বিখ্যাত ব্যাক্তিদের উক্তি ও উপাধি

"বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" কোন কবি লিখেছেন?

  • ক. মোহাম্মদ মনিরুজ্জামান
  • খ. আসাদ চৌধুরী
  • গ. কামাল চৌধুরী
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান

বিস্তারিত

'এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয়না'- বলেছিলেন

  • ক. উইনস্টোন চার্চিল
  • খ. নেপোলিয়ান বোনাপোর্ট
  • গ. বিসমার্ক
  • ঘ. কার্ল মার্কস

উত্তরঃ কার্ল মার্কস

বিস্তারিত

'দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়'- বলেছিলেন

  • ক. আব্রাহাম লিংকন
  • খ. আইজাক নিউটন
  • গ. বাট্রান্ড রাসেল
  • ঘ. পন্ডিত নেহেরু

উত্তরঃ পন্ডিত নেহেরু

বিস্তারিত

'Poets are the unacknowledged legistature of the world'- who told it?

  • ক. Browning
  • খ. Tennyson
  • গ. Shelley
  • ঘ. Byron

উত্তরঃ Shelley

বিস্তারিত

'He prayethbest who loveth best, both man and bird and beast'- who told it?

  • ক. Coleridge
  • খ. Bernard Shaw
  • গ. Morely
  • ঘ. Browning

উত্তরঃ Coleridge

বিস্তারিত

'Impossible is a word to be found in a fool's dictionary'- who said this?

  • ক. Che Guevara
  • খ. Plato
  • গ. Einstine
  • ঘ. Napoleon

উত্তরঃ Napoleon

বিস্তারিত

Man is the measure of all things, উক্তিটি কার?

  • ক. প্রোটাগোরাস
  • খ. জর্জিয়াস
  • গ. স্বামী বিবেকানন্দ
  • ঘ. আল্লামা ইকবাল

উত্তরঃ প্রোটাগোরাস

বিস্তারিত

‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর” উক্তিটি-

  • ক. হযরত মুহম্মদের (সাঃ)
  • খ. হযরত আলীর (রাঃ)
  • গ. লোকমান হাকিমের
  • ঘ. হযরত শেখ সাদীর (রাঃ)

উত্তরঃ হযরত মুহম্মদের (সাঃ)

বিস্তারিত

‘নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে’-এ বিধির নাম কী?

  • ক. ফিশারের বিধি
  • খ. গেসামের বিধি
  • গ. বেনহামের বিধি
  • ঘ. এডাম স্মিথের বিধি

উত্তরঃ গেসামের বিধি

বিস্তারিত

‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ বলেছেন-

  • ক. টিএইচ গ্রিন
  • খ. টিএইচ ব্রাউন
  • গ. অ্যারিসস্টল
  • ঘ. প্লেটো

উত্তরঃ টিএইচ গ্রিন

বিস্তারিত

‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?

  • ক. সালজার
  • খ. ফ্রান্স
  • গ. হিটলার
  • ঘ. মুসোলিনী

উত্তরঃ হিটলার

বিস্তারিত

কে বলেছেন ‘কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে’।

  • ক. উইলিয়াম শেক্সপিয়ার
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. উইনস্টন চার্চিল
  • ঘ. অলিভার গোল্ডস্মিথ

উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়ার

বিস্তারিত

Justice Delayed is Justice Denied-কার উক্তি?

  • ক. Lord Atkin
  • খ. Disraeli
  • গ. Churchil
  • ঘ. Gladstone

উত্তরঃ Gladstone

বিস্তারিত

‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি কার?

  • ক. মিল
  • খ. প্লেটো
  • গ. এরিস্টটল
  • ঘ. লর্ড ব্রাইস

উত্তরঃ লর্ড ব্রাইস

বিস্তারিত

‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি কার?

  • ক. কার্লমার্কস
  • খ. হিটলার
  • গ. রুশো
  • ঘ. প্লেটো

উত্তরঃ রুশো

বিস্তারিত

Man is born free, but is everywhere in chains-কার উক্তি?

  • ক. রুশো
  • খ. ভলতেয়ার
  • গ. কাল মার্কস
  • ঘ. জেএসমিল

উত্তরঃ রুশো

বিস্তারিত

‘ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র।’ উক্তিটি কার?

  • ক. প্লেটো
  • খ. এরিস্টটল
  • গ. হবস
  • ঘ. প্যারেটো

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

‘মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব’ উক্তিটি কার?

  • ক. সক্রেটিসের
  • খ. প্লেটোর
  • গ. এরিস্টটলের
  • ঘ. রুশোর

উত্তরঃ এরিস্টটলের

বিস্তারিত

‘যে সমাজে বাস করে না সে হয় পশু ন হয় দেবতা।’ উক্তিটি কার?

  • ক. প্লেটো
  • খ. এরিস্টটল
  • গ. জনলক
  • ঘ. রুশো

উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

Women of which country first attained the right to vote?/ অথবা, কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?

  • ক. বার্মা(Bahama)
  • খ. নরওয়ে(Norway)
  • গ. সুইডেন(Sweden)
  • ঘ. নিউজিল্যান্ড(New Zealand)

উত্তরঃ নিউজিল্যান্ড(New Zealand)

বিস্তারিত

কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

  • ক. ভারত
  • খ. যুক্তরাজ্য
  • গ. ইসরাইল
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

First women Prime Minister in the world- অথবা, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

  • ক. বেনজির ভুট্টো(Benazir Bhutto)
  • খ. খালেদা জিয়া(Khalada Zia)
  • গ. শেখ হাসিনা(Sheikh Hasina)
  • ঘ. শ্রীমাভো বন্দরনায়েক(Sirimavo Bandaranaike)

উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক(Sirimavo Bandaranaike)

বিস্তারিত

যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-

  • ক. তুরস্ক
  • খ. সুইডেন
  • গ. সুইজারল্যান্ড
  • ঘ. ইসরায়েল

উত্তরঃ ইসরায়েল

বিস্তারিত

মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার-

  • ক. মালিদা লৌদী
  • খ. ফাহমিদা মির্জা
  • গ. ফাহমিদা নবী
  • ঘ. ফাহমিদা ইসলাম

উত্তরঃ ফাহমিদা মির্জা

বিস্তারিত

মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

  • ক. হাসান আশরাবী
  • খ. বেনজির ভুট্টো
  • গ. বেগম খালেদা জিয়া
  • ঘ. বেগম ফাতেমা জিন্নাহ

উত্তরঃ বেনজির ভুট্টো

বিস্তারিত

বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?

  • ক. ইন্দিরা গান্ধী
  • খ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা
  • গ. শ্রীমাভো বন্দরনায়েকে
  • ঘ. বেনজির ভুট্টো

উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েকে

বিস্তারিত

জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম-

  • ক. শ্রীমাভো বন্দরনায়েক
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. মার্গারেট থ্যাচার
  • ঘ. গোল্ডা মেয়ার

উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক

বিস্তারিত

কে ‘ডেজার্ট ফক্স’ নামে পরিচিত?

  • ক. আনোয়ার সাদাত
  • খ. কামাল আতাতুর্ক
  • গ. মার্শাল টিটো
  • ঘ. ফিল্ড মার্শাল রোমেল

উত্তরঃ ফিল্ড মার্শাল রোমেল

বিস্তারিত

কোন রাজনীতিবিদের উপাধি ‘দেশবন্ধু’?

  • ক. সুভাষ চন্দ্র বসু
  • খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • গ. চিত্তরঞ্জন দাস
  • ঘ. শরৎচন্দ্র বসু

উত্তরঃ চিত্তরঞ্জন দাস

বিস্তারিত

Daughter of the Eastকাকে বলা হয়?

  • ক. বেনজির ভুট্টো
  • খ. অং সান সূচী
  • গ. ইন্দিরা গান্ধি
  • ঘ. সরোজিনী নাইডু

উত্তরঃ বেনজির ভুট্টো

বিস্তারিত

ইন্টারন্যাশনাল সুপার স্টার কাজে অভিতিহ করা হয়েছে?

  • ক. উইলিয়াম শেক্সপিয়ার
  • খ. আইজ্যাক নিউটন
  • গ. উইনস্টোন চার্চিল
  • ঘ. চার্লস ডারউইন

উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়ার

বিস্তারিত

‘মিডিয়া মোগল’ হিসবে পরিচিত-

  • ক. রূপার্ট মারডক
  • খ. বিল গেটস
  • গ. টাটা
  • ঘ. রকফেলার

উত্তরঃ রূপার্ট মারডক

বিস্তারিত

ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদীন আবদুল কালাম কি নামে বহুল পরিচিত?

  • ক. গোল্ডেন ম্যান
  • খ. মিসাইল ম্যান
  • গ. হিরু অফ ইন্ডিয়া
  • ঘ. ভারতরত্ন

উত্তরঃ মিসাইল ম্যান

বিস্তারিত

‘লিটল কর্পোরেল’ কার উপাধি?

  • ক. লাল বাহাদুর শাস্ত্রী
  • খ. সাদা বাহাদুর শাস্ত্রী
  • গ. আল খাওয়াজমি
  • ঘ. নেপোলিয়ান বেনপোর্ট

উত্তরঃ নেপোলিয়ান বেনপোর্ট

বিস্তারিত

‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?

  • ক. মার্গারেট থ্যাচার
  • খ. রানী ক্লিওপেট্টা
  • গ. রানী প্রথম এলিজাবেথ
  • ঘ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল

উত্তরঃ রানী ক্লিওপেট্টা

বিস্তারিত

কে ‘লৌহ মানবী’ বলে পরিচিত?

  • ক. ইন্দিরা গান্ধী
  • খ. বেগম খালেদা জিয়া
  • গ. আংসান সুকী
  • ঘ. মার্গারেট থ্যাচার

উত্তরঃ মার্গারেট থ্যাচার

বিস্তারিত

‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়-

  • ক. উম্মে হাফিজা
  • খ. উম্মে কুলসুম
  • গ. উম্মে সাদিয়া
  • ঘ. উম্মে মারিয়ম

উত্তরঃ উম্মে কুলসুম

বিস্তারিত

Who is known as the 'Lady of the lamp'?/‘লেডী উইথ দি ল্যাপ’ কে?

  • ক. Sorojini Naidu
  • খ. Hellen Killer
  • গ. Florence Nightingale
  • ঘ. Madame Teresa

উত্তরঃ Florence Nightingale

বিস্তারিত

‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?

  • ক. ইন্দিরা গান্ধী
  • খ. মহাত্মা গান্ধী
  • গ. খান আব্দুল গাফ্ফার খান
  • ঘ. রাজীব গান্ধী

উত্তরঃ খান আব্দুল গাফ্ফার খান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects