বাংলাদেশ বিষয়াবলি

2202. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

  • ক. শশাঙ্ক
  • খ. মুর্শিদ কুলি খান
  • গ. সিরাজউদ্দৌলা
  • ঘ. আব্বাস আলী মীর্জা

উত্তরঃ মুর্শিদ কুলি খান

বিস্তারিত

2203. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

  • ক. পূর্ববঙ্গ ও বিহার
  • খ. পূর্ববঙ্গ ও আসাম
  • গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
  • ঘ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ

উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম

বিস্তারিত

2204. ‘তমদ্দুনমজলিস’ কে প্রতিষ্ঠা করেন?

  • ক. হাজী শরিয়তউল্লাহ
  • খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
  • গ. আবুল কাশেম
  • ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

উত্তরঃ আবুল কাশেম

বিস্তারিত

2205. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি?

  • ক. লাইবেরিয়া
  • খ. নামিবিয়া
  • গ. হাইতি
  • ঘ. সিয়েরালিওন

উত্তরঃ সিয়েরালিওন

বিস্তারিত

2207. বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

  • ক. ২৬ মার্চ, ১৯৭১
  • খ. ৭ মার্চ, ১৯৭১
  • গ. ৩ মার্চ, ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১

উত্তরঃ ৭ মার্চ, ১৯৭১

বিস্তারিত

2208. বাংলাদেশে জুম চাষ হয় কোথায় ?

  • ক. বান্দরবান
  • খ. ময়মনসিংহ
  • গ. রাজশাহী
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ বান্দরবান

বিস্তারিত

2209. ‘ধর্মীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?

  • ক. অনুচ্ছেদ ৩৮
  • খ. অনুচ্ছেদ ৫০
  • গ. অনুচ্ছেদ ৪১
  • ঘ. অনুচ্ছেদ ১০০

উত্তরঃ অনুচ্ছেদ ৪১

বিস্তারিত

2210. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

2211. বাংলাদেশের জিডিপি (GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?

  • ক. কৃষি
  • খ. শিল্প
  • গ. বাণিজ্য
  • ঘ. সেবা

উত্তরঃ সেবা

বিস্তারিত

2212. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?

  • ক. ৫.৬৮%
  • খ. ৯.৯৪%
  • গ. ৭.৬৬%
  • ঘ. ৬.৯৪%

উত্তরঃ ৬.৯৪%

বিস্তারিত

2213. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?

  • ক. ১ জুন, ২০১৪
  • খ. ১ জুন, ২০১৫
  • গ. ১ জুলাই, ২০১৫
  • ঘ. ১ জুলাই, ২০১৬

উত্তরঃ ১ জুলাই, ২০১৫

বিস্তারিত

2214. বঙ্গবন্ধৃু স্যাটেলাইট - ২ কী ধরনের স্যাটেলাইট হবে?

  • ক. কমিউনিকেশন স্যাটেলাইট
  • খ. ওয়েদার স্যাটেলাইট
  • গ. অর্থ অবজারভেশন স্যাটেলাইট
  • ঘ. ন্যাভিগেশন স্যাটেলাইট

উত্তরঃ কমিউনিকেশন স্যাটেলাইট

বিস্তারিত

2215. কোনটি নবায়নযোগ্য সম্পদ?

  • ক. প্রাকৃতিক গ্যাস
  • খ. চুনাপাথর
  • গ. বায়ু
  • ঘ. কয়লা

উত্তরঃ বায়ু

বিস্তারিত

2216. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?

  • ক. বাখরাবাদ
  • খ. হরিপুর
  • গ. তিতাস
  • ঘ. হবিগঞ্জ

উত্তরঃ তিতাস

বিস্তারিত

2217. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি -

  • ক. জলবিদ্যুৎ প্রকল্প
  • খ. নদী নিয়ন্ত্রণ প্রকল্প
  • গ. জল পরিবহন প্রকল্প
  • ঘ. সেচ প্রকল্প

উত্তরঃ সেচ প্রকল্প

বিস্তারিত

2218. বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?

  • ক. ঘন ঘন বন্যা
  • খ. সমুদ্র দূষণ
  • গ. ক্রটিপূর্ণ সমুদ্র শাসন
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ ঘন ঘন বন্যা

বিস্তারিত

2219. ডাউটি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?

  • ক. ব্রহ্মপুত্র নদী
  • খ. পদ্মা নদী
  • গ. কর্ণফুলি নদী
  • ঘ. মেঘনা নদী

উত্তরঃ ব্রহ্মপুত্র নদী

বিস্তারিত

2220. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?

  • ক. কাপ্তাই, রাঙ্গামাটি
  • খ. সাভার, ঢাকা
  • গ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
  • ঘ. বড়পুকুরিয়া, দিনাজপুর

উত্তরঃ বড়পুকুরিয়া, দিনাজপুর

বিস্তারিত

2221. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?

  • ক. আগ্নেয় শিলা
  • খ. রূপান্তরিত শিলা
  • গ. পাললিক শিলা
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ পাললিক শিলা

বিস্তারিত

2222. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?

  • ক. বন্যা
  • খ. ভূমিকম্প
  • গ. ঘূর্ণিঝড়
  • ঘ. খরা

উত্তরঃ ভূমিকম্প

বিস্তারিত

2223. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?

  • ক. পূর্বপ্রস্তুটি
  • খ. সাড়াদান
  • গ. প্রশমন
  • ঘ. পুররুদ্ধার

উত্তরঃ প্রশমন

বিস্তারিত

2224. ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ।’ কথাটি বলেছেন -

  • ক. তাজউদ্দিন আহমেদ
  • খ. শেরে বাংলা এ. কে.ফজলুল হক
  • গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ঘ. শেখ হাসিনা

উত্তরঃ শেখ হাসিনা

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects