জৈব রসায়ন

উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?

  • ৬টি
  • ৮টি
  • ৯টি
  • ১০টি

সঠিক উত্তরঃ ৯টি

বিস্তারিত

উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান কয়টি?

  • ৭টি
  • ৮টি
  • ৯টি
  • ১০টি

সঠিক উত্তরঃ ৭টি

বিস্তারিত

কৃত্রিম জিন আবিষ্কার করেন--

  • চার্লস ডারউইন
  • হরগোবিন্দ খোরানা
  • গ্রেগর ইয়োহান মেন্ডেল
  • থিওফ্রাস্টাস

সঠিক উত্তরঃ হরগোবিন্দ খোরানা

বিস্তারিত

জৈব বিবর্তনের জনক কে?

  • গ্যালিলিও গ্যালিলি
  • হরগোবিন্দ খোরানা
  • কোপার্নিকাস
  • চার্লস ডারউইন

সঠিক উত্তরঃ চার্লস ডারউইন

বিস্তারিত

চিপ্সের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?

  • অক্সিজেন
  • কার্বন ডাই-অক্সাইড
  • নাইট্রোজেন
  • জলীয় বাষ্প

সঠিক উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

রেক্টিফাইড স্পিরিট হলো--

  • ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
  • ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
  • ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
  • ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি

সঠিক উত্তরঃ ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি

বিস্তারিত

জমির লবণাক্ততা নিযন্ত্রণ করে কোনটি?

  • কৃত্রিম সার প্রয়োগ
  • পানি সেচ
  • মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
  • প্রাকৃতিক সার প্রয়োগ

সঠিক উত্তরঃ পানি সেচ

বিস্তারিত

দুধে থাকে--

  • সাইট্রিক এসিড
  • ল্যাকটিক এসিড
  • নাইট্রিক এসিড
  • এসিটিক এসিড

সঠিক উত্তরঃ ল্যাকটিক এসিড

বিস্তারিত

কাগজের প্রধান রাসায়নিক উপাদান

  • লিগনিন
  • সেলুলোজ
  • রেজিন
  • হেমিসেলুলোজ

সঠিক উত্তরঃ সেলুলোজ

বিস্তারিত

এর মধ্য কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?

  • প্লাস্টিক
  • রাবার
  • গ্লিসারিন
  • কাগজ

সঠিক উত্তরঃ রাবার

বিস্তারিত

Paint এবং Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়?

  • এলকোহল
  • পেট্রোল
  • পানি
  • তারপিন

সঠিক উত্তরঃ তারপিন

বিস্তারিত

কোনগুলো দিয়ে লিপষ্টিক তৈরি হয়?

  • গ্রীজ এবং গ্লিসারিন
  • গ্রীজ এবং দ্রাবক
  • গ্লিসরিন ও রঞ্জক
  • গ্রীজ, রঞ্জক এবং একটি দ্রাবক

সঠিক উত্তরঃ গ্রীজ, রঞ্জক এবং একটি দ্রাবক

বিস্তারিত

টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন?

  • দাঁতের রক্ত পড়া বন্ধ করার কাজে
  • এটা দাঁতের ক্ষয়রোধ করে
  • এটা দাঁতের গোড়া ফুলা বন্ধ করে
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ এটা দাঁতের ক্ষয়রোধ করে

বিস্তারিত

টুথপেস্টের প্রধান উপাদান-

  • জেলী ও মশলা
  • ভোজ্য তেল ও সোডা
  • সাবান ও পাউডার
  • ফ্লোরাইড ও ক্লোরোফিল

সঠিক উত্তরঃ সাবান ও পাউডার

বিস্তারিত

একটি কটিনাশক ঔষধ-

  • প্যালুড্রিন
  • কুইনিন
  • পেনিসিলিন
  • গ্যামেস্কিন

সঠিক উত্তরঃ গ্যামেস্কিন

বিস্তারিত

ডি.ডি.টি এক ধরনের

  • কীটনাশক ঔষধ
  • বিস্ফোরক
  • রোগ প্রতিষেধক
  • পানি বিশোধক

সঠিক উত্তরঃ কীটনাশক ঔষধ

বিস্তারিত

কোনটি বিস্ফোরক পদার্থ?

  • ডি.ডি.টি
  • টি.এন.টি
  • সি.এফ.সি
  • আয়োডেক্স

সঠিক উত্তরঃ টি.এন.টি

বিস্তারিত

চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়?

  • বেনজিন হতে
  • কয়লা হতে
  • ফেনল হতে
  • টলুইন হতে

সঠিক উত্তরঃ টলুইন হতে

বিস্তারিত

দুধে কোন ধরনের এসিড থাকে?

