বাংলাদেশ বিষয়াবলি

2276. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

  • ক. ঢাকা
  • খ. গাজীপুর
  • গ. যশোর
  • ঘ. সিলেট

উত্তরঃ যশোর

বিস্তারিত

2277. "স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ" পুরস্কার ২০২০ লাভ করেন।

  • ক. আজিজুর রহমান
  • খ. ফেরদৌসী মজুমদার
  • গ. কালীপন দাস
  • ঘ. জাফর ওয়াজেদ

উত্তরঃ আজিজুর রহমান

বিস্তারিত

2278. জাতির জনক শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়-

  • ক. ২৩ মার্চ ১৯৭১
  • খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • গ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭
  • ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬

উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

বিস্তারিত

2279. সবার জন্য শিক্ষা' স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?

  • ক. ১ টাকা
  • খ. ২ টাকা
  • গ. ৫ টাকা
  • ঘ. ১০ টাকা

উত্তরঃ ২ টাকা

বিস্তারিত

2280. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?

  • ক. রাঙামাটি জেলায়
  • খ. খাগড়াছড়ি জেলায়
  • গ. বান্দরবান জেলায়
  • ঘ. সিলেট জেলায়

উত্তরঃ রাঙামাটি জেলায়

বিস্তারিত

2281. ছিয়াত্তরের মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে হয়?

  • ক. ১৯৫০
  • খ. ১৯৪৮
  • গ. ১৯৪৭
  • ঘ. ১৯৫৪

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

2282. কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ স্থির করেছে?

  • ক. ২০৪০
  • খ. ২০৩০
  • গ. ২০৪১
  • ঘ. ২০৫০

উত্তরঃ ২০৪১

বিস্তারিত

2283. পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়-

  • ক. পৌষ মাসে
  • খ. মাঘ মাসে
  • গ. চৈত্র মাসে
  • ঘ. বৈশাখ মাসে

উত্তরঃ চৈত্র মাসে

বিস্তারিত

2284. শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে' - গানটির গীতিকার কে?

  • ক. গাজী মাজহারুল আনোয়ার
  • খ. সত্য সাহা
  • গ. নজরুল ইসলাম বাবু
  • ঘ. গৌরি প্রসন্ন মজুমদার

উত্তরঃ গৌরি প্রসন্ন মজুমদার

বিস্তারিত

2285. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয় -

  • ক. ২৬ নভেম্বর, ১৯৭২
  • খ. ৪ নভেম্বর, ১৯৭২
  • গ. ৩ নভেম্বর, ১৯৭২
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

উত্তরঃ ৪ নভেম্বর, ১৯৭২

বিস্তারিত

2287. বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি?

  • ক. জনাব নসরুল হামিদ
  • খ. ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
  • গ. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • ঘ. জনাব মো. ফরহাদ হোসেন

উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিস্তারিত

2288. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডএকটি বিদ্যুৎ ...

  • ক. উৎপাদনকারী সংস্থা
  • খ. বিতরণকারী সংস্থা
  • গ. সঞ্চালনকারী সংস্থা
  • ঘ. বিপণনকারী সংস্থা

উত্তরঃ বিতরণকারী সংস্থা

বিস্তারিত

2289. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন ?

  • ক. ২১ মার্চ ২০২১
  • খ. ২১ মার্চ ২০২২
  • গ. ২২ মার্চ ২০২২
  • ঘ. ২৬ মার্চ ২০২২

উত্তরঃ ২১ মার্চ ২০২২

বিস্তারিত

2290. স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রাপ্ত কোনটি ?

  • ক. জ্বালানী বিভাগ
  • খ. বিদ্যুৎ বিভাগ
  • গ. স্রেডা
  • ঘ. পিজিসিবি

উত্তরঃ বিদ্যুৎ বিভাগ

বিস্তারিত

2291. বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

  • ক. গৌড়
  • খ. পুন্ড্রনগর
  • গ. হরিকেল
  • ঘ. সমতট

উত্তরঃ পুন্ড্রনগর

বিস্তারিত

2292. অবিভক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন?

  • ক. অশোক
  • খ. ন্যায়পাল
  • গ. শশাঙ্ক
  • ঘ. রামপাল

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

2293. কীসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল?

  • ক. দ্বি-জাতি তত্ত্ব
  • খ. সামাজিক চেতনা
  • গ. অসম্প্রদায়িকতা
  • ঘ. বাঙালি জাতীয়তাবাদ

উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ

বিস্তারিত

2294. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন?

  • ক. কৃষি, সমবায় ও স্থানীয় সরকার
  • খ. শিল্প ও বাণিজ্য
  • গ. গণপূর্ত
  • ঘ. গণপূর্ত

উত্তরঃ কৃষি, সমবায় ও স্থানীয় সরকার

বিস্তারিত

2295. ঐতিহাসিক ছয় দফাকে কাদের সঙ্গে তুলনা করা হয়?

  • ক. বিল অব রাইটস
  • খ. পিটিশন অভ রাইটস
  • গ. পিটিশন অভ রাইটস
  • ঘ. মুখ্য আইন

উত্তরঃ পিটিশন অভ রাইটস

বিস্তারিত

2296. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-

  • ক. ১৭ এপ্রিল ১৯৭১
  • খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • গ. ৭ মার্চ ১৯৭২
  • ঘ. ২৬ মার্চ ১৯৭৩

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

বিস্তারিত

2298. মুজিব নগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে?

  • ক. ১০ এপ্রিল এবং ১২ এপ্রিল
  • খ. ১৩ এপ্রিল এবং ১৭ এপ্রিল
  • গ. ১৩ এপ্রিল এবং ১৭ এপ্রিল
  • ঘ. ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল

উত্তরঃ ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল

বিস্তারিত

2299. বাংলাদেশের জাতীয় দিবস-

  • ক. ১৬ ডিসেম্বর
  • খ. ২৬ মার্চ
  • গ. ৭ মার্চ
  • ঘ. ১৭ এপ্রিল

উত্তরঃ ২৬ মার্চ

বিস্তারিত

2300. বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য রাষ্ট্র?

  • ক. ১৪৬ তম
  • খ. ১৩৬ তম
  • গ. ১২৬ তম
  • ঘ. ১১৬ তম

উত্তরঃ ১৩৬ তম

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects