অধাতু

কাঁচ তৈরির প্রদান কাঁচামাল হলো-

  • ক. জিপসাম
  • খ. বালি
  • গ. সাজি মাটি
  • ঘ. চুনাপাথর

উত্তরঃ বালি

বিস্তারিত

ইউরিয়া সারের কাঁচামাল-

  • ক. অপরিশোধিত তেল
  • খ. ক্রিংকার
  • গ. এমোনিয়া
  • ঘ. মিথেন গ্যাস

উত্তরঃ মিথেন গ্যাস

বিস্তারিত

নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

  • ক. টি.এস.পি
  • খ. সবুজ সার
  • গ. পটাশ
  • ঘ. ইউরিয়া

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিকে-

  • ক. হাইড্রোজেন সরবরাহ করে
  • খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
  • গ. অক্সিজেন সরবরাহ করে
  • ঘ. নাইট্রোজেন সরবরাহ করে

উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

বিস্তারিত

Etches Glass-

  • ক. HCL
  • খ. HF
  • গ. HI
  • ঘ. HBr

উত্তরঃ HF

বিস্তারিত

আয়োডিন পাওয়া যায়-

  • ক. লাইকেনে
  • খ. মিউকরে
  • গ. এগারিকাসে
  • ঘ. শৈবালে

উত্তরঃ শৈবালে

বিস্তারিত

কলের পানিতে সাধারণত কোন রাসয়নিক উপাদান থাকে?

  • ক. আয়োডিন
  • খ. ক্লোরিন
  • গ. ব্রোমিন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ ক্লোরিন

বিস্তারিত

পান করার পানির সাথে ক্লোরিন মেশানো হয়-

  • ক. পানির পুষ্টি গুণ বৃদ্ধির জন্য
  • খ. পানিকে সুস্বাদু করার জন্য
  • গ. পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
  • ঘ. ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য

উত্তরঃ ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য

বিস্তারিত

পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায়

  • ক. ব্লিচিং পাউডার মিশিয়ে
  • খ. অঙ্গার ও বালি স্তরের মধ্য দিয়ে
  • গ. ফিটকিরি দ্বারা থিতিয়ে
  • ঘ. পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে

উত্তরঃ পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে

বিস্তারিত

পানীয় জলে সচরাচর সবচেয়ে বেশী disinfectant (জীবাণু ধ্বংসকারক) ব্যবহার করা হয়-

  • ক. ফিটকিরি
  • খ. নাইট্রোজেন
  • গ. চুন
  • ঘ. ক্লোরিন

উত্তরঃ ক্লোরিন

বিস্তারিত

কোন মৌলটি হ্যলোজেনের অন্তর্ভূক্ত-

  • ক. সালফার
  • খ. নাইট্রোজেন
  • গ. অক্সিজেন
  • ঘ. আয়োডিন

উত্তরঃ আয়োডিন

বিস্তারিত

কোন এসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়?

  • ক. NHO3,HCL
  • খ. H2SO4,HCL
  • গ. H2SO4,NHO3
  • ঘ. H2CO3,CH3COOH

উত্তরঃ NHO3,HCL

বিস্তারিত

জলজ শামুক, ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?

  • ক. কার্বনেট
  • খ. সালফেট
  • গ. ফসফেট
  • ঘ. নাইট্রেট

উত্তরঃ কার্বনেট

বিস্তারিত

‘আকোয়া রেজিয়া’ বলতে বুঝায়---

  • ক. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
  • খ. কনসেনট্রেটেড নইট্রিক এসিড
  • গ. কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এডিসের মিশ্রণ
  • ঘ. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ

উত্তরঃ কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ

বিস্তারিত

স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. নাইট্রিক এসিড
  • গ. হাইড্রোক্লোরিক এসিড
  • ঘ. টারটারিক এসিড

উত্তরঃ নাইট্রিক এসিড

বিস্তারিত

Laughing gas is/লাফিং গ্যাস কি?

  • ক. NO
  • খ. N2O
  • গ. N2O4
  • ঘ. N2O5

উত্তরঃ N2O

বিস্তারিত

কোন গ্যাসের রঙ লালচে বাদামী?

  • ক. ক্লোরিন
  • খ. ফ্লোরিন
  • গ. সালফার ডাই অক্সাইড
  • ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড

উত্তরঃ নাইট্রোজেন ডাই অক্সাইড

বিস্তারিত

পচা ডিমের গন্ধের জন্য দায়ী

  • ক. কার্বন মনোক্সাইড
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. ক্যালসিয়াম সালফেট
  • ঘ. হাইড্রোজেন সালফাইড

উত্তরঃ হাইড্রোজেন সালফাইড

বিস্তারিত

ওলিয়াম কাকে বলে?

  • ক. গাঢ় সালফিউরিক এসিডকে
  • খ. ধূমায়মান সালফিউরিক এসিডকে
  • গ. মধ্যম গাঢ় সালফিউরিক এসিডকে
  • ঘ. লঘু সালফিউরিক এসিডকে

উত্তরঃ ধূমায়মান সালফিউরিক এসিডকে

বিস্তারিত

এসিড/অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি?

  • ক. কার্বন ডাই অক্সাইড (Co2)
  • খ. সালফার ডাই অক্সাইড (SO2)
  • গ. নাইট্রোজেন মনোক্সাইড (NO)
  • ঘ. নাইট্রাস অক্সাইড (N2O)

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

এসিড বৃষ্টি হয় বাতাসে

  • ক. কার্বন ডাই অক্সাইডের আধিক্যে
  • খ. সালভার ডাই অক্সাইডের আধিক্যে
  • গ. নাইট্রাস অক্সাইডের আধিক্যে
  • ঘ. খ ও গ উভয়ই ঠিক

উত্তরঃ সালভার ডাই অক্সাইডের আধিক্যে

বিস্তারিত

অ্যামোনিয়াম সালফেট কি?

  • ক. একটি লবণ
  • খ. একটি ক্ষার
  • গ. একটি মিশ্রণ
  • ঘ. একটি এসিড

উত্তরঃ একটি লবণ

বিস্তারিত

সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?

  • ক. ঘনত্ব বাড়ানোর জন্য
  • খ. দ্রুত জমাট রোধ করার জন্য
  • গ. ওজন বাড়ানোর জন্য
  • ঘ. দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য

উত্তরঃ দ্রুত জমাট রোধ করার জন্য

বিস্তারিত

ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে

  • ক. সোডিয়াম ও ম্যাগনেশিয়াম
  • খ. আয়রন ও সিলিকা
  • গ. সিলিকা ও অ্যালুমিনা
  • ঘ. সোডিয়াম ও আয়রন

উত্তরঃ সিলিকা ও অ্যালুমিনা

বিস্তারিত

কাঁচ কি দিয়ে তৈরি?

  • ক. MnO2
  • খ. SiO2
  • গ. BaO
  • ঘ. Ba2O3

উত্তরঃ SiO2

বিস্তারিত

কাঁচ তৈরীর প্রধান কাঁচামাল হলো-

  • ক. শাজিমাটি
  • খ. চুনাপাথর
  • গ. জিপসাম
  • ঘ. বালি

উত্তরঃ বালি

বিস্তারিত

কোয়ার্টস ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?

  • ক. সিলিকা
  • খ. সিলিকন
  • গ. সিলিকেট
  • ঘ. কার্বন

উত্তরঃ সিলিকা

বিস্তারিত

গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো-

  • ক. কার্বন
  • খ. কাঠ কয়লা
  • গ. ফসফরাস পেন্টাক্সাইড
  • ঘ. পিট কয়লা

উত্তরঃ ফসফরাস পেন্টাক্সাইড

বিস্তারিত

দিয়ারশললাইয়ের বক্সের দু-ধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে-

  • ক. কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস
  • খ. গ্রাফাইট
  • গ. গন্ধক
  • ঘ. হীরক

উত্তরঃ কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস

বিস্তারিত

দিয়াশলাইয়ের কাটির মাথায় কোনটি থাকে?

  • ক. লোহিত ফসফরাস
  • খ. শ্বেত ফসফরাস
  • গ. কয়লা
  • ঘ. ক্যালসিয়াম কার্বনেট

উত্তরঃ লোহিত ফসফরাস

বিস্তারিত

একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়,কারণ-

  • ক. কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
  • খ. পাত্রের ভিতর বায়ুশূণ্য হয়ে যায়
  • গ. গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
  • ঘ. গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

উত্তরঃ গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

বিস্তারিত

পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণ কে বলা হয়----

  • ক. সোডা ওয়াটার
  • খ. মিল্ক অব লাইম
  • গ. ওয়াটার গ্যাস
  • ঘ. মার্ক পারহাইড্রল

উত্তরঃ সোডা ওয়াটার

বিস্তারিত

ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি?

  • ক. হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
  • খ. হাইড্রোজেন ও অক্সিজেন
  • গ. হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের
  • ঘ. হাইড্রোজেন ও নাইট্রোজেন

উত্তরঃ হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড

বিস্তারিত

সমআয়তন হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণকে কি বলা হয়?

  • ক. থারমিট
  • খ. ওয়াটার গ্যাস
  • গ. নেসলার দ্রবণ
  • ঘ. রাজাম্ল

উত্তরঃ ওয়াটার গ্যাস

বিস্তারিত

কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

  • ক. অক্সিজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে, অগ্নিতে-

  • ক. নাইট্রোজেন সরবরাহ করে
  • খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
  • গ. হাইড্রোজেন সরবরাহ করে
  • ঘ. প্রচুর পরিমান অক্সিজেন সরবরাহ করে

উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

বিস্তারিত

অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে-

  • ক. তরল অ্যামোনিয়া
  • খ. অক্সিজেন তরল আকারে
  • গ. তরল নাইট্রোজেন
  • ঘ. তরল কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ তরল কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়-

  • ক. আগুন নেভাতে
  • খ. রকেটে জ্বালানি হিসাবে
  • গ. রেফ্রিজারেটরে
  • ঘ. অ্যামোনিয়া তৈরিতে

উত্তরঃ আগুন নেভাতে

বিস্তারিত

শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়?

  • ক. অ্যামোনিয়া
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. মিথেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

Dry Ice is

  • ক. Frozen CO2
  • খ. Frozen N2
  • গ. Frozen O2
  • ঘ. Frozen H2

উত্তরঃ Frozen CO2

বিস্তারিত

‘ড্রাই আইস’ (Dry Ice) হলো-

  • ক. কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
  • খ. কঠিন অবস্থায় সালফার ডাই অক্সাইড
  • গ. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
  • ঘ. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা

উত্তরঃ কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

শুষ্ক বরফ বলা হয়-

  • ক. হিমায়িত অক্সিজেনকে
  • খ. হিমায়িত কার্বন মনোস্কাইডকে
  • গ. ক্যালসিয়াম অক্সাইডকে
  • ঘ. হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে

উত্তরঃ হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে

বিস্তারিত

কোন গ্যাস এসিডধর্মী?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. কার্বন মনোক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

সোডিয়াম ধাতুর নিষ্কাশনে কিসের অ্যানোড ব্যবহৃত হয়?

  • ক. গ্রাফাইট
  • খ. কপার
  • গ. ক্লোরিন
  • ঘ. সোডিয়াম

উত্তরঃ গ্রাফাইট

বিস্তারিত

উড পেন্সিলের ‘সীস’ হল-

  • ক. গ্রাফাইট
  • খ. কপার চূর্ণ
  • গ. সালফার
  • ঘ. চিনি

উত্তরঃ গ্রাফাইট

বিস্তারিত

হীরায় কাঁচ কাটা যায় কেন?

  • ক. নরম পদার্থ বলে
  • খ. কঠিনতম পদার্থ বলে
  • গ. ভঙ্গুর পদার্থ বলে
  • ঘ. তরল পদার্থ বলে

উত্তরঃ কঠিনতম পদার্থ বলে

বিস্তারিত

প্রকৃতিতে সবচেয়ে শক্ত/কঠিন পদার্থ কোনটি?

  • ক. পিতল
  • খ. হীরা
  • গ. ইস্পাত
  • ঘ. গ্রানাইট

উত্তরঃ হীরা

বিস্তারিত

নিচের কোনটি কার্বনের বহুরূপ?

  • ক. স্বর্ণ
  • খ. হীরক
  • গ. ইউরেনিয়াম
  • ঘ. প্লাটিনাম

উত্তরঃ হীরক

বিস্তারিত

হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ?

  • ক. স্বর্ণ
  • খ. প্লাটিনাম
  • গ. সিলিকন
  • ঘ. কার্বন

উত্তরঃ কার্বন

বিস্তারিত

বহুরূপী মৌল কোনটি?

  • ক. কার্বন
  • খ. সোডিয়াম
  • গ. ক্যালসিয়াম
  • ঘ. অ্যালুমিনিয়াম

উত্তরঃ কার্বন

বিস্তারিত

কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে?

  • ক. সালফার
  • খ. গ্রাফাইট
  • গ. ফসফরাস
  • ঘ. সিলিকন

উত্তরঃ গ্রাফাইট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects