পরমানুর গঠন

পারমাণবিক সংখ্যার আবিস্কারক কে?

  • ক. Robert Norman
  • খ. Sir Thomas Browne
  • গ. Henry Moseley
  • ঘ. James Clerk Maxwell

উত্তরঃ Henry Moseley

বিস্তারিত

পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. ইউরেনিয়াম-২৩৫
  • গ. অক্সিজেন
  • ঘ. প্লাটিনাম

উত্তরঃ ইউরেনিয়াম-২৩৫

বিস্তারিত

ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?

  • ক. U234
  • খ. U235
  • গ. U238
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

ভারী পানি (Heavy water) এর সংকেত কি?

  • ক. 2H2O2
  • খ. H2O
  • গ. D2O
  • ঘ. HD2O2

উত্তরঃ D2O

বিস্তারিত

১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-

  • ক. ১x১০২৩x১০২৩
  • খ. ৬.০২x১০২৩
  • গ. ৩.০১x১০২৩
  • ঘ. ১৪.০৪x১০২৩

উত্তরঃ ৬.০২x১০২৩

বিস্তারিত

সোডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে-

  • ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
  • খ. ১১টি প্রোটন ও ১২টি নিউটন
  • গ. ১২ টি প্রোটন ও ১১টি নিউটন
  • ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউটন

উত্তরঃ ১১টি প্রোটন ও ১২টি নিউটন

বিস্তারিত

একটি ইলেকট্রনে চার্জের পরিমান হল

  • ক. 1.7x10-8 কুলম্ব
  • খ. 9x1011 কুলম্ব
  • গ. 1.609x10-19 কুলম্ব
  • ঘ. 1.609x10-9 কুলম্ব

উত্তরঃ 1.609x10-19 কুলম্ব

বিস্তারিত

আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক

  • ক. ভরসংখ্যা সমান থাকে
  • খ. নিউট্রন সংখ্যা একই থাকে
  • গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
  • ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে

উত্তরঃ প্রোটন সংখ্যা সমান থাকে

বিস্তারিত

অক্সিজেনের আণবিক ভর কত?

  • ক. ১৬
  • খ. ১৬ গ্রাম
  • গ. ৩২
  • ঘ. ৩২ গ্রাম

উত্তরঃ ৩২

বিস্তারিত

অক্সিজেনের পারমাণবিক ওজন-

  • ক. ১২
  • খ. ১৪
  • গ. ১৬
  • ঘ. ১৮

উত্তরঃ ১৬

বিস্তারিত

ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

  • ক. ৭২
  • খ. ৮২
  • গ. ৯২
  • ঘ. ১০২

উত্তরঃ ৯২

বিস্তারিত

বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?

  • ক. বৈজ্ঞানিক আর্কিমেডিস
  • খ. বৈজ্ঞানিক ডাল্টন
  • গ. গ্যালিলও
  • ঘ. বৈজ্ঞানিক আইনস্টাইন

উত্তরঃ বৈজ্ঞানিক ডাল্টন

বিস্তারিত

পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?

  • ক. গাউস
  • খ. গে লুস্যাক
  • গ. জন ডাল্টন
  • ঘ. ডেমোক্রিটাস

উত্তরঃ জন ডাল্টন

বিস্তারিত

পরমাণুর ভর বলতে কি বুঝায়?

  • ক. নিউট্রনের ভর
  • খ. প্রোটনের ভর
  • গ. নিউট্রন ও প্রোটনের ভর
  • ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর

উত্তরঃ নিউট্রন ও প্রোটনের ভর

বিস্তারিত

পারমাণবিক ওজন কোনটির সমান?

  • ক. ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান
  • খ. প্রোটনের ওজনের সমান
  • গ. নিউট্রন ও প্রোটনের ওজনের সমান
  • ঘ. প্রোটন ও ইলেকট্রনে রওজনের সমান

উত্তরঃ নিউট্রন ও প্রোটনের ওজনের সমান

বিস্তারিত

কোন পরমাণুর ভরসংখ্যা হচ্ছে

  • ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
  • খ. প্রোটনের সংখ্যা
  • গ. নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা
  • ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমষ্টি

উত্তরঃ নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি

বিস্তারিত

কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে

  • ক. তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা
  • খ. তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
  • গ. তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা
  • ঘ. তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা

উত্তরঃ তার পরমাণুতে প্রোটনের সংখ্যা

বিস্তারিত

হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই?

  • ক. ইলেকট্রন
  • খ. প্রোটন
  • গ. নিউট্রন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ নিউট্রন

বিস্তারিত

নিউট্রন আবিষ্কার করেন-

  • ক. কিউরি
  • খ. রাদারফোর্ড
  • গ. চ্যাডউইক
  • ঘ. থমসন

উত্তরঃ চ্যাডউইক

বিস্তারিত

কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা

  • ক. ৯টি
  • খ. ১৬টি
  • গ. ১৮টি
  • ঘ. ৩২টি

উত্তরঃ ৩২টি

বিস্তারিত

পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-

  • ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
  • খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
  • গ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
  • ঘ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে

উত্তরঃ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

বিস্তারিত

কোনটিতে ঋণাত্মক আধান থাকে?

  • ক. ইলেট্রন
  • খ. প্রোটন
  • গ. নিউট্রন
  • ঘ. নিউক্লিয়াস

উত্তরঃ ইলেট্রন

বিস্তারিত

প্রোটনের-

  • ক. পজেটিভ চার্জ আছে
  • খ. পজেটিভ ও নেগেটিভ এই দুই রকম চার্জই আছে
  • গ. পজেটিভ চার্জ নেই
  • ঘ. উপরের কোনোটিই সত্য নয়

উত্তরঃ পজেটিভ চার্জ আছে

বিস্তারিত

কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থকে না?

  • ক. meson
  • খ. neutron
  • গ. proton
  • ঘ. electron

উত্তরঃ electron

বিস্তারিত

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?/পরমাণুর কেন্দ্র গঠিত হয়-

  • ক. ইলেট্রন ও প্রোটন
  • খ. নিউট্রন ও প্রোটন
  • গ. নিউট্রন ও পজিট্রন
  • ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন

উত্তরঃ নিউট্রন ও প্রোটন

বিস্তারিত

একটি পারমাণবিক কণার-

  • ক. আয়তন নেই, ওজন আছে
  • খ. ওজন আছে, আয়তন আছে
  • গ. আয়তন আছে, ওজন নেই
  • ঘ. আয়তন নেই, ওজন নেই

উত্তরঃ ওজন আছে, আয়তন আছে

বিস্তারিত

ইলেকট্রন হচ্ছে পদার্থের

  • ক. কণা
  • খ. ক্ষুদ্র কণা
  • গ. সাধারণ কণা
  • ঘ. অতি ক্ষুদ্র কণা

উত্তরঃ অতি ক্ষুদ্র কণা

বিস্তারিত

কোনটি মৌলিক কণিকা নয়?

  • ক. প্রোটন
  • খ. নিউট্রন
  • গ. ইলেক্ট্রন
  • ঘ. হাইড্রোজেন পরমাণু

উত্তরঃ হাইড্রোজেন পরমাণু

বিস্তারিত

নিচের কোনটি মূল কণিকা?

  • ক. নিউট্রিনো
  • খ. নিউট্রন
  • গ. পজিট্রন
  • ঘ. ডিউট্রেরন কণা

উত্তরঃ নিউট্রন

বিস্তারিত

একটি এ্যাটমে কণিকার সংখ্যা কয়টি?

  • ক. তিনটি
  • খ. চারটি
  • গ. পাঁচটি
  • ঘ. ছয়টি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম

  • ক. অণু
  • খ. পরমাণু
  • গ. কণা
  • ঘ. মৌল

উত্তরঃ অণু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects