মহাদেশসাগরনদী ও নদীর তীরবর্তী শহরবন্দর সমূহ

ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?

  • ক. দার্দানেলিস প্রণালী
  • খ. বসফরাস প্রণালী
  • গ. জিব্রাল্টার প্রণালী
  • ঘ. হরমুজ প্রণালী

উত্তরঃ জিব্রাল্টার প্রণালী

বিস্তারিত

সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ কি নামে পরিচিত?

  • ক. ওশেনিয়া
  • খ. গ্রিনল্যান্ড
  • গ. ওয়েস্ট ইন্ডিজ
  • ঘ. পলিনেশিয়া

উত্তরঃ ওশেনিয়া

বিস্তারিত

দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. গঙ্গা
  • খ. যমুনা
  • গ. ভাগিরথী
  • ঘ. মেঘনা

উত্তরঃ যমুনা

বিস্তারিত

বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

  • ক. নাফ
  • খ. কর্ণফুলি
  • গ. নবগঙ্গা
  • ঘ. ভাগিরথি

উত্তরঃ নাফ

বিস্তারিত

যেটি নদীর নাম নয়?

  • ক. ডন
  • খ. ভলগা
  • গ. দানিয়ুব
  • ঘ. আল্পস

উত্তরঃ আল্পস

বিস্তারিত

কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত?

  • ক. নীল
  • খ. ফোরাত
  • গ. জর্ডান
  • ঘ. সিন্ধু

উত্তরঃ জর্ডান

বিস্তারিত

পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত?

  • ক. নীল
  • খ. ফোরাত
  • গ. জর্ডান
  • ঘ. সিন্ধু

উত্তরঃ জর্ডান

বিস্তারিত

পোল্যান্ডের রাজধানী ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. দানিয়ুব
  • খ. রাইন
  • গ. ভিশ্চ্যুলা
  • ঘ. সীন

উত্তরঃ ভিশ্চ্যুলা

বিস্তারিত

ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. কিজিল
  • খ. ইরাবতি
  • গ. চাংকিং
  • ঘ. ইয়াং সিকিয়াং

উত্তরঃ ইরাবতি

বিস্তারিত

পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?

  • ক. আমাজন
  • খ. জর্ডান
  • গ. দানিয়ুব
  • ঘ. জাম্বেসী

উত্তরঃ জর্ডান

বিস্তারিত

আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?

  • ক. ইউরাল পর্বত
  • খ. পামীর মালভূমি
  • গ. হিন্দুকুশ পর্বত
  • ঘ. ভিয়েনশান পর্বত

উত্তরঃ পামীর মালভূমি

বিস্তারিত

কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?

  • ক. যমুনা
  • খ. সিন্ধু
  • গ. ঝিলাম
  • ঘ. ভাগিরথি

উত্তরঃ সিন্ধু

বিস্তারিত

টাইগ্রিস নদী পতিত হয়েছে----

  • ক. পারস্য উপসাগরে
  • খ. কাস্পিয়ান সাগরে
  • গ. ভারত মহাসাগর
  • ঘ. মেক্সিকো উপসাগর

উত্তরঃ পারস্য উপসাগরে

বিস্তারিত

টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?

  • ক. মিশর
  • খ. আফগানিস্তান
  • গ. সৌদি আরব
  • ঘ. ইরাক

উত্তরঃ ইরাক

বিস্তারিত

'মারে ডার্লিং' কোন দেশের নদী?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. আফ্রিকা
  • গ. ইরান
  • ঘ. ইরাক

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?

  • ক. দানিয়ুব
  • খ. রাইন
  • গ. ভলগা
  • ঘ. টেমস

উত্তরঃ ভলগা

বিস্তারিত

হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?

  • ক. হিমালয়
  • খ. কুনলুন পর্বত
  • গ. ব্ল্যাক ফরেস্ট
  • ঘ. আল্পস

উত্তরঃ কুনলুন পর্বত

বিস্তারিত

হোয়াংহো নদী কোন দেশে অবস্থিত?

  • ক. জাপান
  • খ. চীন
  • গ. ভিয়েতনাম
  • ঘ. কোরিয়া

উত্তরঃ চীন

বিস্তারিত

সবচেয়ে বড় নদী 'মিসিসিপি' কোন মহাদেশে অবস্থিত?

  • ক. আফ্রিকা
  • খ. এশিয়া
  • গ. আমেরিকা
  • ঘ. ইউরোপ

উত্তরঃ আমেরিকা

বিস্তারিত

দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?

  • ক. আমাজন
  • খ. মারে ডার্লিং
  • গ. নীলনদ
  • ঘ. ভলগা

উত্তরঃ আমাজন

বিস্তারিত

আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?

  • ক. উত্তর আমেরিকা
  • খ. আফ্রিকা
  • গ. ইউরোপ
  • ঘ. দক্ষিন আমেরিকা

উত্তরঃ দক্ষিন আমেরিকা

বিস্তারিত

বিশ্বের সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে?

  • ক. মেঘনা
  • খ. হোয়াং হো
  • গ. মিসিসিপি
  • ঘ. আমাজন

উত্তরঃ আমাজন

বিস্তারিত

পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?

  • ক. আমাজন
  • খ. মেঘনা
  • গ. মিসিসিপি
  • ঘ. নীলনদ

উত্তরঃ আমাজন

বিস্তারিত

নীল নদ কোথায় পতিত হয়েছে?

  • ক. লোহিত সাগরে
  • খ. ভূমধ্যসাগরে
  • গ. এডেনসাগরে
  • ঘ. আরব সাগরে

উত্তরঃ ভূমধ্যসাগরে

বিস্তারিত

নীল নদের উৎপত্তি হয়েছে?

  • ক. ককেসাস পর্বতমালা থেকে
  • খ. পামির মালভূমি
  • গ. ইথিওপিয়া পর্বতমালা থেকে
  • ঘ. ভিক্টোরিয়া হ্রদ

উত্তরঃ ভিক্টোরিয়া হ্রদ

বিস্তারিত

পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী---

  • ক. কঙ্গো
  • খ. নীল
  • গ. নাইজার
  • ঘ. আমাজন

উত্তরঃ নীল

বিস্তারিত

বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

  • ক. আমাজন
  • খ. মিসিসিপি
  • গ. নীলনদ
  • ঘ. হোহাংহ

উত্তরঃ নীলনদ

বিস্তারিত

The capital of Fiji is-/ফিজির রাজধানী--

  • ক. Maputo
  • খ. Suva
  • গ. Agna
  • ঘ. Nusia

উত্তরঃ Suva

বিস্তারিত

নিজিল্যান্ডের রাজধানী----

  • ক. আমস্টারডাম
  • খ. অকল্যান্ড
  • গ. ওয়েলিংটন
  • ঘ. ম্যানিলা

উত্তরঃ ওয়েলিংটন

বিস্তারিত

হাওয়াই যে রাষ্ট্রের অংশ--

  • ক. যুক্তরাজ্য
  • খ. জাপান
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

'কিরিবাতি' দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?

  • ক. আফ্রিকা
  • খ. ইউরোপ
  • গ. এশিয়া
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. আফ্রিকা
  • গ. উত্তর আমেরিকা
  • ঘ. দক্ষিন আমেরিকা

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্গত?

  • ক. নাউরু
  • খ. কেনিয়া
  • গ. কিউবা
  • ঘ. গায়ানা

উত্তরঃ নাউরু

বিস্তারিত

Micronesia এর অবস্থান হল--

  • ক. এশিয়া ও ইউরোপের মাঝে
  • খ. এশিয়া ও আফ্রিকার মাঝে
  • গ. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
  • ঘ. আটলান্টিকের পূর্বে

উত্তরঃ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

বিস্তারিত

সামগ্রিকভাবে নক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত--

  • ক. ইউরেশিয়া
  • খ. পলিনেশিয়া
  • গ. মাইক্রোনেশিয়া
  • ঘ. ওশেনিয়া

উত্তরঃ ওশেনিয়া

বিস্তারিত

'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ কি?

  • ক. এশিয়ার উত্তরাঞ্চল
  • খ. ইউরোপের পশ্চিমাঞ্চল
  • গ. ইউরোপের পূর্বাঞ্চল
  • ঘ. এশিয়ার দক্ষিণাঞ্চল

উত্তরঃ এশিয়ার দক্ষিণাঞ্চল

বিস্তারিত

উরুগুয়ের রাজধানীর নাম কি?

  • ক. মন্টেভিডিও
  • খ. সান্টিয়াগো
  • গ. বোগোটা
  • ঘ. আসনসিওন

উত্তরঃ মন্টেভিডিও

বিস্তারিত

বিশ্বের সবচেয়ে সরু দেশ----

  • ক. পেরু
  • খ. মেক্সিকো
  • গ. মাদাগাস্কার
  • ঘ. চিলি

উত্তরঃ চিলি

বিস্তারিত

Karakas is the capital city of----

  • ক. Honduras
  • খ. Venezuela
  • গ. Czechoslovakia
  • ঘ. Lithonia

উত্তরঃ Venezuela

বিস্তারিত

পেরুর রাজধানী কোথায়?

  • ক. বুয়েন্স এয়ারস
  • খ. লিমা
  • গ. কারাকাস
  • ঘ. হাইতি

উত্তরঃ লিমা

বিস্তারিত

ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত?

  • ক. আফ্রিকা
  • খ. ইউরোপ
  • গ. দক্ষিণ আমেরিকা
  • ঘ. এশিয়া

উত্তরঃ দক্ষিণ আমেরিকা

বিস্তারিত

চিলি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?

  • ক. আফ্রিকা
  • খ. এশিয়া
  • গ. দক্ষিণ আমেরিকা
  • ঘ. ইউরোপ

উত্তরঃ দক্ষিণ আমেরিকা

বিস্তারিত

কোনটি দক্ষিণ আমেরিকার দেশ নয়?

  • ক. পেরু
  • খ. প্যারাগুয়ে
  • গ. উরুগুয়ে
  • ঘ. নিকারাগুয়া

উত্তরঃ নিকারাগুয়া

বিস্তারিত

Cancun is a city of--/কানকুন কোথায় অবস্থিত?

  • ক. যুক্তরাষ্ট্র(USA)
  • খ. মেক্সিকো(Mexico)
  • গ. কানাডা(Canada)
  • ঘ. চীন(China)

উত্তরঃ মেক্সিকো(Mexico)

বিস্তারিত

কানাডা কোন মহাদেশে অবস্থিত?

  • ক. এশিয়া
  • খ. আফ্রিকা
  • গ. ইউরোপ
  • ঘ. অস্ট্রেলিয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

নিকারাগুয়ার রাজধানী--

  • ক. মানামা
  • খ. কারাকাস
  • গ. সান সালভাদর
  • ঘ. মানাগুয়া

উত্তরঃ মানাগুয়া

বিস্তারিত

Which of the following is an independent country?

  • ক. Washington
  • খ. Hong kong
  • গ. Riyadh
  • ঘ. Sao Paolo

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

দেশের নামের সাথে 'সিটি' যোগ করলে কোন তিনটি দেশের রাজধানীর নাম একই?

  • ক. লাওস, ভ্যাটিক্যান, পানামা
  • খ. কুয়েত, মেক্সিকো, সিয়েরালিওন
  • গ. পানামা, ভ্যাটিক্যান, এন্ডোরা
  • ঘ. ভ্যাটিক্যান, মেক্সিকো, পানামা

উত্তরঃ ভ্যাটিক্যান, মেক্সিকো, পানামা

বিস্তারিত

পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?

  • ক. ত্রিনিদাদ
  • খ. হাইতি
  • গ. কোস্টারিকা
  • ঘ. বারবাডোস

উত্তরঃ হাইতি

বিস্তারিত

The capital of Bahamas-/বাহামার রাজধানী--

  • ক. West Indies
  • খ. Papua New Ginie
  • গ. Nassau
  • ঘ. San Salvador

উত্তরঃ Nassau

বিস্তারিত

What is the capital of Cuba?/কিউবার রাজধানী--

  • ক. Havana
  • খ. Washington DC
  • গ. Brussels
  • ঘ. Athens

উত্তরঃ Havana

বিস্তারিত

মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?

  • ক. ইউরোপ
  • খ. উত্তর আমেরিকা
  • গ. আফ্রিকা
  • ঘ. দক্ষিন আমেরিকা

উত্তরঃ উত্তর আমেরিকা

বিস্তারিত

'ওয়েস্ট ইন্ডিজ' নামকরণ করেন কে?

  • ক. ফন গ্যাটে
  • খ. নোগুচি
  • গ. জর্জ বার্নাড শ
  • ঘ. ক্রিস্টোফার কলম্বাস

উত্তরঃ ক্রিস্টোফার কলম্বাস

বিস্তারিত

'ওয়েস্ট ইন্ডিজ' কি?

