শক্তির উৎস ও ব্যবহার

আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল ও দৈর্ঘ্য--

  • ক. অপরিবর্তনশীল বা অনাপেক্ষিক
  • খ. পরিব্ররতনশীল বা আপেক্ষিক
  • গ. স্থির
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ পরিব্ররতনশীল বা আপেক্ষিক

বিস্তারিত

বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে বলে--

  • ক. প্লাঙ্ক ওয়াল
  • খ. প্লাঙ্ক ওয়েবার
  • গ. প্লাঙ্ক মাস্ক
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ প্লাঙ্ক ওয়াল

বিস্তারিত

সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?

  • ক. রাসায়নিক প্রক্রিয়ায়
  • খ. আণবিক শক্তি প্রক্রিয়ায়
  • গ. পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
  • ঘ. বিদ্যুৎ শক্তি প্রক্রিয়ায়

উত্তরঃ পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়

বিস্তারিত

এ্যাটম বোমের আবিষ্কারক কে?

  • ক. রাদারফোর্ড
  • খ. আইনস্টাইন
  • গ. এডিসন
  • ঘ. অটোহ্যান

উত্তরঃ অটোহ্যান

বিস্তারিত

পারমাণবিক বোমা (Atom bomb) এর আবিষ্কারক কে?

  • ক. আইনস্টাইন
  • খ. ওপেনহেইমার
  • গ. অটোহ্যান
  • ঘ. রোজেনবার্গ

উত্তরঃ ওপেনহেইমার

বিস্তারিত

PCR-এর পরিপূর্ণ অর্থ কি?

  • ক. পলিমার কার্বন রিঅ্যাকশন
  • খ. পলিমার কার্বহাইড্রেট রিঅ্যাকশন
  • গ. পলিমার ক্যাটালাইসিস রিঅ্যাকশন
  • ঘ. পলিমার চেইন রিঅ্যাকশন

উত্তরঃ পলিমার চেইন রিঅ্যাকশন

বিস্তারিত

নিউক্লিয়ার রিয়্যাক্টরে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার হয় যাতে-

  • ক. অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
  • খ. বেশি সংখ্যক পরমাণু ভাঙ্গে
  • গ. বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়
  • ঘ. অধিকাংশ নিউট্রন শোষিত হয়

উত্তরঃ অধিকাংশ নিউট্রন শোষিত হয়

বিস্তারিত

In Nuclear reactor fuel used is

  • ক. Diesel fuel
  • খ. Coal
  • গ. Natural gas
  • ঘ. Uranium

উত্তরঃ Uranium

বিস্তারিত

ফিশন (Fission) প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়-

  • ক. হাইড্রোজেন বোমা
  • খ. এটম বোমা
  • গ. সূর্য
  • ঘ. নভোরশ্মি

উত্তরঃ এটম বোমা

বিস্তারিত

ফিউশন গেলন পদ্ধতিতে তৈরিকৃত বোমার নাম

  • ক. হাইড্রোজেন বোমা
  • খ. এটম বোমা
  • গ. নিউক্লিয়ার বোম
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ হাইড্রোজেন বোমা

বিস্তারিত

সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হলো-

  • ক. নিরবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া
  • খ. ভারী পরমাণুর ফিশন পদ্ধতি
  • গ. অতি উচ্চ তাপমাত্রায় সূর্যের পদার্থ উত্তপ্ত হওয়া
  • ঘ. হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি

উত্তরঃ হাল্কা পরমাণুর ফিউশন পদ্ধতি

বিস্তারিত

সূর্যে শক্তি উৎপন্ন হয়-

  • ক. রাসায়নিক বিক্রিয়ার ফলে
  • খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
  • গ. তেজস্ক্রিয়তার ফলে
  • ঘ. পরমাণুর ফিশন পদ্ধতিতে

উত্তরঃ পরমাণুর ফিউশন পদ্ধতিতে

বিস্তারিত

ফিউশন প্রক্রিয়ায়--

  • ক. একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
  • খ. একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে
  • গ. ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়
  • ঘ. একটি পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়

উত্তরঃ একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে

বিস্তারিত

প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশী বৈজ্ঞানিকের নাম জড়িত-

  • ক. ড. মতিন চৌধুরী
  • খ. ড. কাজী মোতাহার হোসেন
  • গ. কুদরত-ই-খোদা
  • ঘ. প্রফেসর এম.এন.বোস

উত্তরঃ প্রফেসর এম.এন.বোস

বিস্তারিত

কোন বাঙ্গালী বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন?

  • ক. মেঘনাধ সাহা
  • খ. সত্যেন্দ্রনাথ বসু
  • গ. জগদীশ চন্দ্র বসু
  • ঘ. আর মহলানবীশ

উত্তরঃ জগদীশ চন্দ্র বসু

বিস্তারিত

E=mc2 কোন থিওরীর একটি ফরমূলা?

  • ক. বসু-আইনস্টাইন পরিসংখ্যান
  • খ. আইনস্টাইনের থিউরি অব রিলেটিভিটি
  • গ. বিগ ব্যাং থিউরী
  • ঘ. রোজারে সিংগুলারিটি থিওরী

উত্তরঃ আইনস্টাইনের থিউরি অব রিলেটিভিটি

বিস্তারিত

আলবার্ট আইস্টাইনের প্রধান অবদান হল-

  • ক. কম্পিউটার টেকনোলজি
  • খ. ল’জ অব মেশিন
  • গ. থিওরি অব রিলেটিভিটি
  • ঘ. এরোপ্লেন আবিষ্কার

উত্তরঃ থিওরি অব রিলেটিভিটি

বিস্তারিত

E=mc2 সূত্রের আবিষ্কারক-

  • ক. গ্যালিলিও
  • খ. কোপার্নিকাস
  • গ. আর্কিমিডিস
  • ঘ. আইনস্টাইন

উত্তরঃ আইনস্টাইন

বিস্তারিত

আপেক্ষকতাবাদের আবিষ্কারক কে?

  • ক. গ্যালিলিও
  • খ. ডারউইন
  • গ. নিউটন
  • ঘ. আইনস্টাইন

উত্তরঃ আইনস্টাইন

বিস্তারিত

‘থিওরি অব রিলেটিভিটি’ এর প্রণেতা-

  • ক. আইজ্যাক নিউটন
  • খ. আলবার্ট আইনস্টাইন
  • গ. চার্লস ডারউইন
  • ঘ. আঁদ্রে শাখারভ

উত্তরঃ আলবার্ট আইনস্টাইন

বিস্তারিত

হাইড্রোইলেকট্রিসিটি (Hydroelectricity) তৈরি করতে দরকার হয়-

  • ক. পানি
  • খ. জ্বালানী
  • গ. তাপ
  • ঘ. বাতাস

উত্তরঃ পানি

বিস্তারিত

সৌর কোষে ব্যবহৃত হয়-

  • ক. ক্যাডমিয়াম
  • খ. অ্যালুমিনিয়াম ফয়েল
  • গ. সিলিকন
  • ঘ. ফসফরাস

উত্তরঃ ক্যাডমিয়াম

বিস্তারিত

সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে-

  • ক. ট্রান্সফরমার
  • খ. জেনারেটর
  • গ. স্টোরেজ ব্যাটারী
  • ঘ. ক্যাপাসিটার

উত্তরঃ স্টোরেজ ব্যাটারী

বিস্তারিত

সর্বশেষ কোন অফুরন্ত শক্তিকে মানুষ কাজে লাগাচ্ছে?

  • ক. আণবিক শক্তি
  • খ. বায়ু শক্তি
  • গ. সৌর শক্তি
  • ঘ. গ্রাস শক্তি

উত্তরঃ সৌর শক্তি

বিস্তারিত

নবায়নযোগ্য জ্বালানি-

  • ক. পেট্রোল
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. পরমাণু শক্তি

উত্তরঃ পরমাণু শক্তি

বিস্তারিত

কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

  • ক. কয়লা
  • খ. সূর্যরশ্মি
  • গ. পেট্রোলিয়াম
  • ঘ. ইউরেনিয়াম

উত্তরঃ সূর্যরশ্মি

বিস্তারিত

নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-

  • ক. পারমাণবিক জ্বালানী
  • খ. পীট কয়লা
  • গ. ফুয়েল সেল
  • ঘ. সূর্য

উত্তরঃ সূর্য

বিস্তারিত

বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয়?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. কার্বন মনোক্সাইড
  • গ. মিথেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থকে তা-

  • ক. সার হিসেবে ব্যবহার করা যায়
  • খ. হাঁস-মুরগীর খাবার হিসেবে ব্যবহার করা যায়
  • গ. জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়
  • ঘ. কোন কাজে লাগে না

উত্তরঃ সার হিসেবে ব্যবহার করা যায়

বিস্তারিত

কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল?

  • ক. গোবর ও পানি
  • খ. খড়কুটা ও পানি
  • গ. কয়লা ও পানি
  • ঘ. মাটি ও পানি

উত্তরঃ গোবর ও পানি

বিস্তারিত

কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?

  • ক. ক্লোরিন
  • খ. প্যারাফিন
  • গ. রেনিয়াম
  • ঘ. আয়োডিন

উত্তরঃ রেনিয়াম

বিস্তারিত

রাস্তা বা ছাদের আবরণ হিসাবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়?

  • ক. বালি
  • খ. চুনাপাথর
  • গ. পেট্রোলিয়ামের অবশেষ
  • ঘ. অ্যামোনিয়ার কালো লিকার

উত্তরঃ পেট্রোলিয়ামের অবশেষ

বিস্তারিত

পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ-

  • ক. পানি কেরোসিনের চেয়ে হাল্কা
  • খ. পানির অক্সিজেন কেরোসিনকে জ্বলতে সাহায্য করে
  • গ. কেরোসিন পানির চেয়ে হাল্কা
  • ঘ. জ্বলন্ত কেরোসিনের সংস্পর্শে আসা মাত্রই পানি জলীয় বাষ্পে পরিণত হয়

উত্তরঃ কেরোসিন পানির চেয়ে হাল্কা

বিস্তারিত

পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

  • ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
  • খ. পেট্রোল পানির সাথে মিশে না
  • গ. পেট্রোল পানির চেয়ে হাল্কা
  • ঘ. খ ও গ উভয়ই ঠিক

উত্তরঃ পেট্রোল পানির চেয়ে হাল্কা

বিস্তারিত

Most undesirable element in natural gas is

  • ক. Carbon
  • খ. Sulphur
  • গ. Hydrogen
  • ঘ. Oxygen

উত্তরঃ Sulphur

বিস্তারিত

Which is gaseous at NTP?

  • ক. Haptane
  • খ. Hexane
  • গ. Pentane
  • ঘ. Butane

উত্তরঃ Butane

বিস্তারিত

সি.এন.জি চালিত ইঞ্জিনে জ্বালানী ব্যবহার করা হয়-

  • ক. ডিজেল
  • খ. মিথেন
  • গ. পেট্রোল
  • ঘ. ইথেন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

CNG এর পূর্ণরূপ কি?

  • ক. Compressed nitrogen gas
  • খ. Compressed neon gas
  • গ. Compressed natural gas
  • ঘ. Compressed nitrogen monoxide gas

উত্তরঃ Compressed natural gas

বিস্তারিত

CNG এর অর্থ-

  • ক. নতুন ধরনের ট্রাক্সি ক্যাব
  • খ. কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
  • গ. সীসামুক্ত পেট্রোল
  • ঘ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?

  • ক. প্রায় ৬৫-৬৯%
  • খ. প্রায় ৭৫-৭৯%
  • গ. প্রায় ৮৫-৮৯%
  • ঘ. প্রায় ৯৫-৯৯%

উত্তরঃ প্রায় ৯৫-৯৯%

বিস্তারিত

প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?

  • ক. ৪০-৫০ ভাগ
  • খ. ৬০-৭০ ভাগ
  • গ. ৮০-৯০ ভাগ
  • ঘ. ১০০-১১০ ভাগ

উত্তরঃ ৮০-৯০ ভাগ

বিস্তারিত

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

  • ক. নাইট্রোজেন গ্যাস
  • খ. মিথেন
  • গ. হাইড্রোজেন গ্যাস
  • ঘ. কার্বন মনোক্সাইড

উত্তরঃ মিথেন

বিস্তারিত

Natural gas contains--

  • ক. Mainly methane
  • খ. Mainly propane
  • গ. Mainly ammonia
  • ঘ. Mainly ethane

উত্তরঃ Mainly methane

বিস্তারিত

পীট কয়লার বৈশিষ্ট্য হলো-

  • ক. মাটির অনেক গভীরে থাকে
  • খ. পাহাড়ী এলাকায় পাওয়া যায়
  • গ. ভিজা ও নরম
  • ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

উত্তরঃ ভিজা ও নরম

বিস্তারিত

Rank of the coal changes with

  • ক. Voletile%
  • খ. Carbon%
  • গ. Sulphur%
  • ঘ. Ash%

উত্তরঃ Carbon%

বিস্তারিত

নিচের কোনটি Fossil fuel নয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. 273 U

উত্তরঃ 273 U

বিস্তারিত

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. বায়োগ্যাস

উত্তরঃ বায়োগ্যাস

বিস্তারিত

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী?

  • ক. কয়লা
  • খ. তৈল
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. উপরের সবগুলি

উত্তরঃ উপরের সবগুলি

বিস্তারিত

স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত-

  • ক. দার্শনিক
  • খ. পদার্থবিদ
  • গ. কবি
  • ঘ. রসায়নবিদ

উত্তরঃ পদার্থবিদ

বিস্তারিত

বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব-ব্যাখ্যা উপস্থাপন করেছেন---

  • ক. স্টিফেন হকিং
  • খ. জি লেমেটার
  • গ. আব্দুস সালাম
  • ঘ. এডুইন হাবল

উত্তরঃ স্টিফেন হকিং

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects