সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান
- ক. বিদ্যুৎ চার্যহীন
- খ. বিদ্যুৎ চার্যযুক্ত
- গ. চার্য নিষ্কৃয়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিদ্যুৎ চার্যযুক্ত
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে
- ক. ২১ জুন
- খ. ১ জানুয়ারি
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২২ ডিসেম্বর
উত্তরঃ ২১ জুন
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক---
- ক. পূর্ব হতে পশ্চিম দিকে
- খ. পশ্চিম হতে পূর্ব দি্কে
- গ. উত্তর হতে দক্ষিণ দিকে
- ঘ. দক্ষিণ হতে উত্তর দিকে
উত্তরঃ পশ্চিম হতে পূর্ব দি্কে
ধূমকেতু শুমেকার লেভী-৯ এর ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
- ক. ১৫ জুলাই, ১৯৯৪
- খ. ১৬ জুলাই, ১৯৯৪
- গ. ১৭ জুলাই, ১৯৯৪
- ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৯৪
Hubble Telscope- ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল?
- ক. Endeavour
- খ. Challanger
- গ. Pathfinder
- ঘ. Apollo
উত্তরঃ Endeavour
এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূককেতু কোনটি?
- ক. হেলির ধূমকেতু
- খ. হেলবপ ধূমকেতু
- গ. শুমেকার-লেভী ধূমকেতু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হেলবপ ধূমকেতু
গ্রিন হাউস ইফেক্টের পরিণিতিতে বাংলাদেশর সবচেয়ে গুরুত্ব ক্ষতি কি হবে?
- ক. বৃষ্টিপাত কমে যাবে
- খ. নিম্নভূমি নিমজ্জিতত হবে
- গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
- ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিতত হবে
ভূপৃষ্টের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--
- ক. ঊষা
- খ. গোধূলি
- গ. গুরুবৃত্ত
- ঘ. ছায়াবৃত্ত
উত্তরঃ ছায়াবৃত্ত
বায়ুমণ্ডলের ওজোন স্তরের গর্ত সম্পর্কে যে তথ্যাটি সত্যি নয়-
- ক. বৎসরের নির্দিষ্ট ঋতুতে এই গর্ত সৃষ্টি হয়
- খ. দক্ষিণ মেরুতে এই গর্ত সৃষ্টি হয়
- গ. এলনিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়
- ঘ. বায়ুমণ্ডলে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন এই গর্ত সৃষ্টির জন্য দায়ী
উত্তরঃ এলনিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়
নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোল’ এর কৌটায় এখন লেখা থাকে সি.এস.সি বিহীন। ঈঋঈ গ্যাস কেন ক্ষতিকারক?
- ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে
- খ. গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
- গ. ওজন স্তর ফুটো সৃষ্টি করে
- ঘ. দাহ্য বলে অগ্নিকাণ্ডেরসম্ভাবনা ঘটায়
উত্তরঃ ওজন স্তর ফুটো সৃষ্টি করে
ক্লোরো ফ্লোরো কার্বন (CFC) গ্যাস কিসের জন্য দায়ী?
- ক. বায়ুর উত্তাপ বাড়ার জন্য
- খ. এসিড বৃষ্টি সৃষ্টি করার জন্য
- গ. বেশি বৃষ্টিপাতের জন্য
- ঘ. ওজোন স্তর নষ্ট করার জন্য
উত্তরঃ ওজোন স্তর নষ্ট করার জন্য
সি.এফ.সি বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষতি করেছে?
- ক. আয়নোস্ফোয়ার
- খ. স্ট্রাটোস্ফেয়ার
- গ. থার্মোস্ফেয়ার
- ঘ. মেসোস্ফেয়ার
উত্তরঃ স্ট্রাটোস্ফেয়ার
কোন গ্রাসটি ওজোন ভাঙতে সাহায্য করে?
- ক. হাইড্রোজেন সালফাইড
- খ. ক্লোরিন
- গ. ব্রোমিন
- ঘ. ফ্লোরিন
উত্তরঃ ক্লোরিন
ওজোনস্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
- ক. হাইড্রোজেন সালফাইড
- খ. ক্লোরিন
- গ. ফ্লোরিন
- ঘ. ব্রোমিন
উত্তরঃ ক্লোরিন
কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে?
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. হাইড্রোজেন সালফাইড
- গ. ব্রোমিন
- ঘ. ক্লোরো ফ্লোরো কার্বন
উত্তরঃ ক্লোরো ফ্লোরো কার্বন
Upper atmospheric O3 layer is depleted by--
- ক. Ammonia gas
- খ. Carbon dioxide gas
- গ. Freon gas
- ঘ. Helium gas
উত্তরঃ Freon gas
বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয় বা ছিদ্র বা ফাটলের জন্য কোন গ্যসটির ভূমিকা সর্বোচ্চ?
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. জলীয় বাষ্প
- গ. নাইট্রিক অক্সাইড
- ঘ. CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন
উত্তরঃ CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন
Chlorofluro Carbon আবিষ্কার করেন?
- ক. Prof a. Salam
- খ. Prof A. Einstien
- গ. Prof. T. Midgley
- ঘ. Prof. M. Calvin
উত্তরঃ Prof. T. Midgley
রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
- ক. জিওফ্রট
- খ. ফ্রেওন
- গ. অক্সিজেন
- ঘ. নিয়ন
উত্তরঃ ফ্রেওন
বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুণি রশ্মিকে শোষণ করে?
- ক. নাইট্রোজেন
- খ. অক্সিজেন
- গ. ওজোন
- ঘ. হিলিয়াম
উত্তরঃ ওজোন
গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ দুটি হচ্ছে-
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
- খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
- গ. মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
- ক. অতি বৃষ্টি
- খ. অনাবৃষ্টি
- গ. ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি
- ঘ. সবগুলোই
উত্তরঃ ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি
নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নহে?
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. সালফার ডাই অক্সাইড
- গ. মিথেন
- ঘ. ক্লোরোফ্লোরোকার্বন
উত্তরঃ সালফার ডাই অক্সাইড
যে গ্রুপের সবগুলো অণুই গ্রিন হাউস গ্যাস?
- ক. CO2,N2,O2
- খ. CO2,H2O,CH4
- গ. N2,H2O,CH4
- ঘ. CO2,N2,CH4
উত্তরঃ CO2,H2O,CH4
- ক. CO2
- খ. H2S
- গ. O3
- ঘ. SO2
উত্তরঃ CO2
নিচের গ্রিন হাউজ গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমন্ডলের উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক?
- ক. জলীয় বাষ্প
- খ. কার্বন ডাই অক্সাইড
- গ. মিথেন
- ঘ. ক্লোরোফ্লোরো কার্বন
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন গ্যাসের পরিমাণ সব চাইতে বেশী বৃদ্ধি পাচ্ছে-
- ক. জলীয় বাষ্প
- খ. ক্লোরো ফ্লোরো কার্বন
- গ. কার্বন ডাই অক্সাইড
- ঘ. মিথেন
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
আর্কটিক-এর বরফ গলে যাবার কারণ-
- ক. বৈশ্বিক উষ্ণতা
- খ. প্রলম্বিত গ্রীষ্মকাল
- গ. ভূমিকম্প
- ঘ. অতিরিক্ত বৃষ্টিপাত
উত্তরঃ বৈশ্বিক উষ্ণতা
- ক. সৌর বিকিরণ
- খ. বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড জমা হওয়া
- গ. শিল্পকারখানার দূষণ
- ঘ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া
উত্তরঃ বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড জমা হওয়া
গ্রিন হাউজ প্রক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে
- ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
- খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
- গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
- ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
উত্তরঃ সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
- ক. জীবাশ্ম জ্বালানী যেমন- কয়লা, তেল ইত্যাদি দহনের ফলে বায়ুমণ্ডলের দূষণ
- খ. বৃক্ষকর্তনের মাধ্যমে অবাধে বনভূমি উজাড় করা
- গ. সবুজ বৃক্ষকর্তনের পরিপূর্ণ এক বাড়িতে বসবাসের প্রতিক্রিয়া
- ঘ. সবুজ ঘরে বৃক্ষ ও শাকশব্জি জন্মানোর প্রক্রিয়া
উত্তরঃ জীবাশ্ম জ্বালানী যেমন- কয়লা, তেল ইত্যাদি দহনের ফলে বায়ুমণ্ডলের দূষণ
গ্রিন হাউজ এফেক্ট এর পরিণতি কি-
- ক. সবুজ গাছের বনায়ন
- খ. তাপমাত্রা বৃদ্ধি
- গ. পানির তাপমাত্রা হ্রাস পাওয়া
- ঘ. মরুকরণ
উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি
গ্রিন হাউজ এফেক্ট বলতে কি বোঝায়-
- ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেণে ঘাটতি
- খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
- গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনয়িতা
- ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
- ক. সবুজ রঙের ঘর
- খ. গ্যাস
- গ. সবুজের ভিতর একটি ঘর
- ঘ. একটি ঘর যার ভিতর সবুজ গাছপালা জন্মায়
উত্তরঃ একটি ঘর যার ভিতর সবুজ গাছপালা জন্মায়
২০০৮ সালটি অধিবর্ষ এবং ১ম দিনটি মঙ্গলবার হলে ৩১ ডিসেম্বর কি বার?
- ক. রবিবার
- খ. সোমবার
- গ. মঙ্গলবার
- ঘ. বুধবার
উত্তরঃ বুধবার
ইংরেজি বর্ষ পরিক্রমার পরপর দুটি ৩১ দিবস বিশিষ্ট মাস হল?
- ক. মার্চ, এপ্রিল
- খ. জুলাই, আগস্ট,
- গ. ডিসেম্বর, জানুয়ারি
- ঘ. খ অথবা গ
উত্তরঃ জুলাই, আগস্ট,
কত খ্রিস্টাব্দ থেকে হিজরী সন গণনা করা হয়?
- ক. ৬০০ খ্রিস্টাব্দ
- খ. ৬২২ খ্রিস্টাব্দ
- গ. ৬২৪ খ্রিস্টাব্দ
- ঘ. ৬২৫ খ্রিস্টাব্দ
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দ
কোন খলিফার সময় হিজরী সন প্রবর্তন করা হয়?
- ক. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
- খ. হযরত ওমর (রাঃ)
- গ. হযরত ওসমান (রাঃ)
- ঘ. হযরত আলী (রাঃ))
উত্তরঃ হযরত ওমর (রাঃ)
শ্রাবণ মাসের আগের ও পরের মাস দুটো হলো-
- ক. ভাদ্র, আশ্বিন
- খ. আষাঢ়, ভাদ্র
- গ. পৌষ, মাঘ
- ঘ. জ্যৈষ্ঠ, আষাঢ়
উত্তরঃ আষাঢ়, ভাদ্র
ড. মুহম্মদ শহীদুললাহ কোন সালে বাংলা পঞ্জিকা সংস্কার করেন?
- ক. ১৯৬৩
- খ. ১৯৬৫
- গ. ১৯৬৬
- ঘ. ১৯৬৮
উত্তরঃ ১৯৬৬
২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখে কোন মাস?
