রক্ত ও রক্তসংবহনতন্ত্র
- ধমনীর ভিতর দিয়ে
- শিরার ভিতর দিয়ে
- স্নায়ুর ভিতর দিয়ে
- ল্যাকটিয়ালের ভিতর
সঠিক উত্তরঃ ধমনীর ভিতর দিয়ে
লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে
- ধমনীর মাধ্যমে
- শিরার মাধ্যমে
- লসিকা নালীর মাধ্যমে
- কৈশিক নালিকার মাধ্যমে
সঠিক উত্তরঃ লসিকা নালীর মাধ্যমে
- ক্ষারীয়
- লোহিত রক্তকণিকা অনুপস্থিত
- শ্বেত রক্তকণিকা অনুপস্থিত
- উপরের ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ উপরের ক ও খ উভয়ই
- হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেওয়া
- হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
- হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
- হৃৎপিন্ডের নতুন শিরা সংযোজন
সঠিক উত্তরঃ হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
- To measure blood
- To measure urine
- To measure stool
- To recorded movement of heart
সঠিক উত্তরঃ To recorded movement of heart
চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?
- শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃৎপিন্ড পরীক্ষার পদ্ধতিকে Echo-cardiography বলা হয়
- Coronary angiography হৃদরোগের চিকিৎসা
- Coronary bypass হৃদরোগের চিকিৎসা
- E.T.T দ্বারা হৃৎপিন্ডের কর্মক্ষমতা পরিমাপ করা হয়
সঠিক উত্তরঃ Coronary angiography হৃদরোগের চিকিৎসা
- হৃৎপিন্ডের সংকোচন চাপ
- হৃৎপিন্ডের প্রসারণ চাপ
- হৃৎপিন্ডের প্রসারণ ও সংকোচন চাপ
- এর কোনটিই নয়
সঠিক উত্তরঃ হৃৎপিন্ডের সংকোচন চাপ
হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়--
- সিস্টোল
- ডায়াস্টোল
- উভয়টিই সত্য
- কোনটিই সত্য নয়
সঠিক উত্তরঃ ডায়াস্টোল
- হৃৎপিন্ডের প্রসারণ
- হৃৎপিন্ডের সংকোচন
- হৃৎপিন্ডে রক্ত প্রবেশ করা
- হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
সঠিক উত্তরঃ হৃৎপিন্ডের প্রসারণ
- হৃৎপিন্ডে অলিন্দের অবস্থান উপরে
- হৃৎপিন্ডে নিলয়ের অবস্থান নিচে
- হৃৎপিন্ডে ২টি করে অলিন্দ ও নিলয় আছে
- উপরের সবগুলো
সঠিক উত্তরঃ উপরের সবগুলো
- Pressure exerted by air on blood
- Pressure exerted by liquid on blood
- Excess of pressure exerted by blood against blood vessels
- 150/100
সঠিক উত্তরঃ Excess of pressure exerted by blood against blood vessels
ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?
- শিরার স্পন্দন
- ধমনীর স্পন্দন
- স্নায়ুর গতি
- হৃৎপিণ্ডের স্পন্দন
সঠিক উত্তরঃ ধমনীর স্পন্দন
- ধমনীর ভিতর দিয়া
- শিরার ভিতর দিয়া
- বায়ুর ভিতর দিয়া
- ল্যাকটিয়ালের ভিতর দিয়া
সঠিক উত্তরঃ ধমনীর ভিতর দিয়া
কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?
- A রক্তগ্রুপকে
- B রক্তগ্রুপকে
- AB রক্তগ্রুপকে
- O রক্তগ্রুপকে
সঠিক উত্তরঃ AB রক্তগ্রুপকে
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধে না কেন?
- রক্তে হেপারিন থাকায়
- রক্ত চলাচলের জন্য
- মাংশপেশির ক্রিয়ায়
- জারন ক্রিয়ায়
সঠিক উত্তরঃ রক্তে হেপারিন থাকায়
কিসের জন্য রক্ত জমাট বাঁধে না?/রক্তনালীতে রক্ত জমাট না বাধার জন্য দায়ী কোনটি?
- হেপরিন
- হিস্টামিন
- হিমোগ্লোবিন
- লিস্ফোসাইট
সঠিক উত্তরঃ হেপরিন
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?
- অনুচক্রিকা
- হরমোন
- ফিব্রিনোজেন
- প্রোথ্রোম্বিন
সঠিক উত্তরঃ হরমোন
রক্ত জমাট বাধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে?
- আয়রন
- সোডিয়াম
- ক্যালসিয়াম
- ম্যাগনেসিয়াম
সঠিক উত্তরঃ ক্যালসিয়াম
রক্ত জমাট বাধায় কোন কণিকা অংশ নেয়?
- লোহিত রক্ত কণিকা
- শ্বেত কণিকা
- অনুচক্রিকা
- অনুচক্রিকা ও লোহিত রক্তকণিকা
সঠিক উত্তরঃ অনুচক্রিকা
রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
- লোহিত কণিকা
- শ্বেত কণিকা
- শ্বেত ও লোহিত কণিকা
- কোন কণিকাই নহে
সঠিক উত্তরঃ শ্বেত ও লোহিত কণিকা
রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে-
- সিনসিটিয়াম
- লিউকোপোয়েসিস
- লিউকেমিয়া
- লিউকোপেনিযা
সঠিক উত্তরঃ লিউকেমিয়া
সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী?
- শ্বেত ভল্লুক
- মাছি
- আফিক্রার কৃষ্ণকায় মৃগ
- তেলাপোকা
সঠিক উত্তরঃ তেলাপোকা
একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল?
- ইউরিক এসিড
- হিমোগ্লোবিন
- শর্করা
- কোলেস্টেরল
সঠিক উত্তরঃ হিমোগ্লোবিন
কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
- ভিটামিন বি১
- ভিটামিন বি২
- ভিটামিন বি৬
- ভিটামিন বি১২
সঠিক উত্তরঃ ভিটামিন বি১২
- রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
- রক্তের পরিমাণ কমে যাওয়া
- রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
- রক্তরসের পরিমাণ কমে যাওয়া
সঠিক উত্তরঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
- কার্বন ডাই অক্সাইড
- কার্বন মনোস্কাইড
- নাইট্রিক অক্সাইড
- সালফার ডাই অক্সাইড
সঠিক উত্তরঃ কার্বন মনোস্কাইড
- খাদ্য পরিবহন করা
- খাদ্য সংশ্লেষণ করা
- হরমোন বহন করা
- অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা
সঠিক উত্তরঃ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা
- অক্সিজেন পরিবহন করা
- রোগ প্রতিরোধ করা
- রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
- উল্লিখিত সবকয়টিই
সঠিক উত্তরঃ অক্সিজেন পরিবহন করা
লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন-
- ভিটামিন-সি
- ভিটামিন-বি
- ভিটামিন-এ
- ভিটামিন-বি ১২
সঠিক উত্তরঃ ভিটামিন-বি ১২
কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
- লোহিত কণিকায়
- শ্বেত কণিকায়
- রক্তরসে
- কোনটিতেই নয়
সঠিক উত্তরঃ রক্তরসে
- প্লাজমায়
- শ্বেত রক্ত কণিকায়
- লোহিত রক্তকণিকায়
- অনুচক্রিকায়
সঠিক উত্তরঃ লোহিত রক্তকণিকায়
- তরুনাস্থিতে
- হরিদ্রা অস্থিমজ্জায়
- লোহিত অস্থিমজ্জায়
- যকৃতে
সঠিক উত্তরঃ লোহিত অস্থিমজ্জায়
- হরমোন বিতরণ করা
- ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
- জারক রস বিতরণ করা
- কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
সঠিক উত্তরঃ জারক রস বিতরণ করা
আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে--
- অক্সিজেন ও গ্লুকোজ
- অক্সিজেন ও রক্তের আমিষ
- ইউরিয়া ও গ্লুকোজ
- অ্যামাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তরঃ অক্সিজেন ও গ্লুকোজ
একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে?
- ১০০০ লিটার
- ৭% of body's weight
- ২০০০ লিটার
- শরীরের জলীয় অংশের ১০ ভাগ
সঠিক উত্তরঃ ৭% of body's weight
পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
- ১ থেকে ২ লিটার
- ২.৫ থেকে ৪ লিটার
- ৪.৫ থেকে ৫ লিটার
- ৬ থেকে ৮ লিটার
সঠিক উত্তরঃ ৪.৫ থেকে ৫ লিটার