ইলেকট্রনিক্স
- ক. একটি যন্ত্র যা ভোল্টেজ তৈরি করে
- খ. একটি যন্ত্র যা তাপকে বিদ্যুতে পরিবর্তন করে
- গ. একটি যন্ত্র যা এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে পরিবর্তন করে
- ঘ. উপরের সবক'টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
‘ব্লাক বক্স’ যন্ত্রটি ব্যবহার হয়-
- ক. বিমানে
- খ. রকেটে
- গ. সামুদ্রিক জাহাজে
- ঘ. পারমাণবিক বোমায়
উত্তরঃ বিমানে
- ক. যাদুর বাক্স
- খ. বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
- গ. স্টীলের কালো বাক্স
- ঘ. কাঠের কালো বাক্স
উত্তরঃ বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
- ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
- খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
- গ. ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
- ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
উত্তরঃ পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ-
- ক. কম্পিউটার
- খ. অফসেট প্রিন্ট
- গ. ফটো লিথোগ্রাফী
- ঘ. প্রসেস ক্যামেরা
উত্তরঃ ফটো লিথোগ্রাফী
- ক. বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান
- খ. বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা
- গ. তাপ ক্ষয় করা
- ঘ. শক্তি সংরক্ষণ করা
উত্তরঃ শক্তি সংরক্ষণ করা
কোন যন্ত্রের সাথে কম্পিউটার যুক্ত থাকে?
- ক. সেলুলার ফোন
- খ. টেলিগ্রাফি
- গ. ই-মেইল
- ঘ. ফ্যাক্স
উত্তরঃ ফ্যাক্স
দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
- ক. টেলিপ্রিন্টিং
- খ. টেলিগ্রাফি
- গ. টেলেক্স
- ঘ. ফ্যাক্স
উত্তরঃ ফ্যাক্স
টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে কি বলা হয়
- ক. ট্যনিং
- খ. স্ক্যানিং
- গ. স্ক্রিনিং
- ঘ. গ্যানিং
উত্তরঃ স্ক্যানিং
টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
- ক. শব্দ শক্তি
- খ. আলোক শক্তি
- গ. তড়িৎ শক্তি
- ঘ. চৌম্বক শক্তি
উত্তরঃ তড়িৎ শক্তি
- ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
- খ. ভূমিও ও আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
- গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
- ঘ. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়
উত্তরঃ ওয়েভ গাইডের মধ্য দিয়ে
এনালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিট্যাল কমিউনিকেশনের বড় সুবিধা হল--
- ক. ডিজিটালে ব্যান্ড উইডথ কম লাগে
- খ. ডিজিটালে ব্যান্ড উইডথ বেশি লাগে
- গ. ডিজিটালে অতি দ্রুত সিগনাল পৌছে যায
- ঘ. ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়
উত্তরঃ ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়
ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য
- ক. ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
- খ. বোতাম টিপিয়া ডায়াল করা
- গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
- ঘ. নতুন ধরণের মাইক্রোফোন
উত্তরঃ ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
- ক. Light Analysis by Single Enargy Radiation
- খ. Light Amplification for Stimulated Emission of Radiation
- গ. Light Amplification by Stimulated Emission of Radiation
- ঘ. Light Analysis by Stimulated Emission of Radiation
উত্তরঃ Light Amplification by Stimulated Emission of Radiation
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কাল্চে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
- ক. এল.ই.ডি
- খ. আই.সি
- গ. এল.সি.ডি
- ঘ. সিলিকন চিপ
উত্তরঃ সিলিকন চিপ
কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭১ সালে
- গ. ১৯৭৩ সালে
- ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭১ সালে
- ক. Very Large System Integration
- খ. Very Large Scale Integration
- গ. Very Long System Integration
- ঘ. Very Long System Input
উত্তরঃ Very Large Scale Integration
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
- ক. পাঞ্চ কার্ড
- খ. ইন্টিগ্রেটেড সার্কিট
- গ. বায়ুশূন্য টিউব
- ঘ. ট্রানজিস্টার
উত্তরঃ ইন্টিগ্রেটেড সার্কিট
ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অতি-
- ক. সাধারণ বর্তনী
- খ. সহজ বর্তনী
- গ. ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
- ঘ. সস্তা দামের বর্তনী
উত্তরঃ ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
- ক. একমুখীকরণ
- খ. ফিল্টারিং
- গ. বিবর্ধক হিসাবে
- ঘ. স্পন্দক হিসাবে
উত্তরঃ বিবর্ধক হিসাবে
ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়
- ক. কার্বন
- খ. গ্রাফাইট
- গ. সিলিকন
- ঘ. দস্তা
উত্তরঃ সিলিকন
ট্রানজিস্টরে সেমি-কনডাক্টর হিসাবে ব্যবহৃত হয়-
- ক. আর্সেনিক
- খ. জার্মেনিয়াম
- গ. টাংস্টেন
- ঘ. ম্যাঙ্গানিজ
উত্তরঃ জার্মেনিয়াম
ট্রানজিস্টারে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি?
- ক. সিলিকন
- খ. কার্বন
- গ. সিলেনিয়াম
- ঘ. জার্মেনিযাম
উত্তরঃ সিলিকন
Transistor তৈরি করতে প্রয়োজন হয়
- ক. Conductor
- খ. Semiconductor
- গ. Insulator
- ঘ. Wood
উত্তরঃ Semiconductor
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৫২ সালে
- ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ ১৯৪৮ সালে
- ক. রোবট আবিষ্কারের মাধ্যমে
- খ. ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
- গ. I.C আবিষ্কারের সময় থেকে
- ঘ. কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
উত্তরঃ ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
অ্যসিলেটার (Oscillator)-- রূপান্তরিত করে-
- ক. পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহকে সরল একদিকের বিদ্যুৎ প্রবাহে
- খ. সরল একদিকের বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহে
- গ. বিদ্যুৎ প্রবাহকে যান্ত্রিক শক্তিতে
- ঘ. যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ প্রবাহে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. মড্যুলেটর
- খ. রেকটিফায়ার
- গ. রেগুলেটর
- ঘ. অ্যসিলেটর
উত্তরঃ রেকটিফায়ার
একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
- ক. রেজিস্টেন্স হিসাবে
- খ. ক্যাপাসিটর হিসাবে
- গ. ট্রান্সফর্মার হিসাবে
- ঘ. রেক্টিফায়ার হিসাবে
উত্তরঃ রেক্টিফায়ার হিসাবে
- ক. Gate and Drain
- খ. Pentrode and Triode
- গ. Drain and Source
- ঘ. Anode and Cathode
উত্তরঃ Anode and Cathode
পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
- ক. ডায়োড
- খ. ট্রানজিস্টার
- গ. ট্রান্সফর্মার
- ঘ. অ্যামলিফায়ার
উত্তরঃ ট্রান্সফর্মার