  • ক. একটি দেশের নাম
  • খ. একটি ক্রিকেট দলের নাম
  • গ. একটি দ্বীপ সমষ্টির নাম
  • ঘ. ভারতের একটি দ্বীপের নাম

উত্তরঃ একটি দ্বীপ সমষ্টির নাম

বিস্তারিত

কোন দেশে সাংবিধানিক, বাণিজ্যিক ও প্রশাসনকি রাজধানী আছে?

  • ক. মালয়েশিয়া
  • খ. কানাডা
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa' তে কোন দেশটি অবস্থিত

  • ক. ইথিওপিয়া
  • খ. নাইজেরিয়া
  • গ. কেনিয়া
  • ঘ. সুদান

উত্তরঃ ইথিওপিয়া

বিস্তারিত

নিচের কোন দেশটি আফ্রিকার নয়?

  • ক. আলজেরিয়া
  • খ. আলবেনিয়া
  • গ. তিউনিসিয়া
  • ঘ. নাইজেরিয়া

উত্তরঃ আলবেনিয়া

বিস্তারিত

মিশর কোন মহাদেশে অবস্থিত?

  • ক. এশিয়া
  • খ. আফ্রিকা
  • গ. ইউরোপ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আফ্রিকা

বিস্তারিত

আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?

  • ক. পশ্চিম
  • খ. দক্ষিণ
  • গ. উত্তর
  • ঘ. পূর্ব

উত্তরঃ পশ্চিম

বিস্তারিত

উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?

  • ক. জ্যামিতিক সীমারেখা
  • খ. ঔপনিবেশিক সীমারেখা
  • গ. উপজাতিভিত্তিক সীমারেখা
  • ঘ. অচিহ্নিত সীমারেখা

উত্তরঃ জ্যামিতিক সীমারেখা

বিস্তারিত

দক্ষিণ ওসেটিয়া কোথায়-

  • ক. রাশিয়াতে
  • খ. ককেশাসে
  • গ. সাইবেরিয়ায়
  • ঘ. তুরস্কে

উত্তরঃ ককেশাসে

বিস্তারিত

ককেশাস অঞ্চলটি অবস্থিত--

  • ক. এশিয়া মহাদেশে
  • খ. আফ্রিকা মহাদেশে
  • গ. উত্তর আমেরিকায়
  • ঘ. ইউরোপ

উত্তরঃ ইউরোপ

বিস্তারিত

ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?

  • ক. ইউরোপ
  • খ. দক্ষিণ আমেরিকা
  • গ. উত্তর আমেরিকা
  • ঘ. এশিয়া

উত্তরঃ ইউরোপ

বিস্তারিত

বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?

  • ক. ক্রোয়েশিয়া
  • খ. লাটভিয়া
  • গ. পর্তুগাল
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ক্রোয়েশিয়া

বিস্তারিত

বলকান রাষ্ট্র নয় যেটি-

  • ক. রুমানিয়া
  • খ. বুলগেরিয়া
  • গ. আলবেনিয়া
  • ঘ. বলিভিয়া

উত্তরঃ বলিভিয়া

বিস্তারিত

স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

  • ক. নরওয়ে ও সুইডেন
  • খ. নরওয়ে ও যুক্তরাজ্য
  • গ. সুইডেন ও যুক্তরাজ্য
  • ঘ. নরওয়ে ও জার্মানি

উত্তরঃ নরওয়ে ও সুইডেন

বিস্তারিত

Scandinavian countries are-/স্ক্যানডিনেভীয় দেশ-

  • ক. England, France and Germany
  • খ. Norway, Sweden, Denmark, Finland and Iceland
  • গ. USA and Canada
  • ঘ. Australia and Newzeland

উত্তরঃ Norway, Sweden, Denmark, Finland and Iceland

বিস্তারিত

স্ক্যাডিন্ডনেভীয় দেশ নয়-

  • ক. ইতালি
  • খ. নরওয়ে
  • গ. সুইডেন
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ ইতালি

বিস্তারিত

কোন দেশটি স্কানডিনেভিয়া অঞ্চলে অবস্থিত?

  • ক. হল্যান্ড
  • খ. ফিনল্যান্ড
  • গ. আইসল্যান্ড
  • ঘ. বেলজিয়াম

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

  • ক. নেদারল্যান্ডস
  • খ. ভ্যাটিকান সিটি
  • গ. জার্মানি
  • ঘ. আইসল্যান্ড

উত্তরঃ আইসল্যান্ড

বিস্তারিত

কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?

  • ক. আফগানিস্তান
  • খ. ভুটান
  • গ. মালদ্বীপ
  • ঘ. মায়ানমার

উত্তরঃ মায়ানমার

বিস্তারিত

পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?

  • ক. জেরিকো
  • খ. কায়রো
  • গ. বাগদাদ
  • ঘ. এথেন্স

উত্তরঃ জেরিকো

বিস্তারিত

‘সুবিক বে’ কোথায় অবস্থিত?

  • ক. সিঙ্গাপুরে
  • খ. জার্মানিতে
  • গ. জাপানে
  • ঘ. ফিলিপাইনে

উত্তরঃ ফিলিপাইনে

বিস্তারিত

কোনটি রাজধানী শহর নয়?

  • ক. উলানবাটোর
  • খ. আবুজা
  • গ. বৈরুত
  • ঘ. লিয়ন

উত্তরঃ লিয়ন

বিস্তারিত

এই দেশগুলোর মধ্যে কোনটি একই মাহদেশভূক্ত নয়?

  • ক. থাইল্যান্ড
  • খ. বার্মা
  • গ. উগান্ডা
  • ঘ. ভিয়েতনাম

উত্তরঃ উগান্ডা

বিস্তারিত

নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্গত নয়?

  • ক. ভারত
  • খ. ইরাক
  • গ. মিশর
  • ঘ. লেবানন

উত্তরঃ মিশর

বিস্তারিত

মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-

  • ক. তাজিকিস্তান
  • খ. কাজাকিস্তান
  • গ. উজবেকিস্তান
  • ঘ. কিরগিজস্তান

উত্তরঃ কাজাকিস্তান

বিস্তারিত

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

  • ক. গ্রিসে
  • খ. ইটালীতে
  • গ. তুরস্কে
  • ঘ. স্পেনে

উত্তরঃ তুরস্কে

বিস্তারিত

তুরস্কের বন্দরনগরী কোনটি?

  • ক. বুসান
  • খ. আলেকজান্দ্রিয়া
  • গ. ইসকানদারুন
  • ঘ. আকাবা

উত্তরঃ ইসকানদারুন

বিস্তারিত

আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

  • ক. ফিজি
  • খ. ভ্যাটিকান
  • গ. কুয়েত
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ ভ্যাটিকান

বিস্তারিত

Smallest country in the world is- বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

  • ক. Singapore
  • খ. Vatican City
  • গ. Haily
  • ঘ. Maldives

উত্তরঃ Vatican City

বিস্তারিত

এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়?

  • ক. তেল
  • খ. স্বর্ণ
  • গ. কয়লা
  • ঘ. চুনপাথর

উত্তরঃ কয়লা

বিস্তারিত

লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে--

  • ক. ইউরোপ ও আফ্রিকা
  • খ. এশিয়া ও ইউরোপ
  • গ. এশিয়া ও আস্ট্রেলিয়া
  • ঘ. আফ্রিকা ও এশিয়া

উত্তরঃ আফ্রিকা ও এশিয়া

বিস্তারিত

আমেরিকা মহাদেশ কে আবিস্কার করেন?

  • ক. ভাস্কো-দা-গামা
  • খ. কলম্বাস
  • গ. নেপেলিয়ন
  • ঘ. হিটলার

উত্তরঃ কলম্বাস

বিস্তারিত

কোন বছর আমেরিকা আবিস্কৃত হয়?

  • ক. ১৪৮৭
  • খ. ১৪৫৮
  • গ. ১৫৫৭
  • ঘ. ১৪৯২

উত্তরঃ ১৪৯২

বিস্তারিত

ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?

  • ক. ইংল্যান্ড
  • খ. ফ্রান্স
  • গ. পর্তুগাল
  • ঘ. ইটালি

উত্তরঃ ইটালি

বিস্তারিত

আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-

  • ক. সিসিলিস
  • খ. বতসোয়ানা
  • গ. তিউনিসিয়া
  • ঘ. বেনিন

উত্তরঃ সিসিলিস

বিস্তারিত

এশিয়ার ক্ষুদ্রতম দেশ-

  • ক. নেপাল
  • খ. ভুটান
  • গ. মালদ্বীপ
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

  • ক. চীন
  • খ. ভারত
  • গ. আফগানিস্তান
  • ঘ. পাকিস্তান

উত্তরঃ চীন

বিস্তারিত

ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?

  • ক. এশিয়া
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. আফ্রিকা
  • ঘ. উত্তর আমেরিকা

উত্তরঃ আফ্রিকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects