রাশি ও তার পরিমাপ এবং বলবিদ্যা

ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?

  • ডিম খুব শক্ত আবরণীযুক্ত
  • ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
  • ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
  • ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে

সঠিক উত্তরঃ ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না

বিস্তারিত

টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?

  • বায়ুর ঘর্ষণজনিত বাধা
  • বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
  • বায়ুতে বলটির ঘূর্ণন গতি
  • খেলোয়ারের হাতের কব্জির ক্রিয়া

সঠিক উত্তরঃ বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি

বিস্তারিত

লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-

  • যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
  • ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
  • ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
  • উপরের সবগুলোই সত্য

সঠিক উত্তরঃ যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে

বিস্তারিত

বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার

  • স্থিতিশক্তি দ্বিগুণ হয়
  • ভরবেগ দ্বিগুণ হয়
  • ত্বরণ দ্বিগুণ হয়
  • শক্তি দ্বিগুণ হয়

সঠিক উত্তরঃ ভরবেগ দ্বিগুণ হয়

বিস্তারিত

একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?

  • ভারীটির
  • হালকাটির
  • গতিবেগ সমান
  • ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে

সঠিক উত্তরঃ হালকাটির

বিস্তারিত

A rocket flying to the moon does not need wings because……

  • it has no engine
  • space is airless
  • it has no fuel
  • space has too much dust

সঠিক উত্তরঃ space is airless

বিস্তারিত

বিমান ও রকেট চলা মধ্যে মুল পার্থক্য কি?

  • বিমান ইঞ্জিনের সাহায্যে চলে
  • রকেট প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
  • রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
  • বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে

সঠিক উত্তরঃ রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর

বিস্তারিত

জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?

  • টারবাইন
  • রোটারী
  • মোটর
  • রি-অ্যাকশন

সঠিক উত্তরঃ রি-অ্যাকশন

বিস্তারিত

ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল আছে?

  • বাষ্পীয় ইঞ্জিন
  • অন্তর্দহন ইঞ্জিন
  • স্টারলিং ইঞ্জিন
  • রকেট ইঞ্জিন

সঠিক উত্তরঃ রকেট ইঞ্জিন

বিস্তারিত

মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল

  • গতির প্রথম সূত্র
  • গতির দ্বিতয়ি সূত্র
  • গতির তৃতীয় সূত্র
  • ভরবেগের নিত্যতার সূত্র

সঠিক উত্তরঃ গতির তৃতীয় সূত্র

বিস্তারিত

একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-

  • নিউটনের প্রথম সূত্র
  • নিউটনের দ্বিতীয় সূত্র
  • নিউটনের তৃতীয় সূত্র
  • নিউটনের মহাকর্ষীর সূত্র

সঠিক উত্তরঃ নিউটনের তৃতীয় সূত্র

বিস্তারিত

বাকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন?

  • কেন্দ্রবিমুখী বলের অভাবে
  • কেন্দ্রবিমুখী বলের আধিক্য
  • কেন্দ্রমুখী বলের আধিক্য
  • কেন্দ্রমুখী বলের অভাবে

সঠিক উত্তরঃ কেন্দ্রমুখী বলের অভাবে

বিস্তারিত

নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব হয় কিভাবে?

  • যথাযথভাবে হাল ঘুরায়ে
  • নদী স্রোত এর সুকেওশল ব্যবহারে
  • পাল ব্যবহার করে
  • গুনটানার সময়ে টানটি সামনের দিকে রেখে

সঠিক উত্তরঃ যথাযথভাবে হাল ঘুরায়ে

বিস্তারিত

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-

  • ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
  • সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
  • পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
  • পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

সঠিক উত্তরঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

বিস্তারিত

1kg force is equal to

  • ১.০২N
  • ৮.৯N
  • ৯.৮N
  • ১২N

সঠিক উত্তরঃ ৯.৮N

বিস্তারিত

এক নিউটন সমান-

  • ১০৩ ডাইন
  • ১০৪ ডাইন
  • ১০৫ ডাইন
  • ১০৬ ডাইন

সঠিক উত্তরঃ ১০৫ ডাইন

বিস্তারিত

ডাইন কিসের একক

  • বল
  • দ্রুতি
  • ত্বরণ
  • ভরবেগ

সঠিক উত্তরঃ বল

বিস্তারিত

সি.জি.এস পদ্ধতিতে বলের একক

  • মিটার
  • ডাইন
  • ইঞ্জি
  • কিলোগ্রাম

সঠিক উত্তরঃ ডাইন

বিস্তারিত

বলের আন্তর্জাতিক একক-

  • ক্যালরি
  • নিউটন
  • অ্যামপিয়ার
  • মাইক্রন

সঠিক উত্তরঃ নিউটন

বিস্তারিত

চলন্ত রেল গাড়িতে দাড়িয়ে হাত দিয়ে একটি বল সঠিক উপরে ছূড়ে দিলে তার অবস্থা কি হবে?

  • পুনরায় হাতে এসে পড়বে
  • সামনে পড়বে
  • পিছনে পড়বে
  • পাশে পড়বে

সঠিক উত্তরঃ পুনরায় হাতে এসে পড়বে

বিস্তারিত

সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-

  • ছেলেটির পেছনে
  • ছেলেটির সামনে
  • ছেলেটির হাতে
  • রেলের ওপরে

সঠিক উত্তরঃ ছেলেটির হাতে

বিস্তারিত

‘টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপজিট রিয়েকশন’-এ সূত্রটি কার?

  • আইনস্টাইন
  • নিউটন
  • ফ্যারাডে
  • আর্কিমিডিস

সঠিক উত্তরঃ নিউটন

বিস্তারিত

নিউটনের গতিসূত্র কয়টি?

  • ২টি
  • ৩টি
  • ৪টি
  • ১টি

সঠিক উত্তরঃ ৩টি

বিস্তারিত

কোন বিজ্ঞানী গতির গানিতিক সুত্র আবিষ্কার করেন?

  • নিউটন
  • আর্কিমিডিস
  • গ্যালিলিও
  • আইনস্টাইন

সঠিক উত্তরঃ নিউটন

বিস্তারিত

নিচের কোনটি কৌণিক ত্বরেণর একক?

  • রেডিয়ান/সে২
  • ডিগ্রিী/সে২
  • গ্রেড/সে
  • রেডিয়ান/সে

সঠিক উত্তরঃ রেডিয়ান/সে২

বিস্তারিত

সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়

  • ত্বরণ
  • সরণ
  • দ্রুতি
  • বেগ

সঠিক উত্তরঃ ত্বরণ

বিস্তারিত

তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?

  • নিউটন-কুলম্ব
  • নিউটন/কুলম্ব
  • ডাউন/ই.এস.ইউ চার্জ
  • কোনোটিই নয়

সঠিক উত্তরঃ নিউটন/কুলম্ব

বিস্তারিত

এস. আই এককে চৌম্বক ফ্লাক্স-এর একক-

  • ক্যান্ডেলা
  • ওয়েবার
  • লাক্স
  • লুমেন

সঠিক উত্তরঃ ওয়েবার

বিস্তারিত

Poise' is the unit of

  • Porocity
  • Fluidity
  • Viscosity
  • Permeability

সঠিক উত্তরঃ Viscosity

বিস্তারিত

In S.I system the unit of pressure is

  • Pascal
  • Psi
  • Joule
  • Watt

সঠিক উত্তরঃ Pascal

বিস্তারিত

মেট্রিক পদ্ধতিতে ভরের একক বা পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-

  • পাউন্ড
  • গ্রাম
  • কিলোগ্রাম
  • মিলিগ্রাম

সঠিক উত্তরঃ কিলোগ্রাম

বিস্তারিত

C.G.S পদ্ধতিতে ভরের একক-

  • পাউন্ড
  • গ্রাম
  • কিলোগ্রাম
  • আউন্স

সঠিক উত্তরঃ গ্রাম

বিস্তারিত

C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্য এর একক

  • ডেকামিটার
  • মিটার
  • ডেসিমিটার
  • সেন্টিমিটার

সঠিক উত্তরঃ সেন্টিমিটার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects