বাংলাদেশ বিষয়াবলি

2051. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন -

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. চিফ হুইপ
  • গ. সাধারণ সম্পাদক
  • ঘ. স্পিকার

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

2052. “ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান’ আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে -

  • ক. নারীর ক্ষমতায়ন
  • খ. সমাজকল্যাণ
  • গ. দারিদ্র্য দূরীকরণ
  • ঘ. সৃষ্টিশীল অর্থনীতি

উত্তরঃ সৃষ্টিশীল অর্থনীতি

বিস্তারিত

2053. ইলামতি হলো -

  • ক. একটি চলচ্চিত্র
  • খ. এক ধরনের আম
  • গ. একটি উপন্যাস
  • ঘ. এক ধরনের ধান

উত্তরঃ এক ধরনের আম

বিস্তারিত

2054. ‘ঈদগাও’, ‘মধ্যনগর’ এবং ‘দাসার’ হলো -

  • ক. নবনির্মিত পর্যটন কেন্দ্র
  • খ. নতুন আবিষ্কৃত কয়লাখনি
  • গ. সদ্য প্রতিষ্ঠিত উপজেলা
  • ঘ. নবনির্মিত ইপিজেড

উত্তরঃ সদ্য প্রতিষ্ঠিত উপজেলা

বিস্তারিত

2055. মুজিব শতবর্ষ লোগোটির ডিজাইনার কে?

  • ক. সব্যসাচী হাজরা
  • খ. উত্তম সেন
  • গ. শিশির ভট্টাচার্য্য
  • ঘ. ধ্রুব এষ

উত্তরঃ সব্যসাচী হাজরা

বিস্তারিত

2056. মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন?

  • ক. অধ্যাপক ইউসুফ আলী
  • খ. জেনারেল এম.এ.জি ওসমানী
  • গ. এইচ টি ইমাম
  • ঘ. আতাউর রহমান খান

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী

বিস্তারিত

2057. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

  • ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • খ. বিচারপতি এসএম হুদা
  • গ. বিচারপতি এবি সিদ্দিক
  • ঘ. বিচারপতি আব্দুস সাত্তার

উত্তরঃ বিচারপতি আব্দুস সাত্তার

বিস্তারিত

2058. শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?

  • ক. বাংলাদেশ লিবারেশন ফোর্স
  • খ. ঢাকা গেরিলা
  • গ. সার্বভৌম বাংলা
  • ঘ. ক্র্যাক প্লাটুন

উত্তরঃ ক্র্যাক প্লাটুন

বিস্তারিত

2059. আজকে কত তারিখ?

  • ক. ১ আশ্বিন
  • খ. ৩ আশ্বিন
  • গ. ১ অগ্রহায়ণ
  • ঘ. ৬ অগ্রহায়ণ

উত্তরঃ ৩ আশ্বিন

বিস্তারিত

2060. মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে?

  • ক. মুহম্মদ সামাদ
  • খ. ইমতিয়ার শামীম
  • গ. সাহিদা বেগম
  • ঘ. অপরেশ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ সাহিদা বেগম

বিস্তারিত

2061. BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল?

  • ক. বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
  • খ. বেসরকারি বিনিয়োগ বোর্ড
  • গ. বিনিয়োগ বোর্ড
  • ঘ. বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ

উত্তরঃ বিনিয়োগ বোর্ড

বিস্তারিত

2062. বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ -

  • ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
  • খ. প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
  • গ. বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
  • ঘ. সরকারের রাষ্ট্রভাষা বাংলা

উত্তরঃ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা

বিস্তারিত

2063. নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ?

  • ক. আয়ারল্যান্ড
  • খ. বুলগেনিয়া
  • গ. পূর্ব জার্মানি
  • ঘ. সোভিয়েত ইউনিয়ন

উত্তরঃ পূর্ব জার্মানি

বিস্তারিত

2064. ১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল?

  • ক. চারটি
  • খ. পাঁচটি
  • গ. ছয়টি
  • ঘ. তিনটি

উত্তরঃ চারটি

বিস্তারিত

2066. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে?

  • ক. বিষুব রেখা
  • খ. আন্তর্জাতিক তারিখ রেখা
  • গ. মকরক্রান্তি রেখা
  • ঘ. কর্কটক্রান্তি রেখা

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা

বিস্তারিত

2067. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান?

  • ক. SDG Progress award
  • খ. MDG Progress award
  • গ. নারীর ক্ষমতায়ন
  • ঘ. দারিদ্র বিমোচন

উত্তরঃ SDG Progress award

বিস্তারিত

2069. বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়?

  • ক. কেপ ক্যানাভেরাল স্পেস লাঞ্চ সেন্টার
  • খ. স্টেনিস স্পেস সেন্টার
  • গ. জন্সন স্পেস সেন্টার
  • ঘ. কেনেডি স্পেস সেন্টার

উত্তরঃ কেনেডি স্পেস সেন্টার

বিস্তারিত

2070. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?

  • ক. আজাদ
  • খ. বঙ্গদর্শন
  • গ. বেঙ্গল গেজেট
  • ঘ. সমাচার দর্পণ

উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

2071. Which project of Bangladesh is related to the concept of 'One city two town'?

  • ক. Padma bridge
  • খ. Metro rail
  • গ. Kuril flyover
  • ঘ. Karnafuli river tunnel

উত্তরঃ Karnafuli river tunnel

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects