বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

26. উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় ?

  • ক. ৯ চরণ
  • খ. ৬ চরণ
  • গ. ৮ চরণ
  • ঘ. ৪ চরণ

উত্তরঃ ৪ চরণ

বিস্তারিত

27. “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল?

  • ক. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত
  • খ. বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত
  • গ. অসহযোগ চলাকালে রচিত
  • ঘ. কলকাতায় হিন্দু-মুসলমান দাঙ্গাকালে রচিত

উত্তরঃ বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত

বিস্তারিত

28. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে ? (Which subject is more focused in the national anthem of Bangladesh ?)

  • ক. বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা (National beauty of Bangladesh)
  • খ. বাংলার মানুষের কথা (General people of Bangladesh)
  • গ. বাংলার ইতিহাসের কথা (History of Bangladesh)
  • ঘ. বাংলার প্রকৃতির কথা (Weather of Bangladesh)

উত্তরঃ বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা (National beauty of Bangladesh)

বিস্তারিত

29. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে ?

  • ক. ড.কুদরত-ই-খুদা
  • খ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ সৈয়দ আলী আহসান

বিস্তারিত

30. বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় -

  • ক. ইত্তেফাক
  • খ. সমাচার দর্পণ
  • গ. বঙ্গদর্শন
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ বঙ্গদর্শন

বিস্তারিত

31. বাংলাদেশের ‘জাতীয় সঙ্গীত’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?

  • ক. সোনারতরী
  • খ. চৈতালী
  • গ. বঙ্গমাতা
  • ঘ. কোনোটিই না

উত্তরঃ কোনোটিই না

বিস্তারিত

33. বাংলাদেশের জাতীয় কবি কে ?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ফররুখ আহমদ
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

34. বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীতের রচয়িতা যথাক্রমে -

  • ক. কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম
  • গ. কাজী নজরুল ইসলাম ও শামসুর রহমান
  • ঘ. শামসুর রহমান ও কাজী নজরুল ইসলাম

উত্তরঃ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

35. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

  • ক. গরু
  • খ. ছাগল
  • গ. গয়াল
  • ঘ. রয়েল বেঙ্গল টাইগার

উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার

বিস্তারিত

36. বাংলাদেশের জাতীয় পাখি -

  • ক. ময়না
  • খ. কাক
  • গ. শালিক
  • ঘ. দোয়েল

উত্তরঃ দোয়েল

বিস্তারিত

37. বাংলাদেশের জাতীয় ফুল –(National flower of Bangladesh is -)

  • ক. শাপলা (Shapla)
  • খ. বকুল (Bakul)
  • গ. রজনীগন্ধা (Rajanigandha)
  • ঘ. শেফালী (Shefali)

উত্তরঃ শাপলা (Shapla)

বিস্তারিত

38. শাপলা বাংলাদেশের জাতীয় ফুল সেহেতু -

  • ক. বাংলাদেশ নদীমাতৃক দেশ
  • খ. বাংলাদেশের মানুষ শাপলা ফুল পছন্দ করে না
  • গ. বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে
  • ঘ. বাংলাদেশে শাপলা ফুল দুর্লভ

উত্তরঃ বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে

বিস্তারিত

39. বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে –(What is the national fruit of Bangladesh ? )

  • ক. কাঁঠাল (Jack Fruit)
  • খ. আম (Mango)
  • গ. পেঁপে (Papaya)
  • ঘ. লেবু (Lemon)

উত্তরঃ কাঁঠাল (Jack Fruit)

বিস্তারিত

41. বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?

  • ক. নাটক সরণিতে
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে
  • গ. শাহবাগে
  • ঘ. বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে

উত্তরঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে

বিস্তারিত

42. বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত ?

  • ক. ধানমন্ডি
  • খ. সেগুনবাগিচা
  • গ. মিরপুর
  • ঘ. বেইলি রোড

উত্তরঃ সেগুনবাগিচা

বিস্তারিত

43. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন ?

  • ক. র্যাডক্লিফ
  • খ. কামরুল হাসান
  • গ. জেমস রেনেল
  • ঘ. শিব নারায়ণ

উত্তরঃ জেমস রেনেল

বিস্তারিত

44. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?

  • ক. ২৪ জানুয়ারি
  • খ. ১৫ ফেব্রুয়ারি
  • গ. ২১ মার্চ
  • ঘ. ২৫ মার্চ

উত্তরঃ ২৪ জানুয়ারি

বিস্তারিত

45. ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি ?

  • ক. ২৮ জানুয়ারি
  • খ. ২৮ ফেব্রুয়ারি
  • গ. ২৮ মার্চ
  • ঘ. ২০ মার্চ

উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি

বিস্তারিত

46. কোন তারিখটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয় ?

  • ক. ২৭ জানুয়ারি
  • খ. ১৭ মার্চ
  • গ. ২৬ ডিসেম্বর
  • ঘ. ৩১ ডিসেম্বর

উত্তরঃ ১৭ মার্চ

বিস্তারিত

47. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? (National Day of Bangladesh is -)

  • ক. 16 December
  • খ. 26 March
  • গ. 21 February
  • ঘ. 7 March

উত্তরঃ 26 March

বিস্তারিত

48. ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ কোন দিন ?

  • ক. ১ জুলাই
  • খ. ১ জুন
  • গ. ১ আগস্ট
  • ঘ. ১ মে

উত্তরঃ ১ জুলাই

বিস্তারিত

49. জাতীয় শোক দিবস -

  • ক. ২৬ মার্চ
  • খ. ১৫ আগস্ট
  • গ. ২৪ সেপ্টেম্বর
  • ঘ. ২১ ফেব্রুয়ারি

উত্তরঃ ১৫ আগস্ট

বিস্তারিত

50. ‘জাতীয় কর দিবস’ কবে পালিত হয় ?

  • ক. ১৩ সেপ্টেম্বর
  • খ. ১৪ সেপ্টেম্বর
  • গ. ১৫ সেপ্টেম্বর
  • ঘ. ১৬ সেপ্টেম্বর

উত্তরঃ ১৫ সেপ্টেম্বর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects