রাশি ও তার পরিমাপ এবং বলবিদ্যা
ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?
- ডিম খুব শক্ত আবরণীযুক্ত
- ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
- ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
- ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে
সঠিক উত্তরঃ ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?
- বায়ুর ঘর্ষণজনিত বাধা
- বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
- বায়ুতে বলটির ঘূর্ণন গতি
- খেলোয়ারের হাতের কব্জির ক্রিয়া
সঠিক উত্তরঃ বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-
- যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
- ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
- ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
- উপরের সবগুলোই সত্য
সঠিক উত্তরঃ যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
- স্থিতিশক্তি দ্বিগুণ হয়
- ভরবেগ দ্বিগুণ হয়
- ত্বরণ দ্বিগুণ হয়
- শক্তি দ্বিগুণ হয়
সঠিক উত্তরঃ ভরবেগ দ্বিগুণ হয়
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
- ভারীটির
- হালকাটির
- গতিবেগ সমান
- ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
সঠিক উত্তরঃ হালকাটির
A rocket flying to the moon does not need wings because……
- it has no engine
- space is airless
- it has no fuel
- space has too much dust
সঠিক উত্তরঃ space is airless
বিমান ও রকেট চলা মধ্যে মুল পার্থক্য কি?
- বিমান ইঞ্জিনের সাহায্যে চলে
- রকেট প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
- রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
- বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে
সঠিক উত্তরঃ রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
- বাষ্পীয় ইঞ্জিন
- অন্তর্দহন ইঞ্জিন
- স্টারলিং ইঞ্জিন
- রকেট ইঞ্জিন
সঠিক উত্তরঃ রকেট ইঞ্জিন
মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল
- গতির প্রথম সূত্র
- গতির দ্বিতয়ি সূত্র
- গতির তৃতীয় সূত্র
- ভরবেগের নিত্যতার সূত্র
সঠিক উত্তরঃ গতির তৃতীয় সূত্র
একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
- নিউটনের প্রথম সূত্র
- নিউটনের দ্বিতীয় সূত্র
- নিউটনের তৃতীয় সূত্র
- নিউটনের মহাকর্ষীর সূত্র
সঠিক উত্তরঃ নিউটনের তৃতীয় সূত্র
বাকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন?
- কেন্দ্রবিমুখী বলের অভাবে
- কেন্দ্রবিমুখী বলের আধিক্য
- কেন্দ্রমুখী বলের আধিক্য
- কেন্দ্রমুখী বলের অভাবে
সঠিক উত্তরঃ কেন্দ্রমুখী বলের অভাবে
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব হয় কিভাবে?
- যথাযথভাবে হাল ঘুরায়ে
- নদী স্রোত এর সুকেওশল ব্যবহারে
- পাল ব্যবহার করে
- গুনটানার সময়ে টানটি সামনের দিকে রেখে
সঠিক উত্তরঃ যথাযথভাবে হাল ঘুরায়ে
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
- ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
- পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
- পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
সঠিক উত্তরঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
চলন্ত রেল গাড়িতে দাড়িয়ে হাত দিয়ে একটি বল সঠিক উপরে ছূড়ে দিলে তার অবস্থা কি হবে?
- পুনরায় হাতে এসে পড়বে
- সামনে পড়বে
- পিছনে পড়বে
- পাশে পড়বে
সঠিক উত্তরঃ পুনরায় হাতে এসে পড়বে
সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-
- ছেলেটির পেছনে
- ছেলেটির সামনে
- ছেলেটির হাতে
- রেলের ওপরে
সঠিক উত্তরঃ ছেলেটির হাতে
‘টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপজিট রিয়েকশন’-এ সূত্রটি কার?
- আইনস্টাইন
- নিউটন
- ফ্যারাডে
- আর্কিমিডিস
সঠিক উত্তরঃ নিউটন
কোন বিজ্ঞানী গতির গানিতিক সুত্র আবিষ্কার করেন?
- নিউটন
- আর্কিমিডিস
- গ্যালিলিও
- আইনস্টাইন
সঠিক উত্তরঃ নিউটন
তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
- নিউটন-কুলম্ব
- নিউটন/কুলম্ব
- ডাউন/ই.এস.ইউ চার্জ
- কোনোটিই নয়
সঠিক উত্তরঃ নিউটন/কুলম্ব
মেট্রিক পদ্ধতিতে ভরের একক বা পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
- পাউন্ড
- গ্রাম
- কিলোগ্রাম
- মিলিগ্রাম
সঠিক উত্তরঃ কিলোগ্রাম
- ডেকামিটার
- মিটার
- ডেসিমিটার
- সেন্টিমিটার
সঠিক উত্তরঃ সেন্টিমিটার