- ক. ৮ই বৈশাখ
- খ. ৯ই বৈশাখ
- গ. ১০ই বৈশাখ
- ঘ. ১১ই বৈশাখ
উত্তরঃ ১১ই বৈশাখ
- ক. 21-Feb
- খ. 26-Mar
- গ. 1-Apr
- ঘ. 14-Apr
উত্তরঃ 14-Apr
- ক. Shahajahan
- খ. Akbar
- গ. Babar
- ঘ. Jahangir
উত্তরঃ Akbar
- ক. সম্রাট আকবর
- খ. শেরশাহ
- গ. লক্ষ্মন সেন
- ঘ. বাদশাহ শাজাহান
উত্তরঃ সম্রাট আকবর
- ক. লক্ষ্মন সেন
- খ. সম্রাট আকবর
- গ. আবুল ফজল
- ঘ. টোডরমল
উত্তরঃ সম্রাট আকবর
- ক. টোডরমল
- খ. ফতেহুল্লাহ সিরাজী
- গ. আবুল ফজল
- ঘ. ফৈজী
উত্তরঃ ফতেহুল্লাহ সিরাজী
- ক. নির্দিষ্ট ভূখণ্ড
- খ. আইনের শাসন
- গ. সরকার
- ঘ. সার্বভৌমত্ব
উত্তরঃ আইনের শাসন
- ক. সরকারের চরম ক্ষমতা
- খ. রাষ্ট্রের চরম ক্ষমতা
- গ. রাষ্ট্রপতির চরম ক্ষমতা
- ঘ. প্রধানমন্ত্রীর চরম ক্ষমতা
উত্তরঃ রাষ্ট্রের চরম ক্ষমতা
- ক. সার্বভৌমত্ব
- খ. জাতীয়তাবাদ
- গ. জনমত
- ঘ. রাজনৈতিক দল
উত্তরঃ সার্বভৌমত্ব
রাষ্ট্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
- ক. নির্দিষ্ট ভূখণ্ড
- খ. জনসমষ্টি
- গ. সরকার
- ঘ. সার্বভ্যৌমত্ব
উত্তরঃ সার্বভ্যৌমত্ব
রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান কর্তব্য
- ক. আইন মান্য করা
- খ. ভোট দেয়া
- গ. আনুগত্য প্রকাশ করা
- ঘ. কর প্রদান করা
উত্তরঃ আনুগত্য প্রকাশ করা
রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
- ক. সরকার
- খ. গণতন্ত্র
- গ. রাজনৈতিক দল
- ঘ. একনায়কতন্ত্র
উত্তরঃ সরকার
- ক. গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা আগে
- খ. গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা পরে
- গ. গ্রিনিচ সময় হতে ৭ ঘন্টা আগে
- ঘ. গ্রিনিচ সময় হতে ৭ ঘন্টা পরে
উত্তরঃ গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা আগে
গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?
- ক. ৬ ঘন্টা
- খ. ৫ ১/২ ঘন্টা
- গ. ৬ ১/২ ঘন্টা
- ঘ. ৫ ঘন্টা
উত্তরঃ ৬ ঘন্টা
বাংলাদেশ দিবালোক সংরক্ষণে সময়সূচী প্রবর্তিত হয়েছে-
- ক. ১৭ জুন ২০০৯
- খ. ১৯ জুন ২০০৯
- গ. ২০ জুন ২০০৯
- ঘ. ৩০ জনু ২০০৯
উত্তরঃ ১৯ জুন ২০০৯
Which of the following is the longest time ?/নিচের কোনটি সময়ের মানটি বৃহত্তম?
- ক. ১৫০০০ seconds
- খ. ১৫০০ minutes
- গ. ১০ hours
- ঘ. ১ day
উত্তরঃ ১৫০০ minutes
বাংলাদেশে যখন সকাল ৯টা পাকিস্তানে তখন-
- ক. সকাল ৮টা
- খ. সকাল ১০টা
- গ. সকাল সাড়ে ৮টা
- ঘ. সকাল সাড়ে ৯টা
উত্তরঃ সকাল ৮টা
গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা তখন ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমায় সময় যথাক্রমে--
- ক. রবিবার দুপুর ১২টা ও শনিবার সকাল ৬টা
- খ. রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার দুপুর ১২টা
- গ. রবিবার রাত ১২টা ও শনিবার রাত ১২টা
- ঘ. রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা
উত্তরঃ রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা
Which of the following time zones is Bangladesh is?
- ক. GMT + 6:00 hours
- খ. GMT - 5:00 hours
- গ. GMT - 6:00 hours
- ঘ. GMT + 5:00 hours
উত্তরঃ GMT + 6:00 hours
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
- ক. ছয় ঘন্টা
- খ. আট ঘন্টা
- গ. দশ ঘন্টা
- ঘ. পাঁচ ঘন্টা
উত্তরঃ ছয় ঘন্টা
দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য হবে ১ ঘন্টা
- ক. ৩০°
- খ. ১৫°
- গ. ২০°
- ঘ. ১০°
উত্তরঃ ১৫°
ঢাকায় যখন দুপুর বারটা তখন এর থেকে ২০° দ্রাঘিমাংশ পশ্চিমে অবস্থিত কোন স্থানের সময় কত?
- ক. সকাল ১০টা ৩০মিঃ
- খ. দুপুর ১টা ৩০ মিঃ
- গ. দুপুর ১২টা ৪০ মিঃ
- ঘ. সকাল ১০ টা ৪০ মিঃ
উত্তরঃ সকাল ১০ টা ৪০ মিঃ
কোন স্থানের সময় দুপুর ১১টা হলে তার ৫° পশ্চিমের স্থানের সময় হবে-
- ক. ১২ টা ১০ মিনিট
- খ. ১২ টা ২০ মিনিট
- গ. ১০ টা ৪০ মিনিট
- ঘ. ১১ টা ৫০ মিনিট
উত্তরঃ ১০ টা ৪০ মিনিট
কোন স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬° পম্চিমের স্থানের সময় হবে-
- ক. ১১ টা ২৪ মিনিট
- খ. ১১ টা ১২ মিনিট
- গ. ১০ টা ৩৬ মিনিট
- ঘ. ১০ টা ৪৮ মিনিট
উত্তরঃ ১০ টা ৩৬ মিনিট
কোন স্থানের সময় ৩টা হলে ১০° পূর্বের স্থানে সময় কত হবে?
- ক. ২টা ৫৬ সেকেন্ড
- খ. ৩ টাকা ৪ সেকেন্ড
- গ. ৩ টা ৪ মিনিট
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
কোন স্থানের সময় ৩টা হলে তার ১° পূর্বের সময় হবে-
- ক. ২ টা ৫৬ মিনিট
- খ. ৩ টা ৪ মিনিট
- গ. ৩ টা ৪ সেকেন্ড
- ঘ. ২ টা ৪ সেকেন্ডে
উত্তরঃ ৩ টা ৪ মিনিট
১৫° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান কত?
- ক. ৪৫ মিনিট
- খ. ৫০ মিনিট
- গ. ৫৫ মিনিট
- ঘ. ৬০ মিনিট
উত্তরঃ ৬০ মিনিট
১° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের জন্য সময়ের পার্থক্য কত মিনিট?
- ক. ৩০ মিনিট
- খ. ১ মিনিট
- গ. ২৫ মিনিট
- ঘ. ৪ মিনিট
উত্তরঃ ৪ মিনিট
GMT বা গ্রিনিচ মিন টাইম এবং কোন শহরের সময়ে কোন ব্যবধান নেই?
- ক. ব্রালেস
- খ. লন্ডন
- গ. প্যারিস
- ঘ. রোম
উত্তরঃ লন্ডন
কোন স্থানের সূর্য যখন মাথার উপর থাকে, তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?
- ক. দুপুর ১২টা
- খ. দুপুর ১২টা ৩০ মিনিট
- গ. দুপুর ১টা
- ঘ. দুপুর ১টা ৩০ মিনিট
উত্তরঃ দুপুর ১২টা
আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়---
- ক. ০° বরাবর
- খ. ১৮০° বরাবর
- গ. ৩৬০° বরাবর
- ঘ. ১২০° বরাবর
উত্তরঃ ১৮০° বরাবর
ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
- ক. চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
- খ. মেক্সিকোর নিকট প্রশান্ত মহাসাগরে
- গ. নিউইয়র্কের নিকট আটলান্টিক মহাসাগরে
- ঘ. সানফ্রান্সিসকোর নিকট প্রশান্ত মহাসাগরে
উত্তরঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
আন্তর্জাতিক তারিখ রেখা বাংলাদেশের কোন জেলার ওপর দিয়ে গিয়েছে?
- ক. সিলেট
- খ. চট্টগ্রাম
- গ. ফরিদপুর
- ঘ. কোনটাই নয়
উত্তরঃ কোনটাই নয়
আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যে তথ্যাটি সত্যি নয়-
- ক. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি কাল্পনিক রেখা
- খ. প্রশান্ত মহাসাগরে অবস্থিত
- গ. রেখাটি আঁকাবাঁকা
- ঘ. রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের উপর দিয়ে গিয়েছে
উত্তরঃ রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের উপর দিয়ে গিয়েছে
কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে কোনটির ওপর দিয়ে?
- ক. স্থলভাগ
- খ. ভূ-পৃষ্ঠের নিচ
- গ. মহাশূন্য
- ঘ. জলভাগ
উত্তরঃ জলভাগ
কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়?
- ক. ০° দ্রাঘিমা
- খ. ১৮০° দ্রাঘিমা
- গ. ০° অক্ষাংশ
- ঘ. ৯০° অক্ষাংশ
উত্তরঃ ১৮০° দ্রাঘিমা
কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?
- ক. নিরক্ষরেখা
- খ. দ্রাঘিমা রেখা
- গ. মূল মধ্যরেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা
কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?
- ক. বিষুবরেখা
- খ. দ্রাঘিমা রেখা
- গ. মূল মধ্যরেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা
- ক. গোলাকৃতি
- খ. ডিম্বাকৃতি
- গ. অর্ধবৃত্তাকার
- ঘ. চৌকা
উত্তরঃ অর্ধবৃত্তাকার
মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানে কোণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
- ক. দেশান্তর
- খ. অক্ষাংশ
- গ. দ্রাঘিমাংশ
- ঘ. প্রতিপাদ স্থান
উত্তরঃ দ্রাঘিমাংশ
The South Pole is located in the.../দক্ষিণ মেরু কোথায় অবস্থিত?
- ক. Arctic
- খ. Antarctic
- গ. Antipodes
- ঘ. Occide
উত্তরঃ Antarctic
What is there in the north Polar region?/উত্তর মেরুতে কি আছে?
- ক. Arctic Ocean
- খ. Antarctic Ocean
- গ. Arctic Continent
- ঘ. Antarctic Continent
উত্তরঃ Arctic Ocean
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয়----
- ক. বিষুবরেখা
- খ. সুমেরু
- গ. কুমেরু
- ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ কুমেরু
৬৬.৫ উত্তর অক্ষাংশ কি নামে পরিচিত?
- ক. কুমেরুবৃত্ত
- খ. বিষুবরেখা
- গ. সুমেরুবৃত্ত
- ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ সুমেরুবৃত্ত
নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত-
- ক. অস্ট্রেলিয়া
- খ. ইন্দোনেশিয়া
- গ. ইরাক
- ঘ. সৌদি আরব
উত্তরঃ অস্ট্রেলিয়া
আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে-
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কটক্রান্তি রেখা
- গ. বিষুব রেখা
- ঘ. মকরক্রান্তি রেখা
উত্তরঃ বিষুব রেখা
কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে-
- ক. উষ্ণমণ্ডল
- খ. হিমমণ্ডল
- গ. আপেক্ষিকমণ্ডল
- ঘ. নিরক্ষীয় মণ্ডল
উত্তরঃ নিরক্ষীয় মণ্ডল
নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?
- ক. বিষুবরেখা
- খ. মকরক্রান্তি রেখা
- গ. কর্কটক্রান্তি রেখা
- ঘ. সুমেরুরেখা
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
- ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
- খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
- গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
- ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-
- ক. কুমেরুরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. সুমেরুরেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
- ক. ট্রাপিক অব ক্যাপ্রিকন
- খ. ট্রপিক অব ক্যানসার
- গ. ইকুয়েটর
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ ট্রপিক অব ক্যানসার
- ক. ২৩.৫ N latitude
- খ. ২৩.৫ S latitude
- গ. ৩০ N latitude
- ঘ. ৩০ S latitude
উত্তরঃ ২৩.৫ S latitude
২৩.৫° উত্তর অক্ষাংশকে কি বলা হয়?
- ক. মকরক্রান্তি
- খ. বিষুবলম্ব
- গ. মূলমধ্যরেখা
- ঘ. কর্কট ক্রান্তি
উত্তরঃ কর্কট ক্রান্তি
নিরক্ষরেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই বাড়তে থাকে-
- ক. অক্ষাংশ
- খ. দ্রাঘিমাংশ
- গ. মধ্যাংশ
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অক্ষাংশ
কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
- ক. কর্কটক্রান্তি
- খ. মকরক্রান্তি
- গ. বিষুবরেখা
- ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ বিষুবরেখা
- ক. দ্রাঘিমারেখা
- খ. অক্ষরেখা
- গ. নিরক্ষরেখা
- ঘ. মধ্যরেখা
উত্তরঃ নিরক্ষরেখা
অস্ট্রেলিয়া মহাদেশে উষ্ণতম মাস কোনটি?
- ক. জানুয়ারি
- খ. জুলাই
- গ. ডিসেম্বর
- ঘ. সেপ্টেম্বর
উত্তরঃ জানুয়ারি
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে?
- ক. ১ জানুয়ারি
- খ. ২১ এপ্রিল
- গ. ১ জুলাই
- ঘ. ১ অক্টোবর
উত্তরঃ ১ জানুয়ারি
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
- ক. ২১ জুন
- খ. ১ জুলাই
- গ. ১ ডিসেম্বর
- ঘ. ১ অক্টোবর
উত্তরঃ ২১ জুন
উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
- ক. ২১ জুন
- খ. ২৩ সেপ্টেম্বর
- গ. ২২ ডিসেম্বর
- ঘ. ২১ মার্চ
উত্তরঃ ২২ ডিসেম্বর
The shortest day is in the month of--
- ক. November
- খ. December
- গ. January
- ঘ. February
উত্তরঃ December
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়-
- ক. ২২ ডিসেম্বর
- খ. ২২ এপ্রিল
- গ. ২২ জুন
- ঘ. ২৩ সেপ্টেম্বর
উত্তরঃ ২২ জুন
পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়-
- ক. ২১ মার্চ
- খ. ২৩ সেপ্টেম্বর
- গ. ২১ জুন
- ঘ. ২২ ডিসেম্বর
উত্তরঃ ২২ ডিসেম্বর
- ক. ২০ ডিসেম্বর
- খ. ২৩ ডিসেম্বর
- গ. ২৫ ডিসেম্বর
- ঘ. ৩০ ডিসেম্বর
উত্তরঃ ২৩ ডিসেম্বর
- ক. ২১ ডিসেম্বর
- খ. ২২ ডিসেম্বর
- গ. ২৫ ডিসেম্বর
- ঘ. ৩০ ডিসেম্বর
উত্তরঃ ২২ ডিসেম্বর
উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বড় হয়-
- ক. ২১ মার্চ
- খ. ২১ জুন
- গ. ২৩ ডিসেম্বর
- ঘ. ২২ সেপ্টেম্বর
উত্তরঃ ২৩ ডিসেম্বর
Which is the longest day of the year?
- ক. 6th June
- খ. 15th June
- গ. 26th June
- ঘ. None of these
উত্তরঃ None of these
- ক. ২১ মার্চ
- খ. ২৩ ডিসেম্বর
- গ. ২১ জুন
- ঘ. ২২ জুলাই
উত্তরঃ ২১ জুন
দিবা ও রাত্রি পরস্পর সমান, এরূপ দিন বছরে কয়বার আসে?
- ক. ১ বার
- খ. ২ বার
- গ. ৩ বার
- ঘ. ৪ বার
উত্তরঃ ২ বার
বছরের কোন তারিখে দিবারাত্রি সমান হয়?
- ক. ২১ সেপ্টেম্বর
- খ. ২৩ সেপ্টেম্বর
- গ. ২৩ মার্চ
- ঘ. ২১ এপ্রিল
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর
পৃথিবীতে সর্বত্র দিন-রাত্রি সমান হয়-
- ক. ২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর
- খ. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
- গ. ২৩ মার্চ ও ২১ সেপ্টেম্বর
- ঘ. ২২ ডিসেম্বর ও ২৩ অক্টোবর
উত্তরঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
পৃথিবী র্সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘুরে?
- ক. ঘন্টায় ৫৭০০০ মাইল বেগে
- খ. ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে
- গ. ঘন্টায় ৬২০০০ মাইল বেগে
- ঘ. ঘন্টায় ৭০০০০ মাইল বেগে
উত্তরঃ ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে
- ক. ১৬ miles/sec
- খ. ১৮.৫ miles/sec
- গ. ২০ miles/sec
- ঘ. ২১.৪ miles/sec
উত্তরঃ ১৮.৫ miles/sec
পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্টি হয়-
- ক. ঋতু পরিবর্তন
- খ. সৌরবছর
- গ. দিবারাতির সংঘটন
- ঘ. দিবারাত্রির হ্রাসবৃদ্ধি
উত্তরঃ দিবারাতির সংঘটন
আহ্নিক গতিতে পৃথিবী নিজ অক্ষে প্রতিনিয়ত কোন দিকে আবর্তন করছে?
- ক. পূর্ব থেকে পশ্চিম দিকে
- খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
- গ. উত্তর থেকে দক্ষিণ দিকে
- ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
উত্তরঃ পশ্চিম থেকে পূর্ব দিকে
কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত?
- ক. বার্ষিক গতি
- খ. আহ্নিক গতি
- গ. মেরু গতি
- ঘ. মধ্যাকর্ষণ গতি
উত্তরঃ আহ্নিক গতি
পৃথিবীর নিজের অক্ষের উপর ঘূর্ণনকে কি বলা হয়?
- ক. বার্ষিক গতি
- খ. আহ্নিক গতি
- গ. ঘূর্ণন গতি
- ঘ. চক্রাকার গতি
উত্তরঃ আহ্নিক গতি
Is the earth moving or stationary?/ পৃথিবী গতিশীল না স্থির-
- ক. পৃথিবী গতিশীল না স্থির(The earth moving or stationary)
- খ. পৃথিবী স্থির(The earth is stationary)
- গ. পৃথিবী তাঁর নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে স্থির(The earth is stationary about its axis and also around the sun)
- ঘ. পৃথিবী তাঁর নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে স্থির(The earth is moving about its own and also around the sun)
উত্তরঃ পৃথিবী তাঁর নিজ অক্ষের উপর এবং সূর্যের চারদিকে স্থির(The earth is moving about its own and also around the sun)
What is the approximate circumference of the earth?
- ক. ৫০,০০০ km
- খ. ২৫,০০০ km
- গ. ১৬,০০০ km
- ঘ. ৪০,০০০ km
উত্তরঃ ২৫,০০০ km
- ক. ২৫,০০০ মাইল
- খ. ৩৫,০০০ মাইল
- গ. ৩০,০০০ মাইল
- ঘ. ১৫,০০০ মাইল
উত্তরঃ ২৫,০০০ মাইল
- ক. পরিপূর্ণ গোলক
- খ. সমতল ক্ষেত্র
- গ. অভিগত গোলক
- ঘ. অর্ধবৃত্ত
উত্তরঃ অভিগত গোলক
- ক. ২৪৯০২ মাইল
- খ. ২৫০০০ মাইল
- গ. ৩০৯০০ মাইল
- ঘ. ৩১০০০ মাইল
উত্তরঃ ২৪৯০২ মাইল
পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত?
- ক. ১৫০৯ কিঃমিঃ
- খ. ১৪৭০২ কিঃমিঃ
- গ. ১২৭০৯ কিঃমিঃ
- ঘ. ১১৩০৯ কিঃমিঃ
উত্তরঃ ১২৭০৯ কিঃমিঃ
- ক. ৪০০০ কিঃমিঃ
- খ. ৪০০০ মাইল
- গ. ৮০০০ মাইল
- ঘ. ৮ মাইল
উত্তরঃ ৮০০০ মাইল
- ক. ৬০০০ কিঃমিঃ
- খ. ৩৪৮৬ কিঃমিঃ
- গ. ৬৪৩৪ কিঃমিঃ
- ঘ. ৪০৭০ কিঃমিঃ
উত্তরঃ ৬৪৩৪ কিঃমিঃ
- ক. ৫৫০০ মিলিয়ন বছর
- খ. ৫২০০ মিলিয়ন বছর
- গ. ৪৯০০ মিলিয়ন বছর
- ঘ. ৪৫০০ মিলিয়ন বছর
উত্তরঃ ৪৫০০ মিলিয়ন বছর
- ক. ৩৬০ কোটি বছর
- খ. ৪৬০ কোটি বছর
- গ. ৪৫০ কোটি বছর
- ঘ. ৬০০ কোটি বছর
উত্তরঃ ৪৫০ কোটি বছর
- ক. Virtual Satellite
- খ. Very Small Aparture Terminal
- গ. Virtical Satellite
- ঘ. Very Small Applitude Terminal
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. The name of a book
- খ. An observatory in UK
- গ. Placed in orbit round the earth for cosomic observation
- ঘ. Used in space crafts
উত্তরঃ Placed in orbit round the earth for cosomic observation
মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম কি?
- ক. কল্পনা
- খ. ভ্যালেন্তিনা তেরেস্কোভা
- গ. শিরিন এবাদি
- ঘ. আনুশেহ আনসারি
উত্তরঃ আনুশেহ আনসারি
মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
- ক. নেইল আর্মস্ট্রং
- খ. ডেনিস টিটো
- গ. মাইকেল কলিন্স
- ঘ. ইউরি গ্যাগরিন
উত্তরঃ ডেনিস টিটো
রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
- ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
- খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
- গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিরক উৎস থেকে সংকেত অনুধাবন
- ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
- ক. ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
- খ. একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
- গ. ভূ-পৃষ্ঠের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য
- ঘ. এক ধরনের আবহাওয়াজ্ঞাপক ভূ-উপগ্রহ
উত্তরঃ ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
মঙ্গলগ্রহে অবতরণকারী খেয়াযানটির নাম কি?
- ক. ডিসকভারি
- খ. ক্যাসিনি
- গ. চ্যালেঞ্জার
- ঘ. পাথফাইন্ডার
উত্তরঃ পাথফাইন্ডার
‘পার্থ ফাইন্ডার (Pathfinder) কি?
- ক. চাঁদে অবতরণকারী একটি যানের নাম
- খ. রাতের অন্ধকারে পথ দেখা যায় এরূপ একটি আলোর মেশিন
- গ. শুক্র গ্রহে অবতরণকারী যানটির নাম
- ঘ. মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম
উত্তরঃ মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম
চাঁদে মানুষ কোন মহাশূন্যযানে যায়--
- ক. অ্যাপোলো-১০
- খ. অ্যাপোলো-১১
- গ. স্পুটনিক
- ঘ. চ্যালেঞ্জার
উত্তরঃ অ্যাপোলো-১১
চাঁদে মানুষ কোন মহাশূন্যযান উৎক্ষেপণকারী তৃতয় দেশ-
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. চীন
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ চীন
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ
- ক. ইউরি গ্যাগারিন রাশিয়া
- খ. জন গ্লেন, যুক্তরাষ্ট্র
- গ. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
- ঘ. নেল আর্মস্ট্রং,যুক্তরাষ্ট্র
উত্তরঃ নেল আর্মস্ট্রং,যুক্তরাষ্ট্র
কবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? In which year man landed on the moon?
- ক. ২০ জুন, ১৯৬৯
- খ. ২৫ জুলাই, ১৯৬৮
- গ. ২০ জুলাই, ১৯৬৯
- ঘ. ২০ আগস্ট, ১৯৬৯
উত্তরঃ ২০ জুলাই, ১৯৬৯
মহাকাশের প্রথম মহিলা অভিযাত্রীর নাম কি?
- ক. মাদাম কুরি
- খ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
- গ. তাসফিয়া রাজভিকো
- ঘ. তাসনুভা গোরবাচেভ
উত্তরঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা
ইউরি গ্যাগারিন কোন মহাকাশযানে চড়ে পৃথিবী পরিভ্রমণ করেন?
- ক. মাকারি
- খ. ভস্টক
- গ. অ্যাপোলো
- ঘ. ডিসকভারি
উত্তরঃ ভস্টক
কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?
- ক. নেইল আর্মষ্ট্রং
- খ. ইউরি আন্দ্রোপভ
- গ. জন পে
- ঘ. ইউরি গ্যাগারিন
উত্তরঃ ইউরি গ্যাগারিন
- ক. A comet
- খ. An American space object
- গ. The first space satellite
- ঘ. None of the avobe
উত্তরঃ The first space satellite
স্পুটনিক-১ কখন ভূ-উপগ্রহ কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয়?
- ক. ১৯৫৭ সালে
- খ. ১৯৬০ সালে
- গ. ১৯৬৬ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৫৭ সালে
মহাশূন্যে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
- ক. অ্যাপোলো
- খ. চ্যালেঞ্জার
- গ. স্পুটনিক
- ঘ. এক্সপ্লোরার
উত্তরঃ অ্যাপোলো
Lunar eclipse occurs on-/চন্দ্রগ্রহণ হয়--
- ক. A new moon day
- খ. A full moon day
- গ. A half moon day
- ঘ. A moonless day
উত্তরঃ A full moon day
- ক. পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে
- খ. চন্দ্র, সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে
- গ. সূর্য, চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে
- ঘ. পৃথিবী ও চন্দ্র সোজসুজি অবস্থান করে
উত্তরঃ পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে
Which one does not logically belong to the list : 'Mars, Jupiter, Comet, Earth, Neptune'?
- ক. Mars
- খ. Jupiter
- গ. Comet
- ঘ. Earth
উত্তরঃ Comet
আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে?
- ক. ১৫ সেকেন্ড
- খ. প্রায় ১.৫ সেকেন্ড
- গ. ১.৫ মিনিট
- ঘ. প্রায় ১৫ মিনিট
উত্তরঃ প্রায় ১.৫ সেকেন্ড
Approximate distancen of the moon from the earth:/পৃথিবী হতে চাঁদের দুরত্ব প্রায়-
- ক. 257x105 miles
- খ. 250x103 miles
- গ. 930x105 miles
- ঘ. 67x105 miles
উত্তরঃ 250x103 miles
The distance between the earth and the moon is about?/পৃথিবী হতে চাঁদের দুরত্ব গড়ে কত মাইল?
- ক. 2,39,000 miles
- খ. 2,49,000 miles
- গ. 2,59,000 miles
- ঘ. 2,69,000 miles
উত্তরঃ 2,39,000 miles
যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষনে এ পরিবর্তন প্রত্যক্ষ করবে
- ক. তৎক্ষণাৎ
- খ. ৮ মি. পরে
- গ. ৮ মি. ৪০ সে. পরে
- ঘ. ৮ মি. ২০ সে. পরে
উত্তরঃ ৮ মি. ২০ সে. পরে
সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
- ক. ৭ মিনিট ৪০ সেকেন্ড
- খ. ৮ মিনিট ২০ সেকেন্ড
- গ. ৭ মিনিট ৩০ সেকেন্ড
- ঘ. ৮ মিনিট
উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো-
- ক. ৯৩ মিলিয়ন মাইল
- খ. ৯০ মিলিয়ন মাইল
- গ. ৭৫ মিলিয়ন মাইল
- ঘ. ১২০ মিলিয়ন মাইল
উত্তরঃ ৯৩ মিলিয়ন মাইল
সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
- ক. শুক্র
- খ. বুধ
- গ. পৃথিবী
- ঘ. বৃহস্পতি
উত্তরঃ বুধ
Which planet is the nearest to sun?/ সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
- ক. Mercury
- খ. Venus
- গ. Jupiter
- ঘ. Mars
উত্তরঃ Mercury
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে---
- ক. ২৫ ঘন্টা
- খ. ২৮ ঘন্টা
- গ. ২৫ বছর
- ঘ. ২৫ দিন
উত্তরঃ ২৫ দিন
Which one is the largest planet in the solar system?/সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
- ক. বৃহস্পতি(Jupiter)
- খ. শনি(Saturn)
- গ. মঙ্গল(Mars)
- ঘ. পৃথিবী(Earth)
উত্তরঃ বৃহস্পতি(Jupiter)
Which of these is not a planet in the Solar system?/নিচের কোনটি সৌরজগতের গ্রহ নয়?
- ক. Mars
- খ. Neptune
- গ. Venus
- ঘ. Pluto
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
Which of the following is not the name of the Greek God? /নিচের কোন নামটি গ্রিক দেবতার নাম নয়?
- ক. Venus
- খ. Jupiter
- গ. Neptune
- ঘ. Pluto
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
- ক. ২ কোটি ৩০ লক্ষ গুণ
- খ. ২ কোটি ৪০ লক্ষ গুণ
- গ. ২ কোটি ৫০ লক্ষ গুণ
- ঘ. ২ কোটি ৬০ লক্ষ গুণ
উত্তরঃ ২ কোটি ৩০ লক্ষ গুণ
- ক. ৬০০০° সে.
- খ. ১০০০° সে.
- গ. ১২০০০° সে.
- ঘ. ৮০০০° সে.
উত্তরঃ ৬০০০° সে.
সূর্যের মধ্য কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
- ক. নাইট্রোজেন
- খ. হাইড্রোজেন
- গ. ইথাইল
- ঘ. হিলিয়াম
উত্তরঃ হাইড্রোজেন
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে-এ মতবাদ প্রথম প্রমাণ করেন-
- ক. গ্যালিলিও
- খ. হ্যানিম্যান
- গ. কোপার্নিকাস
- ঘ. লুইপাস্তুর
উত্তরঃ কোপার্নিকাস
- ক. গ্যালিলিও
- খ. কেপলার
- গ. কোপার্নিকাস
- ঘ. টাইকো ব্রাহে
উত্তরঃ কোপার্নিকাস
মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
- ক. হেস
- খ. গোল্ডস্টাইন
- গ. রাদারফোর্ড
- ঘ. আইনস্টাইন
উত্তরঃ হেস
মহাশূণ্য থেকে আগত রশ্মি বা কণাকে কি বলে?
- ক. আলফা রে
- খ. বিটা রে
- গ. গামা রে
- ঘ. কসমিক রে
উত্তরঃ কসমিক রে
তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
- ক. হোয়াইট ডোয়ার্ফ
- খ. ব্লাকহোল
- গ. রেড জায়েন্ট
- ঘ. নাথিংনেস
উত্তরঃ রেড জায়েন্ট
- ক. মহাকাশ থেকে আসা এক ঝাঁক উজ্জ্বল বস্তু
- খ. খসে পড়া তারা
- গ. কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে
- ঘ. কোন গ্রহের ভগ্নাবশেষ যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের ফলে ঘর্ষণে জ্বলে উঠে
উত্তরঃ কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে
হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে---
- ক. ২০৪২ খ্রি.
- খ. ২০৭২ খ্রি.
- গ. ২০৫২ খ্রি.
- ঘ. ২০৬২ খ্রি.
উত্তরঃ ২০৬২ খ্রি.
- ক. ১৯৯৩ সালে
- খ. ১৯৯৭ সালে
- গ. ১৯৯৫ সালে
- ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ১৯৯৫ সালে
- ক. সূর্যের নিকট অক্ষে আবর্তনকাল
- খ. পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল
- গ. নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল
- ঘ. ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
উত্তরঃ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?
- ক. উত্তর গোলার্ধে
- খ. দক্ষিণ গোলার্ধে
- গ. পূর্ব গোলার্ধে
- ঘ. পশ্চিম গোলার্ধে
উত্তরঃ উত্তর গোলার্ধে
সপ্তর্ষিমণ্ডল আকাশে কিসের মত দেখায়?
- ক. এস আকৃতির
- খ. যতি আকৃতির
- গ. জিজ্ঞাসা চিহ্নের মত
- ঘ. কোনটিই না
উত্তরঃ জিজ্ঞাসা চিহ্নের মত
সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
- ক. বলকাম
- খ. সেটাম
- গ. নেবুলা
- ঘ. প্রক্সিমা সেন্টেরাই
উত্তরঃ প্রক্সিমা সেন্টেরাই
- ক. লুব্ধক
- খ. বার্নাড স স্টার
- গ. আলফা সেন্টারাই
- ঘ. প্রক্সিমা সেন্টেরাই
উত্তরঃ প্রক্সিমা সেন্টেরাই
সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে?
- ক. নক্ষত্র
- খ. গ্রহ
- গ. জ্যোতিষ্ক
- ঘ. নীহারিকা
উত্তরঃ জ্যোতিষ্ক
বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
- ক. মহাবিশ্ব ভেঙ্গে নতুন মহাবিশ্ব হচ্ছে
- খ. মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমেই নিকটে আসছে
- গ. মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে
- ঘ. মহাবিশ্ব স্থির হচ্ছে
উত্তরঃ মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে
A brief History of time' গ্রন্থের লেখক কে?
- ক. গিবন
- খ. স্টিফেন হকিং
- গ. গ্যালিলও
- ঘ. নিউটন
উত্তরঃ স্টিফেন হকিং
‘বিগ ব্যাঙ’ তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে?
- ক. জি লেমেটার
- খ. স্টিফেন হকিং
- গ. গ্যালিলও
- ঘ. নিউটন
উত্তরঃ স্টিফেন হকিং
Big Bang Theory এর প্রবক্তা কোন বিজ্ঞানী?
- ক. আলবার্ট আইনস্টাইন
- খ. নিউটন
- গ. জর্জ লেমিটিয়ার
- ঘ. স্টিফেন হকিং
উত্তরঃ জর্জ লেমিটিয়ার