তড়িৎ শক্তি
আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি তা-
- ক. এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
- খ. ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে
- গ. এসি ভোল্টেজের ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয়
- ঘ. ডিসি ভোল্টেজকে স্টেপ ডাউন করে
উত্তরঃ এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
শক্তির রূপান্তর সংক্রান্ত নিম্নোক্ত কোন উক্তিটি ত্রুটিপূর্ণ?
- ক. জেনারেটরের সাহায্যে যন্ত্র শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়
- খ. মোটর-এর সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যন্ত্র শক্তিতে রূপান্তরিত করা হয়
- গ. বৈদ্যুতিক বাল্ব দ্বারা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়
- ঘ. টারবাইন দ্বারা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়
উত্তরঃ টারবাইন দ্বারা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়
অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়, কারণ এতে-
- ক. তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়
- খ. তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
- গ. প্রেরক তার দীর্ঘদিন ভাল থাকে
- ঘ. প্রেরক তারের রোধ কম থাকে
উত্তরঃ তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়
বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
- ক. ট্রান্সমিটারের সাহায্যে
- খ. স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
- গ. এডাপটারের সাহায্যে
- ঘ. স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
উত্তরঃ স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
- ক. Voltage
- খ. Frequency
- গ. Voltage & Current
- ঘ. Current
উত্তরঃ Voltage
- ক. ট্রান্সফর্মার
- খ. মোটর
- গ. জেনারেটর
- ঘ. ডায়নামো
উত্তরঃ ট্রান্সফর্মার
নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
- ক. ট্রানজিস্টার
- খ. ডায়োড
- গ. অ্যামপ্লিফায়ার
- ঘ. ট্রান্সফর্মার
উত্তরঃ ট্রান্সফর্মার
একটি জেনারেটর শক্তি কিসের উপর নির্ভর করে না?
- ক. আর্মেচারের চুম্বকক্ষেত্রের শক্তির উপর
- খ. এর তারের পাকসংখ্যার উপর
- গ. এর ঘুর্ণনের উপর
- ঘ. এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎশক্তির উপর
উত্তরঃ এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎশক্তির উপর
বৈদ্যুতিক ‘জেনারেটর’ বলিতে কি বোঝায়?
- ক. ইহা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
- খ. ইহা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
- গ. ইহা এক বিদ্যুৎ সার্কিট হইতে অন্য বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করে
- ঘ. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইন ঘুরাবার জন্য ইহা ব্যবহৃত হয়
উত্তরঃ ইহা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে-
- ক. ট্রান্সফর্মার
- খ. বৈদ্যুতিক মোটর
- গ. ডায়ানামো
- ঘ. যে কোনটি
উত্তরঃ ডায়ানামো
- ক. ডিসি জেনারেটরে
- খ. এসি জেনারেটরে
- গ. ট্রান্সফর্মারে
- ঘ. সিনক্রোনাস মোটরে
উত্তরঃ ডিসি জেনারেটরে
যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে কি বলে?
- ক. ট্রান্সফর্মার
- খ. মোটর
- গ. ট্রানজিস্টর
- ঘ. অলটারনেটর
উত্তরঃ মোটর
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা-
- ক. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
- খ. তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
- গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
- ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
উত্তরঃ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
A multimeter is used to measure
- ক. Resistance
- খ. Current
- গ. Voltage
- ঘ. All of the above
উত্তরঃ All of the above
- ক. কারেন্ট, শক্তি এবং রোধ
- খ. ভোল্টেজ, কম্পাঙ্ক এবং ফেজ
- গ. রোধ, দক্ষতা এবং শক্তি
- ঘ. ভোল্টেজ, কারেন্ট এবং রোধ
উত্তরঃ ভোল্টেজ, কারেন্ট এবং রোধ
১০০ ওয়াটের একটি বাতির রোধ একটি ৬০ ওয়াটের বাতির তুলনায়-
- ক. ৪০ ওহম বেশি
- খ. বেশি
- গ. কম
- ঘ. সমান
উত্তরঃ কম
একটি বৈদ্যুতিক বাল্বের '40W-200W' লেখা আছে। বাল্বটির রোধ হবে-
- ক. ১০০ ওহম
- খ. ৫ ওহম
- গ. ২০ ওহম
- ঘ. ৮০০০ ওহম
উত্তরঃ ১০০ ওহম
কোন বাড়িতে ১০০ ওয়াটের ৪টি বাল্ব ৫ ঘন্টা জ্বললে বাড়ির ইলেকট্রনিক মিটারে উঠবে?
- ক. ৫ ইউনিট
- খ. ৪ ইউনিট
- গ. ১ ইউনিট
- ঘ. ২ ইউনিট
উত্তরঃ ২ ইউনিট
১০০ ওয়াটের একটি বাতি ১ মিনিট চললে উহা কি পরিমাণ কাজ করবে?
- ক. ১০০ জুল
- খ. ৬০০০ জুল
- গ. ৫/৩ জুল
- ঘ. ৬০০ জুল
উত্তরঃ ৬০০০ জুল
সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ
- ক. তাপ সৃষ্টি
- খ. হলুদাভ আলো
- গ. আলোর শোষণ
- ঘ. আলট্রা ভায়োলেট সৃষ্টি
উত্তরঃ তাপ সৃষ্টি
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
- ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- খ. আইজ্যাক নিউটন
- গ. টমাস এডিসন
- ঘ. ভোল্টা
উত্তরঃ টমাস এডিসন
টমাস আলফা এডিসন কি আবিষ্কার করেন?
- ক. বৈদ্যুতিক বাল্ব
- খ. রাডার
- গ. টাইপ রাইটার
- ঘ. টেলিগ্রাফ
উত্তরঃ বৈদ্যুতিক বাল্ব
বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন কে?
- ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- খ. আইজ্যাক নিউটন
- গ. টমাস এডিসন
- ঘ. হেনরী ফোর্ড
উত্তরঃ টমাস এডিসন
থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম-
- ক. লীড পিন
- খ. লাইন পিন
- গ. আর্থপিন
- ঘ. কানেকশন পিন
উত্তরঃ আর্থপিন
বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিটজনিত ক্ষতিরোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয়, তা হলো-
- ক. ছোট সরু তার
- খ. ছোট মোটা তার
- গ. লম্বা সরু তার
- ঘ. লম্বা মোটা তার
উত্তরঃ ছোট সরু তার
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
- ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
- খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
- গ. বিদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
- ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
উত্তরঃ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-
- ক. বিদ্যুৎস্পৃষ্ঠ হলেও পাখী মরে না
- খ. পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
- গ. মাটির সংগে সংযোগ হয় না
- ঘ. পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
উত্তরঃ মাটির সংগে সংযোগ হয় না
Electric bill is calculatec in/বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?/বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
- ক. Joule
- খ. Watt hour
- গ. Kilowatt hour
- ঘ. Watt
উত্তরঃ Kilowatt hour
- ক. এক কিলোওয়া সেকেন্ড
- খ. এক ওয়াট ঘন্টা
- গ. এক কিলোওয়াট ঘন্টা
- ঘ. এক ওয়াট সেকেন্ড
উত্তরঃ এক ওয়াট সেকেন্ড
বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশেধ করি তা হলো-
- ক. কারেন্ট
- খ. ভোল্টেজ
- গ. ক্ষমতা
- ঘ. শক্তি
উত্তরঃ শক্তি
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?
- ক. এক কিলোওয়াট ঘন্টা
- খ. এক ওয়াট ঘন্টা
- গ. এক কিলোওয়াট
- ঘ. এক ওয়াট
উত্তরঃ এক কিলোওয়াট ঘন্টা
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. একই হয়
- ঘ. খুব কম হয়
উত্তরঃ একই হয়
তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ-
- ক. অল্প বৃদ্ধি পায়
- খ. হ্রাস পায়
- গ. বেশি বৃদ্ধি পায়
- ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ হ্রাস পায়
একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর
- ক. বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
- খ. বৈদ্যুতিক রোধ কমে যায়
- গ. বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
- ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য
- ক. উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত
- খ. উষ্ণতা কমানো উচিত
- গ. উষ্ণতা বৃদ্ধি করা উচিত
- ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত
বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল-
- ক. ১১০ ভোল্ট এ.সি
- খ. ১১০ ভোল্ট ডি.সি
- গ. ২২০ ভোল্ট এ.সি
- ঘ. ২২০ ভোল্ট ডি.সি
উত্তরঃ ২২০ ভোল্ট এ.সি
বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক (Frequency) প্রতি সেকেণ্ড ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
- ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
- খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
- গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করা
- ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
উত্তরঃ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
বাংলাদেশের বাসা বাড়ীতে সরবরাহকৃত বিুদ্যতের ফ্রিকুয়েন্সি হল-
- ক. ৬০ হার্জ
- খ. ২২০ হার্জ
- গ. ৫০ হার্জ
- ঘ. ১১০ হার্জ
উত্তরঃ ৫০ হার্জ
- ক. শুধু একদিকে চলে
- খ. ব্যাটারী থেকে উৎপন্ন হয়
- গ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
- ঘ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
উত্তরঃ সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
- ক. বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
- খ. বৈদ্যুতিক চাপের পরিমাণ
- গ. বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
- ঘ. একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
উত্তরঃ বৈদ্যুতিক চাপের পরিমাণ
যে দুটি সেমিকনডাক্টর প্রায়ই ব্যবহৃত হয় তাদের নাম-
- ক. কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
- খ. জার্মেনিয়াম, সিলিকন
- গ. গ্যালিয়াম, সালফাইড
- ঘ. গ্যালিয়াম, আর্সেনাইড
উত্তরঃ জার্মেনিয়াম, সিলিকন
নিচের কোনটি সেমি কনডাক্টর বা অর্ধপরিবাহী-
- ক. রাবার
- খ. জার্মেনিয়াম
- গ. গন্ধক
- ঘ. কাঁচ
উত্তরঃ জার্মেনিয়াম
বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল---
- ক. ৫০ হার্জ
- খ. ২২০ হার্জ
- গ. ২০০ হার্জ
- ঘ. ১০০ হার্জ
উত্তরঃ ৫০ হার্জ
- ক. তামা
- খ. প্লাস্টিক
- গ. রূপা
- ঘ. লোহা
উত্তরঃ প্লাস্টিক
তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে/সাধারণত বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়-
- ক. প্রোটনের প্রবাহ
- খ. ইলেকট্রনের প্রবাহ
- গ. নিউট্রনের প্রবাহ
- ঘ. পজিট্রনের প্রবাহ
উত্তরঃ ইলেকট্রনের প্রবাহ
- ক. খোলা মাঠে দাঁড়িয়ে
- খ. উঁচু দেয়ালের কাছে
- গ. উঁচু গাছের নিচে
- ঘ. গুহার ভিতর বা মাটিতে শুয়ে
উত্তরঃ গুহার ভিতর বা মাটিতে শুয়ে
বজ্রপাতের সময় আপনিন নিজের গাড়ী করে যাচ্ছেন। নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
- ক. গাড়ীর মধ্যেই বসে থাকবেন
- খ. কোন গাছের তলায় আশ্রয় নিবেন
- গ. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
- ঘ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
উত্তরঃ বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
- ক. দুই খণ্ড মেঘ পর পর এলে
- খ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
- গ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
- ঘ. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
উত্তরঃ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
- ক. শুষ্ক বায়ুর মধ্য দিয়ে
- খ. আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে
- গ. ঠাণ্ডা বায়ুর মধ্য দিয়ে
- ঘ. লু হাওয়ার মধ্য দিয়ে
উত্তরঃ আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে
একটি ৪০ ওয়াটের বাতি ১০ মিনিট ধরে জ্বললে বাতিটির ব্যয়িত শক্তি জুল কত হবে?
- ক. ২১x১০২ জু
- খ. ২৪x১০৩ জু
- গ. ৪০x১০৩ জু
- ঘ. ৬০x১০৩ জু
উত্তরঃ ২৪x১০৩ জু