শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্র
- অ্যাড্রিনাল গ্রন্থি
- পিটুইটারি গ্রন্থি
- ঘর্ম গ্রন্থি
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ অ্যাড্রিনাল গ্রন্থি
মানবদেহের অঙ্গতন্ত্রসমূহের সমন্বয় করে--
- শ্বসনতন্ত্র
- স্নায়ুতন্ত্র
- কঙ্কালতন্ত্র
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ স্নায়ুতন্ত্র
নখ বা চুল কাটলে আমরা ব্যাথা পাইনা কারণ
- এরা শরীরের কোন অংশ নয়
- এদের মধ্য কোন স্নায়ু নেই
- এদের মধ্য লসিকা নালী আছে
- সবগুলোই ঠিক
সঠিক উত্তরঃ এদের মধ্য কোন স্নায়ু নেই
মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
- ১৫ ইঞ্চি (প্রায়)
- ১৭ ইঞ্চি (প্রায়)
- ১৮ ইঞ্চি (প্রায়)
- ২০ ইঞ্চি (প্রায়)
সঠিক উত্তরঃ ১৮ ইঞ্চি (প্রায়)
‘হার্ট-এটাক’ ও ‘স্ট্রোক’ সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
- হার্ট-এটাক হলে হৃৎপিণ্ডের কিছু টিস্যু মরে যায়
- মস্তিষ্কে রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হলে স্ট্রোক হতে পারে
- স্ট্রোকের মূল কারণ হার্ট-এটাক
- স্ট্রোক-এর ফলে মানুষ পক্ষাঘাতগ্রস্থ হতে পরে
সঠিক উত্তরঃ স্ট্রোকের মূল কারণ হার্ট-এটাক
মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে-
- কার্ডিয়াক এ্যারেস্ট
- কার্ডিয়াক ফেইলিউর
- হার্ট এ্যাটাক
- স্ট্রোক
সঠিক উত্তরঃ স্ট্রোক
‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কি?
- হৃদপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
- হৃদপিণ্ডের অংশ বিশেষের অসাড়তা
- ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া
সঠিক উত্তরঃ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক, তাকে বলা হয়-
- সেরিব্রাম
- সেরিবেলাম
- মেডুলা
- স্পাইনাল কর্ড
সঠিক উত্তরঃ সেরিব্রাম
মস্তিষ্কেরর ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের
- অর্ধেক ধ্বংস হয়ে গেলে
- এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেলে
- এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
- এক-চতুর্থাংশ বেড়ে গেলে
সঠিক উত্তরঃ এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?
- হাইপোথ্যালামাস
- মস্তিষ্ক
- পিটুইটারী
- ত্বক
সঠিক উত্তরঃ হাইপোথ্যালামাস
- স্নায়ুতন্ত্র
- পরিপাকতন্ত্র
- রেচনতন্ত্র
- শ্বসনতন্ত্র
সঠিক উত্তরঃ স্নায়ুতন্ত্র
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
- নেফ্রোন
- নিউরন
- থাইমাস
- মাস্টসেল
সঠিক উত্তরঃ নিউরন
‘হংকং ভাইরাস’ নামে পরিচিত ‘সার্স’ প্রথম কোন দেশে দেখা যায়?
- চীন
- থাইল্যান্ড
- হংকং
- ভিয়েতনাম
সঠিক উত্তরঃ চীন
পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়-
- ফুসফুলের সাহায্যে
- ত্বকের সাহায্যে
- ক ও খ উভয়টি ঠিক
- ফুলকার সাহায্যে
সঠিক উত্তরঃ ফুসফুলের সাহায্যে
- মাঝে মাঝে পানির উপর নাক তুলে
- পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
- পটকার মধ্যে জমানো বাতাস হতে
- পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
সঠিক উত্তরঃ পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়
- ত্বকের সাহায্যে
- ফুসফুসের সাহায্যে
- ফুলকার সাহায্যে
- গিলেরসাহায্যে
সঠিক উত্তরঃ ফুলকার সাহায্যে
- শ্বসনতন্ত্রের সাহায্যে
- ত্বকের সাহায্যে
- ফুসফুসের সাহায্যে
- ফুলকার সাহায্যে
সঠিক উত্তরঃ ত্বকের সাহায্যে
অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়-
- অবাত শ্বসন
- সবাত শ্বসন
- ক ও উভয়ই
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ অবাত শ্বসন