  • সাইট্রিক এসিড
  • ল্যাকটিক এসিড
  • সাইট্রিক ও ল্যাকটিক এসিড
  • কোন এসিড নেই

সঠিক উত্তরঃ ল্যাকটিক এসিড

বিস্তারিত

আঙ্গুর ফলে কোন এসিড বর্তমান থাকে

  • টারটারিক এসিড
  • সাইট্রিক এসিড
  • অক্সালিক এসিড
  • ফরমিক এসিড

সঠিক উত্তরঃ টারটারিক এসিড

বিস্তারিত

অক্সালিক এসিড পাওয়া যায়-

  • আমলকিতে
  • তেতুলে
  • বাধাকপিতে
  • লেবুতে

সঠিক উত্তরঃ আমলকিতে

বিস্তারিত

আমলকিতে থাকে-

  • টারটারিক এসিড
  • এসিটিক এসিড
  • অক্সালিক এসিড
  • সালফিউরিক এসিড

সঠিক উত্তরঃ অক্সালিক এসিড

বিস্তারিত

স্যালিক এসিড-

  • টমেটোতে পাওয়া যায়
  • আমলকিতে পাওয়া যায়
  • আঙ্গুরে পাওয়া যায়
  • কমলালেবুতে পাওয়া যায়

সঠিক উত্তরঃ টমেটোতে পাওয়া যায়

বিস্তারিত

লেবুর রসে কোন এসিড থাকে?

  • হাইড্রোক্লোরিক
  • সাইট্রিক
  • সারফিউরিক
  • নাইট্রিক

সঠিক উত্তরঃ সাইট্রিক

বিস্তারিত

কাপড়ে কালির দাগ লাগলে সহজেই উঠানো যায়

  • তৎক্ষনাৎ দুধে ভেজালে
  • সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ফেলা
  • দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা
  • দাগের উপর কাপড় ধোয়ার সাবান ব্যবহার করা

সঠিক উত্তরঃ দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা

বিস্তারিত

সোডিয়াম এসিটেটের সংকেত?

  • CH2COONa
  • CH3COOSi
  • CH3COONa
  • CH2COONa2

সঠিক উত্তরঃ CH3COONa

বিস্তারিত

সিরকা তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয়?

  • এসিটিক এসিড
  • সাইট্রিক এসিড
  • ল্যাকটিক এসিড
  • অ্যাসকরবিক এসিড

সঠিক উত্তরঃ এসিটিক এসিড

বিস্তারিত

ভিনেগারে কোন এসিড থকে?

  • এসিটিক
  • সালফিউরিক
  • সাইট্রিক
  • টারটারিক

সঠিক উত্তরঃ এসিটিক

বিস্তারিত

ভিনেগার

  • ২% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
  • ৪% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
  • ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
  • ৪০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ

সঠিক উত্তরঃ ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ

বিস্তারিত

ভিনেগার বলতে কি বুঝায়?

  • ৬-১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
  • ১০-১৫% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
  • ৫-১০% সাইট্রিক এসিডের জলীয় দ্রবণ
  • ১০-১৫% সাইট্রিক এসিডের জলীয় দ্রবণ

সঠিক উত্তরঃ ৬-১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ

বিস্তারিত

ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ-

  • ১৫%
  • ১৩%
  • ৬-১০%
  • ১৩-১৫%

সঠিক উত্তরঃ ৬-১০%

বিস্তারিত

ফরমালিন হলো ফরমালডিহাইডের-

  • ১০% জলীয় দ্রবণ
  • ২০% জলীয় দ্রবণ
  • ৩০% জলীয় দ্রবণ
  • ৪০% জলীয় দ্রবণ

সঠিক উত্তরঃ ৪০% জলীয় দ্রবণ

বিস্তারিত

কঁচু খেলে গলা চুলকায়, কারণ কঁচুতে আছে-

  • ক্যালশিয়াম অক্সালেট
  • ক্যালশিয়াম কার্বনেট
  • ক্যালশিয়াম ফসফেট
  • ক্যালশিয়াম সালফেট

সঠিক উত্তরঃ ক্যালশিয়াম অক্সালেট

বিস্তারিত

সেভিং সাবানের উপাদান কোনটি?

  • সিলিকেট
  • কস্টিক পটাশ
  • কস্টিক সোডা
  • সোপ মোটান পাউডার

সঠিক উত্তরঃ কস্টিক পটাশ

বিস্তারিত

সাবান তৈরির উপজাত হিসাবে পাওয়া যায়-

  • গ্লিসারিন
  • সিলিকন
  • ইথানল
  • সোডিয়াম

সঠিক উত্তরঃ গ্লিসারিন

বিস্তারিত

সাবান তৈরির প্রধান কাঁচামাল

  • গ্রিজ
  • চর্বি
  • নারিকেল
  • পামতেল

সঠিক উত্তরঃ চর্বি

বিস্তারিত

সাবানের রাসায়নিক নাম কি?

  • সোডিয়াম এসিটেট
  • সোডিয়াম স্টিয়ারেট
  • ইথাইল স্টিয়ারেট
  • গ্লিসারিন স্টিয়ারেট

সঠিক উত্তরঃ সোডিয়াম স্টিয়ারেট

বিস্তারিত

সাবান কোন উচ্চতর ফ্যাট এসিডের লবণ?

  • পটাসিয়াম
  • সোডিয়াম
  • ক্যালসিয়াম
  • পটাসিয়াম + সোডিয়াম

সঠিক উত্তরঃ পটাসিয়াম + সোডিয়াম

বিস্তারিত

পাকা কলার উপাদান কোনটি?

  • অ্যামাইল অ্যাসিটেট
  • ইথাইল অ্যালকোহল
  • মিথাইল ইথানয়েট
  • ইথার

সঠিক উত্তরঃ অ্যামাইল অ্যাসিটেট

বিস্তারিত

ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী?

  • এস্টার
  • ইথার
  • অ্যালকোহল
  • গ্লুকোজ

সঠিক উত্তরঃ এস্টার

বিস্তারিত

রেক্টিফাইড স্প্রিরিট হলো-

  • ৯০% ইথাইল অ্যালকোহল +১০% পানি
  • ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
  • ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
  • ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি

সঠিক উত্তরঃ ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি

বিস্তারিত

ইথানলের সাথে মিথানল মিশিয়ে বাজারে বিক্রি করার নিয়মের প্রয়োজন কেন?

  • এতে সহজে আগুন লাগে না
  • পানীয় হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য
  • নিরাপদে সংরক্ষণ করা যায়
  • পেট্রোল হিসেবে ব্যবহার প্রতিরোধের জন্য

সঠিক উত্তরঃ পানীয় হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য

বিস্তারিত

কাঁদুনে গ্যাসের অপর নাম কি?

  • ক্লোরোপিক্রিরিন
  • ফসজিন গ্যাস
  • নাইট্রোজেন গ্যাস
  • মিথেন

সঠিক উত্তরঃ ক্লোরোপিক্রিরিন

বিস্তারিত

কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রিয়ায়?

  • গাঢ় সাইট্রিক এসিড
  • গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
  • গাঢ় নাইট্রিক এসিড
  • গাঢ় অ্যাসিটিক এসিড

সঠিক উত্তরঃ গাঢ় নাইট্রিক এসিড

বিস্তারিত

Cl3CNO2 হচ্ছে

  • ফসজিন গ্যাস
  • মাস্টার্ড গ্যাস
  • লাফিং গ্যাস
  • টিয়ার গ্যাস

সঠিক উত্তরঃ টিয়ার গ্যাস

বিস্তারিত

কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে?

  • অক্সিঅ্যাসিটিলিন শিখা
  • অক্সিঅ্যামোনিয়াম শিখা
  • অক্সিহাইড্রোজেন শিখা
  • অক্সিনাইট্রোজেন শিখা

সঠিক উত্তরঃ অক্সিঅ্যাসিটিলিন শিখা

বিস্তারিত

অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা-

  • ২৫০০°-৩০০০° সে
  • ৩০০০°-৩৫০০° সে.
  • ২০০০°-২৫০০° সে
  • ১০০০°-১৫০০° সে.

সঠিক উত্তরঃ ৩০০০°-৩৫০০° সে.

বিস্তারিত

ফল পাকানোর জন্য দায়ী কে?

  • ইথিলিন
  • লাইকোপেন
  • প্রপিন
  • মিথিলিন

সঠিক উত্তরঃ ইথিলিন

বিস্তারিত

কোন জৈব বস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?

  • কার্বন ডাই অক্সাইড
  • কার্বন মনোক্সাইড
  • সালফার ডাই অক্সাইড
  • নাইট্রোজেন ডাই অক্সাইড

সঠিক উত্তরঃ কার্বন মনোক্সাইড

বিস্তারিত

The type formula for aromatic series is

  • CnH2n-2
  • CnH2n+2
  • CnH2n-6
  • None

সঠিক উত্তরঃ CnH2n+2

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects