ধাতু
সংকর ধাতু ব্রোঞ্জে উপাদান হল--
- ক. লোহা ও দস্তা
- খ. টিন ও দস্তা
- গ. তামা ও টিন
- ঘ. তামা ও লোহা
উত্তরঃ তামা ও টিন
কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- ক. ডারউইন
- খ. লুই পাস্তুর
- গ. প্রিষ্টলী
- ঘ. ল্যাভয়সিয়ে
উত্তরঃ লুই পাস্তুর
যে ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, তাকে কোন ধাতু বলে ?
- ক. যৌগিক ধাতু
- খ. মৌলিক ধাতু
- গ. সাধিত ধাতু
- ঘ. নাম ধাতু
উত্তরঃ মৌলিক ধাতু
ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে, তাকে কি বলে ?
- ক. ধ্বনি
- খ. ক্রিয়া বিশেষণ
- গ. ধাতু
- ঘ. উপসর্গ
উত্তরঃ ধাতু
'পাঠক' শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
- ক. দেশী
- খ. সংস্কৃত মূল
- গ. বিদেশী
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ সংস্কৃত মূল
- ক. নাম ধাতু
- খ. কর্ম ধাতু
- গ. মৌলিক ধাতু
- ঘ. সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
উত্তরঃ সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
- ক. পায়খানায়, প্রসাব খানায়
- খ. গোছলখানায়
- গ. পুকুরে
- ঘ. নালায়
উত্তরঃ পায়খানায়, প্রসাব খানায়
বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
- ক. তামা
- খ. নাইক্রোম
- গ. স্টেনিয়াম
- ঘ. প্লাটিনাম
উত্তরঃ নাইক্রোম
- ক. ম্যাগনেসিয়াম
- খ. ক্যালসিয়াম
- গ. সোডিয়াম
- ঘ. পটাসিয়াম
উত্তরঃ সোডিয়াম
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
- খ. পটাসিয়াম
- গ. ম্যাগনেসিয়াম
- ঘ. জিংক
উত্তরঃ সোডিয়াম
এলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে?
- ক. ফিটকিরি
- খ. চুন
- গ. সেভিং সোপ
- ঘ. কস্টিক সোডা
উত্তরঃ ফিটকিরি
- ক. তামা ও টিন
- খ. তামা ও নিকেল
- গ. তামা ও সীসা
- ঘ. তামা ও দস্তা
উত্তরঃ তামা ও দস্তা
- ক. শুষ্ক ক্যালসিয়াম সালফেটকে
- খ. শুষ্ক ক্যালসিয়াম কার্বনেটকে
- গ. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম সালফেটের অণুকে
- ঘ. দুই অণু পানি সহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেটের অণুকে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সাত অণূ পানি সহযোগে গঠিত জিংক সালফেটের অণূকে কি বলা হয়?
- ক. সবুজ ভিট্রিয়ল
- খ. সাদা ভিট্রিয়ল
- গ. নীল ভিট্রিয়ল
- ঘ. লাল ভিট্রিয়ল
উত্তরঃ সাদা ভিট্রিয়ল
- ক. Mohir's Salt
- খ. Epsom Salt
- গ. Green Vitriol
- ঘ. Blue Vitriol
উত্তরঃ Green Vitriol
কাপড় কাঁচা সোডার রাসায়নিক সংকেত কি?
- ক. NH4OH
- খ. CuSO45H2O
- গ. Na2CO3.5H2O
- ঘ. Na2CO3.10H2O
উত্তরঃ Na2CO3.10H2O
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
- ক. সোডিয়াম বাই কার্বনেট
- খ. সোডিয়াম গ্লুটামেট
- গ. পটাশিয়াম বাইকার্বনেট
- ঘ. মনোসোডিয়াম গ্লুটামেট
উত্তরঃ মনোসোডিয়াম গ্লুটামেট
- ক. সোডিয়াম হাইড্রোক্সাইড
- খ. সোডিয়াম কার্বনেট
- গ. সোডিয়াম ক্লোরাইড
- ঘ. আয়োডিন
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
- ক. টাংস্টেন তার
- খ. নাইক্রোম তার
- গ. এন্টিমনি তার
- ঘ. কপার তার
উত্তরঃ নাইক্রোম তার
- ক. ৭০% থেকে ৭৮% তামা এবং বাকিটা টিন
- খ. ৮৫% থেকে ৯২% তামা ও বাকি টিনের সাথে অল্প পরিমান সীসা ও নিকেল
- গ. ৭০% তামা ও ৩০% দস্তা
- ঘ. ৯০% তামা এবং ১০% টিন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সংকর ধাতু কাঁসার উপাদান কি কি?
- ক. তামা ও টিন
- খ. তামা ও লোহা
- গ. তামা ও দস্তা
- ঘ. তামা ও নিকেল
উত্তরঃ তামা ও টিন
ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
- ক. তামা ও লোহা
- খ. তামা ও টিন
- গ. সিলভার ও দস্তা
- ঘ. সিলভার ও এলুমিনিয়াম
উত্তরঃ তামা ও টিন
- ক. Copper & Tin
- খ. Copper,Tin & Phosphoras
- গ. Zinc & Copper
- ঘ. Zinc, Copper,Tin & Phosphoras
উত্তরঃ Zinc & Copper
সংকর ধাতু পিতলের উপাদান হল/ব্রাস--ধাতুর সংকর।
- ক. তামা ও টিন
- খ. তামা ও দস্তা
- গ. তামা ও নিকেল
- ঘ. তামা ও সীসা
উত্তরঃ তামা ও দস্তা
তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
- ক. নিকেল
- খ. টিন
- গ. সিসা
- ঘ. দস্তা (জিঙ্ক)
উত্তরঃ দস্তা (জিঙ্ক)
স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়?
- ক. অ্যালমিনিয়াম ও তামা
- খ. তামা ও দস্তা
- গ. নিকেল ও ক্রোমিয়াম
- ঘ. দস্তা ও অ্রালুমিনিয়াম
উত্তরঃ নিকেল ও ক্রোমিয়াম
কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
- ক. ঘনত্ব বাড়াবার জন্য
- খ. সামগ্রিক খরচ কমাবার জন্য
- গ. মজবুত করার জন্য
- ঘ. পানির শোষণ কমাবার জন্য
উত্তরঃ মজবুত করার জন্য
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে-
- ক. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
- খ. সুনিয়ন্ত্রিত পরিমান কার্বন রয়েছে
- গ. লোহাকে টেম্পারিং করা হয়েছে
- ঘ. সব বিজাতীর দ্রব্য বের করে দেয়া হয়েছে
উত্তরঃ সুনিয়ন্ত্রিত পরিমান কার্বন রয়েছে
জিরকন, মোনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়-
- ক. সোনা
- খ. কালোসোনা
- গ. রূপা
- ঘ. প্লাটিনাম
উত্তরঃ কালোসোনা
- ক. Irone ore
- খ. Antimony ore
- গ. Aluminium ore
- ঘ. Lead ore
উত্তরঃ Aluminium ore
- ক. অগ্নিনিরোধক খনিজ পদার্থ
- খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
- গ. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
- ঘ. এক ধরণের রাসায়নিক পদার্থ
উত্তরঃ অগ্নিনিরোধক খনিজ পদার্থ
- ক. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
- খ. সিলভার ক্লোরাইড
- গ. ম্যাগনেসিয়াম সালফেট
- ঘ. জিঙ্ক নাইট্রেট
উত্তরঃ ম্যাগনেসিয়াম সালফেট
কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
- ক. দস্তা
- খ. অ্যালুমিনিয়াম
- গ. তামা
- ঘ. পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
উত্তরঃ দস্তা
ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
- ক. সোডিয়াম
- খ. সেলিনিয়াম
- গ. মলিবডেনাম
- ঘ. রুবিয়াম
উত্তরঃ সেলিনিয়াম
Pure gold is/কত ক্যারেটবিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা?
- ক. 26-Carat
- খ. 24-Carat
- গ. 22-Carat
- ঘ. 18-Carat
উত্তরঃ 24-Carat
কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে?
- ক. পটাশিয়াম
- খ. ক্যালসিয়াম
- গ. সোডিয়াম
- ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ সোডিয়াম
- ক. ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য তাকে বার্ণিশ দিয়ে আবৃত করা হয়
- খ. যে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ
- গ. এক ধরনের রং যার ব্যবহারে মরিচা পড়া বন্ধ হয়
- ঘ. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া
উত্তরঃ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া
লোহার গ্যালভানাইজিং বলতে বুঝায়-
- ক. লোহার উপর লেডের প্রলেপ দেয়া
- খ. লোহাকে ইস্পাতে পরিণত করে তার উপর কালো রং এর প্রলেপ দেয়া
- গ. লোহার উপর কপারের প্রলেপ দেয়া
- ঘ. লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
উত্তরঃ লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
গ্যালভানাইজিং হলো লোহার উপর-/Galvanizing-এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
- ক. তামার প্রলেপ
- খ. গ্রীজের প্রলেপ
- গ. দস্তার প্রলেপ
- ঘ. রং-এর প্রলেপ
উত্তরঃ দস্তার প্রলেপ
বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
- ক. সংকর ধাতু দিয়ে
- খ. সীসা দিয়ে
- গ. টাংস্টেন ধাতু দিয়ে
- ঘ. তামা দিয়ে
উত্তরঃ টাংস্টেন ধাতু দিয়ে
থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ-
- ক. গলনাঙ্ক কম
- খ. স্ফুটনাংক বেশি
- গ. একমাত্র তরল ধাতু
- ঘ. অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
উত্তরঃ অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
- ক. ইস্পাত
- খ. গ্রানাইট পাথর
- গ. হীরা
- ঘ. পিতল
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
- খ. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
- গ. নমনীয়তা বেশি
- ঘ. ঘনত্ব কম
উত্তরঃ ঘনত্ব কম