প্রজনন ও পরাগায়ন
- পাতা ঝাঁঝি
- জংলীকলা
- মঞ্জুরীপত্র
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ কোনটিই নয়
ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রী রেণুর সংযোগ স্থাপনের মাধ্যম-
- মৌমাছি
- কাল পিঁপড়া
- প্রজাপতি
- লাল পিঁপড়া
সঠিক উত্তরঃ কাল পিঁপড়া
যে সব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে সেসব ফুলে কোনটি থাকে?
- গন্ধ ও পাপড়িহীন
- তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি
- তীব্র গন্ধ পাপড়িহীন
- গন্ধহীন কিন্তু অনে মধু
সঠিক উত্তরঃ তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি
- বাতাসের সাহায্যে
- বৃষ্টির সাহায্যে
- কীট-পতঙ্গের সাহায্যে
- মৌমাছির সাহায্যে
সঠিক উত্তরঃ বাতাসের সাহায্যে
- ফুলে ফুলে সংস্পর্শে
- বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে
- কীট পতঙেঙ্গর সাহায্যে
- পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
সঠিক উত্তরঃ বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে
পাথরকুচির চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়?
- জোড় কলমের সাহায্যে
- প্রকন্দের সাহায্যে
- পাতার সাহায্যে
- মৌল কাণ্ডের সাহায্যে
সঠিক উত্তরঃ পাতার সাহায্যে
There are no comments yet.