বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

76. বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন জনপদের জন্ম হয়--

  • ক. সপ্তম শতকে
  • খ. চতুর্থ শতকে
  • গ. ষষ্ঠ শতকে
  • ঘ. তৃতীয় শতকে

উত্তরঃ ষষ্ঠ শতকে

বিস্তারিত

77. 'বাংলা' শব্দের প্রথম উল্লেখ করা হয় কোন গ্রন্থে--

  • ক. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
  • খ. বাঙালি ও বাঙলা সাহিত্য
  • গ. আইন-ই-আকবরী
  • ঘ. আলাওলের তোহফা

উত্তরঃ আইন-ই-আকবরী

বিস্তারিত

78. বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর ছিলেন--

  • ক. স্যার ফ্রেডারিক চামারস বোর্ন
  • খ. লর্ড হার্ডিঞ্জ
  • গ. লর্ড কর্ন ওয়ালিস
  • ঘ. লর্ড কার্জন

উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ

বিস্তারিত

79. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রথম শহীদ--

  • ক. আব্দুস সালাম
  • খ. আব্দুল জাব্বার
  • গ. রফিক উদ্দিন
  • ঘ. উপরের কেউ না

উত্তরঃ রফিক উদ্দিন

বিস্তারিত

80. পুর্ব পাকিস্তানের শেষ গভর্নর কে---

  • ক. মোহাম্মদ আলী জিন্নাহ
  • খ. লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজী
  • গ. জেনারেল ইয়াহিয়া খান
  • ঘ. জুলফিকার আলী ভুট্ট

উত্তরঃ লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজী

বিস্তারিত

81. পুর্ব পাকিস্তানের প্রথম গভর্নর কে ছিলেন---

  • ক. স্যার ফ্রেডারিক চামারস বোর্ন
  • খ. লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজী
  • গ. মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন
  • ঘ. লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

82. বাংলাদেশের প্রথম ন্যাশনাল পে-কমিশন গঠন করা হয় কবে?

  • ক. ১৯৭১ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭২ সালে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ১৯৭২ সালে

বিস্তারিত

84. মৌর্যযুগে গুপ্তচরকে ডাকা হতো--

  • ক. সন্ন্যাসী
  • খ. যাযাবর
  • গ. সঞ্চারা
  • ঘ. ভবঘুরে

উত্তরঃ সঞ্চারা

বিস্তারিত

85. বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে কার শাসন আমলে--

  • ক. মুর্শিদকুলী খানের
  • খ. সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের
  • গ. আলীবর্দী খানের
  • ঘ. আলাউদ্দিন হুসেন শাহের

উত্তরঃ সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের

বিস্তারিত

87. গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন--

  • ক. ধর্মপাল
  • খ. শশাঙ্ক
  • গ. হর্ষবর্ধন
  • ঘ. গোপাল

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

88. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল--

  • ক. কর্ণসুবর্ন
  • খ. নদীয়া
  • গ. একডালা
  • ঘ. রামাবতী

উত্তরঃ একডালা

বিস্তারিত

89. বাংলায় মারাঠী বা বর্গী দমনে সবচেয়ে কার অবদান বেশি?

  • ক. মুর্শিদকুলী খানের
  • খ. ঈশা খাঁর
  • গ. আলীবর্দী খানের
  • ঘ. আলাউদ্দিন হুসেন শাহের

উত্তরঃ আলীবর্দী খানের

বিস্তারিত

90. মাৎসান্যায় বাংলার যে সময়কালকে নির্দেশ করে--

  • ক. ৬ষ্ঠ-৭ম শতক
  • খ. ৭ম-৮ম শতক
  • গ. ৫ম-৬ষ্ঠ শতক
  • ঘ. ৮ম-৯ম শতক

উত্তরঃ ৭ম-৮ম শতক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects