বাংলার সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ

১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন -

  • হুমায়ন আজাদ
  • আহমদ শরীফ
  • ওয়াকিল আহমদ
  • আবদুল মতিন খান

সঠিক উত্তরঃ ওয়াকিল আহমদ

বিস্তারিত

'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক ছিলেন -

  • চাষী নজরুল ইসলাম
  • খান আতাউর রহমান
  • জহির রায়হান
  • সুভাষ দত্ত

সঠিক উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে ?

  • আশকার ইবনে শাইখ
  • সত্য সাহা
  • জহির রায়হান
  • আলী ইমাম

সঠিক উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি ?

  • জহির রায়হান
  • জহির ইসলাম
  • জহির আহম্মেদ
  • জহির মহাম্মদ

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

'হীরক রাজার দেশে' ছবিটির পরিচালক কে ?

  • মৃণাল সেন
  • তানভির মোকাম্মেল
  • মিতা
  • তরুণ মজুমদার

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক নিবাস কোথায় ?

  • গাইবান্ধা
  • যশোর
  • ময়মনসিংহ
  • কিশোরগঞ্জ

সঠিক উত্তরঃ কিশোরগঞ্জ

বিস্তারিত

একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙালি ?

  • সুস্মিতা সেন
  • সত্যজিৎ রায়
  • অমর্ত্য সেন
  • ড.মুহাম্মদ ইউনূস

সঠিক উত্তরঃ সত্যজিৎ রায়

বিস্তারিত

The movie 'Pather Pachali' was directed by -

  • Zahir Raihan
  • Satyajit Roy
  • Hriskesh Mukharjee
  • Mrinal sen

সঠিক উত্তরঃ Satyajit Roy

বিস্তারিত

পৃথিবীর বিখ্যাত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করে যে বাঙালী সুনাম অর্জন করেছেন তিনি কে ?

  • মৃনাল সেন
  • হেমন্ত মুখোপাধ্যায়
  • সত্যজিৎ রায়
  • অশোক কুমার

সঠিক উত্তরঃ সত্যজিৎ রায়

বিস্তারিত

সত্যজিৎ রায় হচ্ছেন -

  • একজন চলচ্চিত্র নির্মাতা
  • একজন সঙ্গীত পরিচালক
  • একজন লেখক
  • উপরের সবগুলোই

সঠিক উত্তরঃ উপরের সবগুলোই

বিস্তারিত

উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী -

  • সত্যজিৎ রায়
  • সুকুমার রায়
  • জহির রায়হান
  • কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তরঃ সত্যজিৎ রায়

বিস্তারিত

বাংলায় শিক্ষামূলক কাটুন সিরিজ 'মীনা ' কোন শিল্পীর সৃষ্টি ?

  • তানভীর কবির
  • মোস্তফা মনোয়ার
  • রফিকুন নবী
  • মৃণাল হক

সঠিক উত্তরঃ মোস্তফা মনোয়ার

বিস্তারিত

'বেঙ্গল ফাউন্ডেশন' কি ?

  • আর্ট গ্যালারি
  • আবাসিক এলাকা
  • চিত্রকর্ম
  • চলচ্চিত্র

সঠিক উত্তরঃ আর্ট গ্যালারি

বিস্তারিত

ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে অধিক পরিচিত -

  • রফিকুন্নবী
  • হাশেম খান
  • কাইয়ুম চৌধুরী
  • এস এম সুলতান

সঠিক উত্তরঃ রফিকুন্নবী

বিস্তারিত

'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' - এ পোস্টারের রূপকার কে ?

  • এস এম সুলতান
  • জয়নুল আবেদীন
  • কামরুল হাসান
  • শাহাবুদ্দিন

সঠিক উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

'সংগ্রাম' চিত্রকর্মের শিল্পী -

  • এস এম সুলতান
  • জয়নুল আবেদীন
  • কামরুল হাসান
  • শাহাবুদ্দিন

সঠিক উত্তরঃ জয়নুল আবেদীন

বিস্তারিত

'মনপুরা-৭০' কি?

  • একটি উপজেলা
  • একটি নদী বন্দর
  • একটি উপন্যাস
  • একটি চিত্র শিল্প

সঠিক উত্তরঃ একটি চিত্র শিল্প

বিস্তারিত

শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি ?

  • সংগ্রাম
  • নবান্ন
  • ম্যাডোনা-৪৩
  • বর্ণিত সবকয়টি

সঠিক উত্তরঃ বর্ণিত সবকয়টি

বিস্তারিত

বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

  • এস এম সুলতান
  • জয়নুল আবেদীন
  • কামরুল হাসান
  • শফিউদ্দিন আহমদ

সঠিক উত্তরঃ জয়নুল আবেদীন

বিস্তারিত

'ম্যাডোনা ১৯৪৩' হলো -

  • কামরুল হাসানের চিত্রকর্ম
  • রশীদ চৌধুরীর টেরাকোটা
  • জয়নুল আবেদীনের চিত্রকর্ম
  • জহির রায়হানের চলচ্চিত্র

সঠিক উত্তরঃ জয়নুল আবেদীনের চিত্রকর্ম

বিস্তারিত

'ম্যাডোনা ৪৩' কি ?

  • প্রখ্যাত মডেল
  • একটি বিখ্যাত ভাস্কর্য
  • অস্কার জযী ফিল্ম
  • একটি চিত্রকর্ম

সঠিক উত্তরঃ একটি চিত্রকর্ম

বিস্তারিত

শিল্পাচার্য বলতে কাকে বুঝায় ?

  • জয়নুল আবেদীন
  • কামরুল হাসান
  • হাশেম খান
  • আমিনুল ইসলাম

সঠিক উত্তরঃ জয়নুল আবেদীন

বিস্তারিত

গাড়ী চলে না, চলে না, নারে --------, গানের গীতিকার কে ?

  • সজীব চৌধুরী
  • বাপ্পা মজুমদার
  • শাহ আব্দুল করিম
  • দাশরথি রায়

সঠিক উত্তরঃ শাহ আব্দুল করিম

বিস্তারিত

বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী -

  • বারীণ মজুমদার
  • আব্দুল আলিম
  • সোহরাব হোসেন
  • সৈয়দ আব্দুল হামিদ

সঠিক উত্তরঃ বারীণ মজুমদার

বিস্তারিত

বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলি আকবর খাঁর পিতা -

  • আলাউদ্দিন খাঁ
  • আফতাবুদ্দিন খাঁ
  • আয়াত আলি খাঁ
  • বিসমিল্লাহ খাঁ

সঠিক উত্তরঃ আলাউদ্দিন খাঁ

বিস্তারিত

বাদ্যযন্ত্র 'সরোদ' এর বর্তমান রূপ দেন -

  • ওস্তাদ রবিশংকর
  • ওস্তাদ আয়াত আলী খান
  • ওস্তাদ গোলাম আলী
  • ওস্তাদ আলাউদ্দিন খান

সঠিক উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খান

বিস্তারিত

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন ?

  • ব্রাহ্মণবাড়িয়া
  • চট্টগ্রাম
  • মুর্শিদাবাদ
  • কলকাতা

সঠিক উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়া

বিস্তারিত

উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে ?

  • পাগলা কানাই
  • হাসন রাজা
  • আব্বাস উদ্দিন
  • লালন শাহ

সঠিক উত্তরঃ হাসন রাজা

বিস্তারিত

'আমি অপার হয়ে বসে আছি' কার রচনাংশ ?

  • হাছন রাজার
  • লালন ফকিরের
  • পাগলা কানাইয়ের
  • মজনুশাহের

সঠিক উত্তরঃ লালন ফকিরের

বিস্তারিত

'খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়' - এ পংক্তিটি কার রচনা ?

  • হাছন রাজা
  • লালন শাহ
  • পাগলা কানাই
  • কাঙ্গাল হরিনাথ

সঠিক উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

'খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়' - এ পংক্তিটি -

  • বাউল পদাবলীর অন্তর্গত
  • শক্ত পদাবলীর অন্তর্গত
  • বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বাউল পদাবলীর অন্তর্গত

বিস্তারিত

"কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়" এই পংক্তি নিচের একজনের -

  • লালন শাহ
  • সিরাজ সাঁই
  • মদন বাউল
  • পাগলা কানাই

সঠিক উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

লালন শাহের আখড়া কোথায় অবস্থিত?

  • সিলেট
  • চট্টগ্রাম
  • রাজশাহী
  • কুষ্টিয়া

সঠিক উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

লালন ফকির সমধিক পরিচিত -

  • বাউল
  • আউল
  • সুফি
  • দরবেশ হিসেবে

সঠিক উত্তরঃ বাউল

বিস্তারিত

'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙ্গালী' -উক্তিটি করেন -

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • ড.মুহাম্মদ শহীদুল্লাহ
  • মাওলানা আকরাম খাঁ

সঠিক উত্তরঃ ড.মুহাম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

ড.মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি ?

  • ১৯৬৪ সালের ১ মে
  • ১৯৬৬ সালের ১ জুলাই
  • ১৯৬৯ সালের ১৩ জুলাই
  • ১৯৭০ সালের ১৩ জুলাই

সঠিক উত্তরঃ ১৯৬৯ সালের ১৩ জুলাই

বিস্তারিত

ড.মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি ?

  • ১৮৮৫-১৯৬৯
  • ১৮৭৫-১৯৬৯
  • ১৮৮৪-১৯৬৯
  • ১৮৮৫-১৯৭০

সঠিক উত্তরঃ ১৮৮৫-১৯৬৯

বিস্তারিত

বাংলাদেশের কোন লোকসংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ?

  • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর
  • প্রফেসর মাযহারুল ইসলাম
  • জসীম উদ্দীন
  • মুহম্মদ মনসুর উদ্দীন

সঠিক উত্তরঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর

বিস্তারিত

জামাল নজরুল ইসলাম কে ?

  • ফুটবল খেলোয়াড়
  • অর্থনীতিবিদ
  • কবি
  • বৈজ্ঞানিক

সঠিক উত্তরঃ বৈজ্ঞানিক

বিস্তারিত

পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালী স্থপতি -

  • মুবাসসার আলী
  • এফ, আর খান
  • মাযহারুল ইসলাম
  • মুহাম্মদ শহীদুল্লাহ

সঠিক উত্তরঃ এফ, আর খান

বিস্তারিত

বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশী আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ?

  • হামিদুর রহমান
  • ফজলুর রহমান খান
  • নভেরা আহমদ
  • জুলফিকার আলী খান

সঠিক উত্তরঃ ফজলুর রহমান খান

বিস্তারিত

জনাব এফ.আর.খান ছিলেন বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন ?

  • আণবিক বিজ্ঞানী
  • স্থপতি
  • কম্পিউটার বিজ্ঞানী
  • ক্যান্সার চিকিৎসক

সঠিক উত্তরঃ স্থপতি

বিস্তারিত

জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থ কোনটি ?

  • বিজ্ঞানের কথা
  • অব্যক্ত
  • বক্তব্য
  • বিশ্ব-পরিচয়

সঠিক উত্তরঃ অব্যক্ত

বিস্তারিত

বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ?

  • কুদরত-ই-খুদা
  • জগদ্বীশ চন্দ্র বসু
  • আল-মতি শরফুদ্দিন
  • মেঘনাদ সাহা

সঠিক উত্তরঃ আল-মতি শরফুদ্দিন

বিস্তারিত

ড. আব্দুল্লাহ আল মূতী শরফুদ্দিন রচিত বই -

  • আজব প্রাণী আজব গাছ
  • সাগরের রহস্যপুরী
  • জলে-ডাঙ্গায়
  • বাঘের ঘরে ঘোগের বাস

সঠিক উত্তরঃ সাগরের রহস্যপুরী

বিস্তারিত

প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে ?

  • ইন্দিরা গান্ধী
  • শ্রীমাভো বন্দরনায়েক
  • জিগমে সিঙ্গে ওয়াংচুক
  • শহীদ জিয়াউর রহমান

সঠিক উত্তরঃ শহীদ জিয়াউর রহমান

বিস্তারিত

সার্ক(SAARC) এর প্রস্তাবক কোন দেশ ? (Which country introduced the concept of SAARC ?)

  • ভারত (India)
  • নেপাল(Nepal)
  • শ্রীলংকা (Sri Lanka)
  • বাংলাদেশ (Bangladesh)

সঠিক উত্তরঃ বাংলাদেশ (Bangladesh)

বিস্তারিত

ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয় ?

  • জুলাই, ১৯৯৬
  • আগস্ট, ১৯৯৬
  • অক্টোবর, ১৯৯৬
  • সেপ্টেম্বর, ১৯৯৬

সঠিক উত্তরঃ সেপ্টেম্বর, ১৯৯৬

বিস্তারিত

ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে ?

  • ১২ নভেম্বর ১৯৯৬
  • ২৫ জানুয়ারী ১৯৭৪
  • ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫
  • ১৫ই সেপ্টেম্বর ১৯৯১

সঠিক উত্তরঃ ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫

বিস্তারিত

বঙ্গবন্ধু 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের -

  • ১৫ জানুয়ারী
  • ৭ মার্চ
  • ১০ অক্টোবর
  • ১৮ অক্টোবর

সঠিক উত্তরঃ ১৮ অক্টোবর

বিস্তারিত

শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন -

  • ফ্রিডম পদক
  • ম্যাগসেসে পদক
  • জুলিও কুরি পদক
  • জওহরলাল নেহেরু পদক

সঠিক উত্তরঃ জুলিও কুরি পদক

বিস্তারিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন?

  • ১ জানুয়ারী, ১৯৭২
  • ১০ জানুয়ারি, ১৯৭২
  • ২৩ মার্চ, ১৯৭২
  • ১৭ এপ্রিল, ১৯৭২

সঠিক উত্তরঃ ১০ জানুয়ারি, ১৯৭২

বিস্তারিত

শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচীতে নিয়ে যাওয়া হয় ৭১ এর -

  • ২৫ মার্চ রাতে
  • ২৬ মার্চ রাতে
  • ২৭মার্চ রাতে
  • ২৮ মার্চ রাতে

সঠিক উত্তরঃ ২৫ মার্চ রাতে

বিস্তারিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন ?

  • ১ মার্চ ১৯১৯ খৃঃ
  • ১৭ মার্চ ১৯২০ খৃঃ
  • ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
  • ২১ জুন ১৯৪১ খৃ

সঠিক উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ খৃঃ

বিস্তারিত

অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ?

  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • শেখ মুজিবুর রহমান
  • শেরে বাংলা এ কে ফজলুল হক
  • মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

সঠিক উত্তরঃ শেরে বাংলা এ কে ফজলুল হক

বিস্তারিত

শেরে বাংলা এ কে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন ?

  • ঢাকা
  • কুমিল্লা
  • সিরাজগঞ্জ
  • বরিশাল

সঠিক উত্তরঃ বরিশাল

বিস্তারিত

শেরে বাংলার পিতার নাম কি ?

  • মোহাম্মদ ওয়াজেদ
  • মোহাম্মদ ইকরাম আলী
  • মোহাম্মদ আবুল কাসেম
  • মোহাম্মদ আশরাফ আলী

সঠিক উত্তরঃ মোহাম্মদ ওয়াজেদ

বিস্তারিত

'দারিদ্র্যেহীন বিশ্বের অভিমুখে' আত্নজীবনীমূলক গ্রন্থটি কার লেখা ?

  • শিরিন এবাদী
  • হানাহ আশরাফী
  • হিলারি ক্লিনটন
  • ড.মুহাম্মদ ইউনূস

সঠিক উত্তরঃ ড.মুহাম্মদ ইউনূস

বিস্তারিত

ড. মুহাম্মদ ইউনুসের আত্নজীবনীমূলক গ্রন্থ কোনটি ?

  • দারিদ্র্যেহীন বিশ্বের অভিমুখে
  • সচ্ছল বাংলাদেশের সন্ধানে
  • স্বনির্ভর স্বদেশের সন্ধানে
  • দারিদ্র্যহীন বিশ্বের প্রয়াসে

সঠিক উত্তরঃ দারিদ্র্যেহীন বিশ্বের অভিমুখে

বিস্তারিত

ক্ষুদ্রঋণের প্রবর্তক কে ?

  • অমর্ত্য সেন
  • ড. মুহাম্মদ ইউনূস
  • হিলারি ক্লিনটন
  • ফিন ক্লিডল্যান্ড

সঠিক উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস

বিস্তারিত

'সামাজিক ব্যবসা' ধারনাটির প্রবক্তা কে ?

  • মোহাম্মদ ইউনূস
  • অমর্ত্য সেন
  • বিল ক্লিনটন
  • ফজলে হোসেন আবেদ

সঠিক উত্তরঃ মোহাম্মদ ইউনূস

বিস্তারিত

দক্ষিণ এশিয়ার ড.ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী ?

  • প্রথম
  • দ্বিতীয়
  • তৃতীয়
  • চতুর্থ

সঠিক উত্তরঃ দ্বিতীয়

বিস্তারিত

প্রফেসর মোঃ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান ?(In which area did Dr. Muhammad Yunus get the nobel prize?)

  • ক্ষুদ্রঋণ (Micro credit )
  • দারিদ্র বিমোচন (Poverty alleviation)
  • শান্তি (Peace)
  • অর্থনীতি (Economics )

সঠিক উত্তরঃ শান্তি (Peace)

বিস্তারিত

নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি ?

  • বাথুয়া
  • বক্সির হাট
  • জাবো
  • ফতেপুর

সঠিক উত্তরঃ বাথুয়া

বিস্তারিত

অমর্ত্য সেনের মতে গণতান্ত্রিক দেশে যা থাকা কাম্য নয়।

  • স্বৈরাচার
  • সামরিক শাসন
  • দুর্নীতি
  • দুর্ভিক্ষ

সঠিক উত্তরঃ দুর্ভিক্ষ

বিস্তারিত

অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে ?

  • ১৯৯৫ সালে
  • ১৯৯৬ সালে
  • ১৯৯৭ সালে
  • ১৯৯৮ সালে

সঠিক উত্তরঃ ১৯৯৮ সালে

বিস্তারিত

'Poverty and Famines' গ্রন্থের রচয়িতা কে ?

  • অমর্ত্য সেন
  • গুনার মিরডাল
  • মাইকেল লিফট
  • উইলিয়াম রাস্টো

সঠিক উত্তরঃ অমর্ত্য সেন

বিস্তারিত

দুর্ভিক্ষ বিষয়ে মৌলিক অবদানের জন্য খ্যাতিমান -

  • রেহমান সোবহান
  • অমর্ত্য সেন
  • লর্ড দেশাই
  • জগদীশ ভগবতী

সঠিক উত্তরঃ অমর্ত্য সেন

বিস্তারিত

কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে ?

  • ঊন্নয়ন অর্থনীতি
  • কল্যাণ অর্থনীতি
  • আন্তর্জাতিক বাণিজ্য তত্ব
  • মজুরি তত্ব

সঠিক উত্তরঃ কল্যাণ অর্থনীতি

বিস্তারিত

অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?(Amartya Sen was awarded the Noble Prize for his work on)

  • খাদ্য ও পুষ্টি (Food and Nutrition)
  • ক্ষুদ্রঋণ (Micro-credit)
  • আন্তর্জাতিক বাণিজ্য (International trade)
  • দুর্ভিক্ষ ও দারিদ্র (Famine and poverty)

সঠিক উত্তরঃ দুর্ভিক্ষ ও দারিদ্র (Famine and poverty)

বিস্তারিত

কোন বাঙালি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ?

  • প্রফেসর মুহাম্মদ ইউনূস
  • প্রফেসর নূরুল ইসলাম
  • প্রফেসর অমর্ত্য সেন
  • ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সঠিক উত্তরঃ প্রফেসর অমর্ত্য সেন

বিস্তারিত

জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম -

  • ড. ইউনূস
  • রহমান মোল্লা
  • সামসুল হক
  • অমর্ত্য সেন

সঠিক উত্তরঃ অমর্ত্য সেন

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন -

  • আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
  • সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
  • অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
  • নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে

সঠিক উত্তরঃ অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন -

  • ১৯০৫ সালে
  • ১৯১৩ সালে
  • ১৯২৩ সালে
  • ১৯২৫ সালে

সঠিক উত্তরঃ ১৯১৩ সালে

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?

  • গীতাঞ্জলী
  • গীতালী
  • গীতিমালা
  • গীতবিতান

সঠিক উত্তরঃ গীতাঞ্জলী

বিস্তারিত

কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান ?

  • মীর মশাররফ হোসেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • মাইকেল মধুসূদন দত্ত

সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় -

  • স্যার ইকবাল
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কৃষণ চন্দর
  • নিরোদ চৌধুরী

সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হলেন -

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বিজ্ঞানী সি.ভি.রমন
  • হরগোবিন্দ খোরানা
  • পদার্থবিদ চন্দ্রশেখর

সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

'বিশ্বভারতী' কে প্রতিষ্ঠা করেন ?

  • মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • অবনীন্দ্রনাথ ঠাকুর
  • রথীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন-

  • নিউটন
  • আইনস্টাইন
  • শ্রডিঞ্জার
  • ম্যাক্স প্ল্যাঙ্ক

সঠিক উত্তরঃ আইনস্টাইন

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন -

  • ১৯১৩
  • ১৯১৫
  • ১৯১৭
  • ১৯১৯

সঠিক উত্তরঃ ১৯১৯

বিস্তারিত

কোন বাঙালি কবি 'নাইট' উপাধি পেয়েছিলেন ?(Which Bengali poet was awarded the title 'Knight' ?)

  • Kazi Nazrul Islam
  • Shukumar roy
  • Rabindra Nath Tagore
  • Satyendranath Datta

সঠিক উত্তরঃ Rabindra Nath Tagore

বিস্তারিত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন -

  • ১৯৩৮ সালে
  • ১৯৪১ সালে
  • ১৯৪২ সালে
  • ১৯৪০ সালে

সঠিক উত্তরঃ ১৯৪১ সালে

বিস্তারিত

রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিষ্টাব্দে ?

  • ১৮৪১
  • ১৮৫০
  • ১৮৮০
  • ১৮৬১

সঠিক উত্তরঃ ১৮৬১

বিস্তারিত

রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন -(Rabindranath Tagore was born on)

  • 1 st Baishakh
  • 25 th Baishakh
  • 23 rd Sraban
  • 11 th Jaistha

সঠিক উত্তরঃ 25 th Baishakh

বিস্তারিত

বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন -

  • সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
  • নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
  • সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে
  • শিশুদেরকে নীতিকথা শিক্ষা দিতে

সঠিক উত্তরঃ সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে

বিস্তারিত

বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন -

  • নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
  • সমাজে ধনী-দরিদ্রের বিষম্য দূর করতে
  • শিশুদের নীতিকথা শিক্ষা দিতে
  • নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে

সঠিক উত্তরঃ নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে

বিস্তারিত

বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায় ?

  • রংপুর
  • দিনাজপুর
  • বগুড়া
  • রাজশাহী

সঠিক উত্তরঃ রংপুর

বিস্তারিত

৯ ডিসেম্বর -

  • কন্যা শিশু দিবস
  • রোকেয়া দিবস
  • আদিবাসী দিবস
  • যুব দিবস

সঠিক উত্তরঃ রোকেয়া দিবস

বিস্তারিত

রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম সাল -

  • ১৮৭০ সালে
  • ১৮৭৫ সালে
  • ১৮৮০ সালে
  • ১৮৮৫ সালে

সঠিক উত্তরঃ ১৮৮০ সালে

বিস্তারিত

মুসলিম নারী জাগরণের কবি -

  • ফজিলাতুন্নেছা
  • ফয়জুন্নেছা
  • শামসুন্নাহার
  • বেগম রোকেয়া

সঠিক উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

'The Spirit of Islam' বইটির লেখক কে ?

  • তিতুমীর
  • হাজী শরীয়তউল্লাহ
  • সৈয়দ আহমেদ
  • সৈয়দ আমীর আলী

সঠিক উত্তরঃ সৈয়দ আমীর আলী

বিস্তারিত

ভারতের মুসলমানদের ইংরেজী শিক্ষা শিক্ষিত করার প্রয়াস পান যিনি -

  • হাজী শরিয়তউল্লাহ
  • তিতুমীর
  • নবাব আব্দুল লতিফ
  • নবাব সলিমুল্লাহ

সঠিক উত্তরঃ নবাব আব্দুল লতিফ

বিস্তারিত

বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন ?

  • সৈয়দ আমীর আলী
  • নওয়াব আবদুল লতিফ
  • নবাব স্যার সলিমুল্লাহ
  • স্যার সৈয়দ আহমদ খান

সঠিক উত্তরঃ নওয়াব আবদুল লতিফ

বিস্তারিত

বাঙ্গালী মুসলমানদের শিক্ষা প্রসারে 'মোহামেডান লিটারারি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে ?

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজী মুহাম্মদ মুহসিন
  • সৈয়দ আমীর আলী
  • স্যার সলিমুল্লাহ

সঠিক উত্তরঃ নওয়াব আবদুল লতিফ

বিস্তারিত

আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ?

  • সৈয়দ আমীর আলী
  • মাওলানা আবুল কালাম আজাদ
  • স্যার সৈয়দ আহমেদ
  • সৈয়দ আহমদ ব্রেলভী

সঠিক উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ

বিস্তারিত

কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?

  • সৈয়দ আমীর আলী
  • নওয়াব আবদুল লতিফ
  • স্যার সৈয়দ আহমদ খান
  • ইসমাইল হোসেন সিরাজী

সঠিক উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান

বিস্তারিত

কোন সংস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য স্যার সৈয়দ আহমদ অমর হয়ে আছে ?

  • মুসলিম লীগ
  • ওহাবী আন্দোলন
  • আলীগড় বিশ্ববিদ্যালয়
  • ঋণ সালিশী বোর্ড

সঠিক উত্তরঃ আলীগড় বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে ?

  • একে ফজলুল হক
  • স্যার সৈয়দ আহমদ খান
  • নবাব সলিমুল্লাহ
  • আবুল কালাম আজাদ

সঠিক উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান

বিস্তারিত

হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক -

  • রাজা রামমোহন রায়
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • মিসেস সরোজিনী নাইড়ু
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সঠিক উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে ?

  • প্রেসিডেন্সি কলেজ
  • সংস্কৃত কলেজ
  • বিদ্যাসাগর কলেজ
  • কলকাতা বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তরঃ সংস্কৃত কলেজ

বিস্তারিত

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম -

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • ঈশ্বর শর্মা
  • ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন -

  • ১৭৯৬ সালে
  • ১৮০২ সালে
  • ১৮২০ সালে
  • ১৮৪৮ সালে

সঠিক উত্তরঃ ১৮২০ সালে

বিস্তারিত

রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন -

  • প্রেস অর্ডিন্যন্স
  • নীল চাষ
  • নীল কমিশন
  • রাইফেল ব্যবহার

সঠিক উত্তরঃ প্রেস অর্ডিন্যন্স

বিস্তারিত

সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা ঊল্লেখযোগ্য?

  • গোপালকৃষ্ণ গোখেল
  • রাজা রামমোহন রায়
  • সরোজিনী নাইড়ু
  • দাদাভাই নওরোজী

সঠিক উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন -

  • রাজা রামমোহন রায়
  • কেশবচন্দ্র সেন
  • দেবান্দ্রনাথ ঠাকুর
  • স্বামী বিবেকানন্দ

সঠিক উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

'এত ধন দৌলত বিলাচ্ছ কেন ? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি ? এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে ?

  • মোহসীন উল মূলক
  • হাজী মুহাম্মদ মুহসিন
  • কে এম মোহসিন
  • মোহসিন শাস্ত্রপাণি

সঠিক উত্তরঃ হাজী মুহাম্মদ মুহসিন

বিস্তারিত

মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে ?

  • সৈয়দ আমীর আলী
  • নওয়াব আবদুল লতিফ
  • হাজী মুহাম্মদ মুহসিন
  • হাজী শরীয়তউল্লাহ

সঠিক উত্তরঃ হাজী মুহাম্মদ মুহসিন

বিস্তারিত

সমাজসেবক হলেও সমাজ সংস্কারক নন ?

  • রাজা রামমোহন রায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • হাজী মুহাম্মদ মুহসিন
  • বেগম রোকেয়া

সঠিক উত্তরঃ হাজী মুহাম্মদ মুহসিন

বিস্তারিত

হাজী মুহাম্মদ মহসিনের বাড়ি কোথায় ?

  • হুগলী
  • মুর্শিদাবাদ
  • রাজশাহী
  • মেদিনীপুর

সঠিক উত্তরঃ হুগলী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects