
- শেরে বাংলা এ. কে.ফজলুল হক
- হোসেন সোহিদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
- অয়াসফিয়া নাজনীন
- মুসা ইব্রাহিম
- এম.এ.মুহিম
- নিশাত মজুমদার
সঠিক উত্তরঃ নিশাত মজুমদার
কোন সুলতান মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন?
- সুলতান বলবন
- আলাউদ্দিন খলজি
- মুহাম্মদ বিন তুঘলক
- ইব্রাহীম লোদী
সঠিক উত্তরঃ আলাউদ্দিন খলজি
লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
- চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- দ্বৈত শাসন ব্যবস্থা
- সতীদাহ নিবারণ ব্যবস্থা
- পুলিশ ব্যবস্থা
সঠিক উত্তরঃ পুলিশ ব্যবস্থা
মুহম্মদ বিন তুঘলকের ৫টি পরিকল্পনার একটি--
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
- কারাচিল অভিযান
- সেনাবাহিনী গঠন
- আরবি মুদ্রা প্রচলন
সঠিক উত্তরঃ কারাচিল অভিযান
মোঘল আক্রমণ প্রতিহত করে জনপ্রিয়তা অর্জন করেছেন--
- ফিরোজ শাহ তুঘলক
- মুহম্মদ বিন তুঘলক
- গিয়াস উদ্দিন তুঘলক
- এদের কেউই না
সঠিক উত্তরঃ গিয়াস উদ্দিন তুঘলক
বাংলায় স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা করেন কে?
- ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
- ফখরুদ্দিন মোবারক শাহ
- নবাব আলীবর্দী খাঁ
- নবাব সিরাজউদ্দৌলা
সঠিক উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ
বাংলার মুসলিম শাসনামলে 'আব্ওয়াব' শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?
- জমি
- খাজনা
- পানি
- নদী
সঠিক উত্তরঃ খাজনা
নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে?
- খ্রিস্টিয় পঞ্চম শতকে
- খ্রিস্টিয় চতুর্থ শতকে
- খ্রিস্টিয় তৃতীয় শতকে
- খ্রিস্টিয় প্রথম শতকে
সঠিক উত্তরঃ খ্রিস্টিয় পঞ্চম শতকে
'কৌলীন্য' প্রথা বাংলায় কে প্রবর্তন করেন?
- শ্রী চৈতন্য দেব
- বল্লাল সেন
- লক্ষ্মণ সেন
- বিজয় সেন
সঠিক উত্তরঃ বল্লাল সেন
প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?
- হর্ষবর্ধন
- সমুদ্রগুপ্ত
- অশোক
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
লর্ড ক্যানিং ভারত ঊপমহাদেশে প্রথম কোন ব্যাবস্থা চালু করেন?
- চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
- দ্বৈত শাসন ব্যবস্থা
- সতীদাহ নিবারণ ব্যবস্থা
- পুলিশ ব্যবস্থা
সঠিক উত্তরঃ পুলিশ ব্যবস্থা
- স্কন্দগুপ্ত
- সমুদ্রগুপ্ত
- বিক্রমাদিত্য
- প্রথম চন্দ্রগুপ্ত
সঠিক উত্তরঃ বিক্রমাদিত্য
গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষে কোন নদীর তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন?
- সিন্ধু
- ঝিলাম
- তাপ্তী
- বিপাশা
সঠিক উত্তরঃ সিন্ধু
বার ভূঁঞার অন্যতম ঈশা খাঁ-এর রাজধানী কোথায় ছিল?
- জাহাঙ্গীরনগর
- সোনারগাঁও
- ফরিদাবাদ
- ইসলামাবাদ
সঠিক উত্তরঃ সোনারগাঁও
বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায়?
- দক্ষিন-পূর্ববঙ্গ
- উত্তর-পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ
সঠিক উত্তরঃ উত্তরবঙ্গ
এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
- লর্ড মাউন্টব্যাটন
- স্যার পি জে হার্টজ
- স্যার উইলিয়াম জোন্স
- লর্ড ক্যানিং
সঠিক উত্তরঃ স্যার উইলিয়াম জোন্স
পার্বত্য চট্টগ্রামে ইংরেজ আমলে কে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন?
- এনায়েত খান
- শাহপরাণ
- জুম্মু খান
- রুনু খান
সঠিক উত্তরঃ জুম্মু খান
সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে কে শহীদ হন?
- গোলাম মামুন
- সূর্যসেন
- জুম্মা খান
- তিতুমীর
সঠিক উত্তরঃ তিতুমীর
ফরায়েজী আন্দোলনের জন্য কে বাংলার বিভিন্ন অঞ্চলে খলিফা নিয়োগ করেন?
- হাজী শরীয়তউল্লাহ
- দুদু মিয়া
- চেরাগ আলী
- মজনু শাহ
সঠিক উত্তরঃ দুদু মিয়া
- ১৮৫৬
- ১৮৫৭
- ১৯১৮
- ১৯২২
সঠিক উত্তরঃ ১৯২২
নাড়িকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মান করেন--
- দুদুমিয়া
- তিতুমীর
- গোলাম মাসুদ
- মজনু শাহ
সঠিক উত্তরঃ তিতুমীর
ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন--
- মুন্সী মেহেরুল্লাহ
- হাজী শরীয়ত উল্লাহ
- সূর্যসেন
- তিতুমীর
সঠিক উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ
বাবা আদম নামক দরবেশ বাংলাদেশের কোন অঞ্চলে খানকাহ গড়ে তোলেন?
- বিক্রমপুর
- সিলেট
- রাজশাহী
- বগুড়া
সঠিক উত্তরঃ বিক্রমপুর
দরবেশ শাহ সুলতান রুমী বাংলাদেশের কোন অঞ্চলে আসেন?
- ময়মনসিংহ
- বগুড়া
- বিক্রমপুর
- ঢাকা
সঠিক উত্তরঃ ময়মনসিংহ
'অদ্ভুত সাগর' ও 'দান সাগর' রচনা করেন--
- হেমন্ত সেন
- বল্লাল সেন
- লক্ষ্মণ সেন
- বিজয় সেন
সঠিক উত্তরঃ বল্লাল সেন
বাংলায় প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন--
- ইলতুৎমিশ
- মুহম্মদ ঘুরী
- নাসিরুদ্দিন মাহমুদ
- সুলতান মাহমুদ
সঠিক উত্তরঃ নাসিরুদ্দিন মাহমুদ
- আনন্দের নগরী
- ধনসম্পদপূর্ণ নগরী
- ভাটির দেশ
- বিদ্রোহের নগরী
সঠিক উত্তরঃ বিদ্রোহের নগরী
দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দিয়েছিলেন--
- বলগাকপুর
- আগ্রাবাদ
- জাহানাবাদ
- জাহাঙ্গীরনগর
সঠিক উত্তরঃ বলগাকপুর
শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?
- ৫১৮ খ্রিস্টাব্দে
- ৭১২ খ্রিস্টাব্দে
- ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
- ৫১২ খ্রিস্টাব্দের পরে
সঠিক উত্তরঃ ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
কোন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে?
- আর্য জাতি
- আরাকান জাতি
- মঙ্গোলীয় জাতি
- হুন জাতি
সঠিক উত্তরঃ হুন জাতি
- ৯ম শতকের শুরুতে
- ৮ম শতকের পূর্বে
- ষষ্ঠ শতকের শুরুতে
- ৫ম শতকে
সঠিক উত্তরঃ ষষ্ঠ শতকের শুরুতে
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল--
- ৪২০-৪৪০ সাল
- ৪২২--৪৪২ সাল
- ৩৮০-৪১৫ সাল
- ৩৪০-৩৮০ সাল
সঠিক উত্তরঃ ৩৮০-৪১৫ সাল
কাকে 'প্রাচীন ভারতের নেপোলিয়ন' বলা হয়?
- সম্রাট আকবর
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- সমুদ্রগুপ্ত
- চন্দ্রগুপ্ত
সঠিক উত্তরঃ সমুদ্রগুপ্ত
তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
- রেডিও পাকিস্থান,চট্টগ্রাম
- চট্টগ্রাম বেতার কেন্দ্র
- কালুরঘাট বেতারকেন্দ্র
সঠিক উত্তরঃ কালুরঘাট বেতারকেন্দ্র
শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?
- গণভবন
- ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
- আহসান মঞ্জিল
- বঙ্গভবন
সঠিক উত্তরঃ ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
হানাদার পাকিস্থানী সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?
- ৭ মার্চ, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
- ২৬ মার্চ, ১৯৭১
- ২৭ মার্চ, ১৯৭১
সঠিক উত্তরঃ ২৫ মার্চ, ১৯৭১
নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে -
- বাংলাদেশ ও যুক্তরাজ্য
- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
- বাংলাদেশ ও ফ্রান্স
- যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
সঠিক উত্তরঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
- জেনারেল নিয়াজী
- জেনারেল টিক্কা খান
- জেনারেল ইয়াহিয়া খান
- জেনারেল হামিদ খান
সঠিক উত্তরঃ জেনারেল ইয়াহিয়া খান
৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
- ৬ দফা
- ৪ দফা
- ১১ দফা
- ৭ দফা
সঠিক উত্তরঃ ৪ দফা
- ১ মার্চ
- ৩ মার্চ
- ৫ মার্চ
- ৭ মার্চ
সঠিক উত্তরঃ ৭ মার্চ
৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
- সামরিক আইন জারি করা
- স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
- অনশন ধর্মঘট আহবান
- পুনরায় নির্বাচন দাবি
সঠিক উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন -
- পল্টন ময়দানে
- মানিক মিয়া এ্যাভিনিউতে
- সোহরাওয়ার্দী উদ্যানে
- লালদিঘী ময়দানে
সঠিক উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে
- শের-ই বাংলার ভাষণ
- সোহরাওয়ার্দীর ভাষণ
- মাওলানা ভাষানীর ভাষণ
- বঙ্গবন্ধুর ভাষণ
সঠিক উত্তরঃ বঙ্গবন্ধুর ভাষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয় ?
- ১০ জানুয়ারী, ১৯৭২
- ১৬ ডিসেম্বর, ১৯৭১
- ২৬ মার্চ, ১৯৭১
- ৩ মার্চ, ১৯৭১
সঠিক উত্তরঃ ৩ মার্চ, ১৯৭১
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
- ৩৩০ টি আসন
- ১৬৭ টি আসন
- ১৭২ টি আসন
- ৩০০ টি আসন
সঠিক উত্তরঃ ১৬৭ টি আসন
১৯৭০ সালে পাকিস্থানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে?
- মুসলিম লীগ
- আওয়ামী লীগ
- পিপলস পার্টি
- ন্যাশনাল আওয়ামী পার্টি
সঠিক উত্তরঃ আওয়ামী লীগ
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
- এগার দফা
- একুশ দফা
- ছয় দফা
- আটার দফা
সঠিক উত্তরঃ এগার দফা
- ২২ এপ্রিল
- ২২ জানুয়ারী
- ২২ মার্চ
- ২২ ফেব্রুয়ারী
সঠিক উত্তরঃ ২২ ফেব্রুয়ারী
আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন
- ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে
- ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান
সঠিক উত্তরঃ ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান
'শহীদ আসাদ দিবস' পালিত হয় কবে?
- ১৫ জানুয়ারী
- ২০ জানুয়ারী
- ২৫ জানুয়ারী
- ৩০ জানুয়ারী
সঠিক উত্তরঃ ২০ জানুয়ারী
আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?
- প্রচন্ড গণআন্দোলনের জন্য
- দয়াপরবশ হয়ে
- আভিযোগ প্রমাণিত না হওয়ায়
- বিচারকের মৃত্যুর ফলে
সঠিক উত্তরঃ প্রচন্ড গণআন্দোলনের জন্য
আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -
- ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
- ২০ মার্চ,১৯৬৮
- ১৮ ফেব্রুয়ারী,১৯৭০
- ৫ ডিসেম্ব্র,১৯৬৮
সঠিক উত্তরঃ ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
- আমজাদ খাঁ
- সার্জেন্ট জহুরুল হক
- মকবুল ভুঁইয়া
- কৃষ্ণ দুগার
সঠিক উত্তরঃ সার্জেন্ট জহুরুল হক
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
- ৩৪ জন
- ৩৫ জন
- ৩৬ জন
- ৩২ জন
সঠিক উত্তরঃ ৩৫ জন
আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
- জানুয়ারি,১৯৬৮
- মার্চ,১৯৬৮
- এপ্রিল,১৯৬৮
- মে,১৯৬৮
সঠিক উত্তরঃ জানুয়ারি,১৯৬৮
নিচের কোন কর্মসূচীকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয় ?
- ১১ দফা
- ২১ দফা
- ৬ দফা
- ৪ দফা
সঠিক উত্তরঃ ৬ দফা
আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা -
- রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
- ধর্ম নিরপেক্ষতা
- স্বাতন্ত্র্য মুদ্রা
- প্রাদেশিক স্বায়ত্তশাসন
সঠিক উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন
ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো -
- বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
- অর্থনৈতিক মুক্তি আন্দোলন
- ভাষা আন্দোলনের সফল বাস্তবায়ন
- শিক্ষা সংস্কার
সঠিক উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
- দুই অঞ্চলের পথকীকরণ(Separation of two wings)
- পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
- বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা (Declaration of Independent Bangladesh)
- ছয়টি প্রদেশ সৃষ্টি (Creation of provinces)
সঠিক উত্তরঃ পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
- মাওলানা ভাসানী
- কমরেড মুজাফফর আহম্মদ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
'ছয়-দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
- ২১ ফেব্রুয়ারি ১৯৫৪
- ২২ মার্চ ১৯৫৮
- ২০ এপ্রিল ১৯৬২
- ২৩ মার্চ ১৯৬৬
সঠিক উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬
ঐতিহাসিক 'ছয় দফা' কবে ঘোষনা করা হয়?
- ১ ফেব্রুয়ারী
- ৫ ফেব্রুয়ারী
- ৭ ফেব্রুয়ারী
- ৭ মার্চ
সঠিক উত্তরঃ ৫ ফেব্রুয়ারী
- ঢাকায়
- নারায়ণগঞ্জে
- লাহোরে
- করাচীতে
সঠিক উত্তরঃ লাহোরে
বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল -
- আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
- আগরতলা ষড়যন্ত্র মামলা
- ভারত-পাকিস্থান যুদ্ধ
- উনিশ দফা আন্দোলন
সঠিক উত্তরঃ ভারত-পাকিস্থান যুদ্ধ
পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন -
- আইয়ুব খান
- ইয়াহিয়া খান
- টিক্কা খান
- নূর খান
সঠিক উত্তরঃ আইয়ুব খান
প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে 'আসসালামুআলাইকুম' জানিয়েছিলেন কে ?
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
- শেখ মুজিবুর রহমান
- শের-এ বাংলা এ, কে ফজলুল হক
সঠিক উত্তরঃ মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
ঐতিহাসিক 'কাগমারী সম্মেলনে' নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
- স্যার সলিমুল্লাহ
- শহীদ তিতুমীর
- মাওলানা ভাসানী
- সোহরাওয়ার্দী
সঠিক উত্তরঃ মাওলানা ভাসানী
- রোজ গার্ডেনে
- সিরাজগঞ্জে
- সন্তোষে
- সুনামগঞ্জে
সঠিক উত্তরঃ সন্তোষে
ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল?
- প্রাদেশিক স্বায়ত্তশাসন
- পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
- বিনা ক্ষতিপূরণে জমিদারী স্বত্ত্বের উচ্ছেদ সাধন
সঠিক উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
- নুরুল আমিন
- আতাউর রহমান খান
- এ কে ফজলুল হক
- আবু হোসেন সরকার
সঠিক উত্তরঃ এ কে ফজলুল হক
১৯৫৪ সালে পূর্ব পাকিস্থান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয় ?
- আওয়ামী লীগ
- কৃষক প্রজা পার্টি
- নেজামে ইসলাম
- ন্যাশনাল আওয়ামী পার্টি
সঠিক উত্তরঃ ন্যাশনাল আওয়ামী পার্টি
তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে -
- ১৯৫৪ সালে
- ১৯৫২ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৬৬ সালে
সঠিক উত্তরঃ ১৯৫৬ সালে
১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
- এক রাজনৈতিক মতবাদের
- এক সাংস্কৃতিক আন্দোলনের
- এক নতুন জাতীয় চেতনার
- এক নতুন সমাজ ব্যবস্থার
সঠিক উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,মহীরুহে পরিনত হয় -
- ১৯৪৮ সালে
- ১৯৪৯ সালে
- ১৯৫১ সালে
- ১৯৫২ সালে
সঠিক উত্তরঃ ১৯৫২ সালে
১৯৫২সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
- খাজা নাজিমুদ্দিন
- নুরুল আমিন
- আতাউর রহমান খান
- আবু হোসেন সরকার
সঠিক উত্তরঃ নুরুল আমিন
ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- খাজা নাজিমুদ্দিন
- নুরুল আমিন
- লিয়াকত আলী খান
- মুহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
- ৬ তারিখ
- ৮ তারিখ
- ১০ তারিখ
- ১২ তারিখ
সঠিক উত্তরঃ ৮ তারিখ
- 1948
- 1950
- 1952
- 1954
সঠিক উত্তরঃ 1952
- খাজা নাজিমুদ্দিন
- লিয়াকত আলী খান
- মোহাম্মদ আলী জিন্নাহ
- আইয়ুব খান
সঠিক উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 'ভাষা দিবস' বলে একটি দিন পালন করা হত ।দিনটি ছিল কি?
- ৩০ জানুয়ারি
- ২৬ ফেব্রুয়ারী
- ১১ মার্চ
- ২১ এপ্রিল
সঠিক উত্তরঃ ১১ মার্চ
কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়?
- ১৯৪৮ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫২ সালে
- ১৯২০ সালে
সঠিক উত্তরঃ ১৯৪৮ সালে
পাকিস্থানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবী জানান -
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- শেরে বাংলা এ কে ফজলুল হক
- কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
সঠিক উত্তরঃ কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন -
- খাজা নাজিমুদ্দিন
- নূরুল হক ভূইয়া
- ধীরেন্দ্র নাথ দত্ত
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
- আবুল হাসেম
- শেখ মুজিবুর রহমান
- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- ধীরেন্দ্র নাথ দত্ত
সঠিক উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত?
- কবি
- স্বাধীনতা সংগ্রামী
- বিশিষ্ট লেখক
- বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
সঠিক উত্তরঃ বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত -
- জ্যোতিমর্ষ গুহ ঠাকুরতা
- জিতেন ঘোষ
- মুহাম্মদ আব্দুল হাই
- ধীরেন্দ্র নাথ দত্ত
সঠিক উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
- ১৯৫০
- ১৯৫১
- ১৯৫২
- ১৯৬১
সঠিক উত্তরঃ ১৯৫০
বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
- যুক্তফ্রন্ট গঠন
- ভাষা আন্দোলন
- আগরতলা ষড়যন্ত্র মামলা
- আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
সঠিক উত্তরঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
- যুগ্ম সম্পাদক
- সম্পাদক
- সহ-সভাপতি
- কোনটিই না
সঠিক উত্তরঃ যুগ্ম সম্পাদক
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
- শেখ মুজিবুর রহমান
- মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
- শামসুল হক
- আবুল হাসিম
সঠিক উত্তরঃ শামসুল হক
আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- মাওলানা আবুল কালাম আজাদ
- শেখ মুজিবুর রহমান
- মাওলানা ভাসানী
সঠিক উত্তরঃ মাওলানা ভাসানী
আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
- আওয়ামী পার্টি
- আওয়ামী জাতীয় পার্টি
- আওয়ামী মুসলিম লীগ
- আওয়ামী লীগ
সঠিক উত্তরঃ আওয়ামী মুসলিম লীগ
১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন -
- নুরুল আমিন
- আতাউর রহমান
- খাজা নাজিম উদ্দীন
- আবু হোসেন সরকার
সঠিক উত্তরঃ খাজা নাজিম উদ্দীন
ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- সামাজিক
- সাংস্কৃতিক
সঠিক উত্তরঃ রাজনৈতিক
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Who was the last chief minister of undivided Bengal ?)
- এ. কে. ফজলুল হক (A.K.Fazlul Haque)
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
- আবুল হাসেম (Abul Hashem)
- খাজা নাজিমুদ্দিন (Khaja Nazim Uddin)
সঠিক উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী -
- আবুল হাসেম
- এ কে ফজলুল হক
- শহীদ সোহরাওয়ার্দী
- খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
- স্বাধীন বাংলা প্রস্তাব
- পাকিস্তান প্রস্তাব
- ভারত বিভাগের প্রস্তাব
- ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
সঠিক উত্তরঃ ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
- ১৩ ফেব্রুয়ারী ১৯৪০
- ১৩ মার্চ ১৯৪০
- ২৩ মার্চ ১৯৪০
- ২৩ মার্চ ১৯৪২
সঠিক উত্তরঃ ২৩ মার্চ ১৯৪০
১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
- লিয়াকত আলী খান
- এ কে ফজলুল হক
- মোহাম্মদ আলী জিন্নাহ
- খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তরঃ এ কে ফজলুল হক
বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন -
- মোহাম্মদ আলী জিন্নাহ
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- লিয়াকত আলী খান
- এ, কে ফজলুল হক
সঠিক উত্তরঃ এ, কে ফজলুল হক
দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
- আল্লামা ইকবাল
- স্যার সৈয়দ আহম্মদ
- মোহাম্মদ আলী জিন্নাহ
- স্যার সলিমুল্লাহ
সঠিক উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- এ কে ফজলুল হক
- আতাউর রহমান খান
সঠিক উত্তরঃ এ কে ফজলুল হক
বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয় ?
- এ. কে. ফজলুল হক
- এইচ.এস. সোহরাওয়ার্দী
- খাজা নাজিম উদ্দীন
- নুরুল আমিন
সঠিক উত্তরঃ এ. কে. ফজলুল হক
অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী -
- খাজা নাজিমুদ্দিন
- এ কে ফজলুল হক
- মহাম্মদ আলী
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তরঃ এ কে ফজলুল হক
কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- মোহাম্মদ আলী জিন্নাহ
- এ, কে ফজলুল হক
- মওলানা ভাসানী
সঠিক উত্তরঃ এ, কে ফজলুল হক
১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
- বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
- খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন
- বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন
- গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
সঠিক উত্তরঃ বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- মাওলানা মোহাম্মদ আলী
- আগা খান
- আব্দুর রহিম
সঠিক উত্তরঃ মাওলানা মোহাম্মদ আলী
খিলাফত আন্দোলনের অন্যতম নেতা -
- খাজা নাজিমউদ্দিন
- মোহাম্মদ আলী জিন্নাহ
- মওলানা মহাম্মদ আলী
- এ, কে ফজলুল হক
সঠিক উত্তরঃ মওলানা মহাম্মদ আলী
নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
- জওহরলাল নেহেরু
- মওলানা আবুল কলাম আজাদ
- মহাত্না গান্ধী
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ মহাত্না গান্ধী
প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
- দেশবন্ধু চিওরঞ্জন দাসের
- মাস্টারদা সূর্যসেনের
- নেতাজী সুভাষ চন্দ্র বসুর
- মহাত্না গান্ধীর
সঠিক উত্তরঃ মাস্টারদা সূর্যসেনের
প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন -
- তেভাগা আন্দোলনে
- ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
- ১৯৭১ -এর মুক্তিযুদ্ধে
- সত্যাগ্রহ আন্দোলন
সঠিক উত্তরঃ ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল?
- মেদিনীপুরে
- ব্যারাকপুরে
- চট্টগ্রামে
- আন্দামানে
সঠিক উত্তরঃ চট্টগ্রামে
যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম -
- কিংসফোর্ড
- লর্ড হার্ডিঞ্জ
- হডসন
- সিম্পসন
সঠিক উত্তরঃ কিংসফোর্ড
বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?
- বলভভাই প্যাটেল
- অরবিন্দ ঘোষ
- হাজী শরীয়তউল্লাহ
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি -
- এ্যালান অক্টোভিয়ান হিউম
- আনন্দমোহন বসু
- মতিলাল নেহেরু
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তরঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -
- জওহরলাল নেহেরু
- মহাত্না গান্ধী
- অক্টোভিয়ান হিউম
- ইন্দিরা গান্ধী
সঠিক উত্তরঃ অক্টোভিয়ান হিউম
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
- ১৮৫৮ সালে
- ১৮৮৫ সালে
- ১৯০৬ সালে
- ১৯০৯ সালে
সঠিক উত্তরঃ ১৮৮৫ সালে
- সুমত্রা দেবী
- তারামন বিবি
- ইলা মিত্র
- মহাশ্বেতা দেবী
সঠিক উত্তরঃ ইলা মিত্র
- ওয়াহাবী আন্দোলনে
- নীল বিদ্রোহে
- তেভাগা আন্দোলনে
- সিপাহী বিদ্রোহে
সঠিক উত্তরঃ তেভাগা আন্দোলনে
কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয়?
- নীলচাষ নিষিদ্ধ করার ফলে
- নীলকরদের অত্যাচারের ফলে
- নীলচাষীদের বিদ্রোহের ফলে
- কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
সঠিক উত্তরঃ নীলচাষীদের বিদ্রোহের ফলে
- ১৪৪২-৪৪ সালে
- ১৮৫৯-৬২ সালে
- ১৮৯৪-৯৬ সালে
- ১৯১৭-২০ সালে
সঠিক উত্তরঃ ১৮৫৯-৬২ সালে
পাক-ভারত-বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়?
- ১৭৫১
- ১৮৫৭
- ১৯৫২
- ১৯৭১
সঠিক উত্তরঃ ১৮৫৭
জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা?
- তিতুমীর
- ফকির মজনু শাহ
- দুদু মিয়া
- হাজী শরীয়তুল্লাহ
সঠিক উত্তরঃ দুদু মিয়া
বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
- শাহ ওয়ালীউল্লাহ
- হাজী শরীয়তুল্লাহ
- পীর মহসীন
- তিতুমীর
সঠিক উত্তরঃ হাজী শরীয়তুল্লাহ
তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
- বারাসাত
- নারিকেলবারিয়া
- চাঁদপুর
- হায়দারপুর
সঠিক উত্তরঃ নারিকেলবারিয়া
বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
- ফকির মজনু শাহ্
- দুদু মিয়া
- তিতুমীর
- মীর কাশিম
সঠিক উত্তরঃ তিতুমীর
ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে -
- ১৭৬০ খ্রিষ্টাব্দে
- ১৮৬০ খ্রিষ্টাব্দে
- ১৬০০ খ্রিষ্টাব্দে
- ১৬৮৫ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তরঃ ১৭৬০ খ্রিষ্টাব্দে
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
- রাজা ত্রিদিব রায়
- রাজা ত্রিভুবন চাকমা
- জুম্মা খান
- জোয়ান বকস খাঁ
সঠিক উত্তরঃ জোয়ান বকস খাঁ
ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
- সপ্তদশ শতাব্দীতে
- অষ্টদশ শতাব্দীতে
- ঊনবিংশ শতাব্দীতে
- বিংশ শতাব্দীতে
সঠিক উত্তরঃ অষ্টদশ শতাব্দীতে
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -
- ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
- নীল বিদ্রোহ
- আগস্ট(১৯৪২) বিদ্রোহ
- সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তরঃ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন -
- স্যার জন হাবার্ট
- এন্ডারসন
- স্যার এফ বারোজ
- আর জি কেসি
সঠিক উত্তরঃ স্যার এফ বারোজ
১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত -
- র্যাডক্লিফ কমিশন
- সাইমন কমিশন
- লরেন্স কমিশন
- ম্যাকডোনাল্ড কমিশন
সঠিক উত্তরঃ র্যাডক্লিফ কমিশন
ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
- এটলি
- চার্চিল
- ডিজরেইলি
- গ্লাডস্টোন
সঠিক উত্তরঃ এটলি
কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?
- লর্ড মাউন্টব্যাটেন
- লর্ড কর্ণওয়ালিস
- লর্ড বেন্টিং
- লর্ড ডালহৌসি
সঠিক উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন
বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
- লর্ড ওয়াভেল
- লর্ড কার্জন
- লর্ড বেন্টিক
- লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন
ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় -
- ১৯১২ সালে
- ১৮১২ সালে
- ১৮৫৭ সালে
- ১৮৬৫ সালে
সঠিক উত্তরঃ ১৯১২ সালে
পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
- ফুলার
- কার্জন
- মিন্টো
- হেস্টিংস
সঠিক উত্তরঃ ফুলার
১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?
- ব্যামফিল্ড ফুলার
- লর্ড মিন্টো
- লর্ড কার্জন
- ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তরঃ ব্যামফিল্ড ফুলার
প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
- হেস্টিংস
- কার্জন
- কর্ণওয়ালিস
- ডালহৌসি
সঠিক উত্তরঃ কার্জন
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
- লর্ড মিন্টো
- লর্ড চেমসফোর্ড
- লর্ড কার্জন
- লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তরঃ লর্ড কার্জন
ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন?
- লর্ড কার্জন
- লর্ড লিটন
- লর্ড হার্ডিঞ্জ
- লর্ড মিন্টো
সঠিক উত্তরঃ লর্ড কার্জন
- লর্ড কর্ণওয়ালিশ
- লর্ড ক্লাইভ
- লর্ড কার্জন
- লর্ড মাউন্টব্যাটন
সঠিক উত্তরঃ লর্ড কার্জন
১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?
- পূর্ব পাকিস্থান
- পূর্ববঙ্গ ও আসাম
- পূর্ববঙ্গ ও উড়িষ্যা
- পূর্ববঙ্গ
সঠিক উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম
বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
- পূর্ব বাংলা ও বিহার
- পূর্ববঙ্গ ও আসাম
- পূর্ববঙ্গ ও উড়িষ্যা
- পূর্ববঙ্গ
সঠিক উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম
১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
- মুসলিম লীগ প্রতিষ্ঠা
- বঙ্গভঙ্গ
- গান্ধী হত্যা
- ভারত বিভক্তি
সঠিক উত্তরঃ বঙ্গভঙ্গ
লর্ড লিটন কতসালে 'আর্মস অ্যাক্ট' প্রবর্তন করেন?
- ১৮৭৬ সালে
- ১৮৭৮ সালে
- ১৮৮০ সালে
- ১৮৮২ সালে
সঠিক উত্তরঃ ১৮৭৮ সালে
ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক -
- লর্ড কার্জন
- লর্ড রিপন
- লর্ড ডাফরিন
- লর্ড লিটন
সঠিক উত্তরঃ লর্ড রিপন
ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান -
- রমনা পার্ক
- ন্যাশনাল পার্ক
- গুলশান পার্ক
- বাহাদুরশাহ পার্ক
সঠিক উত্তরঃ বাহাদুরশাহ পার্ক
ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় -
- ১৭৫৮ সালে
- ১৮৫৮ সালে
- ১৭৯২ সালে
- ১৮৬২ সালে
সঠিক উত্তরঃ ১৮৫৮ সালে
ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?
- ১৮৫৭
- ১৮৫৮
- ১৮৫৯
- ১৮৬০
সঠিক উত্তরঃ ১৮৫৮
ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় -
- লর্ড ওয়েলেসলি
- লর্ড বেন্টিংক
- লর্ড ক্যানিং
- লর্ড ডালহৌসি
সঠিক উত্তরঃ লর্ড ডালহৌসি
স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
- অযোধ্যা
- পাঞ্জাব
- নাগপুর
- হায়দ্রাবাদ
সঠিক উত্তরঃ নাগপুর
সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
- লর্ড কর্ণওয়ালিস
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- লর্ড বেন্টিঙ্ক
সঠিক উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক
মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
- ওয়েলেসলি
- ওয়ারেন হেস্টিংস
- কর্ণওয়ালিস
- ডালহৌসি
সঠিক উত্তরঃ ওয়েলেসলি
- ব্যাঙ্গোলারের শাসনকর্তা
- মহীশূরের শাসনকর্তা
- অযোধ্যার শাসনকর্তা
- মীরাটের নবাব
সঠিক উত্তরঃ মহীশূরের শাসনকর্তা
অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক -
- লর্ড ক্লাইভ
- লর্ড ওয়েলেসলি
- লর্ড মিন্টো
- লর্ড বেন্টিঙ্ক
সঠিক উত্তরঃ লর্ড ওয়েলেসলি
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন?
- লর্ড কর্ণওয়ালিস
- লর্ড বেন্টিংক
- লর্ড ক্লাইভ
- লর্ড ওয়াভেল
সঠিক উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস
চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
- ২২-৩-১৮৯৩
- ২২-৩-১৮০৫
- ২২-৩-১৭৯৩
- ১৬-৩-১৭৯৬
সঠিক উত্তরঃ ২২-৩-১৭৯৩
বাংলার "ছিয়াত্তরের মনন্তর" এর সময় কালঃ
- ১৭৭০ খ্রীষ্টাব্দ
- ১৭৬০ খ্রীষ্টাব্দ
- ১৭৬৫ খ্রীষ্টাব্দ
- ১৭৫৬ খ্রীষ্টাব্দ
সঠিক উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ
'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
- বাংলা ১০৭৬ সালে
- বাংলা ১১৭৬ সালে
- বাংলা ১৩৭৬ সালে
- ইংরেজী ১৮৭৬ সালে
সঠিক উত্তরঃ বাংলা ১১৭৬ সালে
বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
- লর্ড কর্ণওয়ালিস
- লর্ড ক্লাইভ
- নবাব মীর কাসেম
- ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তরঃ লর্ড ক্লাইভ
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন -
- শাহ্ সুজা
- মীর জাফর
- ফররুখ শিয়ার
- দ্বিতীয় শাহ্ আলম
সঠিক উত্তরঃ দ্বিতীয় শাহ্ আলম
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
- ১৬৯০
- ১৭৬৫
- ১৭৯৩
- ১৮২৯
সঠিক উত্তরঃ ১৭৬৫
কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
- ইংল্যান্ড
- ফ্রান্স
- হল্যান্ড
- ডেনমার্ক
সঠিক উত্তরঃ ইংল্যান্ড
ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন -
- আকবরের আমলে
- জাহাঙ্গীরের আমলে
- শাহজাহানের আমলে
- আলমগীরের আমলে
সঠিক উত্তরঃ শাহজাহানের আমলে
কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন?
- আকবর
- শাহবাজ খান
- মুর্শিদকুলি খান
- জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ জাহাঙ্গীর
সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
- ক্যাপ্টেন হাকিন্স
- এডওয়ার্ডস
- স্যার টমাস রো
- উইলিয়াম কেরি
সঠিক উত্তরঃ ক্যাপ্টেন হাকিন্স
দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
- শের শাহ
- আকবর
- জাহাঙ্গীর
- আওরঙ্গজেব
সঠিক উত্তরঃ শের শাহ
ইউরোপের কোন দেশের অধিবাসীদের 'ডাচ' বলা হয় ?
- নেদারল্যান্ড
- ডেনমার্ক
- পর্তুগাল
- স্পেন
সঠিক উত্তরঃ নেদারল্যান্ড
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন -
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসীরা
- পর্তুগীজরা
সঠিক উত্তরঃ পর্তুগীজরা
কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসীরা
- পর্তুগীজরা
সঠিক উত্তরঃ পর্তুগীজরা
কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?
- ফার্ডিন্যান্ড ম্যাগেলান
- ফ্রান্সিস ড্রেক
- ভাস্কো ডা গামা
- ক্রিস্টেফার কলম্বাস
সঠিক উত্তরঃ ভাস্কো ডা গামা
কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?
- ১৪৯৮ সালে
- ১৪৯২ সালে
- ১৫১৭ সালে
- ১৬৪৮ সালে
সঠিক উত্তরঃ ১৪৯৮ সালে
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে?
- ১৪৮৭ সালে
- ১৩৮৭ সালে
- ১৫৮৭ সালে
- ১৬৮৭ সালে
সঠিক উত্তরঃ ১৪৮৭ সালে
কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয়?
- ১৪৮৭ সালে
- ১৪৯০ সালে
- ১৪৯৮ সালে
- ১৫০২ সালে
সঠিক উত্তরঃ ১৪৮৭ সালে
- January 23,1757
- February 23,1857
- June 23,1757
- May 14,1757
সঠিক উত্তরঃ June 23,1757
কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
- পলাশীর যুদ্ধ
- পানিপথের যুদ্ধ
- বক্সারের যুদ্ধ
- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তরঃ পলাশীর যুদ্ধ
মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
- জলদস্যুরা
- পর্তুগিজরা
- বর্গীরা
- ইংরেজরা
সঠিক উত্তরঃ বর্গীরা
কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
- ইসলাম খান
- শায়েস্তা খান
- মুর্শিদকুলি খান
- আলীবর্দি খান
সঠিক উত্তরঃ মুর্শিদকুলি খান
বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
- ইসলাম খান
- মুশির্দকুলী খাঁ
- শায়েস্তা খাঁ
- আলীবর্দি খাঁ
সঠিক উত্তরঃ মুশির্দকুলী খাঁ
কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?
- কাসিম খান
- ইসলাম খান
- মীর জুমলা
- শায়েস্তা খাঁ
সঠিক উত্তরঃ শায়েস্তা খাঁ
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
- নবাব সিরাজউদ্দৌলা
- শায়েস্তা খাঁ
- ঈসা খাঁ
- সুবেদার ইসলাম খান
সঠিক উত্তরঃ শায়েস্তা খাঁ
ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত -
- চকবাজারে
- সদরঘাটে
- লালবাগ
- ইসলামপুর
সঠিক উত্তরঃ চকবাজারে
কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
- ইসলাম খান
- রাজা মানসিংহ
- মীর জুমলা
- শায়েস্তা খাঁ
সঠিক উত্তরঃ শায়েস্তা খাঁ
- চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
- পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
- মুঘল শাসনামলে (During Mughal period)
- চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
সঠিক উত্তরঃ মুঘল শাসনামলে (During Mughal period)
কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
- মুর্শিদকুলী খাঁ
- শায়েস্তা খাঁ
- আলীবর্দি খাঁ
- উপরের কোনটিই সত্য নয়
সঠিক উত্তরঃ শায়েস্তা খাঁ
বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
- মুর্শিদকুলী খাঁ
- ইসলাম খাঁ
- শায়েস্তা খাঁ
- ঈসা খাঁ
সঠিক উত্তরঃ শায়েস্তা খাঁ
কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
- বখতিয়ার খিলজি
- মুশির্দকুলী খাঁ
- সম্রাট জাহাঙ্গীর
- শেরশাহ্
সঠিক উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর
- ইসলামাবাদ
- পরীবাগ
- জাহাঙ্গীরনগর
- সোনারগাঁও
সঠিক উত্তরঃ জাহাঙ্গীরনগর
ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন -
- শাহজাদা আজম খাঁ
- নবাব শায়েস্তা খাঁ
- যুবরাজ
- সুবেদার ইসলাম খান
সঠিক উত্তরঃ সুবেদার ইসলাম খান
বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন -
- শাহ্ সুজা
- মীর জুমলা
- শায়েস্তা খাঁ
- ইসলাম খান
সঠিক উত্তরঃ ইসলাম খান
ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন -
- সম্রাট আকবর
- সম্রাট জাহাঙ্গীর
- ইসলাম খাঁ
- শায়েস্তা খাঁন
সঠিক উত্তরঃ ইসলাম খাঁ
ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
- ইসলাম খান
- ইব্রাহীম খাঁন
- শায়েস্তা খাঁন
- মীর জুমলা
সঠিক উত্তরঃ ইসলাম খান
ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
- ১২৫৫ খ্রিষ্টাব্দে
- ১৬১০ খ্রিষ্টাব্দে
- ১৯০৫ খ্রিষ্টাব্দে
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তরঃ ১৬১০ খ্রিষ্টাব্দে
- ব্রিটিশ আমলে
- সুলতানি আমলে
- মুঘল আমলে
- স্বাধীন নবাবী আমলে
সঠিক উত্তরঃ মুঘল আমলে
কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
- আকবর
- শাহজাহান
- বাবর
- জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ শাহজাহান
বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে -
- বাবরের সময়
- আওরঙ্গজেবের সময়
- জাহাঙ্গীরের সময়
- আকবরের সময়
সঠিক উত্তরঃ আকবরের সময়
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করে?
- সম্রাট আকবর
- ঈসা খাঁ
- সুবেদার ইসলাম খান
- শাহজাদা আজম
সঠিক উত্তরঃ ঈসা খাঁ
ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
- শামসউদ্দিন ফিরোজ শাহ্
- হাজী ইলিয়াস শাহ্
- হোসাইন শাহ্
- ফখরুদ্দিন মোবারক শাহ্
সঠিক উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্
কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
- মুহম্মদ বিন কাসেম
- মুহম্মদ বিন তুঘলক
- সম্রাট হুমায়ূন
- সম্রাট আকবর
সঠিক উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে -
- সম্রাট অশোক
- চন্দ্রগুপ্ত মৌর্য
- শশাঙ্ক
- হর্ষবর্ধন
সঠিক উত্তরঃ হর্ষবর্ধন
চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
- সমুদ্রগুপ্ত
- প্রথম চন্দ্রগুপ্ত
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- অশোক
সঠিক উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন?
- প্রথম চন্দ্রগুপ্ত
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- তৃতীয় চন্দ্রগুপ্ত
- এদের কারো সময়েই নয়
সঠিক উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
- ২০১-২১০ খ্রিষ্টাব্দ
- ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
- ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
- ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তরঃ ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপুর্ন নরক' বলে অভিহিত করেন?
- ফা-হিয়েন
- ইবনে বতুতা
- হিউয়েন সাং
- ইবনে খলদুন
সঠিক উত্তরঃ ইবনে বতুতা
মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন ?
- কলম্বাস
- ইবনে বতুতা
- কালিদাস
- বখতিয়ার খলজি
সঠিক উত্তরঃ ইবনে বতুতা
নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
- ফা-হিয়েন
- ইবনে বতুতা
- মার্কো পোলো
- হিউয়েন সাং
সঠিক উত্তরঃ ইবনে বতুতা
শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে -
- আলাউদ্দিন হুসেন শাহ্
- নাসিরউদ্দিন মাহমুদ শাহ্
- গিয়াস উদ্দিন ইওজ খলজি
- নুসরত শাহ্
সঠিক উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ্
ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
- গিয়াস উদ্দিন আযম শাহ্
- আলাউদ্দিন হুসেন শাহ্
- ফকরুদ্দিন মোবারক শাহ্
- ইলিয়াস শাহ্
সঠিক উত্তরঃ গিয়াস উদ্দিন আযম শাহ্
কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
- আলাউদ্দিন হোসেন শাহ্
- রুকনউদ্দিন বারবক শাহ্
- ফকরুদ্দিন মোবারক শাহ্
- গিয়াস উদ্দীন আযম শাহ
সঠিক উত্তরঃ গিয়াস উদ্দীন আযম শাহ
শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
- ফখরুদ্দিন মোবারক শাহ্
- শামসুদ্দিন ইলিয়াস শাহ্
- আলাউদ্দিন হোসেন শাহ্
- নসরত শাহ্
সঠিক উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্
কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয়?
- মৌর্য
- গুপ্ত
- পাল
- মুসলিম
সঠিক উত্তরঃ মুসলিম
কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
- ফখরুদ্দিন মোবারক শাহ্
- শামসুদ্দিন ইলিয়াস শাহ্
- আকবর
- ঈসা খান
সঠিক উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্
ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে।
- খান জাহান আলী (রাঃ)
- বায়েজিদ বস্তামী (রাঃ)
- শাহ্ মকদুম (রাঃ)
- শাহ্ জালাল (রাঃ)
সঠিক উত্তরঃ শাহ্ জালাল (রাঃ)
হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
- বিক্রমাদিত্য
- কৃষ্ণচন্দ্র
- গৌর গোবিন্দ
- লক্ষণ সেন
সঠিক উত্তরঃ গৌর গোবিন্দ
বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?
- ফখরুদ্দিন ইলিয়াস শাহ্
- ফখরুদ্দিন মোবারক শাহ্
- ফকরুদ্দিন জহির শাহ্
- মোহাম্মদ ঘোরী
সঠিক উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্
বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
- বখতিয়ার খিলজি
- হোসেন শাহ্
- ইলিয়াস শাহ্
- সরফরাজ খান
সঠিক উত্তরঃ বখতিয়ার খিলজি
বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
- অষ্টম শতাব্দী
- দশম শতাব্দী
- দ্বাদশ শতাব্দী
- ত্রয়োদশ শতাব্দী
সঠিক উত্তরঃ ত্রয়োদশ শতাব্দী
বাংলায় মুসলিম শাসন সূচনা করেন -
- মুহাম্মদ বখতিয়ার খলজি
- মুহাম্মদ বিন কাসিম
- মুহাম্মদ ঘুরি
- সুলতান মাহমুদ
সঠিক উত্তরঃ মুহাম্মদ বখতিয়ার খলজি
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
- হুসেন শাহ্
- ইলিয়াস শাহ্
- বখতিয়ার খলজি
- মুহাম্মদ বিন কাসিম
সঠিক উত্তরঃ বখতিয়ার খলজি
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন?
- আলী মর্দান খলজী
- তুঘরিল খান
- সামছুদ্দিন ফিরোজ
- ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
সঠিক উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
- বখতিয়ার খলজি
- আলাউদ্দিন খলজি
- আলাউদ্দিন হোসেন শাহ্
- শামসুদ্দিন ইলিয়াস শাহ্
সঠিক উত্তরঃ বখতিয়ার খলজি
- আওরঙ্গজেব
- ফররুক শাহ্
- দ্বিতীয় বাহাদুর শাহ্
- শায়েস্তা খাঁ
সঠিক উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ্
তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
- বাবর ইব্রাহীম লোদীকে
- আকবর হিমুকে
- আকবর রানা প্রতাপকে
- আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
সঠিক উত্তরঃ আহমদ শাহ্ আবদালি মারাঠাদিগকে
যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন -
- আহমদ শাহ্ আবদালি
- নাদির শাহ্
- দ্বিতীয় শাহ্ আব্বাস
- সুলতান মাহমুদ
সঠিক উত্তরঃ নাদির শাহ্
শাহ্জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
- মুরাদ
- সুজা
- দারা
- আওরঙ্গজেব
সঠিক উত্তরঃ দারা
- তানসেনকে
- আমীর খসরুকে
- আবুল ফজলকে
- গালিবকে
সঠিক উত্তরঃ তানসেনকে
কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
- বাবর
- আকবর
- আওরঙ্গজেব
- শাহজাহান
সঠিক উত্তরঃ আকবর
- বাণিজ্য কর
- অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
- উৎসব কর
- অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
সঠিক উত্তরঃ অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' -এর রচয়িতা কে?(Ain-i-Akbori is written by -)
- ফেরদৌসী (Firdausi)
- আবুল ফজল (Abul Fazal)
- গালিব (Ghalib)
- None of the above
সঠিক উত্তরঃ আবুল ফজল (Abul Fazal)
- আকবরের ধর্মমন্ত্রী
- আকবরের অর্থমন্ত্রী
- আকবরের পরিকল্পনা মন্ত্রী
- আকবরের সমরমন্ত্রী
সঠিক উত্তরঃ আকবরের অর্থমন্ত্রী
- সম্রাট জাহাঙ্গীর
- সম্রাট শাহজাহান
- সম্রাট আকবর
- সম্রাট আওরঙ্গজেব
সঠিক উত্তরঃ সম্রাট আকবর
কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
- পানিপথের প্রথম যুদ্ধ
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- খনুয়ার যদ্ধ
- হলদিঘাটের যুদ্ধ
সঠিক উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ
বিখ্যাত 'গ্রান্ড ট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
- কুমিল্লা জেলার দাউদকান্দি
- ঢাকা জেলার বারিধারা
- যশোর জেলার ঝিকরগাছা
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
সঠিক উত্তরঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
- সম্রাট আকবর
- সম্রাট শাহজাহান
- শের শাহ্
- লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তরঃ শের শাহ্
ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ?
- শের শাহ
- শায়েস্তা খাঁ
- নুসরত শাহ্
- সিরাজউদ্দৌলা
সঠিক উত্তরঃ শের শাহ
কোন মোঘল সম্রাট বাংলাকে 'জান্নাতুল সুবাহ' (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
- বাবর
- হুমায়ুন
- আকবর
- জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ হুমায়ুন
নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? (Which of the following was not a Mughal Emperor ?)
- আকবর (Akbar)
- বাহাদুর শাহ্ (Bahadur Shah)
- ঈসা খাঁ (Isha Khan)
- বাবর (Babar)
সঠিক উত্তরঃ ঈসা খাঁ (Isha Khan)
- মুলতানের অদূরে
- পেশোয়ারের অদূরে
- দিল্লির অদূরে
- কাবুলের অদূরে
সঠিক উত্তরঃ দিল্লির অদূরে
ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
- পলাশীর যুদ্ধে
- চৌসারের যুদ্ধে
- পানিপথের প্রথম যুদ্ধে
- পানিপথের দ্বিতীয় যুদ্ধে
সঠিক উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে
১৫২৬ খ্রিষ্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
- রানা প্রতাপ সিংহ
- ইব্রাহিম লোদি
- শিবাজি
- বৈরাম খাঁ
সঠিক উত্তরঃ ইব্রাহিম লোদি
- ১৫৫৬ খ্রিষ্টাব্দে
- ১৬২১ খ্রিষ্টাব্দে
- ১৫২৬ খ্রিষ্টাব্দে
- ১৫৩৬ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তরঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে
কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
- পানিপথের প্রথম যুদ্ধ
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- দ্বিতীয় তরাইনের যুদ্ধ
- পানিপথের তৃতীয় যুদ্ধ
সঠিক উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ
বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন -
- ১৫১৬ সালে
- ১৫২২ সালে
- ১৫২৬ সালে
- ১৫২৮ সালে
সঠিক উত্তরঃ ১৫২৬ সালে
কে 'ষাট গম্বুজ' মসজিদটি নির্মাণ করেন ?
- হযরত আমানত শাহ্
- যুবরাজ মুহাম্মদ আযম
- পীর খানজাহান আলী
- সুবেদার ইসলাম খান
সঠিক উত্তরঃ পীর খানজাহান আলী
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
- কুসুম্বা মসজিদ
- বড় সোনা মসজিদ
- ষাট গম্বুজ মসজিদ
- সাত গম্বুজ মসজিদ
সঠিক উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
- সম্রাট আকবর
- মুহম্মদ বিন তুঘলক
- সম্রাট জাহাঙ্গীর
- সুলতান ইলিয়াস শাহ্
সঠিক উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
- শের শাহ
- মুহম্মদ বিন তুঘলক
- ইলতুৎমিশ
- লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
- ইলতুৎমিশ
- বলবন
- আলাউদ্দিন খলজী
- মুহম্মদ বিন তুঘলক
সঠিক উত্তরঃ আলাউদ্দিন খলজী
কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
- মালিক কাফুর
- বৈরাম খাঁন
- শায়েস্তা খাঁন
- মীর জুমলা
সঠিক উত্তরঃ মালিক কাফুর
কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
- আলাউদ্দিন খিলজি
- শের শাহ
- আকবর
- আওরঙ্গজেব
সঠিক উত্তরঃ আলাউদ্দিন খিলজি
দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
- বেগম রোকেয়া
- নুর জাহান
- সুলতানা রাজিয়া
- মমতাজ বেগম
সঠিক উত্তরঃ সুলতানা রাজিয়া
দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা -
- কুতুবউদ্দীন আইবেক
- শামসুদ্দিন ইলতুৎমিশ
- গিয়াসউদ্দিন বলবন
- আলাউদ্দিন খলজী
সঠিক উত্তরঃ শামসুদ্দিন ইলতুৎমিশ
ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন -
- মুহম্মদ বিন কাসিম
- সুলতান মাহমুদ
- মুহম্মদ ঘুরি
- গিয়াস উদ্দীন আযম শাহ
সঠিক উত্তরঃ মুহম্মদ ঘুরি
তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
- মুহম্মদ ঘুরী
- লক্ষণ সেন
- পৃথ্বিরাজ
- জয়চন্দ্র
সঠিক উত্তরঃ পৃথ্বিরাজ
কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
- মুসা বিন নুসায়ের
- তারেক বিন জিয়াদ
- মুহাম্মদ বিন কাসিম
- খালেদ বিন ওয়ালিদ
সঠিক উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম
প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন -
- বাবর
- সুলতান মাহমুদ
- মুহাম্মদ বিন কাসিম
- মোহাম্মদ ঘোরী
সঠিক উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম
কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
- মুসা বিন নুসায়ের
- খালিদ বিন ওয়ালিদ
- মুহাম্মদ বিন কাসেম
- তারিক
সঠিক উত্তরঃ তারিক
নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?
- মৌর্য বংশ
- গুপ্ত বংশ
- পাল বংশ
- সেন বংশ
সঠিক উত্তরঃ পাল বংশ
'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
- ৫ম-৬ষ্ঠ শতক
- ৬ষ্ঠ -৭ম শতক
- ৭ম-৮ম শতক
- ৮ম-৯ম শতক
সঠিক উত্তরঃ ৭ম-৮ম শতক
'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
- মাছ বাজার
- ন্যায় বিচার প্রতিষ্ঠা
- মাছ ধরার নৌকা
- আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
সঠিক উত্তরঃ আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
- মুর্শিদাবাদ
- রাজশাহী
- চট্টগ্রাম
- মেদিনীপুর
সঠিক উত্তরঃ মুর্শিদাবাদ
একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
- সিনহাবাদ
- চন্দ্রদ্বীপ
- গৌড়
- মাকসুদাবাদ
সঠিক উত্তরঃ গৌড়
বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন -
- ধর্মপাল
- গোপাল
- শশাঙ্ক
- দ্বিতীয় চন্দ্র গুপ্ত
সঠিক উত্তরঃ শশাঙ্ক
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- কুষ্টিয়া
- বগুড়া
- কুমিল্লা
- চাঁপাই নবাবগঞ্জ
সঠিক উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন -
- রাজা কনিস্ক
- বিক্রমাদিত্য
- চন্দ্রগুপ্ত মৌর্য
- রাজা শশাংক
সঠিক উত্তরঃ রাজা শশাংক
- কর্ণসুবর্ণ
- উজ্জয়নী
- বিশাখাপট্টম
- পাটালিপুত্র
সঠিক উত্তরঃ বিশাখাপট্টম
কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?
- মৌর্যযুগ
- শুঙ্গযুগ
- কুষাণযুগ
- গুপ্তযুগ
সঠিক উত্তরঃ গুপ্তযুগ
চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
- হিউয়েন সাঙ
- ফা হিয়েন
- আইসিং
- উপরের সবগুলোই
সঠিক উত্তরঃ ফা হিয়েন
কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
- হিদাস্পিসের যুদ্ধ
- কলিঙ্গের যুদ্ধ
- মেবারের যুদ্ধ
- পানিপথের যুদ্ধ
সঠিক উত্তরঃ কলিঙ্গের যুদ্ধ
- প্রাচীন রাজনীতিবিদ
- প্রাচীন অর্থশাস্ত্রবিদ
- পণ্ডিত
- রাজকবি
সঠিক উত্তরঃ প্রাচীন অর্থশাস্ত্রবিদ
মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
- চন্দ্রগুপ্ত মৌর্য
- অশোক
- ধর্মপাল
- সমুদ্রগুপ্ত
সঠিক উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
- ব্যাবিলন
- থেসালোনিকি
- আঙ্কারা
- এথেন্স
সঠিক উত্তরঃ ব্যাবিলন
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
- অ্যালপাইন
- আদি-অস্ট্রেলীয়
- নার্কিড
- মঙ্গোলীয়
সঠিক উত্তরঃ আদি-অস্ট্রেলীয়
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
- ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
- হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
- ভাগিরথী নদীর পশ্চিম তীরে
- আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
সঠিক উত্তরঃ ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
- নেগ্রিটো
- ভোটচীন
- দ্রাবিড়
- অস্ট্রিক
সঠিক উত্তরঃ অস্ট্রিক