বাংলাদেশ বিষয়াবলি

2176. আমার দেখা নয়াচীন - কে লিখেছেন?

  • ক. শঙ্খ ঘোষ
  • খ. শেখ মুজিবুর রহমান
  • গ. শওকত আলী
  • ঘ. মমতাজউদ্দিন আহমেদ

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

2178. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. ব্যাংকক
  • খ. থিম্পু
  • গ. ঢাকা
  • ঘ. দিল্লী

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

2179. জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?

  • ক. ২০১৩
  • খ. ২০১০
  • গ. ২০১১
  • ঘ. ২০১২

উত্তরঃ ২০১১

বিস্তারিত

2181. বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

  • ক. বৈদেশিক বাণিজ্য
  • খ. মুদ্রা বা অর্থ
  • গ. রাজস্ব কর
  • ঘ. কেন্দ্রীয় সরকার

উত্তরঃ কেন্দ্রীয় সরকার

বিস্তারিত

2183. নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?

  • ক. ফিরোজপুর, মাদারী পুর ও বাগের হাট
  • খ. সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
  • গ. বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
  • ঘ. বরিশাল, খুলনা ও সাতক্ষীরা

উত্তরঃ সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা

বিস্তারিত

2184. নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

  • ক. গণভবন
  • খ. বঙ্গভবন
  • গ. উত্তরা গণভবন
  • ঘ. উত্তরবঙ্গ সংসদ ভবন

উত্তরঃ উত্তরা গণভবন

বিস্তারিত

2185. ‘শোন একটি মুজিবের থেকে’ গানটির গীতিকার কে?

  • ক. অংশুমান রায়
  • খ. আপেল মাহমুদ
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার

উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার

বিস্তারিত

2186. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

  • ক. ২০০৮
  • খ. ২০১১
  • গ. ২০১৪
  • ঘ. ২০১৫

উত্তরঃ ২০১১

বিস্তারিত

2187. ’বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?

  • ক. ময়মনসিংহ
  • খ. রংপুর
  • গ. পার্বত্য চট্টগ্রাম
  • ঘ. সিলেট

উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম

বিস্তারিত

2189. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন -

  • ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • খ. মাওলানা ভাসানী
  • গ. তাজউদ্দিন আহমেদ
  • ঘ. শেখ হাসিনা

উত্তরঃ শেখ হাসিনা

বিস্তারিত

2191. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?

  • ক. বাউল
  • খ. মুশিদি
  • গ. ভাটিয়ালি
  • ঘ. ভাওয়াইয়া

উত্তরঃ বাউল

বিস্তারিত

2192. সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • ক. দুবাই
  • খ. প্যারিস
  • গ. নিউিইর্য়ক
  • ঘ. ফ্লোরিডা

উত্তরঃ নিউিইর্য়ক

বিস্তারিত

2193. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ -

  • ক. ২০২০ - ২০২৫
  • খ. ২০২১ - ২০২৫
  • গ. ২০২৫ - ২০৩০
  • ঘ. ২০২১ - ২০৪১

উত্তরঃ ২০২১ - ২০৪১

বিস্তারিত

2194. শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?

  • ক. ৩৩৩১
  • খ. ১০৯০
  • গ. ১০৯৮
  • ঘ. ৯৯৯

উত্তরঃ ১০৯৮

বিস্তারিত

2195. বাংলাদেশের সংবিধান রক্ষক কে?

  • ক. জাতীয় সংসদ
  • খ. শাসন বিভাগ
  • গ. সুপ্রিম কোর্ট
  • ঘ. আইন মন্ত্রণালয়

উত্তরঃ সুপ্রিম কোর্ট

বিস্তারিত

2196. বাংলাদেশের সর্বপ্রার্চীন জনপদের নাম কী

  • ক. পুণ্ড্র
  • খ. তাম্রলিপি
  • গ. গৌড়
  • ঘ. হরিকেল

উত্তরঃ পুণ্ড্র

বিস্তারিত

2199. কোন শাসন আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে?

  • ক. মৌর্য
  • খ. গুপ্ত
  • গ. পাল
  • ঘ. মুসলিম

উত্তরঃ মুসলিম

বিস্তারিত

2200. চীনদেশের কোন ভ্রমণকালী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

  • ক. হিউয়েন সাং
  • খ. ফা হিয়েন
  • গ. আই সিং
  • ঘ. এদের সকলেই

উত্তরঃ ফা হিয়েন

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects