রসায়ন বিজ্ঞানের বিকাশ

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলে-

  • তেলের খনির মালিক হিসাবে
  • উন্নত ধরণের বিস্ফোরক আবিষ্কার করে
  • জাহাজের ব্যবসা করে
  • ইস্পাত কারখানার মালিক হিসাবে

সঠিক উত্তরঃ উন্নত ধরণের বিস্ফোরক আবিষ্কার করে

বিস্তারিত

ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী?

  • নরওয়ে
  • সুইডেন
  • ডেনমার্ক
  • নেদারল্যান্ড

সঠিক উত্তরঃ সুইডেন

বিস্তারিত

-ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী, তিনি ডিনামাইট আবিষ্কার করেন।

  • আলফ্রেড বার্নাড নোবেল
  • জন ডাল্টন
  • রুডলফ ডিজেল
  • হেনরি ক্যাভেন্ডিস

সঠিক উত্তরঃ আলফ্রেড বার্নাড নোবেল

বিস্তারিত

ডিনামাইট আবিষ্কার করেন-

  • আলফ্রেড বার্নাড নোবেল
  • উইলিয়াম মারডক
  • জোসেফ প্রিস্টলি
  • টমাস আলভা এডিসন

সঠিক উত্তরঃ আলফ্রেড বার্নাড নোবেল

বিস্তারিত

১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম

  • স্টেম ফ্লেমিং এবং জন ককক্রফট
  • স্টেম ফ্লেমিং ও টমাস বুন
  • আর্নেস্ট ওয়ালটন ও জন ককক্রফট
  • স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন

সঠিক উত্তরঃ স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects