বাংলাদেশ বিষয়াবলি
2101. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন -
- ক. আইনমন্ত্রী
- খ. আইন সচিব
- গ. অ্যাটর্নি জেনারেল
- ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল
2102. কোনটি সাংবিধানিক পদ নয়?
- ক. প্রধান নির্বাচন কমিশনার
- খ. চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
- গ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- ঘ. কনট্রোলার ও অডিটর জেনারেল
উত্তরঃ চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
2103. বাংলাদেশ সংবিধান হাতে লেখায় দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
- ক. হাশেম খান
- খ. এ.কে.এম. আব্দুর রউফ
- গ. আবুল বারক আলভী
- ঘ. সমরজিৎ রায় চৌধুরী
উত্তরঃ এ.কে.এম. আব্দুর রউফ
2105. ’সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
- ক. শ্রম বাজার
- খ. চাকুরি বাজার
- গ. স্টক মার্কেট
- ঘ. কৃষি বাজার
উত্তরঃ স্টক মার্কেট
2106. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- ক. আয়কর
- খ. ভূমিকর
- গ. আমদানি - রপ্তানি শুল্ক
- ঘ. মূল্য সংযোজন কর
উত্তরঃ মূল্য সংযোজন কর
2108. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
- ক. কিলো - ক্লাস
- খ. মিং - ক্লাস
- গ. ডলফিন - ক্লাস
- ঘ. শ্যাং - ক্লাস
উত্তরঃ মিং - ক্লাস
2109. কোন পদটি সাংবিধানিক পদ নয়?
- ক. চেয়ারম্যান, সরকারি কর্মকমিশন
- খ. চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- গ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- ঘ. প্রধান নির্বাচন কমিশনার
উত্তরঃ চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
2111. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে -
- ক. ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১
- খ. ২৬ মার্চ, ২০২০ থেকে ২৬ মার্চ, ২০২১
- গ. ১৬ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১
- ঘ. ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬ মার্চ, ২০২১
উত্তরঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১
2113. মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
- ক. ২৩ মার্চ ১৯৭১
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১০ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
2114. শহীদ শেখ রাসেল এর জন্ম তারিখ কোনটি?
- ক. ১৮ অক্টোবর, ১৯৬৫
- খ. ১৭ অক্টোবর, ১৯৬৫
- গ. ১৭ অক্টোবর, ১৯৬৬
- ঘ. ১৮ অক্টোবর, ১৯৬৪
উত্তরঃ ১৮ অক্টোবর, ১৯৬৪
2115. অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে?
- ক. কামাল আব্দুল নাসের
- খ. শেখ রেহানা
- গ. শেখ হাসিনা
- ঘ. মুনতাসির মামুন
উত্তরঃ শেখ হাসিনা
- ক. শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
- খ. কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়
- গ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- ঘ. কৃষি ও খাদ্য মন্ত্রণালয়
উত্তরঃ শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
2118. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
- ক. অং সান সুচি
- খ. থেরেসা মে
- গ. হিলারি ক্লিনটন
- ঘ. শেখ হাসিনা
উত্তরঃ শেখ হাসিনা
2120. বিচারকদের চাকুরীর বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
- ক. ৯৬(১)
- খ. ৯৬(২)
- গ. ৯৬(৩)
- ঘ. ৯৬(৪)
উত্তরঃ ৯৬(১)
2121. দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রচলন ও প্রকাশ করে?
- ক. বাংলাদেশ ব্যাংক
- খ. বিবিএস
- গ. নিপোর্ট
- ঘ. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
উত্তরঃ বিবিএস
2122. বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় -
- ক. ২৮ মার্চ ২০২১
- খ. ১৮ মার্চ ২০২১
- গ. ১৮ মার্চ ২০২০
- ঘ. ২৮ মার্চ ২০২০
উত্তরঃ ১৮ মার্চ ২০২০
2123. আসামীর হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেয়ার সম্প্রতি নির্দেশটি দিয়েছেন?
- ক. আপিল বিভাগ
- খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- গ. হাইকোর্ট বিভাগ
- ঘ. অ্যার্টনি জেনারেল
উত্তরঃ আপিল বিভাগ
2124. সম্প্রতি শাহ আমানত নাম ফেরিডুবি ঘটে -
- ক. পাটুরিয়া ৫ নং ঘাটে
- খ. দৌলতদিয়া ৪ নং ঘাটে
- গ. আরিচা ৪ নং ঘাটে
- ঘ. দৌলতদিয়া ৫ নং ঘাটে
উত্তরঃ পাটুরিয়া ৫ নং ঘাটে
2125. বাংলাদেশে কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে?
- ক. ১২ ১৭ বছর
- খ. ১১ - ১৬ বছর
- গ. ১২ - ১৮ বছর
- ঘ. ১১ - ১৮ বছর
উত্তরঃ ১২ ১৭ বছর
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..