কাজ ক্ষমতা ও শক্তি
- ক. নিউটন ও মিটার
- খ. জুল ও ডাইন
- গ. ওয়াট ও পাউন্ড
- ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম
উত্তরঃ জুল ও ডাইন
সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
- ক. পেট্রোল ইঞ্জিন
- খ. ডিজেল ইঞ্জিন
- গ. বৈদ্যুতিক ইঞ্জিন
- ঘ. গ্যাস ইঞ্জিন
উত্তরঃ বৈদ্যুতিক ইঞ্জিন
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
- ক. তাপ শক্তিতে
- খ. রাসায়নিক শক্তিতে
- গ. শব্দ শক্তিতে
- ঘ. আলোক শক্তিতে
উত্তরঃ শব্দ শক্তিতে
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক. ঘর্ষণ শক্তি
- খ. গতি শক্তি
- গ. স্থিতি শক্তি
- ঘ. যান্ত্রিক শক্তি
উত্তরঃ স্থিতি শক্তি
যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
- ক. তড়িৎ শক্তি
- খ. আলোক শক্তি
- গ. যান্ত্রিক শক্তি
- ঘ. শব্দ শক্তি
উত্তরঃ যান্ত্রিক শক্তি
এক অশ্ব শক্তি (H.P) নিচের কোনটির প্রায় সমতুল্য?
- ক. ১.৪৩১ KW
- খ. ১.৫ KW
- গ. ০.৭৪৬ KW
- ঘ. ১.৭৪৬ KW
উত্তরঃ ০.৭৪৬ KW
- ক. কাজ পরিমাপের একক
- খ. শক্তি পরিমাপের একক
- গ. চাপ পরিমাপের একক
- ঘ. ক্ষমতা পরিমাপের একক
উত্তরঃ ক্ষমতা পরিমাপের একক
পাহাড়ে উঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ
- ক. বেগ বাড়ানোর জন্য
- খ. ক্লান্তি এড়ানোর জন্য
- গ. শরীরকে স্তির রাখার জন্য
- ঘ. পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়, কারণ-
- ক. পাহাড়ি ভূমি ও সিঁড়ি শক্ত বলে
- খ. অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
- গ. আনুভূমিক সরণ কম হওয়ায়
- ঘ. উপরোক্ত কারণগুলোর কোনোটিই সত্য নয়
উত্তরঃ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
There are no comments yet.