তাপবিদ্যা

এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে-

  • ৭০°ফাঃ উষ্ণতায়
  • ১০০°সেঃ উষ্ণতায়
  • ৭০°সেঃ উষ্ণতায়
  • ৭০°রোমার উষ্ণতায়

সঠিক উত্তরঃ ৭০°সেঃ উষ্ণতায়

বিস্তারিত

দুই টুকরা বরফকে চাপ দিয়ে এক টুকরা বরফে পরিণত করা যায়। কারণ সংযোগস্থলের-

  • তাপমাত্রা বেড়ে যায়
  • গলনাংক ০°সেলসিয়াস থেকে বেড়ে যায়
  • তাপমাত্রা কমে যায়
  • গলনাংক ০°সেলসিয়াস থেকে কমে যায়

সঠিক উত্তরঃ গলনাংক ০°সেলসিয়াস থেকে কমে যায়

বিস্তারিত

স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল-

  • ০°সেন্টিগ্রেড
  • ১০০°সেন্টিগ্রেড
  • ৪°সেন্টিগ্রেড
  • ২৬৩°সেন্টিগ্রেড

সঠিক উত্তরঃ ৪°সেন্টিগ্রেড

বিস্তারিত

কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

  • ০°সেলসিয়াস
  • ৪°সেলসিয়াস
  • ৩২°ফারেনহাইট
  • ১০০°সেলসিয়াস

সঠিক উত্তরঃ ৪°সেলসিয়াস

বিস্তারিত

৯৮.২° ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস?

  • প্রায় ৪০°সেঃ
  • প্রায় ৩৯°সেঃ
  • প্রায় ৩৮°সেঃ
  • প্রায় ৩৭°সেঃ

সঠিক উত্তরঃ প্রায় ৩৭°সেঃ

বিস্তারিত

মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?

  • ৯৮.৪°ফারেনহাইট
  • ৯০.৮°ফারেনহাইট
  • ১০৩.৫°ফারেনহাইট
  • ৯৯°ফারেনহাইট

সঠিক উত্তরঃ ৯৮.৪°ফারেনহাইট

বিস্তারিত

ক্লিনিক্যাল থার্মোমিটার কত পর্যন্ত দাগ কাটা থাকে?

  • ৯০-৯৫°ফাঃ
  • ৯৫-১১০°ফাঃ
  • ৯৫-১০৫°ফা
  • ৯৮-১০৪°ফাঃ

সঠিক উত্তরঃ ৯৫-১১০°ফাঃ

বিস্তারিত

৫০°ফারেনহাইট উষ্ণতার সমান

  • ৫০°সেন্টিগ্রেড
  • ১০°সেন্টিগ্রেড
  • ৩২°সেন্টিগ্রেড
  • ১০০°সেন্টিগ্রেড

সঠিক উত্তরঃ ১০°সেন্টিগ্রেড

বিস্তারিত

পরম শুন্য তাপমাত্রা সমান

  • ২৭৩°সেন্টিগ্রেড
  • ২৩৭°সেন্টিগ্রেড
  • -২৭৩°সেন্টিগ্রেড
  • ০°সেন্টিগ্রেড

সঠিক উত্তরঃ -২৭৩°সেন্টিগ্রেড

বিস্তারিত

এক গ্রাম পানির তাপমাত্রা ২° থেকে ৩° সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন?

  • ১ ক্যালরি
  • ২ ক্যালরি
  • ৩ ক্যালরি
  • ৪ ক্যালরি

সঠিক উত্তরঃ ১ ক্যালরি

বিস্তারিত

এয়ার কন্ডিশনিং কি?

  • শীতলকরণ
  • উত্তপ্তকরণ
  • আর্দ্রকরণ
  • সবগুলোই

সঠিক উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয়?

  • মিথেন ও ইথেন
  • অ্যামোনিয়া ও ফেয়ন
  • কার্বন-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন
  • কার্বন ও ফ্রেয়ন

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?

  • ফ্রেয়নকে ঘনীভূত করা
  • ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
  • ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
  • ফ্রেয়নকে ঠাণ্ডা করা

সঠিক উত্তরঃ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

বিস্তারিত

মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?

  • ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
  • অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
  • পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
  • এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না

সঠিক উত্তরঃ অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়

বিস্তারিত

Caburator is used in

  • Diseel engine
  • Petrol engine
  • Gas engine
  • Steam engine

সঠিক উত্তরঃ Petrol engine

বিস্তারিত

সি.এন.জি গাড়ি চলে-

  • অটো চক্রে
  • ডিজেল চক্রে
  • ব্রেটন চক্রে
  • কারনট চক্রে

সঠিক উত্তরঃ অটো চক্রে

বিস্তারিত

পট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?

  • জেমস ওয়াট
  • ড. অটো
  • কেলভিন
  • কার্নো

সঠিক উত্তরঃ ড. অটো

বিস্তারিত

থার্মোফ্লাস্ক কয়স্তর বিশিষ্ট?

  • দুইস্তর
  • তিনস্তর
  • চারস্তর
  • পাঁচস্তর

সঠিক উত্তরঃ তিনস্তর

বিস্তারিত

শীতে শরীর কাপে কেন?

  • শরীরের তাপ ও বাহিরের তাপ সমান বলে
  • শরীরের রক্ত কম বলে
  • শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে
  • শরীরে রক্ত বেশি বলে

সঠিক উত্তরঃ শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে

বিস্তারিত

টিনের ঘরে বেশি গরম লাগে কেন?

  • টিন তাপের কুপরিবাহী তাই
  • টিন তাপের সুপরিবাহী বলে বেশি গরম লাগে
  • টিন কোন ছিদ্র থাকে না বলে
  • টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে

সঠিক উত্তরঃ টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে

বিস্তারিত

কোন রং-এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?

  • কালো
  • সাদা
  • সবুজ
  • হলুদ

সঠিক উত্তরঃ সাদা

বিস্তারিত

কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

  • সাদা
  • কালো
  • লাল
  • ধূসর

সঠিক উত্তরঃ কালো

বিস্তারিত

শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ-

  • সরকারি নির্দেশ
  • দূর থেকে চোখে পড়বে বলে
  • দেখতে সুন্দর লাগে
  • তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

সঠিক উত্তরঃ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

বিস্তারিত

গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-

  • কালো কাপড় চোখের জন্য ক্ষতিকর
  • কালো কাপড় তাপ শোষণ করে
  • কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না
  • কালো কাপড় চামড়ার ক্ষতি করে

সঠিক উত্তরঃ কালো কাপড় তাপ শোষণ করে

বিস্তারিত

গ্রীষ্মকালে কোন রং এর জামা অধিক আরামদায়ক?

  • কালো
  • সাদা
  • সবুজ
  • হলুদ

সঠিক উত্তরঃ সাদা

বিস্তারিত

কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?

  • কালো
  • সাদা
  • বেগুনি
  • হলুদ

সঠিক উত্তরঃ সাদা

বিস্তারিত

কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশী?

  • সাদা
  • কালো
  • লাল
  • বেগুনি

সঠিক উত্তরঃ কালো

বিস্তারিত

মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-

  • বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে
  • বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
  • বেশি পরিমান ধুলিকণা বায়ুমণ্ডলে থাকে
  • মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়

সঠিক উত্তরঃ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়

বিস্তারিত

আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

  • মেঘ উত্তম তাপ পরিবাহক
  • সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপনন্ করে
  • বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
  • মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

সঠিক উত্তরঃ মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

বিস্তারিত

আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?

  • মেঘ তাপরোধী পদার্থ
  • মেঘ তাপ গ্রহণ করে
  • ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে
  • জলীয় বাষ্প ঘনীভূত হয়

সঠিক উত্তরঃ মেঘ তাপরোধী পদার্থ

বিস্তারিত

একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে, কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়-

  • বিকিরণ পদ্ধতিতে
  • পরিচলন পদ্ধতিতে
  • পরিবহন পদ্ধতিতে
  • বিকিরণ ও পরিবহন পদ্ধতিতে

সঠিক উত্তরঃ বিকিরণ পদ্ধতিতে

বিস্তারিত

আমরা যখন প্রজ্জ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের-দ্বারা

  • পরিচলন, পরিবহন ও বিকিরণ
  • পরিচলন ও পরিবহন
  • পরিচলন ও বিকিরণ
  • পরিচলন

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধনা কারণ-

  • এটি হাল্কা ও দামে সস্তা
  • এটি সব দেশেই পাওয়া যায়
  • এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
  • এটি সহজে ভেঙে যায় না না এবং বেশি গরম সহ্য করতে পারে

সঠিক উত্তরঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

বিস্তারিত

চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয়-

  • তাপের পরিবহনের জন্য
  • তাপের পরিচালনের জন্য
  • তাপের বিকিরণের জন্য
  • ব্যাপন প্রক্রিয়ার জন্য

সঠিক উত্তরঃ তাপের পরিবহনের জন্য

বিস্তারিত

তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

  • পরিচলন
  • বিকিরণের
  • পরিবহন
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বিকিরণের

বিস্তারিত

Vaccum-এর তাপ পরিবাহিত হয়-মাধ্যমে।

  • পরিচলনের
  • বিকিরণের
  • বিকিরণ ও পরিবহনের
  • বিকিরণ ও পরিচলনের

সঠিক উত্তরঃ বিকিরণের

বিস্তারিত

কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়?

  • কঠিন
  • তরল
  • বায়বীয়
  • ভ্যাকুয়াম

সঠিক উত্তরঃ কঠিন

বিস্তারিত

তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে-

  • পরিবাহকের দৈর্ঘ্য
  • পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
  • পরিবাহকের আয়তন
  • পরিবাহকের উপাদান

সঠিক উত্তরঃ পরিবাহকের উপাদান

বিস্তারিত

তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

সঠিক উত্তরঃ তিনটি

বিস্তারিত

পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?

  • বাড়তে থাকে
  • কমতে থাকে
  • একই থাকে
  • কম-বেশি হয়

সঠিক উত্তরঃ একই থাকে

বিস্তারিত

সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?

  • পানির তাপগ্রহিতা বেশি বলে
  • দুধের তাপগ্রহিতা বেশি বলে
  • দুধ পানির চেয়ে ঘন বলে
  • পানি বর্ণহীন-দুধ সাদা বলে

সঠিক উত্তরঃ দুধের তাপগ্রহিতা বেশি বলে

বিস্তারিত

একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন?

  • ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়
  • উত্তপ্ত পাথরে বেশি শক্তি সঞ্চয় হয়, তাই ফেটে যায়
  • ভিতরের অংশ উত্তপ্ত হওয়ার ফলে বাহিরের দিকে চাপের সৃষ্টি করে, তাই ফেটে যায়
  • পাথরের বাধন হাল্কা হয়ে যায় বলে ফেটে যায়

সঠিক উত্তরঃ ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়

বিস্তারিত

পুরু কাঁচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ-

  • গ্লাস তাপের অপরিবাহী বলে
  • গ্লাস তাপের সুপরিবাহী বলে
  • কাঁচের গলনাঙ্ক কম বলে
  • গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য

সঠিক উত্তরঃ গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য

বিস্তারিত

বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ

  • টান করে তার লাগানো সম্ভব নয়
  • বেশি টানে পিলার হেলে যেতে পারে
  • শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয
  • উপরের সবগুলোই ঠিক

সঠিক উত্তরঃ শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয

বিস্তারিত

ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ

  • ভিজা কাপড়ে শরীরে ঠাণ্ডা লাগে
  • সর্দি কাশি হওয়ার সম্ভবনা থাকে
  • কাপড়ের পানি শরীরের জন্য ভাল নয়
  • কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে

সঠিক উত্তরঃ কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে

বিস্তারিত

ফ্যান চালালে আমরা ঠাণ্ডা অনুভব করি, কারণ ফ্যান-

  • বাতাসকে ঠাণ্ডা করে
  • ঠাণ্ডা বাতাস তৈরি করে
  • ঘাম কমিয়ে দেয়
  • শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়

সঠিক উত্তরঃ শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়

বিস্তারিত

মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে কেন?

  • Vessel does not allow the hot air to come
  • Water coming out of the pores evaporates and takes heat from the water
  • Cooled air passes through the pores of vessel
  • It is not correct

সঠিক উত্তরঃ Water coming out of the pores evaporates and takes heat from the water

বিস্তারিত

মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

  • মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
  • মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
  • মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
  • মাটির পাত্র তাপ কুপরিবাহী

সঠিক উত্তরঃ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

বিস্তারিত

ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়। কারণ-

  • উপরে বায়ুর চাপ বেশি
  • উপরে বায়ুর চাপ কম
  • উপরে বায়ুতে ওজন কম
  • খ ও গ উভয়টিই ঠিক

সঠিক উত্তরঃ উপরে বায়ুর চাপ কম

বিস্তারিত

ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন?

  • সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে
  • সেখানকার বায়ু শীতল বলে
  • সেখানকার বায়ুতে অক্সিজেন কম বলে
  • সেখানকার বায়ু গরম বলে

সঠিক উত্তরঃ সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে

বিস্তারিত

উচ্চ পর্বতের চূড়ায় উটলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায়-

  • অক্সিজেন কম
  • ঠাণ্ডা বেশি
  • বায়ুর চাপ বেশি
  • বায়ুর চাপ কম

সঠিক উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-

  • কম হয়
  • বেশি হয়
  • ঠিক থাকে
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বেশি হয়

বিস্তারিত

প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়-

  • উচ্চ তাপমাত্রায় রান্না তাড়াতাড়ি হয়
  • পাত্রের মধ্যে উচ্চতাপ সৃষ্টি হয়
  • উচ্চচাপ পানিতে উচ্চতর তাপমাত্রায় রাখা সম্ভব হয়
  • উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়

সঠিক উত্তরঃ উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়

বিস্তারিত

খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির-

  • স্ফুটনাঙ্ক কমে বলে
  • স্ফুটনাঙ্ক বাড়ে বলে
  • আয়তন বাড়ে বলে
  • চাপ বৃদ্ধি পায় বলে

সঠিক উত্তরঃ স্ফুটনাঙ্ক বাড়ে বলে

বিস্তারিত

উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যায়, কারণ ঐ উচ্চতায়

  • বায়ুর চাপ বেশি
  • সূর্য তাপরে প্রখরতা বেশি
  • বায়ুর চাপ কম
  • সূর্য তাপের প্রখরতা কম

সঠিক উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

  • বায়ুর চাপ বেশি থাকার কারণে
  • বায়ুর চাপ কম থাকার কারণে
  • পাহাড়ের উপর তাপমাত্রা বেশি কারণে
  • পাহাড়ের উপর বাতাস কম থাকার কারণে

সঠিক উত্তরঃ বায়ুর চাপ কম থাকার কারণে

বিস্তারিত

সামুদ্রিক প্রাণী বরফে আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ

  • নিচের পানি কখনও জমাট বাধে না
  • সামুদ্রিক প্রাণীগুলো বিশেষ উপায়ে নিজেদের গরম রাখে
  • উপরের স্তরের বরফ কিছু পরিমান তাপ ভিতরে প্রবেশ করতে দেয়
  • প্রাণীগুলো বরফের মধ্য হাইবারনেশনে থাকে

সঠিক উত্তরঃ নিচের পানি কখনও জমাট বাধে না

বিস্তারিত

কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায ঘনত্ব কম?

  • কার্বন ডাই অক্সাইড
  • নাইট্রোজেন
  • জল
  • ক্লোরিন

সঠিক উত্তরঃ জল

বিস্তারিত

কোন পদার্থ তাপে সংকোচিত হয়?/উত্তপ্ত করলে কোন বস্তুর আয়তন কমতে পারে?

  • পারদ
  • পানি
  • জার্মান সিলভার
  • প্লুটোনিয়াম

সঠিক উত্তরঃ পানি

বিস্তারিত

একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-

  • বাড়বে
  • কমবে
  • প্রথমে কমবে পরে বাড়বে
  • একই থাকবে

সঠিক উত্তরঃ কমবে

বিস্তারিত

পানি জমলে আয়তনে

  • বাড়ে
  • কমে
  • দুটোই হয়
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বাড়ে

বিস্তারিত

পানি বরফে পরিণত হলে কি ঘটবে?

  • ঘনত্ব বেড়ে যাবে
  • আয়তন বেড়ে যাবে
  • ভর কমে যাবে
  • আয়তনের পরিবর্তন ঘটবে না

সঠিক উত্তরঃ ঘনত্ব বেড়ে যাবে

বিস্তারিত

তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?

  • আয়তন প্রসারণ
  • দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
  • প্রস্থের প্রসারণ
  • ক্ষেত্র প্রসারণ

সঠিক উত্তরঃ আয়তন প্রসারণ

বিস্তারিত

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

  • তরল পদার্থ
  • বায়বীয় পদার্থ
  • কঠিন পদার্থ
  • নরম পদার্থ

সঠিক উত্তরঃ বায়বীয় পদার্থ

বিস্তারিত

একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা-

  • হ্রাস পাবে
  • বৃদ্ধি পাবে
  • অপরিবর্তিত থাকবে
  • গ্রীষ্মকাল হলে হ্রাস পবে

সঠিক উত্তরঃ অপরিবর্তিত থাকবে

বিস্তারিত

ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?

  • ফারেনহাইট
  • সেন্টিগ্রেড
  • কেলভিন
  • র্যাঙ্কিন

সঠিক উত্তরঃ ফারেনহাইট

বিস্তারিত

শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয়-

  • রোমার থার্মোমিটার
  • ক্লিনিক্যাল থার্মোমিটার
  • সেন্টিগ্রেড থার্মোমিটার
  • সিক্সাস থার্মোমিটার

সঠিক উত্তরঃ ক্লিনিক্যাল থার্মোমিটার

বিস্তারিত

পানির কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?

  • ১০০F
  • ১০০C
  • ১২০F
  • ১২০C

সঠিক উত্তরঃ ১০০C

বিস্তারিত

তাপমাত্রার কোন ক্ষেত্রে ‘শূন্য’ ডিগ্রী সবচেয়ে বেশি ঠাণ্ডা?

  • ফারেনহাইট
  • কেলভিন
  • সেন্ট্রিগ্রেড
  • সেলসিয়াস

সঠিক উত্তরঃ কেলভিন

বিস্তারিত

NTP- এর পূর্ণ নাম কি?

  • Normal temperature & pressure
  • Natural temperature & pressure
  • Nominal temperature & pressure
  • Normal thermodynamic pressure

সঠিক উত্তরঃ Normal temperature & pressure

বিস্তারিত

পরম শুন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন

  • ১০০ সি.সি
  • ২৭৩ সি.সি
  • অসীম
  • শুন্য

সঠিক উত্তরঃ শুন্য

বিস্তারিত

তাপের একক কি?

  • ক্যালরি
  • ফারেনহাইট
  • কেলভিন
  • সেলসিয়াস

সঠিক উত্তরঃ ক্যালরি

বিস্তারিত

এস.আই পদ্ধতিতে তাপের একক কি?

  • জুল
  • র্যানকিন
  • কেলভিন
  • সেলসিয়াস

সঠিক উত্তরঃ জুল

বিস্তারিত

জুল কিসের একক?

  • তাপ
  • কাজ
  • বল
  • ক্ষমতা

সঠিক উত্তরঃ তাপ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects